নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধানের শীষে ভোট দিন

আলিফ লাম মীম। এই সে কিতাব যাত পথ প্রদর্শনকারী এবং পরহেজগারদের জন্য কোন সন্দেহ নেই ।

দুঃস্বপ্০০৭

একটি জামাত-শিবির রাজাকার মুক্ত ব্লগ। আমার যে কোন পোষ্টে জামাত শিবির নিষিদ্ধ। জামাত-শিবির সমর্থিত ব্লগারের মন্তব্য মুছে দেওয়া হবে।

দুঃস্বপ্০০৭ › বিস্তারিত পোস্টঃ

এক নজরে দেখে নিন ২০১৩ সালে সামুর ৫০ জন নারী ব্লগারকে যারা প্রাপ্ত মন্তব্যের উপর ভিত্তি করে এগিয়ে আছেন :)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

প্রথমেই সম্মানিত মডারেটরের দৃষ্টি আকর্ষন করছিঃ

এ পোস্টটির প্রথম পর্ব প্রকাশিত হল । ২য় পর্ব মন্তব্যগত দিক থেকে সামুর সেরা ৫০ জন পুরুষ ব্লগার। এবং ৩য় ও শেষ পর্ব নারী ও পুরুষ মিলে সামুর ১০০ জন সেরা ব্লগার নির্বাচন করা হবে।

এর ফলে ব্লগাররা উৎসাহিত হবেন । এবং সবাই চেষ্টা করবেন নিজেকে সামুর ১০০ জন সেরা ব্লগারের মধ্যে অন্তর্ভুক্ত করতে।


এবার মূল কথায় আসি :)

এটা একটা বিনুদনমূলক পোস্ট । সম্প্রতি ভিজিট করেছি বর্তমান সময়ে সামুর ৫০ জন প্রভাবশালী নারী ব্লগারের প্রোফাইল । সংগ্রহ করে নিয়ে এসেছি কিছু তথ্য । আমার সীমিত জ্ঞ্যান এবং মেধা দিয়ে ২০১৩ সালে গড়ে মোট প্রাপ্ত মন্তব্যের ভিত্তিতে সামুর সেরা ৫০ জন নারী ব্লগারকে নির্বাচন করার দুঃসাহস করেছি B-) :P ;)

২০১৩ সালের ১লা জানুয়ারী থেকে ৩১ শে আগষ্ট পর্যন্ত উক্ত ব্লগারদের পোস্ট প্রকাশ করার সংখ্যা দিয়ে তাদের সে পোষ্ট গুলোতে মোট প্রাপ্ত মন্তব্যকে ভাগ করে গড়ে প্রতি পোষ্টে কয়টি মন্তব্য পেয়েছেন সেটার উপর ভিত্তি করেই আমার এ নির্বাচন। শুধু মাত্র তাদেকে নিয়েই জরিপ চালানো হয়েছে যারা এ বছর এখন পর্যন্ত অন্তত২ টি পোস্ট করেছেন । এবং মাসে ২ বার হলেও ব্লগে উনাদের চেহেরা দেখিয়েছেন ;)

পোস্টটি লেখার সময় জনপ্রিয় ব্লগার আমিনুর রহমান ও আরজুপনির কাছে সাহায্য চেয়েছিলাম । অনুরোধ করেছিলাম কিছু পরামর্শ দিতে কিন্তু কি কারনে জানিনা উনারা দুইজনের কেউ সহযোগীতা করেননি । আমিনুর রহমান ভাই অবশ্যই বলেছিলেন তিনি সাহায্য করবেন।

দুজনের কাছে থেক রিফিউজ হওয়ার পর আর কাউকে সাহায্য করতে বলার জন্য মন সায় দেয়নি। আমি একজন নতুন ব্লগার । সব গুলো নারী ব্লগারকে চিনিনা । তাই ভুলে এবং মনের অজান্তে অনেকেই হয়ত বাদ পড়ে গেছেন যার জন্য আমি আগে থেকে ক্ষমাপ্রার্থী। ভুল ত্রুটি ও অপরাধ মার্জনীয় ।

কিন্তু আমি থেমে থাকার মত মানুষ নই । যদি আমার ডাক শুনে কেউ না আসে তবে আমি একলাই চলি । নিজে নিজেই সংগ্রহ করেছি ৫০ জন নারী ব্লগারের নাম। নিজে নিজেই অন্তত ৪ বার করে প্রত্যেকের প্রোফাইল ভিজিট করেছি। এবং বার বার মন্তব্য এবং পোস্ট করার সংখ্যা হিসেব করেছি । এবং আমি মোটামোটি নিশ্চিত এটা একটা নিখুঁত এবং নিরপেক্ষ ক্যালকুলেশান । এর পরও তো আমি মানুষ । মনের অজান্তে যদি ভুল হয়ে যায় তবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি । উক্ত ব্লগারদের তথ্য সংগ্রহের লাস্ট ডেট ছিল চলতি মাসের ৫ তারিক পর্যন্ত।


তো দেখা যাক ২০১৩ সালের প্রাপ্ত মন্তব্যের ভিত্তিতে সামুর সেরা নারী ব্লগার কে ?

১) এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণাঃ প্রথমেই গিয়েছিলাম ব্লগের ছাগু ফাইটার শক্তিমান নারী ব্লগার বোম বোম স্বর্ণার ব্লগে ।

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা পোস্ট করেছেন ৩ টি।মন্তব্য পেয়েছেন
১৯৭১ টি । সুতরাং তাঁর প্রাপ্ত নাম্বার ১৯৭১ / ৩ = ৬৫৭ টি


২) শায়মাঃ এরপর গিয়েছিলাম ব্লগ মাতানো জনপ্রিয় ব্লগার পরীর ব্লগে । ব্লগ মাতিয়ে রাখতে এবং প্রাণবন্ত করে রাখতে তার জুড়ি নেয় । এক কথায় তিনি সামুর খুব জনপ্রিয় এবং গ্রহনযোগ্য একজন নারী ব্লগার।

শায়মা ২০১৩ সালে সর্বমোট পোস্ট করেছেন ১১ টি । মন্তব্য পেয়েছেন ৩৪৪২ টি । সুতরাং তাঁর প্রাপ্ত মার্ক ৩৪৪২ / ১১ = ৩১২ ।


৩) রেজোওয়ানাঃ এরপর গিয়েছিলাম সর্বজনশ্রদ্ধ সম্মানিত রেজওয়ানা আপুর ব্লগে। দায়িত্বশীল ব্লগিং এর মাধ্যমে আমাদের মাথার উপর ছায়ার মত আছেন ।ছাগু ছাড়া উনাকে সম্মান করেনা এমন এমন ব্লগার ব্লগে খুঁজে পাওয়া মুশকিল ।

রেজোওয়ানা ২০১৩ সালে পোস্ট করেছেন ৮ টি । মন্তব্য পেয়েছেন ১৭৫৩ টি । সুতরাং তাঁর প্রাপ্ত মার্ক ১৭৫৩ / ৮ = ২১৯ ।


৪) আরজুপনিঃ এরপর গিয়েছিলাম ব্লগের অন্যতম জনপ্রিয় এবং দায়িত্বশীল ব্লগার সম্মানিত এবং প্রিয় আরজুপনি আপুর ব্লগে । কতটা দায়িত্বশীল ব্লগিং করছেন সেটা নতুন করে বলার কিছু নেয় ।

আরজুপনি ২০১৩ সালে পোস্ট করেছেন ২৪ টি । মোট মন্তব্য পেয়েছেন ৩৯৬৯ টি । সুতরাং তাঁর প্রাপ্ত মার্ক ৩,৯৬৯ / ২৪ = ১৬৫ ।


৫) তাসনুভা সাখাওয়াত বিথিঃ এর পর গিয়েছিলাম ব্লগের স্মার্ট ফ্যাশানেবল কিউট সুইট এন্ড ড্যাশিং গার্ল ও ব্লগের জনপ্রিয় ডাক্তারের ব্লগে । ফেসবুকের বিশ্বনন্দিত জনপ্রিয় গেমস ক্রিমিনাল কেইসের একজন বস ও অনেক ব্লগারের ক্রিমিনাল কেইসের উস্তাদ।

তাসনুভা সাখাওয়াত বিথি ২০১৩ সালে এখন পর্যন্ত পোস্ট করেছেন ১৪ টি । মন্তব্য পেয়েছেন ১৭২৩ টি । সুতরাং তাঁর প্রাপ্ত মার্ক ১৭২৩ /১৪ = ১২৩ টি ।


৬) মাহমুদা সোনিয়াঃ এর পর গিয়েছিলাম সামুর মোস্ট ট্যালেন্টেড এন্ড কোয়ালিফাইড ব্লগার মাহমুদা সোনিয়া আপুর ব্লগে ।স্মার্টলি ব্লগিং এর ক্ষেত্রে খুব প্রশংসনীয়।

মাহামুদা সোনিয়া পোস্ট করেছেন ৩ টি।মন্তব্য করেছেন ৩২৯ টি। সুতরাং তাঁর মোট প্রাপ্ত নাম্বার ৩২৯/৩ = ১০৯ টি।


৭) জুনঃ

এরপর গিয়েছিলাম ব্লগের জনপ্রিয় ও সম্মানিত ব্লগার জুন আপুর
ব্লগে। খুবই জনপ্রিয় একজন ব্লগার। সিনিয়র পুরানো এখন পর্যন্ত নিয়মিত একজন। ফেসবুকে মেহজাবিন জুন ।

জুন ২০১৩ সালে পোস্ট করেছেন ২৫ টি ।মন্তব্য পেয়েছেন ২৫৬৫ টি।

সুতরাং তাঁর প্রাপ্ত মার্ক ২৫৬৫/ ২৫ = ১০২ ।


৮) সায়েদা সোহেলিঃ এর পর গিয়েছিলাম সামুর নিয়মিত নারী ব্লগার সায়েদা সোহেলির ব্লগে। সব গুলো ভালো পোষ্টে মন্তব্যের মাধ্যমে তার উপস্থিতি প্রসংশা করার মত।

সায়েদা সোহেলি পোস্ট করেছেন ৫ টি । মন্তব্য পেয়েছেন ৪৯২ টি।
সুতরাং তার প্রাপ্ত নাম্বার ৪৯২ / ৫ = ৯৮ ।


৯) মনিরা সুলতানাঃ এর পর গিয়েছিলাম ব্লগের ওয়েল মেনারড ও জনপ্রিয় ভদ্র শান্ত সৃষ্ট ব্লগার সম্মানিত মনিরা আপুর ব্লগে । অনেক সুন্দর একটা মন্তব্য করে ব্লগারদের পোস্ট আকর্ষনীয় ও গ্রহনযোগ্য করে তুলতে তার অবদান অনিস্বিকার্য।

মনিরা সুলতানা পোস্ট করেছেন ৯ টি । মন্তব্য পেয়েছেন ৮৪০ টি ।
সুতরাং তার প্রাপ্ত নাম্বার ৮৪০ / ৯ = ৯৩ ।


১০) ) অদ্বিতীয়া আমিঃ অদ্বিতীয়া আমি পোস্ট করেছেন ২ টি । মন্তব্য পেয়েছেন ১৭৩ টি । মোট প্রাপ্ত নাম্বার, ১৭৩ / ২ = ৮৬ টি ।


১১) না পারভীনঃ এর পর গিয়েছিলাম ব্লগের আরেক ডাক্তারের ব্লগে । যিনি সম্প্রতি অসাধারন লিখছেন । তুখোড় ব্লগিং এ তাঁর জুড়ি নায় । ইসলামের পক্ষে ব্লগিং এর মাধ্যমে সকল মুসলিম ব্লগারের কাছে খুব সম্মানিত হয়ে আছেন।

না পারভীন পোস্ট করেছেন ১৫ টি।মন্তব্য পেয়েছেন ১১৮৮, সুতরাং তাঁর প্রাপ্ত মার্ক ১১৮৮ / ১৫ = ৭৯ ।


১২) ) সমুদ্র কন্যাঃ এর পর গিয়েছিলাম সম্মানিত ব্লগার সমুদ্র কন্যার ব্লগে । তার লেখার মান কত ভাল সেটা নতুন করে বলার কিছু নেই । ব্লগে যে কজন নারী ব্লগার সম্মান ও শ্রদ্ধা অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি তাদের মধ্যে অন্যতম।

সমুদ্র কন্য পোস্ট করেছেন ৫ টি । মন্তব্য পেয়েছেন ৩৮০ টি ।সুতরাং তাঁর প্রাপ্ত মার্ক = ৭৬ টি ।


১৩ ) রহস্যময়ী কন্যঃ পোস্ট করেছেন ১৪ টি। মন্তব্য পেয়েছেন ১০০৩ টি ।মোট প্রাপ্ত নাম্বার = ১০০৩/১৪ = ৭১ টি।


১৪) ত্রিনিত্রিঃ পোস্ট করেছেন ১০ টি । মন্তব্য পেয়েছেন ৬৯৭ টি মোট মন্তব্য পেয়েছেন ৬৯৭ / ১০ = ৬৯ টি ।


১৫) ) সাবরিনা সিরাজী তিতিরঃ এ ব্লগার ফেসুবুকে একজন সেলিব্রেটি । তাঁর স্ট্যাটাসে গড়ে ১৫০+ লাইক।

সাবরিনা সিরাজি তিতির পোস্ট করেছেন ৯ টি । মন্তব্য পেয়েছেন ৫৮৭ টি ।সুতরাং তাঁর প্রাপ্ত নাম্বার ৫৮৭ / ৯ = ৬৫ টি ।


১৬) আজ আমি কোথাও যাবনাঃ জনপ্রিয় ছাগু হান্টার। ফেবুতেও খুব পরিচিত মুখ নারী ব্লগারদের মধ্যে।

আজ আমি কোথাও যাবনা পোস্ট করেছেন ৩০ টি । মন্তব্য পেয়েছেন ১৯৩১ টি । সর্ব মোট প্রাপ্ত নাম্বার ১৯৩১ / ৩০ = ৬৪ টি ।


১৭) টুম্পামনিঃ এ্ররপর গিয়েছিলাম ব্লগের এডোরেবল ও কিউট ব্লগার টুম্পামনির ব্লগে। টুম্পামনি পোস্ট করেছেন: ২১টি । মন্তব্য পেয়েছেন ১৩৩৯ টি। সুতরাং তার প্রাপ্ত মার্ক ১৩৫১ / ২১ = ৬৪ টি ।


১৮) অপর্ণা মম্ময় এরপর গিয়েছিলাম বর্তমান সময়ের খুব ভালো মানের একজন ব্লগার অপর্ণা মম্ময় আপুর ব্লগে । অপর্ণা মম্ময় পোস্ট করেছেন ২৬ টি । মন্তব্য মন্তব্য পেয়েছেন ১৬৩৫ টি । সুতরাং সর্বমোট মার্ক ১৬৬৮/২৬ = ৬২ টি ।


১৯) নীল-দর্পণঃ এই জনপ্রিয় ব্লগার পোস্ট করেছেন ৩০ টি । মন্তব্য পেয়েছেন ১৮৫৪ টি । সুতরাং তাঁর প্রাপ্ত মার্ক ১৮৫৪ / ৩০ = ৬১ টি।


২০) আমি ইহতিবঃ পোস্ট করেছেন ৬ টি । মন্তব্য পেয়েছেন ৩৩৪ টি। সুতরাং তার প্রাপ্ত মার্ক ৩৩৪ / ৬ = ৫৫ টি


২১) মায়াবতী নীলকন্ঠিঃ

জনপ্রিয় ডাক্তার ও ফেসবুক সেলিব্রেটি । সামুর যেকজন ব্লগার ব্লগের পাশাপাশি ফেসবুকেও জনপ্রিয়তা অর্জন করতে সক্ষন হয়েছেন তিনি তাদের মধ্যে একজন।

পোস্ট করেছেন: ৭ টি । মন্তব্য পেয়েছেন: ৩৭৫ টি । সুতরাং তাঁর প্রাপ্ত মার্ক ৩৭২/ ৭ = ৫৩ টি ।


২২) ) লাবনী আক্তারঃ পোস্ট করেছেন ৪৬ টি । মন্তব্য পেয়েছেন ২৩৩৪ টি । সুতরাং তাঁর প্রাপ্ত নাম্বার = ২৩৩৪/ ৪৭ = ৫০টি ।


২২) ) এরিসঃ
প্রেতাত্নার অশ্রু। অসম্ভব শক্তিমান একজন নারী ব্লগার। খুব অল্প সময়ের মধ্যে অসাধারন লিখনির মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছেন । তার ছবি আঁকার হাত অসাধারন। লেখাও অতুলনীয়।

এরিস পোস্ট করেছেন: ৩৩টি । মন্তব্য পেয়েছেন ১২৫৩, সুতরাং তাঁর প্রাপ্ত মার্কঃ ১৫৫৪ / ৩৩ = ৪৭ টি ।



২৩) তানজিয়া মোবারক মণীষাঃ সম্প্রতি যে কজন নারী ব্লগার দূর্দান্ত লিখছেন তিনি তাদের মধ্যে একজন। পোস্ট করেছেন: ১৯টি । মন্তব্য পেয়েছেন: ৮৩৪টি । সুতরাং মোট প্রাপ্ত নাম্বার ৮৩৪ / ১৯ = ৪৩ টি ।



২৪) বনলতা মুনিয়াঃ একজন পরিচিত ও জনপ্রিয় নারী ব্লগার। তিনি পোস্ট করেছেন ২৭ টি । মন্তব্য পেয়েছেন ১১৮৫ টি । সুতরাং তার প্রাপ্ত মার্ক= ৪৩ টি ।


২৫) শিশু বিড়ালঃ

এর পর গিয়েছিলাম জনপ্রিয় ব্লগার ও ডাক্তার শিশু বিড়ালের ব্লগে । ব্লগের মত ফেবুতেও অনেক জনপ্রিয়। মারাত্নক লিখেন । রম্যতে তার জুড়ি নেয় । শিশু বিড়াল পোস্ট করেছেন: ৪১টি। মন্তব্য পেয়েছেন: ১৭৮১টি। সুতরাং তার সর্বমোট প্রাপ্ত নাম্বার = ৪৩ টি ।



২৬) মাহি ফ্লোরাঃ সকলের পছন্দের ও সম্মানিত নারী কবি । তাঁর কবিতা গুলো অসম্ভব সুন্দর । আমার খুব প্রিয় একজন ব্লগার । যদি ভোটের মাধ্যমে সেরা কবিতা লেখক বা লেখিকা নির্বাচন করা হয় তবে তিনি ১ থেকে ৫ নাম্বারের মধ্যে চলে আসবেন বলে আমি বিশ্বাস করি। পোস্ট করেছেন ৩৬ টি । মন্তব্য পেয়েছেন ১৪৯৯ টি ।সুতরাং প্রাপ্ত নাম্বার ১৪৯৯ / ৩৬ = ৪১ টি ।


২৭) শীলা শিপাঃ শীলা শিপা পোস্ট করেছেন ২৩ টি । মন্তব্য পেয়েছেন ৯২৮ টি। সুতরাং তার প্রাপ্ত নাম্বার ৯২৮ / ২৩ = ৪০ টি।


২৮) বটবৃক্ষঃ আমাদের নতুন ভাবি :) অপু ভাইয়ের হবু স্ত্রী :) অত্যন্ত চঞ্চল স্বভাবের ও মজার একজন ব্লগার তিনি। ২০১৩ সালে পোস্ট করেছেন ৪৭ টা । মন্তব্য পেয়েছেন ১৯১০ টি । মোট প্রাপ্ত নাম্বার ১৯১০ / ৪৭ = ৪০ টি ।


২৯) ) বৃতিঃ
পোস্ট করেছেন ১৩ টি । মন্তব্য পেয়েছেন = ৪৯০ টি সুতরাং তার প্রাপ্ত মার্ক ৪৯০ / ১৩ = ৩৭ টি ।


৩০) রোকেয়া ইসলামঃ পোস্ট করেছেন ২০ টি । মন্তব্য পেয়েছেন ৭১১ টি । সুতরাং তাঁর প্রাপ্ত নাম্বার = ৭১৮ / ২০ = ৩৫ টি ।



৩১) রিয়া ফারিয়াঃ একসময়ের খুব জনপ্রিয় নারী ব্লগার। লেখার মান খুব ভাল। ফারিয়া পোস্ট করেছেন ১৯ টি । মন্তব্য পেয়েছেন ৬৪৭ টি ।
মোট প্রাপ্ত নাম্বার = ৩৪ টি


৩২) আফসিন তৃষাঃ পোস্ট করেছেন ৮ টি । মন্তব্য পেয়েছেন ২৬৩ টি ।
মোট প্রাপ্ত নাম্বারঃ ২৬৪/ ৮ = ৩৩ টি ।



৩৩) শুঁটকি মাছঃ শুঁটকি মাছ পোস্ট করেছেন ৫২ টি । মন্তব্য পেয়েছেন ১৬১২ টি । সুতরাং তার প্রাপ্ত নাম্বার ১৬১২ / ৫২ = ৩১ টি ।



৩৪) নৈঋতঃ ফেবুতে খুব জনপ্রিয় । নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়েন। সম্প্রতি ভালো ব্লগিং করছেন।

নৈঋত পোস্ট করেছেন: ২১টিরর। মন্তব্য পেয়েছেন ৬১৪ টি। সুতরাং তার সর্বমোট প্রাপ্ত নাম্বার ৬১৪/২১ = ২৯ টি ।


৩৫) সাহিদা আশরাফিঃ পোস্ট করেছেন: ৭টি।মন্তব্য পেয়েছেন ১৪০ টি।সর্বমোট প্রাপ্ত নাম্বার ১৪০/৭ = ২০।


৩৬) আমি সুস্মিতাঃ আমি সুস্মিতা পোস্ট করেছেন ৩ টি । মন্তব্য পেয়েছেন: ৫৮ টি । সুতরাং তার প্রাপ্ত নাম্বার = ১৯ টি ।


৩৭)
টেস্টিং সল্টঃ খুবই মানবিক একটা কাজের সাথে জড়িত থাকায় অন্তর থেকে তাকে সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি। মুমুর্ষু রোগীদের জন্য রক্ত সংগ্রহ করা নিঃসন্দেহে একটা মানবিক কাজ । অনেকদিন বেঁচে থাকুন আপনি। মুমুর্ষ রোগীদের জন্য রক্ত সংগ্রহ করার জন্য আল্লাহর কাছে আপনার মঙ্গল কামনা করি। আপনার উপর আল্লাহর আপনাকে রহম করুন।

লিটা পোস্ট করেছেন ৩৮ টি। মন্তব্য পেয়েছেন ৭৩২ টি।সুতরাং তাঁর সর্বমোট প্রাপ্ত নাম্বার ৭৩২/ ৩৮ = ১৯ টি ।


৩৮) শুকনো পাতাঃ পোস্ট করেছেন ৫৫ টি । মন্তব্য পেয়েছেন ৯৩৮ টি ।
সুতরাং তার প্রাপ্ত নাম্বার ৯৩৮ / ৫৫ = ১৭ টি ।


৩৯) সুস্মিতা শ্যামাঃ সুস্মিতা শ্যামা পোস্ট করেছেন ২ টি। মন্তব্য পেয়েছেন ৩১ টি । সুতরাং তার প্রাপ্ত নাম্বার ৩১ / ২ = ১৫ টি।



৪০) মিথিলা মাহামুদঃ মিথিলা মাহামুদ পোস্ট করেছেন ৫ টি। মন্তব্য পেয়েছেন ৬১ টি। সুতরাং তার প্রাপ্ত নাম্বার ৬১ /৫ = ১২ টি।



৪১) আফ্রী আয়েশাঃ পোস্ট করেছেন: ১৫টি। মন্তব্য পেয়েছেন: ১৭৪টি । প্রাপ্ত নাম্বার ১৭৪/১৫ = ১১ টি ।


৪২) তানজিনা ইয়াসমিনঃ

পোস্ট করেছেন ১৩ টি । মন্তব্য পেয়েছেন ১২৫ টি।সুতরাং তার প্রাপ্ত মার্ক = ৯ ।


৪৩) আম্মানসুরাঃ পোস্ট করেছেন ১৯টি।মন্তব্য পেয়েছেন: ১৮০টি ।
সুতরাং তার প্রাপ্ত নাম্বারঃ ১৮০/১৯ = ৯ টি ।


৪৪) সুমাইয়া বরকতুল্লাহঃ সুমাইয়া বরকতুল্লাহ পোস্ট করেছেন ৭০ টি । মন্তব্য পেয়েছেন ৬৭০ টি । সুতরাং তার প্রাপ্ত মার্ক = ৬৭০ / ৭০ = ৯ টি ।


৪৫) নীলাবতীর নীল মেঘঃ নীলাবতীর নীল মেঘ পোস্ট করেছেন ৪ টি । মন্তব্য পেয়েছেন ৩৩ টি । সুতরাং তার প্রাপ্ত নাম্বার ৩৩/৪= ৮ টি ।


৪৬) এই যে দুনিয়াঃ পোস্ট করেছেন ১৭ টি । মন্তব্য পেয়েছেন ১১৩ টি । সুতরাং তার প্রাপ্ত মোট প্রাপ্ত নাম্বার = ৬ টি ।


৪৭) তিথির অনুভূতিঃ পোস্ট করেছেন ৩৭ টি । মন্তব্য পেয়েছেন ২২২ টি।
সর্বমোট প্রাপ্ত নাম্বার = ৬ টি ।


৪৮) আফরোজা সোমাঃ আফরোজা সোমা পোস্ট করেছেন ২৬ টি। মন্তব্য পেয়েছেন ১১৬টি । সুতরাং তার প্রাপ্ত মার্ক = ১১৬/ ২৬ = ৪ টি ।


৪৯) সোনি সুলতানঃ পোস্ট করেছেন ৩১ টি । মন্তব্য পেয়েছেন ১১৯ ।
সুতরাং তাঁর সর্বমোট প্রাপ্ত নাম্বার = ৩ টি


৫০) সঞ্চিতা আকতার নোভাঃ পোস্ট করেছেন: ৪টি । মন্তব্য পেয়েছেন: ৪৪টি। সুতরাং তার প্রাপ্ত নাম্বার ৪৪/৪ = ১১ টি।




উপরের ৫০ জন ব্লগারের মধ্যে সামুর সেরা ব্লগার কে সেটা পাঠকই নির্বাচন করলে ভাল হবে বলে আমি মনে করি। আমি যেহেতু পরিচিত কোন ব্লগার নয় সেহেতু পোস্টট নির্বাচিত পাতায় যাওয়ার কোন সম্ভাবনা নায় । যতক্ষন প্রথম পাতায় পোস্টটি থাকবে ততক্ষনে হয়ত কিছু পাঠক ও ব্লগার পোস্টটি দেখতে পারবেন।

তাই পোস্টটি কষ্ট করে যারা পড়েছেন তারা অন্তত মন্তব্যে বলবেন ৫০ জনের মধ্যে সামুর সেরা নারি ব্লগার কে ।

পোস্টটি উৎস্বর্গ করছি প্রিয় ব্লগার আশরাফুল ইসলাম দূর্জয় ভাইকে যিনি শুরুর দিকে অনেক গুলো নারী ব্লগারের নাম দিয়ে সাহায্য করেছিলেন। মাত্র ৬ মাস ২ সপ্তাহ আগের একজন ব্লগারের পক্ষে লক্ষাধিক ব্লগার থেকে সব গুলো নারী ব্লগারকে বের করা সম্ভব নয়। তাই অনেকেই বাদ পড়েছেন আমার ধারনা। এটা অনিচ্ছাকৃত কারন আমি সবাইকে চিনানা। দুজন পুরানো ব্লগারের সাহায্য চেয়েছিলাম কিন্তু তাদের ব্যাস্ততার কারনে হয়ত হেপ্ল করতে পারেননি । তাই নিজে নিজেই এ কঠিন কাজটি করেছি। আবার বলছি ভুল ত্রুটি ও অপরাধ মার্জনীয়।

ধন্যবাদ আপনাকে আশরাফুল ইসলাম ভাই।


মন্তব্য ২৩৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৩৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

ইমরাজ কবির মুন বলেছেন:
ইন্টারেস্টিং, ইউনিক !

আপনার ফিমেল সেলেবদের নিয়ে দেয়া পোস্টের ব্যাপারে আমার অবজেকশন ছিল।ওটা ডিলিট করসেন, আমিও অবজেকশন তুলে নিসি ||

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

দুঃস্বপ্০০৭ বলেছেন: ধন্যবাদ ইমরাজ কবির মুন ভাই । ঐটা একটা বিনুদন মূলক পোস্ট ছিল । দুই তিনজন আপত্তি করাই পোস্ট ড্রাফটে নিয়েছিলাম ।


ভালো থাকুন :)

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আপনি বের করেছেন কে পোস্টপ্রতি কত মন্তব্য পেয়েছেন। অর্থাৎ আপনি বিবেচনা করেছেন জনপ্রিয়তার মাপকাঠিতে। জনপ্রিয়তা নি:সন্দেহে গুরুত্বপূর্ণ বিষয়।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৯

দুঃস্বপ্০০৭ বলেছেন: ধন্যবাদ এ টি এম মোস্তফা কামাল ভাই । বস আমি আসলে সব নারী ব্লগারকে চিনিনা । তার পরো আমি নিশ্চিত যারা বাদ পড়েছেন তারা ১ থেকে ১০ এর মধ্যে আসবেনা। বাদ পড়াটা সম্পূর্নরুপে আমার সীমাবদ্ধতা।

আমি শুধু ২০১৩ সালে এখন পর্যন্ত কে বেশি মন্তব্য পেয়েছেন সেটা নির্বাচন করেছি। কে সেরা সেটা পাঠকের সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছি।

পোস্টটি না পড়ে কিচু ব্লগার অহেতুক ত্যানা প্যাচাঁলো যেটা দুঃখজনক।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০১

জুন বলেছেন: ব্লগার ভিয়েনাস কে ছেলে বলে জানতাম :(

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩০

দুঃস্বপ্০০৭ বলেছেন: কই আমি তো ভিয়েনাস নামে কাউকে দেখতে পারছিনা :(

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০২

মায়াবী ছায়া বলেছেন: ৫০জন নারী ব্লগাদের জন্য শুভেচ্ছা রইল ।
ধন্যবাদ ।।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩২

দুঃস্বপ্০০৭ বলেছেন: ধন্যবাদ মায়াবি ছায়া । সবার মধ্যে আপনার মত বিজয়ীকে অভিনন্দন জানানোর মানসিকতা সৃষ্টি হোক।

মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানবেন।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৭

এ্যংরি বার্ড বলেছেন: অপি আপায় নাই কেন?

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৩

দুঃস্বপ্০০৭ বলেছেন: উনাকে র‍্যাংকিং এ আনার কোন প্রয়োজন নায় :) উনি তো সর্বকালের সর্বশ্রেষ্ট :)

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৩

খাটাস বলেছেন: আপনার মনবল অনেক শক্ত। শুভ কামনা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৪

দুঃস্বপ্০০৭ বলেছেন: অনুপ্রেরনাদায়ক মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় খাটাস ভাই। ভালো থাকুন।

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৮

মশিকুর বলেছেন:
খাইছে!!! চরম কষ্ট করছেন দেখতাছি। আপনারে স্যালুট ++

একবারে তৃতীয় পর্বটা দিলেই মনে হয় ভাল হইত।

আমি ভুল হইলেও সমস্যা নাই, তবে আমি মনেকরি, যারা ব্লগারদের মধ্যে নারী, পুরুষ খোঁজে তারা আর যাই হোক ব্লগার না।

শুভকামনা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২

দুঃস্বপ্০০৭ বলেছেন: ধন্যবাদ মশিকুর ভাই। আপনার স্যালুটে আমি কৃতজ্ঞ।

বস আমারো একেবারে ৩য় পর্ব দেওয়ার ইচ্ছে ছিল । ১০০ জন ব্লগারকে নির্বাচনও করে ফেলেছিলাম । কিন্তু এতে করে শুধু ৬ জন ব্লগার সেরা ১০০ তে থান পাবে । বাকি ৪৬ জন বাদ পড়বে। তাই নারী ব্লগারদের পৃথক করতে বাধ্য হয়েছি ।

কারন এ পোস্টের মুল উদ্দেশ্য ব্লগের শোভা বর্ধনের নিমিত্তে আমাদের সম্মানিত নারী ব্লগারদের মধ্যে প্রতিযোগীতা সৃষ্টি করে নতুন নতুন রেজোয়ানা শায়মা আপু তৈরী করা ।

রেজোয়ানা আপু এখন ব্যাস্ততার কারনে ব্লগে আসতে পারেননা। উনার শুন্যস্থানটা কে ফিলাপ করবে?

আমি সবার নাম্বের সাথে সুন্দর বিশেষন যুক্ত করে দিয়েছি । কাউরে হেয় করা এ পোস্টের উদ্দেশ্য নয়।

আমি ব্লগারদের মধ্যে নারী পুরুষ খুজিঁনি বস । আমি চেয়েছি নারী ব্লগারদের মধ্যে প্রতিযোগীতা সৃষ্টি করতে ও তাদেরকে সম্মানিত করতে।

অসংখ্য ধন্যবাদ ।

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৪

আমিনুর রহমান বলেছেন:



১৯ কই ????
সুফিয়া, ময়ূরাক্ষী, নীল-দর্পন, নাসুবেষ্ট, ভূতাত্মা, তানিয়া হাসান খান, ---- কই????

ব্যস্ত ছিলাম তাই আপনাকে সাহায্য করতে পারিনি।
আরো কারো কথা মনে পড়লে বলে যাবো ...।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৩১

দুঃস্বপ্০০৭ বলেছেন: তানিয়া হাসান খান শুধু ১ টা পোস্ট লিখেছেন । নীল দর্পণকে সংযুক্ত করা হয়েছে । বাকিদের লিঙ্ক গুলো দিলে খুব উপকৃত হতাম ।

৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৭

আমিনুর রহমান বলেছেন:


মেহেরুন, আমি ইহতিব এদের পরিসংখ্যানও দেখতে পারেন !

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৪

দুঃস্বপ্০০৭ বলেছেন: আমি ইহতিবকে পোষ্টে সংযুক্ত করা হয়েছে। মেহেরুনের প্রোফাইল ভিজিট করে পোস্ট আপডেট করা হবে।

১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৭

রাজীব নুর বলেছেন: +

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৪

দুঃস্বপ্০০৭ বলেছেন: ধন্যবাদ রাজিব নুর ভাই ।

১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪০

জান্নাতুল এন পিয়াল বলেছেন: বাহ! চরম খাটা খেটেছেন আপনি। কষ্ট যেমন করেছেন, আশা করি কেষ্টও মিলবে... :-)
অসাধারণ পোস্টের জন্য অভিনন্দন...

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৩

দুঃস্বপ্০০৭ বলেছেন: ধন্যবাদ বস । হ্যা কেষ্ট মিলেছে ৩-৪ জন ছাড়া সবাই খুব নাম করছে এবং উৎসাহ দিয়েছেন ।

আপনাকে ধন্যবাদ।

১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: মাল্টি না হোক অন্তত সহনিক হিসেবে আনা উচিৎ ! :P :P :P
পুরুষদের টা হিসেবে আনার সময় আমার সহনিক স্বপনবাজ (গত ৭ মাস ওটাতে যাইনা ) এর পরিসংখ্যান হিসেবে আনবেন পিলিজ লাগে ;) ;) ;) ;) ! হলফ করে বলতে পারি দুইটা একসাথে চালাই নাই ! প্রথম ১১ মাস স্বপনবাজ , তারপর মাত্র ১ টা পোষ্ট দেয়া স্বপ্নবাজ অভি নিকে এসেছি ! আপনার সুদৃষ্টির আকুতি থাকলো মহামান্য :#> :#> :#>

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৫

দুঃস্বপ্০০৭ বলেছেন: হা হা বস । কোন রকম পক্ষপাতিত্ব করা চলবেনা। :) আমি দুইটা নিকই চেক করে দেখব । তারপর পরিসংখ্যান করব । ধন্যবাদ আপনাকে :)

১৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৩

সুমন কর বলেছেন: গুড পোস্ট। কেরি অন।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৬

দুঃস্বপ্০০৭ বলেছেন: ধন্যবাদ সুমনকর ভাই। কৃতজ্ঞতা।

১৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৪

এম ই জাভেদ বলেছেন: ব্লগে নারীদের জনপ্রিয়তা বেশি । ৫০ জনের মধ্যে কারা জনপ্রিয় তা আপনার পরিসংখ্যানই বলে দিচ্ছে। আলাদা ভাবে কারো নাম উল্লেখ করে বাকিদের বিরাগভাজন হওয়ার রিস্ক কে নেবে ভাইয়া?

অনেক শ্রম দিয়েছেন। পোস্ট প্রিয় তে নিলাম। আপনার কল্যানে নতুন করে অনেক ব্লগারকে চেনা হল।

পরের পোস্টের অপেক্ষায় থাকলাম।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৭

দুঃস্বপ্০০৭ বলেছেন: না বস সামুর সেরা ৫ জন জনপ্রিয় ব্লগার যদি নির্বাচন করা হয় তবে ৫ জনই পুরুষ হবে। নারীদের চেয়ে পুরুষরাই বেশি জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে।

বস সব জায়গায় র‍্যাংকিং থাকে । ক্লাসে তো সবাই ফার্স্ট বয় হয়না। ফার্স্ট, সেকেন্ড , থার্ড এভাবে র‍্যাংকিং হয় ।

অনেক ধন্যবাদ আপনাকে ।

১৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৯

সিস্টেম অ্যাডমিন বলেছেন: চালিয়ে যান ......... তবে এই ব্লগে পুরুষ ব্লগার অনুপাতে নারী ব্লগারদের অনুপাত নগণ্য , প্রিন্ট নিলাম পড়ে তাঁদের ব্লগ গুলিতে এক এক বার ঢুঁ মেরে আসবো । ধন্যবাদ

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৮

দুঃস্বপ্০০৭ বলেছেন: ধন্যবাদ সিস্টেম অ্যাডমিন ভাই । শুভ কামনা ।

১৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০০

আর.হক বলেছেন: কঠিন কিন্তু অসাধারণ কাজ। ধন্যবাদ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৭

দুঃস্বপ্০০৭ বলেছেন: ধন্যবাদ বস ।

১৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০২

নষ্ট কাক বলেছেন: ভালা হৈছে ! আজ রাইত সামু সেলিব্রেটিদের ঘরে হাঁটা হাটি করে রাইত কাটামু B-)) B-)) B-))
৫০ জনের ব্লগেই উইড়া বেড়ামু

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৮

দুঃস্বপ্০০৭ বলেছেন: উইড়া বেড়ানো শেষ হয়েছে ?

১৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৬

দুঃস্বপ্০০৭ বলেছেন: পোস্টটা নির্বাচিত পাতায় গেলনা :(

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১০

দুঃস্বপ্০০৭ বলেছেন: গেছিল । সরিয়ে দিয়েছে । আবার দিছে ।

১৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২১

শীলা শিপা বলেছেন: সুফিয়া, নীল দর্পন, সানফ্লওয়ার এদের কেউ নাই!!!

এদের ব্লগে ঘুরে আসতে পারেন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১১

দুঃস্বপ্০০৭ বলেছেন: নীল দর্পণ সংযুক্ত হয়েছেন । সানফ্লাওয়ার , সুফিয়ার পরিসংখ্যান নিয়ে পোস্ট আপডেট হবে ।

২০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৪

মামুন রশিদ বলেছেন: পোস্টে পুত্তুম প্লাস +

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১২

দুঃস্বপ্০০৭ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই ।

২১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৬

নৈঋত বলেছেন: আমার দুই বেস্ট ফ্রেন্দু আছে দেখে খুবই আনন্দিত :-* :-* :-* :-*

বোনাস হিসেবে দেখি আমিও আছি :-* :-* :-*

ধন্যবাদ দুঃস্বপ্০০৭ B-)) B-)) B-))

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৪

দুঃস্বপ্০০৭ বলেছেন: তাই তো দেখতে পাচ্ছি । ধন্যবাদ আপনাকে ।

২২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

শায়মা বলেছেন: পোস্টটা এসে বার বার দেখছি।কিন্তু ভয়ে মন্তব্য করছি না। যদিও আমার সম্পর্কে মহা ভালো ভালো কিছু কথা লিখছো যা দেখে খুশী হওয়া ছাড়া কোনো উপায় নেই। তবুও ...........তবুও ভয়ে আছি .......ভয় পাচ্ছি........:(

আজকেই ভাবছিলাম। ব্লগে এখন এত্ত সুন্দর একটা পরিবেশ বিরাজ করছে। নো মারামারি । নো কাটাকাটি অর নো গালাগালি!

ব্লগে আগে একটা ধারনা প্রতিষ্ঠিত ছিলো ব্লগ নাকি কবি সাহিত্যিকদের জায়গা না। কিন্তু কিছুদিন যাবৎ কবি সাহিত্যিকরা একটা বিশেষ স্থান দখল করে নিয়েছে দেখা যাচ্ছে। বেশ কিছু ভালো ভালো গল্প কবিতা আমরা আজকাল পড়তে পারি। আর কিছু ব্লগার ভাইয়া আপুনিরাও সাহিত্য, গল্প কে জনপ্রিয় করে তুলতে ও সুস্থ্য ব্লগিংকে প্রসারিত করতে বেশ ভালো ভূমিকা রাখছে।

যাইহোক তোমার এমন একটা পোস্ট আবার কারো বিরাগ ভাজনতায় পড়ো নাকি সেটা ভেবে ভয় পাচ্ছি ভাইয়া। তুমি নতুন তাই আরও অনেকের নামই হয়তো বাদ পড়ে গেছে সেসব দেখে কেউ আবার মনে মনে ক্ষুব্ধ হয়ে পড়ে কিনা ভাবছি।

যাইহোক ভালো থেকো অনেক অনেক !!!
হিসাব নিকাশ আর অংক আমি খুব ভয় পাই। সেই সব হিসাব নিকাশ করে যোগ, বিয়োগ গড় বের করেছো দেখে আমার কিন্তু মাথা ঘুরাচ্ছে। :P

অনেক অনেক শুভকামনা নারী ব্লগারদেরকে উৎসাহিত করবার মত পোস্ট দেবার জন্য।:) :) :)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৫

দুঃস্বপ্০০৭ বলেছেন: ঠিক বলেছেন আপু । এখানে ব্লগিং করতে হবে সিন্ডিকেটবাজদের পা লেহন করে ।

কিন্তু আমি কারো পা চাটিনা । প্রয়োজনে ব্যান হব হব মেরুদন্ডহীন সিন্ডিকেটবাজ দের কাছে মাথা নত করবোনা।

সম্পূর্ন বিনা অপরাধে আমার পোস্টটি নির্বাচিত পাতা থেকে সরিয়ে দেওয়া হল । এ মুহুর্তে নির্বাচিত পাতায় যে পোস্ট গুলো আছে সবগুলো থেকে আমার পোস্টটাই বেশিবার পঠিত ও বেশি প্রিয়তে নেওয়া ও সবচেয়ে বেশি মন্তব্য প্রাপ্ত ।

সরিয়েই যদি দিবে তাহলে নির্বাচিত করেছিল কেন ? নতুন ব্লগারদের সাথে এ কেমন আচরন । ?

২৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৪

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ স্বপ্ন ০০৭ , অত্যন্ত ব্যস্ততার মাঝে যখন মাসে একটি পোস্ট দেয়া ও হুমকির মুখে পড়েছে তখন আপনার এ পোস্ট নিঃসন্দেহে অনুপ্রেরণা যোগাবে । :)

৯ মাস আগে আমিও ব্লগে এসে বের করতে চেয়েছিলাম মেয়েরা আসলে কি নিয়ে ব্লগিং করে । কিন্তু যাদের লেখার ভক্ত হয়েছি তারা এত ভাল লিখেন , অসাধারণ লাগে ।

আমার ব্লগে সবাই কে স্বাগতম । এটা একটি দায়িত্বশীল ব্লগিং নিক । এখানে সবই জন গুরুত্বপূর্ণ পোস্ট । ভেনিলা ফ্লেভার দিয়ে চিরতার রস খাইয়ে দেয়া এই নিকের মূল উদ্দেশ্য । হাহাহা =p~ =p~ =p~ =p~ =p~

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৯

দুঃস্বপ্০০৭ বলেছেন: ধন্যবাদ হাজারো মুমিনের প্রিয় ব্লগার সম্মানীত না পারভীন । আপনার অনুপ্রেরনাদায়ক মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আপু ।

জ্বি আমি আপনার একজন নিয়মিত পাঠক :)

আল্লাহ আপনাকে ইসলামের পক্ষে লিখার অনেক অনেক তৌফিক দান করুন আমীন ।

২৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৭

দুঃস্বপ্০০৭ বলেছেন: সম্মানিত মডারেশনকে ধন্যবাদ প্রথমবারের মত আমার পোস্ট নির্বাচিত পাতায় দেওয়ার জন্য । এ পোস্টটি লেখার মূল উদ্দেশ্য ব্লগারদের উৎসাহিত করা ।

ক্লাসে ৫০০ জন ছাত্রছত্রীর মধ্যে যেমন সবাই প্লেস করতে পারেনা ঠিক একই ভাবে ১ লাখ ব্লগারের মধ্যে সবাই ১-৫০ মধ্যেও আসতে পারেনা।

প্রতিযোগীতা থাকবেই । এ পোস্ট ব্লগারদের মধ্যে প্রতিযোগীতা সৃষ্টি করে ব্লগের প্রতি এটেনশান বাড়াবে বলে আমার ধারনা ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২২

দুঃস্বপ্০০৭ বলেছেন: কারে ধন্যবাদ দিচ্ছ গাধা । তোমার পস্ট কার বা কাদের খুশি করার জন্য নির্বাচিত পাতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে ।

২৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অত্যান্ত পরিশ্রমি পোস্ট । সরাসরি প্রিয়তে ।
পরের পোস্টে আমি যেভাবে বাদ পড়বো ঠিক তেমনি ভাবে এই পোস্টে নিচের ইনারা বাদ পড়েছেন । :P :P :P :P
আমি ইহতিব , গ্রাম্য বালিকা , অনিন্দিতা, মেহেরুন, কালোপরী ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

দুঃস্বপ্০০৭ বলেছেন: ধন্যবাদ গিয়াসলিটন ভাই । কৃতজ্ঞতা জানবেন।

আমি ইহতিব আপুকে সংযুক্ত করা হয়েছে। অনিন্দিতা আপু ২০১৩ সালে মাত্র একটা পোস্ট লিখেছেন। কালো পরি একটা পোস্ট লিখেছেন ২০১৩ এ । আমি সবার প্রোফাইলে গিয়েছিলাম । ইচ্ছা থাকা সত্তেও পোস্ট না লেখার কারনে পোষ্টে যুক্ত করতে পারিনি।


গ্রাম্য বালিকা আর মেহেরুন আপুকে আমি চিনতামনা । তাইতো আমার পোষ্টে বারয়ার ক্ষমা চেয়েছি। উনাদের ব্লগ লিঙ্ক গুলো একটু দিতে পারবেন ?

অনেক ধন্যবাদ :)

২৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১০

আহমেদ জী এস বলেছেন: দুঃস্বপ্০০৭,

দুঃস্বপ্নের মতো প্রচেষ্টা । মন্তব্যের ভিত্তিতে করেছেন । এটাই বা কজন করে এতোখানি পরিশ্রম সয়ে !

প্রাসংঙ্গিক না হলে ও বলি - এটা ঠিক যে, মেয়ে ব্লগাররা তুলনামুলক ভাবে ভালো লেখেন । মার্জিত লেখেন । আরো হয়তো অনেকে আছেন যাদের আমি চিনিনে । এরা সবাই আপনার এই কষ্টসাধ্য পোষ্টটিকে মূল্যায়ন করবেন তাদের প্রজ্ঞা দিয়ে , এ বিশ্বাস রাখতেই পারি ।

ধন্যবাদ আপনার একাকী কষ্টটুকুর জন্যে ।

ভালো থাকুন এমনি সতেজ থাকুন ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৯

দুঃস্বপ্০০৭ বলেছেন: ধন্যবাদ আহমেদ জি এস বস ।

আপনার অনুপ্রেরনাদায়ক মন্তব্য আমার পোস্টের শোভা বর্ধন করে আমার মনোবল বাড়াতে সাহায্য করবে।

কৃতজ্ঞতা জানবেন।

২৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ওরে!!!!!!!!!!!!!!!!!!!!


চখাম পোস্ট!!!!!!!!!!!!!!!


++++++++++++++++

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪০

দুঃস্বপ্০০৭ বলেছেন: ধন্যবাদ বস । ফেসবুকে শেয়ার দেওয়ার জন্য অশেষ কৃতজ্ঞতা ।

২৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৯

নাজিম-উদ-দৌলা বলেছেন:
অপর্ণা আপু, পনি আপু, শায়মা আপু, জুন আপু, রেজয়ানা আপু, সমুদ্র কন্যা আপু, ইহতিব আপু- সবাই ভাল লিখেন।

আমার বান্ধবী মায়াবতী নীলকণ্ঠি, টেস্টিং সল্ট, নৈঋত- এরাও লিখে চমৎকার।

এরিস, স্বর্ণা, বটবৃক্ষ, ত্রিনিতি, বিথি, পারভিন, মনিরা - কারো চেয়ে কেউ খারাপ না।

আসলে ওভাবে রেট করা পসিবল না, সবাই ভাল ব্লগার। :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪১

দুঃস্বপ্০০৭ বলেছেন: ধন্যবাদ নাজিম ভাই আপনার মন্তব্যের জন্য । ওভাবে রেট করা পসিবল নয় বলেই তো আমি জাস্ট একটা র‍্যাংকিং ক্যালকুলেট করেছি।

ভাল থাকুন । যাদের নাম বলেছেন প্রত্যেকেই অনেক ভালো মানের ব্লগার ।

২৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৬

এম মশিউর বলেছেন: খুব ভালো একটা পোস্ট। এর মাধ্যমে অনেকেই উৎসাহিত হবেন।
প্রিয়তে নিলাম। সবার নিকে একবার ঢু মেরে দেখতে হবে। :)

অনেক ধন্যবাদ এমন পরিশ্রমী পোস্টের জন্য!!!
(এর পরে পুরুষের বেলায় তো আপনিই সবার আগে থাকবেন মনে হচ্ছে!) ;)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৬

দুঃস্বপ্০০৭ বলেছেন: না সামুদের কত সেরা সেরা ব্লগার আছেন সেটা পোস্ট দিলেই দেখতে পারবেন । ধন্যবাদ আপনাকে :)

৩০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৭

নীল-দর্পণ বলেছেন: বাহ! মজার তো

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৮

দুঃস্বপ্০০৭ বলেছেন: প্রথমেই সরি বলছি আপু । আমি ব্লগে একেবারে নতুন। তাই অনিচ্ছাকৃতভাবে ভুলে আপনাকে চিনতে পারিনি । এটা আমার সীমাবদ্ধতা ছিল। :(

অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

৩১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫১

দুঃস্বপ্০০৭ বলেছেন: আপডেটঃ

আমি ইহতিব এবং নীল দর্পণ আপুকে কে পোস্টে যুক্ত করা হল । অনিন্দিতা আর সুস্মিতা আপু ১ টা করে পোস্ট করেছেন মাত্র :(

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৯

দুঃস্বপ্০০৭ বলেছেন: :(

৩২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৬

আরজু পনি বলেছেন:

৩৯৬৯ টি মন্তব্য পেয়েছি নিজেই খেয়াল করি নি । B-)


আমার জানামতে খুব ভালো লিখেন আহাদিল, মিনাক্ষী...

ফারাহ দিবা জামান, তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে এরা বর্তমানে সামুতে একটিভ না এরা দু'জন্ও বেশ লিখতেন ।



একটা লিস্ট করেছিলাম অনেকদিন আগে, খুব বেশি আপডেট করা হয় নি...তবু্ও দেখতে পারেন ।

------------------
এ যুগের রোকেয়া
------------------
জানা (ব্লগ পরিচালক)

রেজোওয়ানা (প্রত্নতত্ত্ব)

শায়মা

জুন (ভ্রমণ)

বাবুনি সুপ্তি

আধাঁর কন্যা

ক্যারোলিনা রোজালিন

আরজু পনি (জেন্ডার)

জেরী

অপ্ সরা

নুশেরা

ভূলু-র রেসিপি ব্লগ

সোহায়লা রিদওয়ান

অপি

দীপান্বিতা (পুরাণ)

নিখিলেস প্যারিসে

শোশমিতা

অপরিনীতা

আরমিন২৯

কি নাম দিব

তিথির অনুভূতি

নাআমি

নিশাত রহমান

নীল কষ্ট

বৃষ্টিধারা

মিথী_মারজান

শিশিরের শব্দ

সরলতা

শাফ্‌ক্বাত



..........আরও বেশ কিছু প্রিয় নাম মাথায় থাকলেও সময়াভাবে আপডেট করা হয়ে উঠে নি ।


বর্তমান সময়ে টুম্পামনি দারুণ লিখছেন ।

নারী হিসেবে আলাদা কোন সুযোগ চাই না ... একজন ব্লগার হিসেবে আমার প্রাপ্যটুকু পেলেই হলো ।।

ব্লগ প্রাণবন্ত হয়ে উঠুক । সবার জন্যে শুভকামনা রইল ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২১

দুঃস্বপ্০০৭ বলেছেন: ধন্যবাদ লিস্টের জন্য । পোস্ট আপডেট করতে সুবিধা হবে।

৩৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৯

আরজু পনি বলেছেন:

ওহ জয়তি বন্দ্যোপাধ্যায়

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২২

দুঃস্বপ্০০৭ বলেছেন: আবারো ধন্যবাদ ।

৩৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:


বিশাল গবেষণা আর বিশাল ব্যাপার স্যাপার দেখছি। পোস্টে +++ না দিয়ে উপায় নেই।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৩

দুঃস্বপ্০০৭ বলেছেন: ধন্যবাদ কান্ডারী অর্থব ভাই ।

৩৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪০

এহসান সাবির বলেছেন: দারুন পোস্ট। ++++

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৪

দুঃস্বপ্০০৭ বলেছেন: ধন্যবাদ এহসান সাবির ভাই ।

৩৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৩

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার পরিকল্পনার প্রথম দুইটা পর্বের দরকারটা কি বুঝলাম না। ব্লগারদের মধ্যে নারী পুরুষ পরিচিতি করনের প্রয়োজনীয়তা কোথায়? কে ছেলে কে মেয়ে এইটা ব্লগিং এ কোন হিসেবে বিবেচ্য হতে পারে মাথায় আসছে না। আপনি সেরা একশো ব্লগার নির্বাচন করতে চান যেন ব্লগাররা উৎসাহ পায়। আপনি মন্তব্যের ভিত্তিতে যাদের নাম নিয়ে আসছেন আমি মনে করিনা তাদের উৎসাহের কোনো প্রয়োজন আছে বরং নতুনদের উৎসাহিত করার জন্য উদাহরণ হিসেবে তাদের নাম আনতে পারেন। আপনি নিজেও একজন অতি নবীন ব্লগার, এইটা আপনার নিজের জন্যও উপকারী হবে।

এই পোস্ট আমার কাছে শুধু এইটুকু বার্তা দিল যে আপনি বেশ পরিশ্রম করে পোস্ট লিখতে পারেন, আপনি চমৎকার একটা বিষয় নিয়ে পরিশ্রম করে পোস্ট দেন, দেখবেন শুধু নির্বাচিত হবে না, স্টিকি হয়ে লটকে থাকবে!

শুভকামনা!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৬

দুঃস্বপ্০০৭ বলেছেন: ৩৮ নাম্বার মন্তব্য দেখুন ।

৩৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৫

অভিপ্রায় বলেছেন: নিসন্দেহে একটি ভালো পোস্ট, এ সুযোগে অনেক ভালো ভালো নারী ব্লগারের নিক জেনে নেয়া গেলো, সাথে কিছু প্রভাবশালী নারী ব্লগারের নিক ও জানা গেলো। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টের জন্য। ভালো থাকবেন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৭

দুঃস্বপ্০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ অভিপ্রায় । ভাল থাকুন ।

৩৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৮

দুঃস্বপ্০০৭ বলেছেন: প্রথমেই অন্যান্য ব্লগারদের সরি বলছি কারন ৩৬ নাম্বার মন্তব্যে ৎঁৎঁৎঁ ভাইয়ের মন্তব্যের জবাবটি এই মুহুর্তে দেওয়া উচিৎ বলে মনে করি ।

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার পরিকল্পনার প্রথম দুইটা পর্বের দরকারটা কি বুঝলাম না।

উত্তরঃ পৃথিবীর প্রতিটা কাজই পরিকল্পনা করে করা উচিৎ বলে আমি মনে করি । পৃথিবীতে যারাই পরিকল্পনা করে কাজ করেছেন তারাই সফল হয়েছেন । পরিবার পরিকলনার কথা চিন্তা করুন । যারাই ফ্যামিলি প্ল্যানিং করেছেন প্রত্যেকেই একটি সুন্দর পরিবার গড়তে সক্ষম হয়েছেন ।


ব্লগারদের মধ্যে নারী পুরুষ পরিচিতি করনের প্রয়োজনীয়তা কোথায়?

উত্তরঃ একজন ব্লগারের পরিচয় সে একজন ব্লগার । নারী পুরুষ বড় কথা না এটা হল প্রথম কথা।

আপনি আমার সাথে একমত হবেন পৃথিবীর প্রতিটি জায়গায় নারী পুরুষ হিসেব করা হয় । যেমন নারী বিজ্ঞানী পুরুষ বিজ্ঞানী , নারী ইঞ্জিনিয়ার পুরুষ ইঞ্জিনিয়ার , নারী পাইলট পুরুষ পাইলট , নারী মডেল- পুরুষ মডেল , ছেলে -মেয়ে , নারী - পুরুষ । পৃথিবীর জন্ম থেকেই নারী পুরুষকে আলাদা করা হয়েছে সঙ্গত কারনেই । কারন দুইটা সম্পুর্ন বিপরিত লিঙ্গ।

ব্লগার ব্লগারই । নারী ব্লগারদেরকে পৃথক করলে সমস্যা কোথায় ? আমি প্রথমেই বলেছি এই পোস্ট লিখার অন্যতম কারন হল ব্লগারদের মধ্যে প্রতিযোগীতা সৃষ্টি করা । আমি যদি নারী পুরুষ মিলে ১০০ করতাম তবে সর্বোচ্ছ ১০ জনের মত হয়ত ১০০ জনের মধ্যে স্থান পেতেন কারন সামুতে কয়জন নারী ব্লগার আছেন সেটা আপনি আমার চেয়েও ভালো করে জানার কথা । তাহলে লিস্টের বাকি ৪০ জনকে উৎসাহিত করার দায়িত্ব কে নিবেন ?

কে ছেলে কে মেয়ে এইটা ব্লগিং এ কোন হিসেবে বিবেচ্য হতে পারে মাথায় আসছে না।

উত্তরঃ আমি কে ছেলে কে মেয়ে সেটা চিন্তা করে এ পোস্ট লিখিনি । আমি এপোস্ট লিখেছি আমাদের সম্মানিত নারী ব্লগারদের মধ্যে একটা প্রতিযগীতা ও উৎসাহ সৃষ্টি করতে।


আপনি সেরা একশো ব্লগার নির্বাচন করতে চান যেন ব্লগাররা উৎসাহ পায়।

জ্বি আমি ব্লগারদের মধ্যে একটা প্রতিযোগীতা সৃষ্টি করতে চাই যেন ব্লগের শোভা বর্ধন পায় ও দায়িত্বশীল ভাল মানের ব্লগাররা উঠে আসেন।

আপনি মন্তব্যের ভিত্তিতে যাদের নাম নিয়ে আসছেন আমি মনে করিনা তাদের উৎসাহের কোনো প্রয়োজন আছে বরং নতুনদের উৎসাহিত করার জন্য উদাহরণ হিসেবে তাদের নাম আনতে পারেন। আপনি নিজেও একজন অতি নবীন ব্লগার, এইটা আপনার নিজের জন্যও উপকারী হবে।

উত্তরঃ আপনার সাথে একমত নয় । এ পোস্টের ২০-২৫ জন ব্লগার পরিচিত বাকি ২৬ জন নতুন ব্লগারদের কাছে অপরিচিত। আমি বাকি ২৬ জনের কাছে পরিচিত ২৫ জনকে পরিচিত করানোর মাধ্যমে চেষ্টা করেছি তাদের মধ্যেও যেন ১ থেকে ২০ আসার একটা উৎসাহ বা কৌতহল সৃষ্টি হয় ।

এই পোস্ট আমার কাছে শুধু এইটুকু বার্তা দিল যে আপনি বেশ পরিশ্রম করে পোস্ট লিখতে পারেন, আপনি চমৎকার একটা বিষয় নিয়ে পরিশ্রম করে পোস্ট দেন, দেখবেন শুধু নির্বাচিত হবে না, স্টিকি হয়ে লটকে থাকবে!

উত্তরঃ একজন ব্লগার তার নিজস্ব ইচ্ছেকে প্রাধান্য দিয়েই ব্লগিং করবেন। এর আগেও আমি নারি পুরুষ একসাথে করে এপিক পোস্ট লিখেছি । " সামহোয়্যারইন এর ৫২ জন ভাল লাগার ব্লগারকে অনুসরন করলাম "

১৫৪২ বার পঠিত ১৫৩ টি মন্তব্য , ২৫ টি লাইক , ২০ টি লাইক । তাও নির্বাচিত পাতায় যায়নি পোস্টটি। সেজন্য নির্বাচিত পাতার কথাটা বললাম।


শুভকামনা । ধন্যবাদ আপনাকে ।






















১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

দুঃস্বপ্০০৭ বলেছেন: @ ৎঁৎঁৎঁ ভাই

৩৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৭

দুঃস্বপ্০০৭ বলেছেন: সম্পূর্ন বিনা অপরাধে আমার পোস্টটা নির্বাচিত পাতা থেকে সরিয়ে দেওয়া হল ।

সরিয়েই যদি দেওয়া হবে তাহলে নির্বাচিত করা হয়েছিল কেন ?

এ ব্লগ কাদের ইশারাই পরিচালিত হয় সেটা পরিষ্কার হল ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩১

দুঃস্বপ্০০৭ বলেছেন: এখন আবার দিয়েছে ।

৪০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৮

ৎঁৎঁৎঁ বলেছেন: আমি আপনার সাথে এইটুকুতে একমত - পৃথিবীর প্রতিটি জায়গায় নারী পুরুষ হিসেব করা হয় । যেমন নারী বিজ্ঞানী পুরুষ বিজ্ঞানী , নারী ইঞ্জিনিয়ার পুরুষ ইঞ্জিনিয়ার , নারী পাইলট পুরুষ পাইলট , নারী মডেল- পুরুষ মডেল , ছেলে -মেয়ে , নারী - পুরুষ - যে এই বিভাজনটা করা হয়, কিন্তু আমি তো বলিনি আমি এই বিভাজনের পক্ষে! পৃথিবীর অনেক কিছুই আছে আমি যার বিপক্ষে যার একটা হল এই নারী পুরুষ বিভাজন! নিতান্ত বাস্তবিক প্রয়োজন ছাড়া অন্তত ক্রিয়েটিভ পরিমণ্ডলে নারী পুরুষ পরিচিতি বিভাজন থাকার কোনো দরকার নাই। হয়ত ভবিষ্যৎ পৃথিবীতে থাকবেনা, মানুষ পরিচিত হবে তার কর্মপরিচয় দিয়ে, লিঙ্গ পরিচয় দিয়ে নয়।

এখন বাংলাদেশে নারীদের মধ্যে ব্লগিং জনপ্রিয় করার জন্য নারী ব্লগারদের পরিচিতিকরণ প্রয়োজনীয়তা বিষয়ক যদি কিছু দাবী করেন তবে সেটা হতেই পারে, তবে আমার একটা ধারণা ছিল ব্লগিঙ্গে এইটা ঠিক এইভাবে জরুরী না!

অবশ্যই আপনি আপনার অবস্থান চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। এবং এটাই স্বাভাবিক যে আমরা অনেকেই অনেক কিছুতে একমত হতে পারবোনা, কিন্তু পাশাপাশি নিজেদের কথা বলে যাব। এইটাই ব্লগিঙ্গের সৌন্দর্য!

হ্যাপি ব্লগিং!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৯

দুঃস্বপ্০০৭ বলেছেন: আপনি অনেক শক্তিমান ব্লগার বস । আপনার একটা মন্তব্যের উপর ভিত্তি করেই আমার পোস্টটা নির্বাচিত পাতা থেকে সরিয়ে দেওয়া হল।

আমি যদি আজকে হাসান মাহাবুব বা আরজুপনি বা শায়মা বা রেজওয়ানা বা আমিনুর রহমান বা মামুন রশিদ হতাম তাহলে কোনদিন আমার পোস্ট নির্বাচিত পাতা থেকে সরাতনা ।

এভাবে যদি বৈষম্য চলে তাহলে আরেকটা হামা বা আরজুপনি কখনো সামুতে উঠবেনা নতুন করে।

অবশ্যই সামু কতৃপক্ষ যদি চায় আরেকজন হামা বা শায়মা বা আরজুপনির জন্ম আর না হোক তাহলে সেটা ভীন্ন কথা ।

৪১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫০

মাহমুদ০০৭ বলেছেন: এক নজরে দেখে নিন প্রাপ্ত মন্তব্যের উপর ভিত্তি করে ২০১৩ সালে সামুর সেরা ৫০ জন নারী ব্লগারকে

এখন চলে সেপ্টেম্বরের মাঝামাঝি , বছর শেষ হতে আর ও আছে সাড়ে ৩ মাস
তাহলে আপনি কিভাবে ২০১৩ সালের তালিকা করে ফেললেন ?

আপনি কি নিশ্চিত বছর শেষেও আপনার তালিকাটা অপরিবর্তিত থাকবে ?
আপনি যদি শিরোনামে লিখতেন আগস্ট পর্যন্ত তাহলে মানা যায় । ।

বুঝতেই পারছেন বিষয়টা অযৌক্তিক হয়ে গেল ।

আর বিষয়টা ব্যক্তিগতভাবে নিজের উপর নিবেন না প্লিজ । আপনাকে আঘাত দেয়ার জন্য বলছিনা । ।
আমি শুধুমাত্র ত্রুটি টা আপনাকে অবহিত করলাম ।

আরেকটা কথা ভাই , ব্লগার মাহমুদা সোনিয়ার কমেন্ট সংখ্যা হবে ৩৩০। আপনি ৩২৯ দিছেন ।
আর উনার এখানে

মন্তব্য করেছেন ৩২৯ টি র বদলে পেয়েছেন বসিয়ে দেবেন ।
ভাল থাকুন ভাই ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩১

দুঃস্বপ্০০৭ বলেছেন: জ্বি আমি হিসেব করেই করেছি । এটা সেপ্টেম্ভর মাস । জানুয়ারীর ১ তারিকে চুড়ান্ত পর্ব দেওয়ার আশা করছি। সেটা নারী ব্লগার এবং পুরুষ ব্লগার সবাই একসাথে হিসেব করে । আগামী মাসে পুরুষ ব্লগারদেরটা দেওয়া হবে । এবং জানুয়ারীর ১ তারিকে পুরা বছরেরটা হিসেব করা হবে, আমি পোস্টেই বলেছি এটা প্রথম পর্ব।

আমি আমার পোস্টের প্রথমেই বলে দিয়েছি , প্রথমেই সম্মানিত মডারেটরের দৃষ্টি আকর্ষন করছিঃ

এ পোস্টটির প্রথম পর্ব প্রকাশিত হল । ২য় পর্ব মন্তব্যগত দিক থেকে সামুর সেরা ৫০ জন পুরুষ ব্লগার। এবং ৩য় ও শেষ পর্ব নারী ও পুরুষ মিলে সামুর ১০০ জন সেরা ব্লগার নির্বাচন করা হবে।

এর ফলে ব্লগাররা উৎসাহিত হবেন । এবং সবাই চেষ্টা করবেন নিজেকে সামুর ১০০ জন সেরা ব্লগারের মধ্যে অন্তর্ভুক্ত করতে। "

এই পর্বটা একটা সিগন্যাল । বাকি ৩ মাস হুরুস্থুল করে ব্লগিং করবেন ।

আমার পোস্টের মূল উদ্দেশ্যই ছিল এটা ।


এই কাজটা এতদিন কেউ করেনি । এখন আমি যখন করতে আসছি শুরু হয়েছে সিন্ডিকেটবাজি।

আমি আমার কাজ চালিয়ে যাব । কারো পছন্দ না হলে ইগনোর করুক কোন সমস্যা নায়।

ধন্যবাদ আপনাকে ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২৮

দুঃস্বপ্০০৭ বলেছেন: মাহামুদা সোনিয়া আপু যদি আর একটা মন্তব্য বেশি পেয়ে থেকেন তবে সেটা চলতি মাসের ৫ তারিকের পর পেয়েছেন । আমার লাস্ট ভিজিট ছিল ৫ই সেপ্টেম্বর । পোস্টটি আরেকবার পড়ার অনুরোধ ।

৪২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আপনি কিন্তু বিপদেই ফেলছিলেন।
৫০জনের নাম মনে করা কঠিন ছিল, পরে দেখলাম সংখ্যা আরো বাড়লে ও বলা যেত। ওই নামগুলোর অধিকাংশই আসছে :) মানে
জনপ্রিয় ও ভালো লিখিয়েদের অনেকের লেখায় পড়ছি।

এই পোস্টে আপত্তির কিছু দেখছি না।
কেউ যদি ভাবেন, এখানে লেখক অনেক গুরুত্বপূর্ণ ব্লগারকে উল্লেখ করে নাই, সেটা ব্লগারের সীমাবদ্ধতা কিংবা ব্যক্তিগত ভালোলাগা ভেবে এড়িয়ে যাওয়াই ভালো।
সংকলন পোস্ট যেমন সবার মন জোগাতে পারে না, এই কঠিন ও দুরূহ কাজটিও সবাই সন্তুষ্ট করবে না বলাই যায়। তবুও লেখকের পরিশ্রম কে সাধুবাদ জানাই।

২০১৩ সালের যেহেতু ব্যাপারটা একটু প্রশ্নের, বছর তো পুরাই বাকি :)

উৎসর্গ!
আনন্দিত না হয়ে উপায় আছে। যে পোস্টে এতোগুলো প্রিয় ব্লগারদের লিংক ও থেকে যাচ্ছে । ধইন্যা।।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৩

দুঃস্বপ্০০৭ বলেছেন: আপনি আসলেই অনেক উপকার করেছিলেন। অনেক ধন্যবাদ বস। :)

৪৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৪

সপ্নাতুর আহসান বলেছেন: মন্তব্যের ভিত্তিতে সেরা ব্লগার নির্বাচন করা যায় না। অনেক ব্লগার রেটিং এ অনেক নিচে পড়ে গিয়েছেন লেখার মান বিবেচনা করলে যারা প্রথম সারির। তবে আমি এ নিয়ে কোন বিতর্কে যাব না। অনেক পরিশ্রম করে রেটিং করেছেন। সবাই উৎসাহ পাবে। ভাল লিখবে। যাদের নাম দিয়েছেন সবাই ভাল ব্লগার।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:০১

দুঃস্বপ্০০৭ বলেছেন: উপরের ৫০ জন ব্লগারের মধ্যে সামুর সেরা ব্লগার কে সেটা পাঠকই নির্বাচন করলে ভাল হবে বলে আমি মনে করি। আমি যেহেতু পরিচিত কোন ব্লগার নয় সেহেতু পোস্টট নির্বাচিত পাতায় যাওয়ার কোন সম্ভাবনা নায় । যতক্ষন প্রথম পাতায় পোস্টটি থাকবে ততক্ষনে হয়ত কিছু পাঠক ও ব্লগার পোস্টটি দেখতে পারবেন।

তাই পোস্টটি কষ্ট করে যারা পড়েছেন তারা অন্তত মন্তব্যে বলবেন ৫০ জনের মধ্যে সামুর সেরা নারি ব্লগার কে ?


আমি একটা র‍্যাংকিং করেছি মাত্র । নির্বাচন করিনি । নির্বাচনটা পাঠলের উপর ছেড়ে দিয়েছি ।

দয়া করে পোস্ট আবার পড়ুন ।

৪৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৩

টেস্টিং সল্ট বলেছেন: আপনার দোয়াটা যেন আমার গায়ে লাগে ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ।

নৈঋত আর মায়াবতী নীলকন্ঠির নাম দেখে ভাল লাগছে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৫

দুঃস্বপ্০০৭ বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন । অনেকদিন মানব সেবায় আল্লাহ আপনাকে সাহায় করুন আমীন ।

৪৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১০

মাহমুদ০০৭ বলেছেন: বুঝলাম । আপনার মুখ্য উদ্দেশ্য হচ্ছে ফাইনালি
সামুর সেরা ১০০ জন বাছাই করা ।
তাহলে এক কাজ করতে পারেন
এখন ধরেন এই পোস্ট টা এবং সামনে পুরুষ পোস্ট যেটা দিবেন
সেটা নভেম্বর বা ডিসেম্বারের মাঝামাঝি পর্যন্ত আপডেটে রাখতে পারেন ।
কারণ এই তিন মাসেও ফিগার অনেক পরিবর্তন আসবে ।
কষ্ট কম হবার জন্য আপনি ব্লগারদের বলতে পারেন তারা যাতে তাদের আপডেট আপনার পোস্টে দিয়ে যায় , এতে আপনারো কষ্ট কমে গেল ।
পাশাপাশি আপনি অন্যান্য ব্লগার দের সাথেও যোগাযোগ করতে পারেন
আপনাকে সহযোগিতা করার জন্য ।

আশা করি এভাবে হলে আপনার জন্য কষ্ট টা কমে যাবে আবার ফাইনালি পোস্ট তৈরিতেও এই পোস্ট গুলো সাহায্য করবে ।

এম্নিতেও অনেক খাটছেন এবং ভবিষ্যতেও আরো বেশি খাটবেন ,
সে জন্য ধন্যবাদ এবং অগ্রিম ধন্যবাদ রইল ।
শুভকামনা রইল আপনার প্রতি :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৬

দুঃস্বপ্০০৭ বলেছেন: জ্বি বস :)

ধন্যবাদ পরামর্শের জন্য ।

৪৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২৫

রেজওয়ান তানিম বলেছেন: আপনি তো দেখছি গনহারে সবাইকে সিন্ডিকেটবাজ বলছেন।

আপনি যেমন করে দেখছেন বিষয়টি তেমন নয়। এখানে যারা সংকলন পোস্টটা অপছন্দ করছেন তারা কেউই সেই মাপের সিন্ডিকেট বাজ নন

এই ধরণের সৃজনশীলতা বিবর্জিত সংকলন পোস্ট আমার মোটেও পছন্দ নয়, তাই দু:খের সাথে বলতে বাধ্য হচ্ছি গল্প, কবিতা যারা পড়ে এবং তা নিয়ে সংকলন করে তারা কিছুটা হলেও সেই গল্পগুলো বা কবিতা গুলো পড়ে যার ফলে তাদের অন্তত লেখার মান বোঝার আইডিয়া হয় কিন্তু আপনি কি করলেন এই তালিকায় সবার মন্তব্যকে পোস্ট সংখ্যা দিয়ে ভাগ করছেন। অনেক ব্লগারই আছে ব্লগে খাজুরে আলাপ অপছন্দ করে তাই তাদের বাদ পড়ার সম্ভাবনা অথচ লেখক হিসেবে তাদের মান অনেক ভাল।

পরের কথা আপনি মানেন কি না মানেন সেটা আপনার ব্যবহার দেড় লক্ষ ব্লগারের ব্লগে সংকলন করার মত ক্রেডিবিলিটি আপনার এখনো হয় নি। ব্লগের আরো অনেক দেখার আছে আপনার এবং দেখা উচিত। নিজেকে মৌলিক লেখক হিসেবে পরিচিত করার বিকল্প নেই। সে প্রচেষ্টা আপনার মধ্যে আমি কিছুটা কমই লক্ষ্য করছি।

সংকলন আমিও করেছি এবং জানি এটা কতটা পরিশ্রমের কাজ, এর পরে কোন প্রকার খারাপ কথা কেউ বললে মাথায় রক্ত উঠে যেতে পারে কিন্তু তবুও বাস্তব এবং সত্যকে অস্বীকার করে যাওয়া হবে মূর্খতা। ৎঁৎঁৎঁ আপনাকে যে পরামর্শ দিয়েছে আমিও তাই দেব, ভালো পোস্ট লেখার পিছনে সময় দিন, তা দিয়ে পরিচিত হবার চেষ্টা করুন কথা দিচ্ছি আমি আপনার পাশে থাকব।

আর একবছর ব্লগের কোন টাইমই না। এখানে যাদের তালিকায় এনেছেন তারা একবছর ও অনেকে করেননি। সেই হেতু তাদের ইনকিউবেশন পিরিয়ডই পার হয় নি। জোর করে কাউকে পরিচিত করানো যায় না, পরিচিত হতে হয় যোগ্যতায়।

শুভকামনা জানবেন। পুরুষদের পোস্টটা না করার অনুরোধ, কেননা ক্যাচাল দেখতে ভাল লাগে না। আর ওটা দিলে লাগবে নিশ্চিত

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৪৬

দুঃস্বপ্০০৭ বলেছেন: সুযোগ পেলে সবাই একটা উপদেশ বানি শুনিয়ে দেন এটা আর নতুন কি ?

এ পোস্ট নির্বাচিতে দিয়ে সেটা ৎ ৎ ৎ মন্তব্যের পর সরিয়ে দেওয়ার কারন কি ?

শুধু এ প্রশ্নের জবাব দেন ।

আর আপনার এপোস্টপছন্দ না হলে আপনি ইগনোর করেন । আমি প্রথমেই বলে দিয়েছি এটা একটা অনুপ্রেরনা সৃষ্টির লক্ষ্যে লেখা পোস্ট ।


আমারটা পছন্দ না হলে আপনি একটা লিখেন । আমি আপনাকে সাহায্য করব ।

পোস্ট লেখার আগে সবাইকেই ডাকছি। আসেন একটু পরামর্শ দেন। কেউ আসেনি । পোষ্টে বিবরন দেওয়া আছে । এখন কেউ একজন যখন পোস্টটা দিল শুরু হয়ে গেল সমালোচনা।

একটা পোস্ট সবার ভালো লাগবে এমন কোন কথা নায় । আপনার ভাল না লাগলে ইগনোর করেন ।

উপদেশ না দেওয়াটাই উত্তম হবে ।

৪৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২৭

ফারজুল আরেফিন বলেছেন: দেখে নিলাম! বেশ ভালো!

জানা আপা, আরিয়ানা বাদ পড়েছে।

প্রিয় অপি আক্তারকে না রাখায় পোস্টে মাইনাস। X(

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৯

দুঃস্বপ্০০৭ বলেছেন: জানা আপু তো সবার সেরা । আরিয়ানা আপাকে চিনতামনা।

অপি আকতার সর্বকালের সর্বশ্রেষ্ট :)

৪৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩৩

ফারজুল আরেফিন বলেছেন: তানিম ভাই, সংকলন এখন ডাল-ভাত! তাই অফ যান।
যাই হোক, পোস্টটা লুলদের বিশেষ কাজে লাগবে বলেই আমার বিশ্বাস। :P =p~ =p~ =p~

৪৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:১৩

েবনিটগ বলেছেন: :) :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৮

দুঃস্বপ্০০৭ বলেছেন: ??

৫০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৩৩

আরজু পনি বলেছেন:

আপনি ৎঁৎঁৎঁ-এর মন্তব্যের ভিত্তিতে পোস্ট নির্বাচিত পাতা থেকে সরে গেছে বলেছেন । এবং তার পরিপ্রেক্ষিতে আমার নামও পরে আনলেন...

আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে, আমার প্রায় ৪টার মতো পোস্ট নির্বাচিত হয়েও সরে গেছে । কাজেই আপনার এটা খোঁড়া যুক্তি ।



আমার নামটা লিস্ট থেকে বাদ দিলে সম্মানিত বোধ করবো । আমি শুধু নারী ব্লগার হিসেবে আলাদা ক্যাটাগরি থেকে ব্লগিং করতে চাই না ।


কাওকে যদি সত্যিই উৎসাহিত করতে চান, তার পোস্টে গঠনমূলক সমালোচনা করে তার লেখাকে সঠিকভাবে মূল্যায়ন করুন । আমাকে উৎসাহিত করতে এভাবে লিস্টিতে নাম আনার চেয়ে আমি অন্তত তাই মনে করবো ।


আর শেষে বলি, কিছুদিন ধুমছে ব্লগিং করেছি, সেজন্যেই আমার নাম মন্তব্যের দিক থেকে এতো উপরের দিকে, আশা করি বছর শেষে সেটি আর থাকবে না ।

নিজের ব্যক্তিগত/পেশাগত অনেক কাজ করছি, কাজেই ব্লগে পরিমানগত অনেকটা সময়টা না দিয়ে গুণগত সময়ই দিতে চাচ্ছি ।

শুভকামনা জানবেন।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৭

দুঃস্বপ্০০৭ বলেছেন: আপনি ৎঁৎঁৎঁ-এর মন্তব্যের ভিত্তিতে পোস্ট নির্বাচিত পাতা থেকে সরে গেছে বলেছেন । এবং তার পরিপ্রেক্ষিতে আমার নামও পরে আনলেন...

উত্তরঃ শুধু আপনার নাম আনিনি । অনেকের নাম এনেছি । আমি একটা উদাহারণ দিয়েছি মাত্র। কারন আমি দেখি যারা পোস্ট লেখার সাথে সাথেই নির্বাচিত পাতায় চলে যায় আপনিও তাদের মধ্যে একজন।

আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে, আমার প্রায় ৪টার মতো পোস্ট নির্বাচিত হয়েও সরে গেছে । কাজেই আপনার এটা খোঁড়া যুক্তি ।

উত্তরঃ আমি ব্লগে আসার পর কখনো দেখিনি আপনার পোস্ট নির্বাচিত পাতায় যায়নি। আপনার ৪ টা পোস্ট নির্বাচিত পাতা থেকে সরে গেলেও বাকি ১৫০ + পোস্ট ঠিকই নির্বাচিত পাতায় গিয়েছে। আর আমি নির্বাচিতে যাওয়ার মত পোস্ট লেখার পরো
নির্বাচিতে দেওয়া হয়নি। এটা কোন খোঁড়া যুক্তি নয় ঐটা জাস্ট একটা উদাহারণ ছিল।


আমার নামটা লিস্ট থেকে বাদ দিলে সম্মানিত বোধ করবো । আমি শুধু নারী ব্লগার হিসেবে আলাদা ক্যাটাগরি থেকে ব্লগিং করতে চাই না ।

উত্তরঃ আপনাকে সম্মান দিতে চাওয়াই আমি দুঃখিত এবং লজ্জিত। আসলেই আমি অপরাধ করেছি। ক্ষমা করে দিবেন প্লিজ। ভবিষ্যতে কখনো আপনাকে সম্মান দিতে চাইবোনা বলে ওয়াদা করলাম। আপনার নাম আরজুপনিই যখন পুরুষের মধ্য থেকে নারী হিসেবে আপনাকে আলাদা করে দেয় তখন , আপু স্মবোধন যখন আপনাকে পুরুষের মধ্য থেকে আলাদা করে দেয় একজন নারী ব্লগার হিসেবে তখন আপনি অসম্মানীত অনুভব করেননা । আর আমি যখন আপনার প্রাপ্য সম্মান দেওয়ার নিমিত্তে লক্ষাধিক ব্লগার থেকে আপনাকে সেরাদের তালিকায় নিয়ে এসে সম্মান দেওয়ার চেষ্টা করলাম তখন আপনার সম্মানহানি হল । দূর্ভাগ্য আমার !!


কাওকে যদি সত্যিই উৎসাহিত করতে চান, তার পোস্টে গঠনমূলক সমালোচনা করে তার লেখাকে সঠিকভাবে মূল্যায়ন করুন । আমাকে উৎসাহিত করতে এভাবে লিস্টিতে নাম আনার চেয়ে আমি অন্তত তাই মনে করবো ।

উত্তরঃ আমি যখন দেখি একটা র‍্যাংকিং পোষ্টে ১ - ১০ মধ্যে আসতে না পারার কারনে মানুষের সম্মানহানি ঘটে , অপমানিত অনুভব সেখানে সমালোচনা করলে এ ব্লগে আর ব্লগিং করা যাবে বলে আমি অন্তত মনে করিনা।


আর শেষে বলি, কিছুদিন ধুমছে ব্লগিং করেছি, সেজন্যেই আমার নাম মন্তব্যের দিক থেকে এতো উপরের দিকে, আশা করি বছর শেষে সেটি আর থাকবে না ।

নিজের ব্যক্তিগত/পেশাগত অনেক কাজ করছি, কাজেই ব্লগে পরিমানগত অনেকটা সময়টা না দিয়ে গুণগত সময়ই দিতে চাচ্ছি ।

উত্তরঃ কষ্ট ছাড়া কেষ্ট মিলেনা , আপনি কষ্ট করেছে মন্তব্যগত দিক থেকে সেরা পাঁচে স্থান পেয়েছেন। কষ্ট না করলে পাবেননা এটাই দূনিয়ার নিয়ম ।

ভালো থাকুন । শুভ কামনা ।

৫১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৩৭

আরজু পনি বলেছেন:

আমার নামটা লিস্ট থেকে বাদ দিলে সম্মানিত বোধ করবো । আমি শুধু নারী ব্লগার হিসেবে আলাদা ক্যাটাগরি থেকে ব্লগিং করতে চাই না ।



কাওকে যদি সত্যিই উৎসাহিত করতে চান, তার পোস্টে গঠনমূলক সমালোচনা করে তার লেখাকে সঠিকভাবে মূল্যায়ন করুন ।


৫২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪৬

লাবনী আক্তার বলেছেন: বাহ! দারুন তো! :D

এরিস যে মেয়ে জানতাম নাতো । 8-| :P

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৩

দুঃস্বপ্০০৭ বলেছেন: হা হা তো কি উনি ছেলে নাকি ? :)

ধন্যবাদ আপনাকে ।

৫৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২০

তাসজিদ বলেছেন: যদি রাঙ্কিং করতেই হয় তাহলে লেখার মান ই ভিত্তি হওয়া উচিৎ

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৫

দুঃস্বপ্০০৭ বলেছেন: লেখার মানের ভিত্তিতে কি করে করব একটু পরামর্শ দিলে ভালো হয়।

৫৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৩

আমি তুমি আমরা বলেছেন: ইউনিকা আইডিয়া। চলতে থাকুক।

অঃ টঃ এর মধ্যে কয়েকটা নিককে আমি এতকাল ছেলে ভাবতাম :P :P

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৬

দুঃস্বপ্০০৭ বলেছেন: ধন্যবাদ বস । আপনার সিরিজটাও চালিয়ে যাবেন । খুব দারুন হয় আপনার সিরিজগুলো ।

আমিও তো অনেককেই চিনতাম না :) এখন চিনছি :)

৫৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৩

তাসজিদ বলেছেন: আর, আমার মনেহয় এভাবে নারী ব্লগারদের আলাদা রেটিং দরকার নেই। কি দরকার gender separation করার?

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৭

দুঃস্বপ্০০৭ বলেছেন: জেন্ডার সেপারেশান করিনি বস । শুধু নারী ব্লগারদের মধ্যে উৎসাহ ও প্রতিযোগীতা সৃষ্টি করতে চেয়েছি । ধন্যবাদ আপনাকে ।

৫৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২১

ডট কম ০০৯ বলেছেন: বর্ষন ভাই পুরস্কার দিতে হইব কিন্তু নইলে আপ্নের খবর আছে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৮

দুঃস্বপ্০০৭ বলেছেন: কিসের পুরস্কারর আর কি কারনে ?

৫৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৮

অপর্ণা মম্ময় বলেছেন: গতকালই দেখেছিলাম আপনার ইন্টারেস্টিং বিনোদনমূলক পোস্ট, সার্ভারের সমস্যাজনিত কারণে লগিন করতে পারলেও কমেন্ট করতে পারিনি।

আপনি অনেক পরিশ্রম করেছেন সেরা ৫০ জন " নারী ব্লগার " খুঁজে বের করতে বোঝাই যাচ্ছে। এখানে আমার প্রিয় কয়েকজন ব্লগারও রয়েছেন যারা ভালো লিখেন। সুন্দর সুচিন্তিত কমেন্ট করেন। তবে আমার নামের বানানের এই করুণ অবস্থা কেন রে ভাই ? কষ্ট পেয়েছি দেখে। আপনি লিখেছেন " অপর্না মন্বয়ঃ " , আদতেই কী আমার নাম এটা ? সে যাই হোক, এতো জনের ব্লগ ঘেঁটে ঘুঁটে পোস্ট রেডি করেছেন, একটু আধটু ভুল হতেই পারে হয়তো এটাই বলবেন হয়তো । খুশী হবো আমার নাম বাদ দিলে, কারণ নারী ব্লগার বা কমেন্ট বিবেচনায় লিস্টে নাম আসাটা বিব্রতকর যথেষ্ট।

আপনার এই পোস্ট পড়ে কারা কারা বিনোদিত হয়েছেন এবং উৎসাহী হয়েছেন আমি সত্যিই জানি না, তবে আমার নিজের নাম এখানে থাকা সত্ত্বেও আমি বিনোদিত বা উৎসাহিত কিছুই হতে পারিনি।

আপনার নিজের বিচারে আপনি এই পোস্ট তৈরি করেছেন। তবে ব্লগার নারী কিংবা পুরুষ , কমেন্টের ভিত্তিতে তাকে সেরা নির্বাচিত করা এটা নিতান্তই একটা হাস্যকর ব্যাপারে পরিণত হয়েছে আমার মনে হয় আপনি সেটা না বুঝলেও অন্যরা সেটা বুঝতে পেরেছে। আমার অনুরোধ থাকলো আপনি পুরুষদের নিয়েও এ ধরণের পোস্ট করার কথা ভেবেছেন, সেটা করবেন না। ভুল বোঝাবুঝি যত না হবে, আপনি আরও হাস্যকর ভাবে উপস্থাপিত হবেন।

আপনার ব্লগ পরিসংখ্যান দেখলাম , ৬ মাসের। এরকম পোস্ট দেয়া ছাড়াও আপনি অন্য বিষয়ে লিখতে পারেন যেখানে আপনার সৃষ্টিশীলতা প্রকাশের আরও সুযোগ থাকবে আশা করি।


ৎঁৎঁৎঁ আপনাকে প্রশ্ন রেখেছিলেন ব্লগারদের মধ্যে নারী পুরুষ পরিচিতি করনের প্রয়োজনীয়তা কোথায়?

আর আপনি উত্তর দিয়েছেন এভাবে --

উত্তরঃ একজন ব্লগারের পরিচয় সে একজন ব্লগার । নারী পুরুষ বড় কথা না এটা হল প্রথম কথা।

-- অথচ আপনার পোস্টের শিরোনাম "

" এক নজরে দেখে নিন প্রাপ্ত মন্তব্যের উপর ভিত্তি করে ২০১৩ সালে সামুর সেরা ৫০ জন নারী ব্লগারকে"

এভার নিজেই বলুন আপনার উত্তর আর পোস্টের শিরোনাম আর উদ্দেশ্যে কতখানি তফাৎ আছে । অনেকেই ভেবে নিতে পারেন আপনি হিট সিকার ব্লগার কিনা। যাই হোক, আরেকটা ব্যাপার, আপনি যারা যারা এই পোস্টে কমেন্ট করেছেন তাদের মন্তব্যও স্কিপ করে করে কতিপয় মন্তব্যের জবাব দিচ্ছেন যা রীতিমত দৃষ্টিকটু। অবশ্য আপনার ব্লগবাড়ি আপনি যেভাবে ইচ্ছা উত্তর দিবেন এটা ভেবে থাকলেও হয়তো ভুল ভাবা হবে।

আর ৎঁৎঁৎঁ এর ব্লগে কতকিছুই না বলেছিলাম তাকে, সে যে এতটা শক্তিমান ব্লগার বুঝতেই পারি নি এভাবে অদৃশ্য অঙ্গুলি হেলনে পোস্ট নির্বাচিত পাতা থেকে সরে যায়, বেশি বললে কখন না যেন পোস্টই মুছে দেয়। ভয় পেয়েছি সত্যিই

আর আপনার একটা পাঠক শ্রেণী তৈরি হলে তারা এমনিতেই পোস্ট খুঁজে নিয়ে পড়বেন। নির্বাচিত পাতায় লেখা যাওয়া, সেখান থেকে সরিয়ে দেয়া নিয়ে তখন আপনাকে আশা করি দুশ্চিন্তা গ্রস্ত না হলেও চলবে।

অনেক কিছু বললাম ভাই , রাগ করবেন না। ভালো থাকুন ভাইয়া। হ্যাপি ব্লগিং।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৯

দুঃস্বপ্০০৭ বলেছেন: " আপনি অনেক পরিশ্রম করেছেন সেরা ৫০ জন " নারী ব্লগার " খুঁজে বের করতে বোঝাই যাচ্ছে। এখানে আমার প্রিয় কয়েকজন ব্লগারও রয়েছেন যারা ভালো লিখেন। সুন্দর সুচিন্তিত কমেন্ট করেন। তবে আমার নামের বানানের এই করুণ অবস্থা কেন রে ভাই ? কষ্ট পেয়েছি দেখে। আপনি লিখেছেন " অপর্না মন্বয়ঃ " , আদতেই কী আমার নাম এটা ? সে যাই হোক, এতো জনের ব্লগ ঘেঁটে ঘুঁটে পোস্ট রেডি করেছেন, একটু আধটু ভুল হতেই পারে হয়তো এটাই বলবেন হয়তো । খুশী হবো আমার নাম বাদ দিলে, কারণ নারী ব্লগার বা কমেন্ট বিবেচনায় লিস্টে নাম আসাটা বিব্রতকর যথেষ্ট।"

উত্তরঃ প্রথমেই আপনার নামের টাইপিং মিসটেকের জন্য দুঃখিত। ঠিক করে দেওয়া হয়েছে।

যখন আপনার অপর্ণা মম্ময় নামটাই আপনাকে পুরুষের মধ্য থেকে নারী হিসেবে পৃথক করে তখন কি বিব্রত অনুভব করেন ?
যখন আপনি আপনার ফেসবুক প্রোফাইলে জেন্ডার সিলেকশানে ফিমেল সিলেক্ট করেছিলেন তখন কি আপনি বিব্রত হয়েছিলেন। পৃথিবীর সেরা নারী যক্ষন নির্বাচন করা হয় তখন কি তারা বিব্রত অনুভব করেন ?
নিশ্চয় করেন না । আর আমি লক্ষাধিক ব্লগারের মধ্য থেকে আপনার প্রাপ্য সম্মানটুকু দেওয়াতে আপনি বিব্রত হলেন !!
আপনাকে সম্মান দিতে চাওয়াই আমি দুঃখিত । ভবিশ্যতে আর কোনদিন এ ভুল করবোনা বলে প্রমিজ করলাম।

আপনার এই পোস্ট পড়ে কারা কারা বিনোদিত হয়েছেন এবং উৎসাহী হয়েছেন আমি সত্যিই জানি না, তবে আমার নিজের নাম এখানে থাকা সত্ত্বেও আমি বিনোদিত বা উৎসাহিত কিছুই হতে পারিনি।

উত্তরঃ আপনি আর আরজুপনি আপু ছাড়া অন্য সব নারী ব্লগাররা উৎসাহিত হয়েছেন এবং প্রশংসা করেছেন । উপরের মন্তব্য গুলো পড়লেই বুঝতে পারবেন।

ৎঁৎঁৎঁ আপনাকে প্রশ্ন রেখেছিলেন ব্লগারদের মধ্যে নারী পুরুষ পরিচিতি করনের প্রয়োজনীয়তা কোথায়?

আর আপনি উত্তর দিয়েছেন এভাবে --

উত্তরঃ একজন ব্লগারের পরিচয় সে একজন ব্লগার । নারী পুরুষ বড় কথা না এটা হল প্রথম কথা।

-- অথচ আপনার পোস্টের শিরোনাম "

" এক নজরে দেখে নিন প্রাপ্ত মন্তব্যের উপর ভিত্তি করে ২০১৩ সালে সামুর সেরা ৫০ জন নারী ব্লগারকে"

এভার নিজেই বলুন আপনার উত্তর আর পোস্টের শিরোনাম আর উদ্দেশ্যে কতখানি তফাৎ আছে । অনেকেই ভেবে নিতে পারেন আপনি হিট সিকার ব্লগার কিনা। যাই হোক, আরেকটা ব্যাপার, আপনি যারা যারা এই পোস্টে কমেন্ট করেছেন তাদের মন্তব্যও স্কিপ করে করে কতিপয় মন্তব্যের জবাব দিচ্ছেন যা রীতিমত দৃষ্টিকটু। অবশ্য আপনার ব্লগবাড়ি আপনি যেভাবে ইচ্ছা উত্তর দিবেন এটা ভেবে থাকলেও হয়তো ভুল ভাবা হবে।

উত্তরঃ আপনি আমার একটা লাইন কপি করেছেন । তাকে দেওয়া পুরা উত্তরটা লিখেননি । তাই পুরা উত্তরটা কপি করে দিলাম।

" একজন ব্লগারের পরিচয় সে একজন ব্লগার । নারী পুরুষ বড় কথা না এটা হল প্রথম কথা।

আপনি আমার সাথে একমত হবেন পৃথিবীর প্রতিটি জায়গায় নারী পুরুষ হিসেব করা হয় । যেমন নারী বিজ্ঞানী পুরুষ বিজ্ঞানী , নারী ইঞ্জিনিয়ার পুরুষ ইঞ্জিনিয়ার , নারী পাইলট পুরুষ পাইলট , নারী মডেল- পুরুষ মডেল , ছেলে -মেয়ে , নারী - পুরুষ । পৃথিবীর জন্ম থেকেই নারী পুরুষকে আলাদা করা হয়েছে সঙ্গত কারনেই । কারন দুইটা সম্পুর্ন বিপরিত লিঙ্গ।

ব্লগার ব্লগারই । নারী ব্লগারদেরকে পৃথক করলে সমস্যা কোথায় ? আমি প্রথমেই বলেছি এই পোস্ট লিখার অন্যতম কারন হল ব্লগারদের মধ্যে প্রতিযোগীতা সৃষ্টি করা । আমি যদি নারী পুরুষ মিলে ১০০ করতাম তবে সর্বোচ্ছ ১০ জনের মত হয়ত ১০০ জনের মধ্যে স্থান পেতেন কারন সামুতে কয়জন নারী ব্লগার আছেন সেটা আপনি আমার চেয়েও ভালো করে জানার কথা । তাহলে লিস্টের বাকি ৪০ জনকে উৎসাহিত করার দায়িত্ব কে নিবেন ?"

এভার নিজেই বলুন আপনার উত্তর আর পোস্টের শিরোনাম আর উদ্দেশ্যে কতখানি তফাৎ আছে । অনেকেই ভেবে নিতে পারেন আপনি হিট সিকার ব্লগার কিনা। যাই হোক, আরেকটা ব্যাপার, আপনি যারা যারা এই পোস্টে কমেন্ট করেছেন তাদের মন্তব্যও স্কিপ করে করে কতিপয় মন্তব্যের জবাব দিচ্ছেন যা রীতিমত দৃষ্টিকটু। অবশ্য আপনার ব্লগবাড়ি আপনি যেভাবে ইচ্ছা উত্তর দিবেন এটা ভেবে থাকলেও হয়তো ভুল ভাবা হবে।

উত্তরঃ আমি আমার শিরোনামে উল্লেক করেছি মন্তব্যগত দিক থেকে । মানে সার্বাধিক মন্তব্য কে পেয়েছেন তার ভিত্তিতে । সেরা ব্লগারকে সেটা পাঠকের পছন্দের ছেড়ে দিয়েছি। পোস্ট না পড়ে আন্দাজে মন্তব্য করার স্বভাবটা আমাদের আর গেলনা।

ৎৎৎ এর জবাব দেওয়ার সময় স্পষ্ট বলে দিয়েছি । ৩৮ নাম্বার মন্তব্যে দেখুন । আমি লিখেছি " দুঃস্বপ্০০৭ বলেছেন: প্রথমেই অন্যান্য ব্লগারদের সরি বলছি কারন ৩৬ নাম্বার মন্তব্যে ৎঁৎঁৎঁ ভাইয়ের মন্তব্যের জবাবটি এই মুহুর্তে দেওয়া উচিৎ বলে মনে করি ।"

দয়া করে উপরে কি মন্তব্য করা হয়েছে সেগুলো না দেখে আন্দাজে কারো প্রতি ক্ষোভ প্রকাশ করবেননা ।

হিট সিকার তো তারা যারা প্রতিদিন একটা করে পোস্ট লিখেন । সরল পোষ্টে এসে নিজেকে একটা কিছু প্রমান করার জন্য ক্যাচাল লাগান ।

ব্লগে কারা কারা হিট সিকার সেটা বোঝার মত মেধা এবং জ্ঞ্যান দুটাই ব্লগারদের আছে । আপনাকে নতুন করে চিনিয়ে দিতে হবেনা কে হিট সিকার আর কে হিট সিকার না ।


আর ৎঁৎঁৎঁ এর ব্লগে কতকিছুই না বলেছিলাম তাকে, সে যে এতটা শক্তিমান ব্লগার বুঝতেই পারি নি এভাবে অদৃশ্য অঙ্গুলি হেলনে পোস্ট নির্বাচিত পাতা থেকে সরে যায়, বেশি বললে কখন না যেন পোস্টই মুছে দেয়। ভয় পেয়েছি সত্যিই

উত্তরঃ ৎৎৎ এর জন্য আপনার এত দরদ কেন ঠিক বুঝতে পারলামনা । ৎৎৎ এর জবাব উনাকে দিয়েছি । কিছু ভুল হলে উনি এসে বলুক । আপনি কেন উনারটা বার বার মন্তব্যে টেনে এনে ত্যানা প্যাচাঁচ্ছেন ঠিক বুঝলামনা ।


আর আপনার একটা পাঠক শ্রেণী তৈরি হলে তারা এমনিতেই পোস্ট খুঁজে নিয়ে পড়বেন। নির্বাচিত পাতায় লেখা যাওয়া, সেখান থেকে সরিয়ে দেয়া নিয়ে তখন আপনাকে আশা করি দুশ্চিন্তা গ্রস্ত না হলেও চলবে।

উত্তরঃ ভাই আমি তো আপনার মত শক্তিমান ব্লগারনা না যে পোস্ট লেখার সাথে সাথেই নির্বাচিত পাতায় যাবে । বিশ্বাস করুন আপনার লেখা লাস্ট ১০ টা পোস্টই নির্বাচিত পাতায় স্থান পেয়েছে ।

কিন্তু আমি অধমের ১০ টা পোস্টের মধ্যে মাত্র একটা পোস্ট স্থান পাওয়ার পরো কোন এক অদৃশ্য শক্তির ইশারাই সম্পুর্ন বিনা অপরাধে পোস্টটা সরিয়ে দেওয়া হয়েছে ।

আর আপনার একটা পাঠক শ্রেণী তৈরি হলে তারা এমনিতেই পোস্ট খুঁজে নিয়ে পড়বেন। নির্বাচিত পাতায় লেখা যাওয়া, সেখান থেকে সরিয়ে দেয়া নিয়ে তখন আপনাকে আশা করি দুশ্চিন্তা গ্রস্ত না হলেও চলবে।

উত্তরঃ আপনার লেখা সব পোস্ট যদি নির্বাচিত পাতায় না দিত তাহলেই আপনি আমার দুঃখটা বুঝতেন। যেহেতু আপনারা পোস্ট লেখার আগেই নিশ্চিত হয়ে যান আপনাদের পোস্ট কনফার্ম নির্বাচিতে যাবে সেহেতু এটা নিয়ে দুঃশ্চিন্তা করার কিছু নায় । কিন্তু আমি নতুন ব্লগার । এটা আমাকে দুঃশ্চিন্তা গ্রস্ত করে।


ধন্যবাদ আপনাকে ।



৫৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫০

ডট কম ০০৯ বলেছেন: অর্পনা মন্ময় আপনি এইগুলান কি কইলেন।

এত সংকীর্ন মন মানসিকতা আপনার!!

ছি

বর্ষন ভাই কারো কথায় কান দিবেন না।আপ্নি আপনার কাজ করুন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫১

দুঃস্বপ্০০৭ বলেছেন: ??????????????????

৫৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: @ডট কম ০০৯ , এইটা তো আমার পোস্ট না!!!!!!!!!!!!

আমি তো খালি শেয়ার করছিলাম ফেবু তে!!!!!!!!!!!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫২

দুঃস্বপ্০০৭ বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ ।

৬০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১২

ডট কম ০০৯ বলেছেন: উহাতেও সমস্যা নাই বর্ষন ভাই। দুঃস্বপ্ন ভাই আমি আছি আপনার পাশে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫২

দুঃস্বপ্০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে ।

৬১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৭

এম এম কামাল ৭৭ বলেছেন: এই সুযোগে আমার প্রিয় নারী ব্লগারদের একটা সর্ট লিস্ট দিলামঃ

১. না পারভিন

২. সায়মা

৩. আরজুপনি

৪. সাহিদা

৫. সঙ্গীতা৬৬৬৬৬৬

৬. মৌমিতা আহমেদ মৌ

৭. ফ্রেয়া রুনি

৮. এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা

৯. শিশু বিড়াল

১০. রেজোওয়ানা

১১. তুন্না

১২. মনিরা সুলতানা


আরও অনেকেই ভাল আছেন, তবে এনাদের লিখা গুলো আমি পড়ি.......

মাঝে মাঝে মনে হয় না পারভিন আপার মত যদি লিখতে পারতাম।

কিনবা মৌমিতা আহমেদ মৌ আমার কবিতা গুলো লিখে ফেলছেন,

কিনবা ছোট কথায় সাহিদা -র অনুকাব্য গুলো।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৯

দুঃস্বপ্০০৭ বলেছেন: সুন্দর এবং ভাল তালিকা । ধন্যবাদ ।

৬২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৮

দুঃস্বপ্০০৭ বলেছেন: এ পোস্ট পড়ে নিশ্চিত হলাম রবি ঠাকুর ঠিক বলেছিলেন । আসলেই আমরা বাঙ্গালী । আমরা এখনো মানুষ হতে পারেনি ।

ক্লাসে যখন ফার্স্ট গার্ল না হয়ে ৫০ তম স্থান অধিকার করলে তখন জাত যায়না আর ব্লগে যখন অন্যন্যারা জাস্ট মন্তব্যগত দিক থেকে ১ম ২য় স্থান অধিকার করে তখন জাত যায় ।

পৃথিবীর প্রতিটা জায়গায় র‍্যাংকিং আছে। যেমনঃ
বিশ্ব সুন্দরী প্রতিযোগীতায় তো সবাই এক নাম্বার হতে পারেনা। সেখানেও র‍্যাংকিং থাকে । ১ম ২য় ৩য় । যে ১০০ তম স্থান অধিকার করে তার কি জাত যায় ?

এটা শুধু একটা র‍্যাংকিং পোস্ট। আমি সবার নামের সাথেই সম্মানজনক বিশেষন যুক্ত করে দিয়েছি। কাউকে ছোট করিনি।

এবং কে সেরা ব্লগার সেটা পাঠকের সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছি। আমি তো বলেনি অমুক সেরা ব্লগার । তমুক ২য় সেরা ব্লগার। পোস্ট না পড়ে আমরা আর কতকাল আন্দাজে মন্তব্য করে যাব !!


বিজয়ীকে অভিনন্দন জানানোর মানসিকতা আমাদের কখনোই সৃস্টি হবেনা । আমদের মন মানসিকতা সারাজীবন থাকবে এমন । সে কেন " প্রথম হয়ে আমি কেন হতে পারলাম না "

সুতরাং যে র‍্যাংকিং করেছে তার গোষ্টি উদ্ধার করি।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:০২

দুঃস্বপ্০০৭ বলেছেন: সেটাই

৬৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৩

খাটাস বলেছেন: পোস্টে প্রথম মন্তব্ব দেয়ার সময় শুধু লিখেছি, আপনার মনবল শক্ত। আর কিছু লিখি নি। আমি নিজে ও তুলনা মুলক নতুন ব্লগার, তাই এই পোস্ট টি আসলে মজা করে হলে ও বৈষম্য মুলক কিনা আর যদি হয় তা কিভাবে বুঝতে পারছিলাম না। আমি যুক্তির অপেক্ষায় ছিলাম। ৎৎৎ ভাই সেই যুক্তি টা তুলে ধরেছেন। আপনার অভিপ্রায় ভাল থাকলে ও নিজের অজান্তেই কিছু ভুল হতে পারে, ব্যাপার টা সেরকম।

আর আপনি বলেছেন, আমি যদি আজকে হাসান মাহাবুব বা আরজুপনি বা শায়মা বা রেজওয়ানা বা আমিনুর রহমান বা মামুন রশিদ হতাম তাহলে কোনদিন আমার পোস্ট নির্বাচিত পাতা থেকে সরাতনা ।

তারা জনপ্রিয় ব্লগার, আমি নিজে ও তাদের লেখা পছন্দ করি- কিন্তু সেটা তাদের লেখা নির্বাচিত পাতায় গেল কি গেল না- তার মাপকাঠি তে নয়। অসঙ্গতি পূর্ণ অযৌক্তিক কথা লিখলে সম্মানিত কোন ব্লগার কে সম্মান দেয়া না কমালে ও সমর্থন দেব না। আমার ধারনা অনেকেই তাই করবেন।

শুভ কামনা।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৪

দুঃস্বপ্০০৭ বলেছেন: !!!!!!!!!!!!!!!!!

৬৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫০

আরজু পনি বলেছেন:

আপনি মনে হলো রাগ করলেন ।

আপনাকে দুঃখ দিয়ে থাকলে আমি দুঃখিত ।
কিন্তু সত্যিই আমাকে বাদ দিয়েই করুন ।

আপনি আমার কাছে পরামর্শ চেয়েছিলেন...পোস্টে বললেনও...আমি কিন্তু আমাকে বাদ দিয়েই করতে বলেছিলাম ।

কারণটা আমি আপনাকে পরে বলবো । তখন আশা করি বুঝবেন আমার সীমাবদ্ধতাটা ।

প্রতিযোগিতায় টিকে থাকতে পারা সত্যিই আনন্দের । কিন্তু আমার দর্শনটা ঠিক এরকম না যে, একটা ব্লগে ব্লগার বলে যেখানে ট্রিট করা উচিত সেখানে নারী বা পুরুষ আলাদা করা ।

অনেকেই অনেকদিন জানতো না যে 'আরজুপনি' নিকের পেছনের মানুষটা নারী না পুরুষ ।
খুব প্রয়োজন না পড়লে আমি সেদিকে যাই না ।

আমি লিখতে এসেছি, মতামত দিতে এসেছি ।
এবং পিছিয়ে পড়া একটা গোষ্ঠির পক্ষ নিয়ে কাজ করতে এসেছি (এটা একেবারেই মনের টানে) ।


আপনি বলছেন নারী ব্লগারদেরকে উৎসাহিত করা..উদ্দেশ্যটা খুবই মহৎ ।

খেয়াল করুন, আপনি বলছেন... আরজুপনির কাছ থেকেও সাহায্য চেয়েছিলেন ...
আমার জন্যে ততটুকুই যথেষ্ট ।

বরং আমার নাম বাদ দিলে আরেকজনের নাম দিতে পারবেন লিস্টিতে ।

আমি প্রতিযোগিটায় টিকে থাকতে বা পিছিয়ে পড়তে আসি নি ।
যারা আমার নিয়মিত পাঠক, তারা জানেন আমি আমার বেশিরভাগ লেখাতে বিশেষ একটা মেসেজ দিতে চাই । হতে পারে, আপনার উদ্দেশ্যের মতোই...তবে সেটা একেবারেই ভিন্নভাবে ।

আমি কাজ করে যেতে চাই ...

অনুগ্রহ পূর্বক রাগ করবেন না ।

আপনার জন্যে অনেক শুভকামনা রইল ।।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৯

দুঃস্বপ্০০৭ বলেছেন: :( :( :(

৬৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
আমার মোট পোস্ট সংখ্যা ৭১টি । ১৫০+ নয় ।

আর পোস্ট নির্বাচিত পাতায় যা্ওয়ার নিয়ম শুরু হয়েছে ২০১২ এর জুলাই থেকে ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪০

দুঃস্বপ্০০৭ বলেছেন: প্রিয় কারো সাথে ঝগড়া করতে ভালো লাগেনা :(

৬৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৬

জানা বলেছেন:

কী কান্ড! আমার নামটা নেই!!!

দু'বছর পরপর একটা করে অখাদ্য পোস্ট আর হাতের লেখা খারাপ বলে কি আমার নামটা এই লিস্টে থাকবে না? এই ভয়াবহ আচরণের মানে কি? আজকে থেকে আর এখানে আসবো না। নিজেই একটা ব্লগ প্ল্যাটফর্ম বানিয়ে হাত-পা খুলে সেখানেই নিয়মিত লিখবো।
এই আমার শেষ কথা।

বি:দ্র: জ্ঞানী-গুনীজনরা যেমন মৃত্যুর পর তাঁদের সমাধীর উপর কোন ফলক চান না তেমনি আমি আমার এই করুণ বিদায় উপলক্ষে কারো কোন বেদনা-বিধুর পোস্ট চাইনা।

বিদায় বন্ধুরা :(( :(( :((




শুধু এখানে এসে লুকিয়ে-চুরিয়ে নিজের ব্লগের লিঙ্কটা দিয়ে যাবো (তা না হলে প্রমোশনটা হবে কি করে B-) ;) :P )

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫১

দুঃস্বপ্০০৭ বলেছেন: জানা আপু নাকি !! আমি কি স্বপ্ন দেখলাম !!

আমার মত মিসকিন ব্লগারের পোষ্টে জানা আপুর মন্তব্য !! আমি সত্যি অবাক এন্ড সারপ্রাইজড !!

আপু আপনি তো আদর্শ

আপনার নাম দেইনি কারন আপনার নাম দেওয়া কোন প্রয়োজন নেই ।


এতক্ষন মনটা খুব খারাপ ছিল । আপনার মন্তব্য পেয়ে মন ভালো হয়ে গেছে। আপনার এ মন্তব্য আমাকে অনেক অনুপ্রানিত করবে।

শেষ একটা কথা । ইয়ে মানে আমাকে সেফ কখন করা হবে ? :(

৬৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৮

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: দারুণ কষ্ট সাধ্য কাজ ++++++++++++++++++ এবং প্রিয়তে । ইয়ে আমি কিন্তু সেলিব্রেটি না । ১৫০ লাইক কোন সংখ্যাই না । আর যা লিখি তা কবিতা বলে না । ব্লগে আসা হয় না লগ ইন প্রব এর কারণে । তারপরও নিজের নাম দেখে ভীষণ ভালো লাগলো । ধন্যবাদ ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪১

দুঃস্বপ্০০৭ বলেছেন: ধন্যবাদ আপু । আপনার মন্তব্য আমাকে অবশ্যই পরবর্তী পোস্ট লিখতে অনুপ্রেরনা যোগাবে ।

আপনি অবশ্যই সেলিব্রেটি :) আমি ফেসবুকে প্রতিদিন দেখি । :)

৬৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

জুন বলেছেন: লাকি সেভেন হতে পেরে অনেক খুশী হোলাম দুঃস্বপ্ন। অনেক কষ্ট করেছেন বিশেষ করে সবার ক্ষেত্রে গনিতের প্রয়োগ যা ভাবতেই আমি ভয় পাই।

অটঃ আর জীবনেও এত ঘন ঘন পোষ্ট দেবনা র‌্যাংকিং এ নীচে নেমে যাবো :(
প্রিয়তে রাখলাম।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৪

দুঃস্বপ্০০৭ বলেছেন: হায় হায় এটা তো খেয়াল করিনি :) আসলেই তো লাকি দেভেন !!

এটা আবার কেমন কথা ! যদি কোয়ালিটির ভিত্তিতে ও গুনের ভিত্তিতে নির্বাচন করা হত আপনি অনেক উপরে চলে যেতেন আপু।

এটা জাস্ট টেস্টিং পর্ব । চুড়ান্ত পর্ব আসছে জানুয়ারীর ১ তারিকে।

ভাল থাকুন আপু । অনেক ধন্যবাদ আপনাকে ।

৬৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অনেক পরিশ্রম করেছেন। এত্তগুলো জনপ্রিয় ব্লগারের মাঝে নিজের নামটা ৫ নাম্বারে দেখে আমি স্তব্ধ!

আর আমি মোটেও স্মার্ট ফ্যাশানেবল , কিউট , সুইট এন্ড ড্যাশিং গার্ল না। ব্লগের সবচেয়ে সুন্দর এবং সুইট হল শায়মা আপু :) আপনি উনার নামের সাথে আমার বিবরন গুলো এড করে দিবেন পলিজ :)

পোষ্টে লইক দিতে পারছিনা ভাই। প্রিয়তে নিয়ে রাখলাম। ২য় পর্বের জন্য অপেক্ষা। আপনার এরকম মহৎ প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।

শিশু বিড়াল , মীম নিপুণ , না পারভীনকে দেখে ভাল লাগল । ডাক্তারীর পাশাপাশি ভালো ব্লগিং করা কত কষ্টের সেটা আমি বুঝি।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৬

দুঃস্বপ্০০৭ বলেছেন: জ্বি শিশু বিড়াল , মীম নিপুণ , না পারভীন উনারাও অনেক ভালো মানের ব্লগার ।

আপনার অনুপ্রেরনাদায়ক মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানবেন ।

৭০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: দুঃখিত একটা টাইপিং মিসটেক হয়েছে প্লিজ

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৬

দুঃস্বপ্০০৭ বলেছেন: আশা করছি সবাই বোঝে নিবেন ।

৭১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

দুঃস্বপ্০০৭ বলেছেন: শেষ ৬ টি মন্তব্য করেছেনঃ

আরজুপনি আপু

জানা আপু

সাবরিনা সিরাজী তিতির আপু

জুন আপু

তাসনুভা সাখাওয়াত বিথি আপু

এ যেন প্রত্যাশার চেয়েও অনে অনেক বেশি গুন প্রাপ্তি । সামুর ৫ টি নক্ষত্রের পর পর করা মন্তব্য পোস্ট নির্বাচিত পাতা থেকে সরিয়ে দেওয়ার কষ্টটা একেবারের কমিয়ে দিয়েছে

আমার আপনাদের মন্তব্য পেয়ে মনে হচ্ছে পোস্টটি লেখা সার্থক। অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন :D ;)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৭

দুঃস্বপ্০০৭ বলেছেন: :)

৭২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৫

রাজসোহান বলেছেন: এতো এতো কমেন্ট, পোষ্টে কি মারামারি চলতেছে? পোষ্ট ভালো হইছে, প্লাস হইছে :) অনেক নতুন মুখকে চেনা গেলো B-)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৮

দুঃস্বপ্০০৭ বলেছেন: না মারামারি ঠিক না । কিছু ক্যাচাল্বাজ ক্যাচাল লাগাতে চেয়েছিল । কিন্তু ভালো ও সভ্য ব্লগারদের মন্তব্যের কারনে তারা তেমন একটা সুবিধা করতে পারেনি ।

ধন্যবাদ আপনাকে ।

৭৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনে পুরানা ব্লগার সেটা আপনার আগের পোস্টগুলা দেখেই বুঝছিলাম! ইটস ভেরি ফানি যে - আপনি নিজে এখনও নিজেরে দায়িত্বশীল ভাল মানের ব্লগার হিসাবে প্রতিস্টিত বা প্রমাণ করতে পারেননি, সে আপনিই ব্লগের শোভা বর্ধন পায় ও দায়িত্বশীল ভাল মানের ব্লগার তৈরি করার প্রতিযোগিতা শুরু করে দিছেন!!!!

প্রাপ্ত মন্তব্যের উপর ভিত্তি করে সেরা ব্লগার নির্বাচনের যে পদ্ধতি আপনি অনুসরণ করছেন সেটা যে কতটা চাইল্ডিস সেটা কি আপনি বুঝতে পারছেন?? যদি বোঝতে না পারেন - তাহলে আপনাকে বলবো - গ্রো আপ ফাস্ট দেন এসব প্রতিযোগিতা শুরু করেন!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫২

দুঃস্বপ্০০৭ বলেছেন: আমি পুরানো ব্লগার সেটা প্রমান দেন ? তারপর আসেন তর্ক করতে ।

আপনি যদি প্রমান দিতে পারেন তবে আপনার কাছ থেকে দায়িত্বশীল ব্লগিং শিখব ।

আর যদি প্রমান দিতে না পারেন আমি পুরানো ব্লগার বা কারো মাল্টি তাহলে আপনার মন্তব্যই প্রমান করে দেই আপনি সহিংস মন্তব্য করে পোস্টে ক্যাচাল লাগাতে চাচ্ছেন ।

আপনার চেয়েও আরো ভাল মানের ব্লগার উপরে মন্তব্যে পোস্টের প্রশংসা করে গেছেন ।

এমনকি ব্লগ মাতা নিজে এসে মন্তব্য করেছেন ।

কোন চাইল্ডিস পোষ্টে যদি ব্লগ মাতা উপস্থিত হন তাহলে বুঝে নিতে হবে যে আমারে চাইল্ডিস বলছে তার মাথার ঘিলুর পরিমান কত?

৭৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৭

মনিরা সুলতানা বলেছেন: এই পোস্ট এর পাঠক হিসেবে মনে হয় আমি পঞ্চম ছিলাম ।

নিজের ব্যাপারে এত ভাল মন্তব্য ,আমার আশাতীত ছিল না বিধায় বুঝে উঠতে পারছিলাম না কি বলব ।

কৃতজ্ঞতা জানাচ্ছি আমার একেবারেই অগোছালো খেরো খাতা র মূল্যায়নে । মিথ্যে বলব না ,কালই ইচ্ছে করছিল নতুন কিছু লিখতে


কিছুদিন আগে তাহমিনা তুলি নামে এক পাঠক ব্লগার দুইটা সংকলন পোষ্ট দিয়েছিলেন
Click This Link জুন ২০১৩ নির্বাচিত ব্লগ সংকলণ - ১ম এবং ২য় পর্ব নামে উনি উনার নিজের ভালোলাগা নিয়েই পোষ্ট দিয়েছিলেন , হয়ত প্রথম এবং একক প্রচেষ্টা হিসেবে উনার কিছু সমস্যা ছিল । কিন্তু উনাকে যেভাবে নিরুৎসাহিত করা হয়েছে :( ব্লগে উনি আর নিয়মিত হবেন কিনা সন্দেহ থেকে যায় ।

সবার লেখার মাধ্যম বা ধাচ এক ধরনের নয় । তুলি আপু উনার ক্রিয়েটিভিটি সংকলন প্রকাশ এর মাঝে দেখাতে পারেন ।

আমরা ব্লগার রা রাজনৈতিক পোস্ট , ক্যাচাল পোষ্ট অনেক কিছুই দেখেও না দেখার মত করে পাশ কাটিয়ে যাই , এই ধরনের নিজের আনন্দে দেয়া পোষ্ট গুলোর ব্যাপারে কেন যে খড়গ হস্ত হয়ে যাই বুঝি না ।

শুভকামনা আপনার জন্য ।


১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৮

দুঃস্বপ্০০৭ বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় মনিরা আপা। আপনার মন্তব্য সবসময় সুন্দর ও অনুপ্রেরনাদায়ক যে কোন ব্লগারের জন্য। আপনার লেখা এবং মন্তব্য দুটাই আমি অনেক উপভোগ করি।

নতুন পোস্টের অপেক্ষায় আছি । তাড়াতাড়ি লিখেন ।

তুলি আপা বা অন্য কোন ব্লগার যদি কোন ভালো সংকলন পোস্ট দেয় আমাদের উচিৎ তার কষ্টের মূল্যায়ন করে তার প্রসংশা করা। তবে গঠনমুলক সমালোচনা অবশ্যই থাকবে । সবাই প্রসংশা করবে এমন কোন কথা নায়।

তবে সে সমালোচনা যেন আক্রমানত্নক না হয় সেটা খেয়াল রাখতে হবে।

উপরে আমার এপোস্টের মন্তব্যে দেখেন আপা কিভাবে আক্রমানত্নক মন্তব্য করে নিরুৎসাহিত করা হয়েছে।

কিন্তু আমি নিরুৎসাহিত হওয়ার মানুষ নয় । আমি সকল বাধা বিপত্তি অতিক্রম করে সামনের দিকে এগিয়েই যাব ইনশাআল্লাহ ।

আমার পোস্টের সমালোচনা করেন কোন সমস্যা নায় । কিন্তু আপনি যদি প্রতিহিংসাপরায়ন হয়ে আমাকে এক চোখ রাঙ্গান আমি দুচোখ রাঙ্গাবো । যদি আমাকে একটা আঙ্গুল দেখান আমি আপনাকে দুটা আঙ্গুল দেখাব ।

সমালোচনা গ্রহনযোগ্য কিন্তু ইন্টেশানালি নিরুৎসাহিত করা ও আক্রমানত্নক আচরন করা একটা রীতিমত অপরাধ।

মানুষের সাথে মানুষের মত আচরন করব জানোয়ারের সাথে জানোয়ারের মতই আচরন করব।

অনেক অনেক শুভকামনা আপা । ভালো থাকুন ।

৭৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: জি জনাব বুঝলাম - আপনে খুব ঘিলুওয়ালা পাবলিক! সাথে এটাও বোঝলাম যে একটা এটেনশন সিকার, একটা হিট সিকার অন্যদের এটেনশন পাওয়ার জন্য এবং হিট হওয়ার জন্য সে কোন লেভেলে নিজেরে নিয়ে যেতে পারে!

ব্লগমাতা কোন পোস্টে কমেন্ট করলে এবং কেউ পোস্টের প্রশংসা করলেই কি সেই পোস্টে ম্যচুরিটি চলে আসে নাকি !!??? আজব তো !!!

সিকিংয়ের ব্যাপারে আপনে তো মিয়া আসিফ'রেও ফেইল মাইরা দিতাছেন!

ভাইজান ব্লগিং করতে আসি টাইম পাসের জন্য, একটু ভালো সময় কাটানোর জন্য আপনাগো মত ব্লগকে ঘরবাড়ি বানায়া ব্লগিং করার কোন ইচ্ছা কোন ছিল না, নাই , হবেওনা! আর ক্যাচাল তো অনেক দুরের ব্যাপার!

ভাল থাকুন এবং চালিয়ে যান।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৯

দুঃস্বপ্০০৭ বলেছেন: প্রথমে কইলেন আমি পুরানো ব্লগার। তার মানে এটা মাল্টি নিক । আমি প্রমান চাইলাম । প্রমান দিতে না পেরে পিছলালেন।

আপনি নিজে প্রমান ছাড়া আমারে মাল্টি ট্যাগ দিলেন। প্রমান চাইলাম দিতে পারলেন না। ইমম্যাচুর কে ? আপনিই বলুন ?
নিজে ইমম্যাচুর আচরন করে আমাকে ইমম্যাচুর বলছেন ?

হাস্যকর ।

আপনার ব্লগিং পরিসংখ্যানঃ

পোস্ট করেছেন: ৭৮টি
মন্তব্য করেছেন: ৫৩৮১টি
মন্তব্য পেয়েছেন: ২৬৮৬টি
ব্লগ লিখেছেন: ৪ বছর ২ মাস
ব্লগটি মোট ৩৩৯৯৪ বার দেখা হয়েছে

৪ বছর ২ মাস = ৫০ মাস । ২ মাস ধরে নিলাম আপনার আপনার জেনালের হতে সময় লেগেছে। বাকি ৪৮ মাস। ব্লগটি মাসে মোট হিট হয়েছে ৩৩৯৯৪ / ৪৮ = ৭০৮ বার ।

মন্তব্য করেছেন: ৫৩৮১টি । মন্তব্য পেয়েছেন: ২৬৮৬টি । প্রার্থক্য ৫৩৮১-২৬৮৬ = ২৬৯৫ ।

প্রতি পোষ্টে গড়ে মোট মন্তব্য পেয়েছেন = ২৬৮৬ / ৭৮ = ৩৪ টি ।

আমার ব্লগিং পরিসংখ্যানঃ

পোস্ট করেছেন: ৯টি
মন্তব্য করেছেন: ৫৫০টি
মন্তব্য পেয়েছেন: ৫৩৫টি
ব্লগ লিখেছেন: ৬ মাস ২ সপ্তাহ
ব্লগটি মোট ১০৮৩৫ বার দেখা হয়েছে

জেনারেল হতে সময় লেগেছে ৫ মাস । ব্লগ লিখেছি মোট ৭ সপ্তাহ তার মানে ১ দশমিক ৫ মাস। ব্লগটি মাসে মোট হিট হয়েছে ১০৮৩৬ / ১ পয়েন্ট ৫ = ৭২২৪ বার ।

মন্তব্য করেছেন: ৫৫০টি । মন্তব্য পেয়েছেন: ৫৩৫টি । প্রার্থক্য = ১৫ টি ।

প্রতি পোষ্টে গড়ে মন্তব্য ৫৩৫/৯ = ৫৯ টি ।

আপনি আমার থেকে কোন দিক দিয়ে এগিয়ে আছেন দেখান । তারপর আমাকে ইমম্যাচুর বলতে ও মাল্টি ট্যাগ দিতে আসিয়েন। যে নিজে মাল্টি সেই অন্যকে মাল্টি সন্দেহ করে। কারন মানুষ তার নিজের উপর ভিত্তি করেই অন্যকে অনুমান করে।

জ্বি চালিয়েই যাব । আপনাকে বলতে হবেনা। আপনি হিট সিকার । আপনি হিট হওয়ার জন্য একটা সরল সুন্দর পোষ্টে এসে প্রতিহিংসাপরায়ন হয়ে সহিংস মন্তব্য করছেন।

৭৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৮

খাটাস বলেছেন: দুঃস্বপ্ন ভাই, আপনার বয়স বা পেশা টা জানতে পারি? পেশা মানে ছাত্র কিনা?
ইচ্ছা হলে ডিলিট করে দেবেন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৪

দুঃস্বপ্০০৭ বলেছেন: বয়স ২৫ পেশা ব্যাবসা ।

কেন ?

৭৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৮

খাটাস বলেছেন: আপনার বয়সের সাথে ইমসন মিলিয়ে দেখলাম। :D কারন একটা সু সংবাদ দিচ্ছি। জানেন কিনা জানি না। মাত্র দেখলাম আপনার পোস্ট টা নিরবাচিত পাতায় ই আছে।
শুভ কামনা।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৮

দুঃস্বপ্০০৭ বলেছেন: থ্যাংকু সামু :)

৭৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: কারো কমেন্টের জবাব দিতে হলে সেটা ভালো করে পড়ে এবং বোঝে আনসার দিতে হয় এই বেসিক জিনিসটা যে আপনার মাঝে নাই সেটা জানতাম না! জানলে হয়ত আপনার এই স-হ-জ সরল পোস্টে কমেন্ট করতাম না!

আমি আপনারে মাল্টি বা ইমম্যাচুর বলিনি! আমি আপনারে একজন পুরাণ ব্লগার বলেছি এবং এটা বলেছি যে আপনে একটা এটেনশন সিকার এবং একটা হিট সিকার !!

এটা আমি এখনও বলছি!
এটা আমি এখনও বলছি!
এটা আমি এখনও বলছি!

মানুষ তার নিজের উপর ভিত্তি করেই অন্যকে অনুমান করে।

বস আপনার এই কথাটা কিন্তু খুব-ই সত্য! শুধু সত্য বলেন নাই আমারে হিট সিকার এবং ইমম্যাচুর বলে আপনে সেটা প্রমাণও করে দিলেন!!

আর আমার আর আপনার ব্লগের পরিসংখ্যানের তুলনা দিয়ে আপনার মানসিক লেভেলটাও প্রমান করে দিলেন! এই প্রমানটা আগে পাইলে হয়ত খামোকা ৩টা কমেন্ট করে সময় নস্ট করতাম না!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০২

দুঃস্বপ্০০৭ বলেছেন: হা হা কি সব হাস্যকর মন্তব্য নিয়ে আসছে :)

আপনি বলেছেন আমি পুরানো ব্লগার , তার মানে আমার আরো নিক আছে । এবং আমি আগেও ব্লগিং করেছি তার মানে আপনি ইনসাইরেক্টলি বলেছেন এটা আমার মাল্টি নিক।

আপনিই আমাকে সর্বপ্রথম পুরানো ব্লগার বলার মাধ্যমে মাল্টি ট্যাগ দিলেন । তাই আপনাকে বলতে চেয়েছি আপনি মাল্টি নাকি ? না হলে আমাকে সন্দেহ করছেন কেন ?

আপনার মনে হয় ঘুম পাচ্ছে । আবুল তাবুল না বলে মাথা ঠান্ডা করে আসেন।

৭৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৬

দুঃস্বপ্০০৭ বলেছেন: ধন্যবাদ সামু কতৃপক্ষকে আমার পোস্টটি নির্বাচিত পাতায় ফিরিয়ে দেওয়ার জন্য এবং আমার সাথে ন্যায় বিচার করার জন্য ।

উপরে আল্লাহ সাক্ষী ছিল আমার পোস্টটির উদ্দেশ্য ছিল সামুর কল্যান সাধন ।

যে সত্যের পক্ষে থাকে আল্লাহ তাকে এভাবেই বিজয়ী করে :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১২

দুঃস্বপ্০০৭ বলেছেন: এখন খুশি ?

৮০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৬

খাটাস বলেছেন: দুঃস্বপ্ন ভাই আপনার একটা কথায় প্রতিবাদ জানিয়ে গেলাম, মাসুম ভাই এর কথা মানতেই হবে, তেমন কোন কথা নেই। দ্বিমত থাকতেই পারে আপনার। কিন্তু আপনি তার সাথে আপনার নিজের তুলনা দিয়েছেন যেভাবে কমেন্ট প্রাপ্তির ভিত্তিতে, সেই দৃষ্টি ভঙ্গিতে শ্রদ্ধা দেখাতে পারছি। ১০০০ কমেন্ট আর লাইক মানেই সব সময় মাচিউরিতি বা জনপ্রিয়তার সিদ্ধান্তে আসা যায় না। ভাল থাকবেন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৫

দুঃস্বপ্০০৭ বলেছেন: তিনি যদি আপনার মত সুন্দর ভাষায় কথা বলতেন তাহলে মন্তব্যের জবাব সুন্দর হত । তিনি আমাকে মাল্টি ট্যাগ দিয়েছেন । আমি প্রমান দিতে বললাম দিতে পারলেন না ।

এখন যদি সমালোচনার নামে আমি আপনাকে সহিংস মন্তব্যের মাধ্যমে মাল্টি ট্যাগ দেই আপনার কেমন লাগবে?

৮১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:০৭

রামন বলেছেন:
এই পোস্টটি পুনরায় নির্বাচিত পাতায় স্থান পাওয়ার জন্য মোবারকবাদ জানাই। সামুতে কোনো পোস্ট নির্বাচিত পাতা থেকে সরিয়ে দুই দিন পর পুনরায় সেখানে বহাল রাখাটা বিরল ঘটনা। নতুন ব্লগার হলেও আপনি একটি অসম্ভব ঘটনা সম্ভব করেছেন যা আজ অবধি কোনো জনপ্রিয় বা হাই প্রফাইল ব্লগারদের দ্বারা সম্ভব হয় নাই। নিঃসন্দেহে সামুতে আপনি একজন রেকর্ড সৃষ্টিকারী। সামুতে আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করি।

আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু মনে হয় সামুতে এখন সিদ্ধান্তহীনতা ও সমন্বয়হীনতা চলছে। একজন মডারেটর কোন পোস্টকে তার মেধা ও বুদ্ধি দিয়ে বিচার করার পর যোগ্য মনে করলেই তিনি পোস্টটি নির্বাচিত পাতায় ঠাই দিয়ে থাকেন। কিন্তু যখন অপর এক মডারেটর এসে পোস্টটি নির্বাচিত পাতা থেকে সরিয়ে দেন তখন সেটা অটোমেটিকলি পূর্বের মডারেটের আত্মসন্মানে আঘাতের কারণ হয়ে দাড়ায় এবং তিনি অপমানিত বোধ করেন। একই সঙ্গে পাঠককুলে বিভ্রান্তি সৃষ্টি হয়। এরপর যদি বিতর্কিত পোস্টটি আবার সস্থানে ফেরত আনা হয় তাহলে দ্বিতীয় মডারেটরকে অপমান করা তো বটেই;পুরো বিষয়টি ভাড়ামিতে পর্যবসিত হয়। বর্তমানে সামুতে মডারেশন নিয়ে ব্লগারের মধ্যে যথেষ্ট ক্ষোভ এবং মতবিরোধ রয়েছে। এমতবস্থায় সকল মডারেটরদের উচিত যে কোন সিদ্ধান্ত এবং রায় দেয়ার ক্ষেত্রে এক প্লাটফর্মে এসে দাড়িয়ে গ্রহনযোগ্য এবং অভিন্ন রায় দিবেন। আর তা নাহলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি কেবলমাত্র নির্বাচিত পাতা নয় গোটা ব্লগকে ক্ষতিগ্রস্থ করতে পারে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩

দুঃস্বপ্০০৭ বলেছেন: ধন্যবাদ রামন বস অসম্ভব সুন্দর একটা মন্তব্যের জন্য ।

"সকল মডারেটরদের উচিত যে কোন সিদ্ধান্ত এবং রায় দেয়ার ক্ষেত্রে এক প্লাটফর্মে এসে দাড়িয়ে গ্রহনযোগ্য এবং অভিন্ন রায় দিবেন। আর তা নাহলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি কেবলমাত্র নির্বাচিত পাতা নয় গোটা ব্লগকে ক্ষতিগ্রস্থ করতে পারে। "

পূর্ন সহমাত জানাচ্ছি ।

৮২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:১৫

*কুনোব্যাঙ* বলেছেন: অপি আক্তারঃ পোস্ট করেছেন ১ টি।মন্তব্য পেয়েছেন ১৯০৪টি। সুতরাং তাঁর প্রাপ্ত নাম্বার ১৯০৪ / ১ = ১৯০৪

যেহেতু অপি আক্তারের নাম তালিকার ১ নাম্বারে নাই সেহেতু পোষ্ট তার মানদন্ড অনুযায়ী কোনভাবেই স্বচ্ছ নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন হয়নাই /:)

বাংলাদেশ সরকারের কেয়ারটেকার বাতিল আর কেয়ারটেকার বহালের মত আপনের এই পোষ্টও দেখি ৩ ধাপ আপ ডাউন করছে :||

যাইহোক, মোটামুটি পরিশ্রমলব্ধ যেকোন মৌলিক এবং অসৎ উদ্দেশ্য নাই এমন সব পোষ্টেরই নির্বাচিতে যাওয়া উচিত মনেহয়। (ব্যাক্তিগত মত)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১

দুঃস্বপ্০০৭ বলেছেন: হা হা কুনো ভাই মজার একটা মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানবেন ।

যাহ ভাই !! এসব কি বলেন !! আমি কেন আপনার মত পরিশ্রম করে একটা পোস্ট লিখতে পারলামনা এবং সে পোষ্ট ২৪ ঘন্টায় ১৫০০ বার পঠিত ও ১৫০ + মন্তব্য কেন হবে এবং ২৩ জন কেন প্রিয়তে নিবে সে অপরাধে আপনাকে ধুয়ে মুছে শেষ করে দিব ।

বুঝলেন কিছু ?


৮৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৩

মামুন রশিদ বলেছেন: পোস্ট পূনরায় নির্বাচিত পাতায় ফিরিয়ে দেয়ার জন্য মডারেশনকে ধন্যবাদ জানাই । প্রায় দেড় হাজার বার পঠিত এবং দেড় শতাধিক মন্তব্য প্রমান করে পোস্ট পড়ে পাঠক আনন্দিত ।

ভিন্নমত প্রকাশ সুস্থ ব্লগিংয়ের অংশ । আলোচনা সমালোচনার মধ্য দিয়ে একটা পোস্ট পূর্ণতা পায় । আপনি নিজস্ব উদ্যোগে ব্লগারদের এভারেজ মন্তব্য পাওয়ার উপর ভিত্তি করে একটা রেটিং করেছেন, যা নিঃসন্দেহে শ্রমসাধ্য । কিন্তু আপনার এই রেটিং প্রক্রিয়া সবার পছন্দ হতে হবে তার কোন কারণ নাই । ভিন্নমত আসবেই এবং একজন ব্লগার হিসাবে আপনার ভিন্নমতকে বিনীত স্বাগত জানানো ব্লগিং এটিকেটের ভিতরে পড়ে ।

ব্লগার ৎঁৎঁৎঁ, রেজওয়ান মাহবুব তানিম, অপর্ণা মম্ময় এবং মাসুদ আহমেদ ১৪ আপনার পোস্টের কিছু ব্যাপার নিয়ে ভিন্নমত প্রকাশ করেছেন এবং তাদের ভিন্নমতের পেছনের কারণও ব্যাখ্যা করেছেন । কিন্তু তাদের মন্তব্যের প্রতিউত্তরে আপনি আক্রমনাত্মক ভাষা ব্যবহার করেছেন, যা অনভিপ্রেত । ভিন্নমত পোষন করা যেকোন ব্লগারের অধিকার, এটা মেনে নিয়ে আপনাকে ব্লগিং কমিউনিটিতে থাকতে হবে । আর নিজের ব্লগবাড়িতে অন্য একজন ব্লগার আপনার অতিথী, তাই তাদের সাথে কর্কশ ব্যবহার মোটেই ভাল কথা নয় ।

আমি জানি না এই চারজন ব্লগার সম্পর্কে আপনার ধারণা আছে কিনা । চারজনই নিজেদের চমৎকার মৌলিক লেখনি আর অন্য ব্লগারদের অনুপ্রেরনা দিয়ে ব্লগে ইতিমধ্যে একটা সম্মানজনক অবস্থান তৈরি করেছেন । কোন ক্যাচাল বা নেগেটিভ ব্লগিংয়ে তাদের কখনো দেখা যায় নি । বিনীত, ভদ্র, বন্ধুবৎসল ভালো ব্লগার হিসাবে তারা ব্লগে যথেষ্ট শ্রদ্ধেও ।

এরকম সম্মানিত ব্লগারদের সাথে আপনার আক্রমনাত্মক এটিচুড আর দূর্বিনীত আচরণ গ্রহনযোগ্য নয়, এটা কোন এটিকেটের ভিতর পড়ে না । অন্যকে শ্রদ্ধা না করে নিজে কখনো শ্রদ্ধা আদায় করতে পারবেন না ।

শুধুমাত্র ভিন্নমত প্রকাশের কারণে এই সম্মানিত ব্লগারদের সাথে আপনার ব্যবহার কিছুতেই মানতে পারলাম না । আমার মন্তব্যের জন্য আমি দুঃখিত ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৮

দুঃস্বপ্০০৭ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই আবার সুন্দর মন্তব্যের জন্য ।

ৎৎৎ ভাই এর সাথে আমি সুন্দর এবং ভদ্র কথা বলেছি । উনি যেভাবে যুক্তি দিয়ে কথা বলেছিলেন সেভাবে আমিও যুক্তি দিয়ে আমার বক্তব্য উপাস্থাপন করে পাল্টা যুক্তি দিচ্ছিলাম।

কিন্তু তিনি ২য় মন্তব্য করার সাথে সাথেই আমার পোস্টটা নির্বাচিত পাতা থেকে সরিয়ে দেওয়া হল । সরিয়ে দেওয়ার আগের মুহুর্তের মন্তব্যে উনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন আপনি এমন পরিশ্রম করে অন্য পোস্ট লিখেন শুধু নির্বাচিত পাতা না স্টিকি হয়ে ঝুলে থাকবে ।

তাই আমার বুঝতে দেরি হয়নি উনি খুব শক্তিমান ব্লগার । এ পোষ্টে সর্বমোট ৫৩ জন ব্লগার মন্তব্য করেছেন। আপনি যে ৪ জনের নাম বলেছেন তারা ছাড়া বাকি ৪৯ জন ব্লগার পোস্টটাকে সমর্থন দিয়েছেন । যারা সমর্থন দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলঃ

ব্লগমাতা জানা আপু , শায়মা আপু , জুন আপু , সাবরিনা সিরাজী তিতির আপু , বিথি আপু , কান্দারী ভাই , স্বপ্নবাজ অভি ভাই , কুনোব্যাঙ ভাই , মনিরা আপা, না পারভীন আপা , নৈঋত আপু , টেস্টিং সল্ট আপু , মামুন রশিদ ভাই এবং আরো অনেকেই।

উনারাও নিশ্চয় অনেক ভালো মানের ব্লগার। ৎৎৎ ভাইকে আমি সম্মান করি এবং সাথে ভদ্র ভাবেই কথা বলেছি ।

বাকি ৩ জন রেজওয়ান মাহবুব তানিম, অপর্ণা মম্ময় এবং মাসুদ আহমেদ ১৪ আমার সাথে আক্রমাত্নক ও সহিংস ভাষায় কথা বলেছেন আমিও উনাদের সাথে সেভাবে আচরন করেছি ।

সমালোচনা করুন কোন সমস্যা নায় । কিন্তু সমালোচনার নামে প্রতিহিংসাপরায়ন হয়ে আক্রমানত্নক ভাষা কেন ব্যাবহার করবে ? উনারা আমার সাথে কোন ভাষা ব্যাবহার করেছেন সেটা আপনি আরেকবার উনাদের মন্তব্য গুলো পড়লেই বুঝতে পারবেন।

উপরে মাহামুদ০০৭ ভাই আমাকে পরামর্শ দিয়েছেন এবং আরো অনেকেই পরামর্শ দিয়েছেন । কই আমি তো তাদের সাথে খারাপ ভাষা ব্যাবহার করিনি। সুন্দর ভাবে বলেছি পরামর্শের জন্য অনেক কৃতজ্ঞতা। আপনার এ পরামর্শে আমার পরবর্তী পোস্ট লিখতে সাহায্য করবে।

আপনি বলেছেন " শুধুমাত্র ভিন্নমত প্রকাশের কারণে এই সম্মানিত ব্লগারদের সাথে আপনার ব্যবহার কিছুতেই মানতে পারলাম না । আমার মন্তব্যের জন্য আমি দুঃখিত ।"

উপরে আরজুপনি আমার পোস্টের প্রথম সমালোচক । আমি কি তার সাথে মিসবিহেভ করেছি । ৎ ৎ ৎ ভাই ২য় সমালোচনা করেছেন। আমি কি উনার সাথে খারাপ ভাষা প্রয়োগ করেছি ?

আমার সাথে সমালোচনার নামে যে খারাপ ব্যাবহার করবে সে আমার কাছ থেকে খারাপ ভাষায় পাবে । যে ভদ্র ভাবে কথা বলবে সে ভদ্র জবাবই পাবেন । এই যেমন আপনার সমালোচনাযুক্ত এ মন্তব্যকে আমি সম্মান করে সুন্দর ভাবে যেমন দিচ্ছি ঠিক সেরকম ।

আশা করি বোঝেছেন । ভালো থাকুন ।

৮৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৭

আরজু পনি বলেছেন:

আপনাকে একটা অনুরোধ করি, গুনগত মান কখনো মন্তব্যের সংখ্যা দিয়ে বিচার হতে পারে না । সেটা পোস্টের কোয়ালিটির (কখনো মন্তব্যের কোয়ালিটির উপরও, যেমন বাঘমামা-সে পোস্ট না দিলেও তার কমেন্ট মানে বিশেষ কিছু ) উপরই মূলত নির্ভর করে... ...আমার অন্তত তাই মনে হয় ।

সংখ্যার বিচারে তাহলে আমাদের প্রিয় ম্যাভেরিক বা তার মতো অনেক গুনি ব্লগার অনেক পিছিয়ে পড়বেন ।

আপনি একটা কাজ করতে পারেন , পরবর্তীতে এই ধরনের পোস্ট দিতে গেলে এই যে সিরিয়াল করেছেন তাদের মন্তব্যের সংখ্যা না দিয়ে তাদের উল্লেখযোগ্য কিছু পোস্ট শেয়ার করতে পারেন । সেটা অবশ্যই কমেন্ট বা হিটের বিচারে নয়, বরং কোয়ালিটির বিচারে হতে পারে ।

কোয়ালিটির দিক থেকে বিচার করলে আপনাকে সবাই এপ্রেশিয়েটই করবে আশা করি ।

আর যে কোন ধরনের সংকলনে মত-দ্বিমত থাকবেই । এসব মেনে নিয়েই ব্লগিং করতে হয় । আলোচনা, গঠনমূলক সমালোচনা না হলে ব্লগটা তো প্রাণহীন হয়ে যাবে ।..তবে আক্রমণাত্নক মন্তব্য পরিহার করাই শ্রেয় ।

প্রশংসা পেতে ভালো লাগলেও শুধু প্রশংসার বানে ভেসে যেতে আমি অন্তত রাজি নই ।

আরেকটা কথা বলি, ৎঁৎঁৎঁ এবং মাসুম দু'জনকেই আমি ভালো করেই চিনি ।
তাদের ব্লগিং কোয়ালিটি ভালো । গুনি ব্লগার দু'জনেই । তাদের মন্তব্যে আপনি কষ্ট পেতে পারেন, তবে তাদের এই মন্তব্য আপনার উপকার বৈ অপকার করবে না, এ আমি নিশ্চিত বলে রাখলাম ।

আর আপনার পোস্টে উল্লেখিত হাতে গোনা কয়েকজন ব্লগারের পোস্টে আমার যা্ওয়া হয় নি ।
আশা করি এই পোস্টের উছিলায় তাদের ব্লগে নিয়মিত হবো ।

এতোক্ষণে অরিন্দম কহিলা বিষাদে...আরজুপনি পোস্টটি প্রিয়তে সাজাইল :P =p~

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২২

দুঃস্বপ্০০৭ বলেছেন: আপনাকে একটা অনুরোধ করি, গুনগত মান কখনো মন্তব্যের সংখ্যা দিয়ে বিচার হতে পারে না । সেটা পোস্টের কোয়ালিটির (কখনো মন্তব্যের কোয়ালিটির উপরও, যেমন বাঘমামা-সে পোস্ট না দিলেও তার কমেন্ট মানে বিশেষ কিছু ) উপরই মূলত নির্ভর করে... ...আমার অন্তত তাই মনে হয় ।

উত্তরঃ আপনার কথার সাথে একমত । আমি আমার পোষ্টে স্পষ্ট ভাষায় লিখে দিয়েছি সেরা ব্লগার কে সেটা পাঠক নির্বাচন করবে আমি মন্তব্যগত দিক থেকে র‍্যাংকিং করেছি মাত্র।


সংখ্যার বিচারে তাহলে আমাদের প্রিয় ম্যাভেরিক বা তার মতো অনেক গুনি ব্লগার অনেক পিছিয়ে পড়বেন ।

উত্তরঃ লেখার কোয়ালিটির উপর ভিত্তি করে যদি নির্বাচন করা হয় হয় তবে প্রিয় ম্যাভেরিক ভাই আগায়ে আসবেন আর প্রাপ্ত মন্তব্যের উপর ভিত্তি করে যখন র‍্যংকিং করা হবে তখন উনি পিছিয়ে পড়বেন । উপরে জুন আপুর মন্তব্যের জবাবে আমি কি লিখেছি পড়ে দেখুন ।

আর যে কোন ধরনের সংকলনে মত-দ্বিমত থাকবেই । এসব মেনে নিয়েই ব্লগিং করতে হয় । আলোচনা, গঠনমূলক সমালোচনা না হলে ব্লগটা তো প্রাণহীন হয়ে যাবে ।..তবে আক্রমণাত্নক মন্তব্য পরিহার করাই শ্রেয় ।

উত্তরঃ সমালোচনা করুন কোন সমস্যা নায় । আপনার সমালোচনা আমাকে ভাল ব্লগার হতে সাহায্য করবে । কিন্তু যারা সমালোচনার নামে আক্রমানত্নক মন্তব্য করবে তাদের জবাব আক্রমানত্নকই হবে।

প্রশংসা পেতে ভালো লাগলেও শুধু প্রশংসার বানে ভেসে যেতে আমি অন্তত রাজি নই ।

উত্তরঃ প্রশংসা একজন ব্লগারকে ভালো লিখতে ও প্রতিযোগীতায় অংশগ্রহন করতে উৎসাহিত করে।

আরেকটা কথা বলি, ৎঁৎঁৎঁ এবং মাসুম দু'জনকেই আমি ভালো করেই চিনি ।
তাদের ব্লগিং কোয়ালিটি ভালো । গুনি ব্লগার দু'জনেই । তাদের মন্তব্যে আপনি কষ্ট পেতে পারেন, তবে তাদের এই মন্তব্য আপনার উপকার বৈ অপকার করবে না, এ আমি নিশ্চিত বলে রাখলাম ।

উত্তরঃ ৎঁৎঁৎঁ ভাইকে আমি সম্মান করি । তিনি আমার একজন অনুসারিত ব্লগার। তার সাথে আমি ভদ্র ভাষায় কথা বলেছি । কিন্তু মাসুম ভাই আমাকে মাল্টি ট্যাগ দিয়ে আক্রমানত্নক আচরন করেছেন ।
আমার সাথে যে যেমন আচরন করবে আমি তার সাথে সেরকম আচরনই করব।


আর আপনার পোস্টে উল্লেখিত হাতে গোনা কয়েকজন ব্লগারের পোস্টে আমার যা্ওয়া হয় নি ।
আশা করি এই পোস্টের উছিলায় তাদের ব্লগে নিয়মিত হবো ।

উত্তরঃসবার পোষ্টে গিয়ে তাদের উতসাহদেওয়ার অনুরোধ থাকল। আপনার মত একজন ব্লগারের একটা মন্তব্য তাদের অনেক অনেক অনুপ্রানিত করবে।

ব্লগের জনপ্রিয় ব্লগার আরজুপনি আমার পোস্ট প্রিয়তে নিয়েছে এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি ।


ধন্যবাদ আপনাকে ।



৮৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৬

শায়মা বলেছেন: এই ধরনের কোনো পোস্ট থেকে আমি নিজেকে এককোটি হাত দূরে রাখি। কারণ অভিজ্ঞতার আলোকে আমি দেখেছি এসব পোস্ট শেষ পর্যন্ত বিশাল ঝগড়া ঝাটি মারামারিতে রূপ নেয়। আমি শান্তিপ্রিয় মানুষ, তাই অকারণ অশান্তি পরিহার করিবার নিমিত্তে আমি সদা ও সর্বদা নিজেকে শান্তি শান্তি পোস্টগুলোতে আটকিয়ে রাখি। আর অশান্তি অশান্তি ঝড়ের পূর্বাভাস পোস্টে শুধু চোখ রাখি বাট হাত বা মুখ রাখিনা।


তবুও একটা না বলে পারছিনা। আমার ধারনা এই ধরণের পোস্টগুলোর শিরোনামগুলোই যত সমস্যার মূল। যেমন এই পোস্টটির নাম যদি হত এমন, মন্তব্যের ভিত্তিতে কে বা কারা এগিয়ে অথবা সামু ব্লগের সর্বাধিক মন্তব্য পাওয়া নারীগণ এমন কিছু হলে মনে হয় কারু কিছু বলার ছিলোনা। কারণ তেমন অনেক পোস্টই অতীতে আমরা দেখেছি ও সেখানে কোনো গন্ডগোল দেখিনি আর মন্তব্য কখনও মানুষ পোস্টের বিষয়বস্তু বা ভালো লেখার কারণেই বাড়বে এমন কোনো কথা নেই। অনেক কঠিন শ্রমসাধ্য পোস্টও ব্লগীয় ইন্টারাকশন কম থাকার কারণে মন্তব্যহীন থাকতে পারে। কাজেই মন্তব্য দিয়ে সেরা ব্লগার নির্বাচন এটা হতে পারেনা। ইভেন কেউ যদি বলে জনপ্রিয়তা নির্ধারিত করা যায় সেটাও মানতে আমি রাজী নই। কারণ আমি যদি এখন একটা মাত্র ঝগড়াঝাটি বা কেচাল পোস্ট দেই আমার ধারনা সেখানে কমেন্ট আসবে ১০,০০০:P

এরকম ইতিহাসও আমার নিজের চোখে দেখা । যাইহোক আমার দেখা এই টাইপ অনেক পোস্টেই সমস্যা বা মনোমালিন্য হবার প্রধান কারণ শিরোনাম।

যেমন সংকলনপোস্টগুলো মাস সেরা বা ব্লগ সেরা না বলে যদি হয় এমন আমার বা আমাদের এ ক'জনের দৃ্ষ্টিতে সেরা তাহলে কারো কিছুই বলার থাকেনা। কারণ আমার বা আমাদের দৃষ্টিতে যা সেরা তা সকলের দৃ্ষ্টিতেই হবে তেমন কোনো কথা নেই। সেরা হতে গেলে তার কিছু ক্রাইটেরিয়া লাগবে । সেটা অবশ্যই সর্বজন স্বীকৃত হতে হবে।


কাজেই এই সব সেরা কালচার বন্ধ হোক। একান্তই যদি সেরা হতে হয় তবে সর্বজন স্বীকৃত কিছু ক্রাইটেরিয়া তৈরী হোক সেই মোতাবেক সেরা অসেরাই নিশ্চয়ই কোনো সমস্যা থাকবেনা।


বাপরে!!!! অনেক মাতবরী করে ফেললাম। যা করতে চাইনা তবুও মাঝে মাঝে করে ফেলি।:(

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৪

দুঃস্বপ্০০৭ বলেছেন: ধন্যবাদ আপু আমার পোষ্টে আবারো মন্তব্য করার জন্য । আপনার মন্তব্য মানেই বিশেষ কিছু। আপনার লেখা পড়ে , মন্তব্য করার স্টাইলে এবং এবং জবাব দেওয়ার স্টাইলে আমি মুগ্ধ।

আপনি যতক্ষন ব্লগে থাকেন ততক্ষন ব্লগটা মেতে উঠে। যা সবার পক্ষে সম্ভব নয় । এদিক থেকেও আপনি সামুর একজন সেরা ব্লগার ।

লুল ট্যাগ খাওয়ার ভয়ে আপনার পোষ্টে বেশি মন্তব্য করা না হলেও আপনার এখন পর্যন্ত ১৯ টা পোস্ট পড়েছি । সেসব পোস্টে কয়টা মন্তব্য এসেছে কে কে মন্তব্য করেছে ক কয়টি লাইক পেয়েছেন সব আমি চোখ বন্ধ করে মুখস্থ বলতে পারব।

মন্তব্যগত দিক থেকে সেরা নির্বাচন সেটা আমি বার বার উল্লেখ করেছি পোষ্টে। কে সেরা ব্লগার সেটা পাঠকের উপর ছেড়ে দিয়েছি। প্রাপ্ত মন্তব্যের উপর ভিত্তি করে আমি একটা র‍্যাংকিং করেছি মাত্র।

আপনার পরামর্শকে মূল্যায়ন করেছি । আমি মন্তব্যটি করার সাথে সাথে পোস্টের শিরোনাম পরিবর্তন করেছি ।

আপনার মাতবরি টুকুই যে আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে । আপনি এ মন্তব্য না করলে কি আমি শিরোনাম পরিবর্তন করতে পারতাম

৮৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৭

দুঃস্বপ্০০৭ বলেছেন: শিরোনাম পরিবর্তন করা হল । নিজেরা কিছু করবেনা আরেকজন একটা ভালো উদ্দেশ্যে কোন একটা কাজ পরিশ্রম করলে তার পেছেনে লাগবে।

শিরোনাম পরিবর্তন করার পরো যারা এপোষ্টে ত্যানা প্যাচাঁবে তাদের সাথে আর ভদ্র আচরন করতে পারবনা বলে আগে থেকে দুঃখ প্রকাশ করছি।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০০

দুঃস্বপ্০০৭ বলেছেন: ভদ্র মন্তব্য করলে ভদ্র জবাব দিও আর সহিংস মন্তব্য করে ক্যাচাল লাগালে দৌড়ের উপ্রে রাখবা।

৮৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দর একটি কাজ করেছেন। মন থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি,,,,,,,,,,,,প্রিয়তে নিয়ে গেলাম

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

দুঃস্বপ্০০৭ বলেছেন: ধন্যবাদ আপু এ পোস্টটি আপডেট হবে । যারা আমার ভুলে বাদ পড়েছেন তাদের ডাটা নিয়ে একটা পরিপূর্ন পোষ্ট আপডেট হবে ।

প্রিয়তে নেওয়ার জন্য কৃতজ্ঞতা জানবেন।

৮৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

নীল-দর্পণ বলেছেন: সরির কিছু নাই। আসলে একটু লজ্জাই লাগছিলো আমার নামটা যখন কেউ বলছিলো অ্যাড করার জন্যে। যাইহোক, বিশাল ঝগড়াঝাটি মনোমালিন্যের দিকে গড়িয়েছে দেখছি পোষ্ট

ধন্যবাদ অ্যাড করার জন্যে

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৩

দুঃস্বপ্০০৭ বলেছেন: ধন্যবাদ আপু আবার আসার জন্য । সবাই কেন আপনার মত ভালো নন ? ৫০ জনের লিস্ট থেকে ভুলে বাদ পড়ার পরো আমার পোষ্টে এসে অভনন্দন জানিয়ে প্রশংসা করে গিয়েছেন । এ যে উদারতা আপু !!

আমি ব্লগ লিখেছি মাত্র ৭ সপ্তাহ । তাই এত অল্প সময়ের মধ্যে সবাইকে চেনা অসম্ভব । তাও খুজেঁ খুঁজে ৫০ জনকে বের করেছি সম্পূর্ন একক প্রচেষ্টায়। তাই আপনাকে চিনতে পারিনি আপু ।

আপনার নাম পাওয়ার সাথে সাথে আপনার ব্লগে গিয়ে আপনার পরিসংখ্যান সংগ্রহ করে পোষ্টে সংযুক্ত করে দিয়েছি । একজন ব্লগারের প্রসংখ্যাত সংগ্রহ করতে মিনিমাম ৩০ মিনিট লাগে । এত সময় ব্যয় করে কষ্ট করার পরো এত কথা শুনতে হয় ।

লজ্জা পাওয়ার কিছু নায় আপু ।

৩ জন সহিংস মন্তব্য করে পোস্টের সৌন্দর্য নষ্ট করতে চেয়েছিল ইন্টেশানালি । কিন্তু আপনার মত সভ্য ও ভালো ব্লগারদের মন্তব্যে তাদের সে পরিকল্পনা ব্যর্থ হয়েছে ।

আর আমি ভুল বললে ১০০ বার সরি বলি আর যদি সৎ থাকি আমার অধিকার আদায়ের জন্য বাঘের মত লড়ায় করি।

এখানে যদি কেউ পরিকল্পিত ভাবে অন্যায় ভাবে সহিংস ও আক্রমনাত্নক মন্তব্য করে তাহলে তাকে গদাম দেওয়া হবে বলে প্ল্যান করেছি ।

ভদ্র ভাষায় গঠনমূলক সমালোচনা করলে আমি তার সমালোচনাকে সম্মান করব ।

অনেক ধন্যবাদ আপনাকে ।

৮৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

এ্যংরি বার্ড বলেছেন: ব্লগে আতেঁলের সংখ্যা আশংকাজনক ভাবে বেড়ে গেছে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৬

দুঃস্বপ্০০৭ বলেছেন: বস আতেল কি আর গাছে ধরে ? সামুতেই পাওয়া যায় ।

৯০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০১

অনীনদিতা বলেছেন: খুব ভালো লাগলো.... আমার প্রিয় সব ব্লগারদের নাম দেখে.....

সুন্দর একটি কাজ করেছেন। মন থেকে ধন্যবাদ জানাচ্ছি :)

প্রিয়তে রেখে দিলাম :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৭

দুঃস্বপ্০০৭ বলেছেন: ধন্যবাদ অনীনদিতা আপু । আপনার ব্লগে গিয়েছিলাম ডাটা সংগ্রহ করতে। আপনি হয়ত চলতি মাসের ৫ তারিকের আগে ভিজিটর লিস্টে আমাকে দেখেছিলেন । কিন্তু মন খারাপ করে চলে আসতে হয়েছে । কারন আপনি পোস্ট করেছেন মাত্র ১ টি আর মন্তব্য পেয়েছিলেন ১৯৮ টি । এ পোষ্টে তাদের নাম যুক্ত করা হয়েছে যারা অন্তত দুইটা পোস্ট করেছেন ২০১৩ সালে । তাই ইচ্ছা থাকা সত্বেও আপনার নামটি যুক্ত করতে পারিনি ।

আপনার অনুপ্রেরনাদায়ক মন্তব্য আমাকে পরবর্তী পোস্ট লিখতে অনুপ্রেরনা যোগাবে ।

আর আপনি লিখেননা কেন ? আমি সামুর ১০০ জন সেরা ব্লগার শিরোনামে একটা পোস্ট লিখছি । সে পোষ্টে আপনাকে দেখতে চাই ।

সামুর ১০০ জন সেরা ব্লগারের মধ্যে অনীনদিতা নামটি যুক্ত করতে পারলে আমিও মন থেকে খুশি হব।

জনপ্রিয় ব্লগার অনীনদিতা আপুর প্রিয় লিস্টে এ অধমের পোস্টটি স্থান পাওয়ার কারনে মনে হচ্ছে আমার কষ্ট সার্থক ।

শুভ কামনা আপনার জন্য ।

৯১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪০

অণুজীব বলেছেন: যে যাই বলুক, পোস্টের আইডিয়া ভালো লাগসে। +++++++

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৩

দুঃস্বপ্০০৭ বলেছেন: ধন্যবাদ বস । আপনার মত এত পুরানো এবং অভিজ্ঞ একজনের মন্তব্য মনডা শক্ত হলো । :)

+++ দেওয়াতে অনুপ্রানিত হলাম ।

৯২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৪

তাসজিদ বলেছেন: লেখক বলেছেন: লেখার মানের ভিত্তিতে কি করে করব একটু পরামর্শ দিলে ভালো হয়।

কঠিন পরামর্শ চেয়েছেন। লেখাকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে ১ থেকে ৫ স্টার দিতে পারেন। যেমন ঃ সাহিতমান, ভাষার ব্যাবহার, পাঠক প্রিয়তা ইত্যাদি

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৮

দুঃস্বপ্০০৭ বলেছেন: ধন্যবাদ তাসজিদ ভাই পরামর্শের জন্য । ২য় পর্ব আপনাদের সকল পরামর্শ মাথায় রেখে লিখব বলে আশা করছি ।

৯৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩

রহস্যময়ী কন্যা বলেছেন: এই লিস্টের প্রায় সবাই আমার অনেক প্রিয় ব্লগার।স্পেশালি বিথি আপুনি আর মহুয়া আপি (আজ আমি কোথাও যাবো না)। :)
ভালো লাগলো অনেক ভাইয়া।প্রিয়তে রেখে দিলাম।
ভালো থাকবেন অনেক........

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৩

দুঃস্বপ্০০৭ বলেছেন: ধন্যবাদ রহস্যময়ী কন্য। বিথি আপু আর আজ আমি কোথাও যাবনা সহ লিস্টের প্রায় সবাই অনেক চমৎকার কিছু ব্লগার ।

আপনার ব্লগে গিয়ে প্রিয় লিস্ট দেখে এসেছি। কিউট গার্ল এর প্রিয় লিস্টে আমার পোস্টটি স্থান পাওয়াতে খুন আনন্দিত :)

শুভ কামনা আপনার জন্য :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৫

দুঃস্বপ্০০৭ বলেছেন: উহ ভুলে গেছি আপনার এক টুকরো মেঘ নামটিই বেশি সুন্দর । ঐ নামে একটা নিক ওপেন করে ফেলুন ।

৯৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২১

অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক কষ্টের কাজ এমন একটা পোষ্ট দেয়া , অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে ।

তবে নিজের নাম দেখে মনে হচ্ছে , পড়াশোনা না করেই ভাল রেজাল্ট করে ফেললাম । :#)

লিস্টের ব্লগাররা আমার ও অনেক প্রিয় আপু , প্রিয়তে নিয়ে গেলাম ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪০

দুঃস্বপ্০০৭ বলেছেন: ধন্যবাদ অদ্বিতীয়া আমি ।

হুমায়ন আজাদ আসলেই ঠিক বলেছিলেন। সব নষ্টদের অধিকারে চলে গেছে।একটা মানুষ কতটা ভন্ড হতে পারে আমার এ পোস্টটি না দিলে বোঝতেই পারতামনা ।

আমার এ পোষ্টে চলে এসেছে ৩-৪ টা লুল । সারাদিন মায়াগো ব্লগে গিয়ে লুলামিতে তাদের রেকর্ড প্রশংসা করার মত।

শতাধিক মন্তব্য করে মায়াগো ব্লগে গিয়ে লুলামি না করার অপরাধে ও নতুনদের পরিচিত করতে চাওয়ার অপরাধে ক্ষতিপয় ভন্ড ছাগু গুলো প্রথমদিন থেকেই এপোস্টের পেছনে লেগে আছে ।

এপোস্ট তাদের চুলকানির পরিমান এতই বাড়িয়ে দিয়েছে শেষ পর্যন্ত নতুন করে পোস্ট দিয়ে সিন্ডিকেটবাজি শুরু করছে । আর সে পোষ্টে দেখি ছাগুরা এসে ল্যাদায় ।

এরা কদিন আগে সম্পূর্ন উদ্দেশ্য প্রনোদিত ভাবে জানা আপাকে নোংরা ভাবে গালাগালি করার কারনে আমি তাদের গদাম দেই । সে থেকে আমার পেছনে লেগে আছে ছাগুর দল ।

কাল দেখলাম ৫ বছরের পুরানো ব্লগার ফজলুল আরেফিন আমার পোস্টের এগেইস্টে পোস্ট দিল । মাত্র ৭ সপ্তাহের একজন নতুন ব্লগার রাতের ঘুম হারাম করে দিয়েছে ব্লগ ফেসবুকের সব চেয়ে ভয়ঙ্কর সিন্ডিকেট ছাগু সিন্ডিকেট এর । ব্লগের সকল লুলদের চিন্তার কারন হয়ে দাড়িঁইয়েছি আমি ।

তারা বুঝতে পেরেছে আমার ব্লগিং স্টাইল তাদের লুলামিতে খুব ক্ষতি সাধন করবে।

একজন মানুষের পেছনে ৩ টা সিন্ডিকে । ১) ছাগু সিন্ডিকেট ২) লুল সিন্ডিকেট ৩) হিট সিকার ও এটেনশান সিকার সিন্ডিকেট ।

দেখা যাক আর কয়টা সিন্ডিকেট আমার পেছনে লাগে ।

৯৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৬

কালীদাস বলেছেন: পোস্ট না দেখলে জানতেই পারতাম না বেশ কয়েকটা নিকের পেছনের মানুষ যে মেয়ে। ভার্চুয়াল লাইফে আসলে জেন্ডার জানার খুব একটা আগ্রহও নেই!! বাইদ্যাওয়ে, এই পোস্টের আউটকাম হিসেবে হালকা পাতলা ক্যাঁচাল লাগার কথা ব্লগে...লেগেছিল নাকি??

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৮

দুঃস্বপ্০০৭ বলেছেন: আরে বস আপনি আমার ব্লগে !! :)

এসব ছোট খাট ব্লগারের ব্লগে আপনি আসাতে লজ্জা লাগতেছে =p~

কয়েকজন ক্যাচাল লাগাতে চেয়েছিল । পারে্নি । এপোস্টে মন্তব্য করেছেন এখন পর্যন্ত ৬০ জন । ৪ জনে বিরুধিতা করছে । বাকি ৫৬ জন সমর্থন না দিলেও কেউ বিরুধিতা করেনি । কয়েকজন কয়েকটা পরামর্শ দিলেন ।

ব্লগিং তো ছেলে মেয়ে হিসেব করে হয়না বস । আপনি আমার চেয়েও ভালো করে জানেন ।

আমি চাইছি নতুন যারা আছে এবং আসছে তাদের মধ্যে একটা প্রতিযোগীতা সৃস্টি করতে ।

রেজোয়ানা আপু আর শায়মা অনিয়মিত হয়ে গেলে কিন্তু ব্লগটা একেবারে ফাঁকা হয়ে যাবে। রেজোয়ানা আপু অলরেডি এখন তেমন একটা আসছেননা ।

এই হল অবস্থা :)

আর ছুপা ছাগুরা মাঝে মধ্যে একটু বিরক্ত করে আর কি
Click This Link

৯৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৯

আমি অপদার্থ বলেছেন:

বছরে ২টি পোষ্টের ভিত্তিতে কেন করা হল ব্যপারটা ক্লিয়ার না। পোষ্ট প্রসব করা অনেক কঠিন। তাই এক পোষ্টের অধিকারিণীদেরকেও তালিকায় আনা উচিত ছিল।

নির্বাচিত পাতা নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন বুঝলাম না। আপনি আপনার কমেন্টগুলোতে শুধু শুধু নির্বাচিত পাতা নিয়ে কথা বলেছেন। পোষ্ট যখন একবার নির্বাচিত পাতায় গিয়েছে সেহেতু এটা আর নামার কথা না । টেকনিক্যাল প্রবলেমের কারনেও হতে পারে।

আমি অপদার্থেরও কোন পোষ্ট নির্বাচিত পাতায় যায় না /:) । তাতে কি হয়েছে। আমি কাউকে দোষ দেয় না। এটা আমার নিজের পোষ্টের সমস্যা। আমি ঐ মানের লেখা লিখতে পারিনা তাই। আর যাদের কথা আপনি টেনে এনেছেন তা দেখে আমার হাসি এসেছে। কোথায় আগরতলা আর কোথায় চকির তলা! যাদের কথা বলেছেন তারা সামুর পরীক্ষিত ব্লগার। আর আপনি তাদের সাথে আপনার তুলনা করলেন। B-) B-) B-)


অনেক কথা বলে ফেললাম।
পোষ্টে ভাললাগা। মূল পোষ্টের অপেক্ষাই রইলাম।
হ্যাপি ব্লগিং।



১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

দুঃস্বপ্০০৭ বলেছেন: ধন্যবাদ আমি অপদার্থ ভাই আপনার মন্তব্যের জন্য ।

আসলে এ পোস্টটির মূল উদ্দেশ্য নতুন ব্লগারদের মধ্যে প্রতিযোগীতা সৃষ্টি করা । আপনি হয়ত আমার সাথে একমত হবেন যে যেখানেই প্রতিযোগীতা সেখানেই সৃজনশীলতা । সেখানেই সৌন্দর্য ।

এশিয়া কাপে বাংলাদেশ- পাকিস্তানের ফাইনাল খেলার কথা মনে আছে? তুখোড় লড়াই করে সেদিন পুরা জাতিকে কাদিঁয়ে দিয়েছিল টাইগাররা ।

সেদিন ব্রায়নলারা টুইট করেছিল । বাংলাদেশী টাইগাররা আসছে। ওদের সাথে লড়ার জন্য প্রস্তুত হও । যদি সেদিন পাকিস্থান-ভারত-শ্রিলাংলার সাথে প্রতিযোগীতায় টাইগাররা টিকে না থেকে আগের মত খেলে সহজে হেরে যেত তাহলে ব্রায়ন লারার মত ক্রিকেটার এমন কথা বলে আমাদেরকে গর্বিত করত না ।

এ কথা গুলো ব্লগের আতেল , লুল , এটেনশান সিকার , হিংসুকদের কে বুঝাবে ?

নির্বাচিত পাতা নিয়ে আমার কোন সমস্যা নায় কিন্তু নির্বাচিত হওয়ার পর যখন পোস্ট সরে যায় তখন খারাপ লাগে।

অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

আমার সাথে ব্লগের দুইজন সেলিব্রেটি সহ অনেকেই আছেন । ২য় পর্বের জন্য তারা খুব সহযোগীতা করছে । আশা করছি আগামী সপ্তাহে ২য় পর্ব দিতে পারব ।

ভালো থাকুন ।

৯৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮

আম্মানসুরা বলেছেন: অনেক সময় ব্যয় করতে হয়েছে এই পোস্টের জন্য তা বুঝাই যাচ্ছে। আমি অনেকেরেই জানতাম না এরা যে নারী ব্লগার। আপনার পোস্টের কল্যাণে জানলাম। পোস্টে প্লাস।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩০

দুঃস্বপ্০০৭ বলেছেন: নেক ধন্যবাদ আম্মানুসুরা আপু ।

৯৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫

সেলিম মোঃ রুম্মান বলেছেন: ইহা একটি বৈষম্যমূলক ষড়যন্ত্র। তীব্র প্রতিবাদ করছি

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৮

দুঃস্বপ্০০৭ বলেছেন: এতদিন কুতাই ছিলেন !!

৯৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

আহমেদ জী এস বলেছেন: দুঃস্বপ্০০৭,

আপনার এই পোষ্টে প্রথম দিকে একটি মন্তব্য করেছিলাম । কি উত্তর দিলেন তা দেখতে পারিনি । এই পোষ্টের কেবল ১০১ থেকে মন্তব্যগুলো দেখাচ্ছে । ১ - ১০০ মন্তব্যের বক্সে ক্লিক করেও সেখানে যেতে পারছিনে ।

এবারে শিরোনামটি পাল্টানো যথাযথ । সম্ভবত ব্লগার শায়মার কথাতে পাল্টেছেন । ধন্যবাদ দুজনকেই । আমিও প্রথম শিরোনামটি দেখে এমোনটা তর্ক হতে পারে ভেবে আমার প্রথম মন্তব্যে সে রকম ইঙ্গিত - ই দিয়েছিলাম ।

এটা বলার জন্যে এই মন্তব্য করছিনে । করছি এটাই বলতে -
আপনার দৃঢ় মনোভাব দেখে ভালো লাগছে । এমনিই আত্মপ্রত্যয়ী থাকুন আপনি । আরো তেজী- দৃপ্ত হয়ে উঠুন ।

শুভেচ্ছান্তে ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৭

দুঃস্বপ্০০৭ বলেছেন: ধন্যবাদ আহমেদ জি এস বস । ১ থেকে ১০০ পর্যন্ত মন্তব্য গুলো দেখতে ও অন্যের পোষ্টে লাইক দিতে মজিলা ব্যাবহার করুন ।

সামুর মোবাইল ভার্সন এখন কাজ করছে । মোবাইল থেকে দেখতে পারেন ।

হ্যা সম্মানিত ব্লগার শায়মা আপুর পরামর্শের উপর ভিত্তি করে শিরোনাম পরিবর্তন করেছি ।

যেই ভালো পরামর্শ দিয়ে গঠনমূলক সমালোচনা করেছে তাকেই সম্মান করেছি । শায়মা আপুর মন্তব্য অনুসারে শিরোনাম পরিবর্তনই তার একমাত্র প্রমান।

কিন্তু দুঃখজনক ব্যাপার হল ব্লগের লুলরা আর আতেলরা আমার পেছনে লেগেছে । ওদের দিক থেকে এটেনশান অন্য দিকে গেলেই ছাগলের খোয়াড় থেকে বের হয়ে আসে ।

তাদের ছাগলামি ও আতলামির জবাব দিয়ে একটা পোস্টও দিয়েছি । সব আতেল আর লুল এসে পোস্টটা পড়ে গেছে কেউ যুক্তি খন্ডন করতে পারেনি ।

এখন আলাদা করে পোস্ট দিয়ে সব আতেল আর লুলদের নিয়ে সিন্ডিকেট করছে।

কিন্তু তাদের উদ্দেশ্য সফল হয়নি ;) ;) পোষ্টে অলরেডি ২০০ মন্তব্য আর আর ১৯০০ বার পঠিত :P

এসব লুল আতেলদের কি করে গদাম দিতে হয় আমি খুব ভালো করেই জানি ।

ব্লগের সম্মানিত নারী ব্লগারদের ( ১ জন ছাড়া ) বাকি ৪৯ জোনের কোন সমস্যা না থাকলেও তাদের চোখের ঘুম হারাম :(( :(( :((

কি কারনে সেটা আপনিই বুঝে নেন B-)

লুলদের দিক থেকে মেয়েদের এটেনশান কেন এ পোস্টের দিকে আসছে সেজন্য তাগো সে কি কন্না :(( :(( :(( :((

আপনার অনুপ্রেরনা দায়ক মন্তব্যের জন্য ধন্যবাদ । ২য় পর্ব আগামি সপ্তাহে প্রকাশিত হবে বলে আশা করছি ।

ব্লগার শায়মাকে শায়মা আপু ডেকে ছেলেদের মধ্য থেকে পৃথক করলে কোন সমস্যা নায় খালি শায়মা আপুকে নারী ব্লগার বললেই লুলদের সমস্যা |-) বুঝলেন কিছু ?

ভালো থাকুন বস ।

১০০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:০২

দুঃস্বপ্০০৭ বলেছেন: কিরে ফজলুল আরেফিন ?
মন্তব্যের লোড সহ্য করতে না পারলে পোস্ট দিছেন কেন ? আমার মন্তব্য ডিলেট করে আমারে ব্লক করলা ?

একটু আগে লুল ফজলুল আরেফিনের পোষ্টে তারে লুল ও ছাগু প্রমান করে নিছের মন্তব্যটি করে আমাকে ব্লক করেছে । এখন আমার কি হপে ? :((

আপনাকে দেখেও আমার লুল শাহ ইকরামের কথা মনে পড়ে গেল । ;)

মামা এখন আছেন কেমন ? B-)

লুলামি এখনো চলে ? B-)

আমাকেও একটু হালুয়া রুটির ভাগ দিয়েন :P

গদাম দিলাম আলতামাশ ছাগুরে জ্বলে মামা ভাগিনা গো । মাথায় তো কিছুই ঢুকতাছেনা :(

না না আমি তো ছাগু না মাঝে মাঝে ছাগুদের মানববন্ধনে যাই আরকি? B-)

আবার আলতামাশরে দেখলাম সামুরে প্রকাশ্য হুমকি দিতাছে। সামুরে দেইখা নিবে । আলতামাশ আবার মামা ভাগিনাগো অতি আপনজন। সামুর জন্য কিছু একটা করার চেষ্টা করলাম। আমাকে এট্যাক করে পোস্ট দিলেন আপনি ।


কেমনে কি ?

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১৬

দুঃস্বপ্০০৭ বলেছেন: লুলরে লুল :-P :-P :-P

১০১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৪

ইখতামিন বলেছেন:
পঞ্চম ভালো লাগা.
আগেই একবার দেখেছিলাম।
মন্তব্য করা হয়নি :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

দুঃস্বপ্০০৭ বলেছেন: ধন্যবাদ ইখতামিন ভাই ।

ছাগু লালনকারি লুলদের যন্ত্রনায় আর পারলাম কোথায় ? লুলামির জন্য সোলেমানি ব্যান খাওয়া লুলরা আবারো শুরু করছে লুলামি।


ব্লগের পুরানো ইতিহাস তো লুল সিন্ডিকেটকে ছুপা ছাগু হিসেবেই পরিচয় করিয়ে দেয় ।

লুলরাজকে সোলেমানি ব্যান করার পর প্রতিশোধ কি তারা না নিয়ে ছাড়বে ?

ছাগু আলতামাশ দেখলাম সামুরে প্রকাশ্য হুমকি দিল । সামুর উপর প্রতিশোধ নিবে।

আবার আলতামাশরে প্রোটেক্ট করে লুল সিন্ডিকেট ;)

যা বোঝার বুইঝা লন । B-)

১০২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৫০

বটবৃক্ষ~ বলেছেন: ধানের শীষে ভোট দিন
:-* :-* :-* B:-) B:-) B:-) :-B :-B =p~ =p~ =p~

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৫৬

দুঃস্বপ্০০৭ বলেছেন: কেন ধানের শীষে ভোট দিলে সমস্যা কি ?

১০৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৫৯

বটবৃক্ষ~ বলেছেন: অত্যন্ত চঞ্চল স্বভাবের! B-) B-) ;)
জানিয়া প্রীত হইলেম!

মেলা হিসাবনিকাশ করসেন কষ্ট করে ! পেইন্ট কইরা দিসেন এক্কেবারে!

নারী ব্লগাদের জন্যে নি্বাচিত পেইজে মডুরা কোটা সিস্টেম চালু করবো কিনা ভাবতাসি!! নাইলে এইসব সিলেকশানের কুনু ফায়দা নাই! :-B :-B :-B =p~ =p~ =p~

এটা একটা বিনুদনমূলক পোস্ট ।
এই কথার জন্যে আর কিছু লিখলামনা!

হ্যাপি ব্লগিং!

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৬

দুঃস্বপ্০০৭ বলেছেন: ধৈন্যবাদ আপু মন্তব্যের জন্য । অপু ভাই আমার খুব পছন্দের একজন । তার গল্প আমার খুব ভালো লাগে । খুব মজা করে লিখেন । পড়তে বোরিং লাগেনা :)



" এটা একটা বিনুদনমূলক পোস্ট । এই কথার জন্যে আর কিছু লিখলামনা! "

যা যা লিখতে মন চায় সব লিখে ফেলেন । কুনু সমস্যা নায় ।


হ্যাপি ব্লগিং ।

১০৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:০১

বটবৃক্ষ~ বলেছেন: ভোটে কোন সমস্যা নাই! তবে এই জাতীয় লিখাটা ব্যানারে দেখলে খুব হাসি পায় আরকি! নির্দোষ বিনোদোন! হাহাহা!

নির্দোষ কমেন্ট! ;)

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৯

দুঃস্বপ্০০৭ বলেছেন: এ জাতীয় লেখায় আপনার হাসি পায় আর আমি এই জাতীয় লেখাতে মজা পায় :)


আপনি হাসতে থাকুন আর আমি মজা নিতে থাকি কেমন ? ;)

১০৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯

শিপু ভাই বলেছেন:
তেল চুইয়া চুইয়া পড়ে!!!

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৯

দুঃস্বপ্০০৭ বলেছেন: আরে শিপু ভাই আছেন কেমন ? বসেন । চা খান । ঐ বসরে চা দে।

মামা এখন আছেন কেমন ? এ পোষ্টে তো তেল চুইয়া চুইয়া পড়তাসে পরবর্তী পর্বে হালুয়া রুটি থাকবে আশা করি । ;)

১০৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২২

প্রিন্স হেক্টর বলেছেন: রাস্তা বহুদূর................

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২১

দুঃস্বপ্০০৭ বলেছেন: মন্তব্য মাথার উপ্রে দিয়া গেল :(

১০৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৪

রেজোওয়ানা বলেছেন: ওরে বাপ, এই পোস্টে এত মারামারি কেন? :(

যাই হোক, এই ধরনের পোস্ট দেখলে আমার নিজেরই অস্থির লাগে, অনেক কষ্ট, অনেক ধৈর্য্য আর অনেক সহনশীলতার দরকার হয় এই সব পোস্ট মেইনটেইন করতে।

বাই দ্যা ওয়ে, নিজের নাম দেখতে অবশ্য ভালই লাগে। তবে আমি নিজেকে কখনো আলাদা করে মেয়ে ব্লগার হিসেবে ভাবিনি আর আমার সহযাত্রীরাও তাই মনে করে এসেছে।

জনপ্রিয়তার মাপকাঠি হিসবে আসলে মন্তব্যের সংখ্যা কাউন্ট করার চাইতে লেখার বিষয়বস্তু, ব্লগে বিচরনকাল, লেখা গুলো কতটুকু মৌলিক, লেখার মান কেমন এসব আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় সব সময়েই। মন্তব্য বেশি আসা না আসাটা আপেক্ষিক এবং বহুল বিতর্কিত একটি বিষয়।

যাই হোক, লেখার মান এবং ব্লগে বিচরনের স্থায়িত্বকালের ভিত্তিতে আমার কাছে মনে হয় ব্লগে নারী ব্লগারদের (এই টার্মটা যদিও আমার পছন্দ না) ১০০ জনের তালিকায় অবশ্যই সুরঞ্জনা, আরিয়ানা, আহাদিল, রিমঝিম বর্ষা, দীপান্বিতা, সরলতার জানা আপু :P নাম আশা দরকার। উনাদের ব্লগ একবার করে ঘুরে আসতে পারেন।


পোস্টের জন্য ধন্যবাদ :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২০

দুঃস্বপ্০০৭ বলেছেন: ধন্যবাদ আপু । অনেক দিন পর রেজোয়ানা আপুকে দেখে খুব ভালো লাগলো।

আপু নারী ব্লগার পৃথক করে দেখায়নি। আমি চেয়েছি নারী ব্লগারদের মধ্যে একটা প্রতিযোগীতা সৃষ্টি করতে । আমি আমার পোস্টেই বলে দিয়েছি পোস্টটা মজা করে লিখছি।

দেখুন আমি প্রিয় কবি মাহি ফ্লোরার বর্ণনায় লিখেছি " সকলের পছন্দের ও সম্মানিত নারী কবি । তাঁর কবিতা গুলো অসম্ভব সুন্দর । আমার খুব প্রিয় একজন ব্লগার । যদি ভোটের মাধ্যমে সেরা কবিতা লেখক বা লেখিকা নির্বাচন করা হয় তবে তিনি ১ থেকে ৫ নাম্বারের মধ্যে চলে আসবেন বলে আমি বিশ্বাস করি।"

সুতরাং এটাই প্রমান করে আমিও একমত যে মন্তব্যের ভিত্তিতে লেখার মানের ভিত্তিতেই সেরা ব্লগার নির্বাচিত করা উচিৎ ।

আমি আমার পোষ্টে বলে দিয়েছি আমি একটা র‍্যাংকিং করছি মাত্র।

আমি স্পষ্ট করে আমার পোষ্টে লিখে দিয়েছিঃ

" উপরের ৫০ জন ব্লগারের মধ্যে সামুর সেরা ব্লগার কে সেটা পাঠকই নির্বাচন করলে ভাল হবে বলে আমি মনে করি। আমি যেহেতু পরিচিত কোন ব্লগার নয় সেহেতু পোস্টট নির্বাচিত পাতায় যাওয়ার কোন সম্ভাবনা নায় । যতক্ষন প্রথম পাতায় পোস্টটি থাকবে ততক্ষনে হয়ত কিছু পাঠক ও ব্লগার পোস্টটি দেখতে পারবেন।

তাই পোস্টটি কষ্ট করে যারা পড়েছেন তারা অন্তত মন্তব্যে বলবেন ৫০ জনের মধ্যে সামুর সেরা নারি ব্লগার কে । "

আলদা করে পোস্ট দিয়ে বুঝানোর চেষ্টা করেছি আমি আসলে কি করতে চেয়েছি ।

Click This Link
(পোস্টটা একবার পড়বেন আপু )

আর আপনি যাদের নাম দিয়েছেন তাদের সহ আমিনুর ভাই আর আরজুপনি আপুর দেওয়া লিস্ট নিয়ে ১০০ জোনের লিস্ট আপডেট করব।

অনেক ভালো থাকুন ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৫

দুঃস্বপ্০০৭ বলেছেন: দুঃখিত একট ভুল হয়ে গেল " মন্তব্যের ভিত্তিতে নয় লেখার মানের ভিত্তিতেই সেরা ব্লগার নির্বাচন করা উচিৎ এটা লিখতে চেয়েছিলাম।

১০৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১১

রেজোওয়ানা বলেছেন: ওহ, আর বড়বিলাই' আপুর কথা লিখতে ভুলে গেছিলাম----
বড়বিলাই, চানাচুর, মেহরুন!

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩২

দুঃস্বপ্০০৭ বলেছেন: অবশ্যই উনাদেরকে তালিকায় যুক্ত করা হবে ।

আর ঝগড়া ঝাটির কারন হলো আবার সে পুরানো নারী বিদ্ধেষী ও হেফাজতি জঙ্গী লালনকারী ও আশ্রয় প্রশ্রয় দাতা লুল সিন্ডিকেটের পরিকল্পিত ব্যাক্তি আক্রমন।

ধন্যবাদ আপু ।

১০৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেকে ৩৩ এর নীচে মার্ক পাইছেন, উনারা কি অকৃতকার্য?? =p~ =p~

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৩

দুঃস্বপ্০০৭ বলেছেন: ধন্যবাদ দিকভ্রান্ত ভাই । এটা একটা বিনুদনমুলক পোস্ট ছিল। পোস্টেই উল্লেখ করেছি :)

আমি ছেলেদের পোস্টটি লিখতে গিয়ে এমন অনেক লেখা পড়ার সুযোগ হয়েছে যেগুলোতে মন্তব্য খুব কম কিন্তু লেখার মান অসাধারন।

বিশ্বাস করুন আমি মুগ্ধ হয়ে পড়েছি সে পোস্ট গুলো ।

আমার পোস্টটার উদ্দেশ্য মুলত ব্লগারদের মধ্যে প্রতিযোগীতা সৃষ্টি করা ।

এপোস্টটি লেখার আগ পর্যন্ত আমার ব্লগিং বয়স ছিল মাত্র ৬ সপ্তাহ। তাই অনেক কিছু ভুল হয়ে গিয়েছে । কিন্তু সে ভুল গুলো ধরিয়ে না দিয়ে পোস্টের গঠনমুলক সমালোচনা না করে আমার পোস্টটিতে ইচ্ছাকৃত ক্যাচাল লাগিয়েছে ব্লগের লুল , আতেল , হিট সিকার ও ছুপা ছাগুরা । শুধু তাই নয় । এ পোস্টটির বিরুদ্ধে এখন পর্যন্ত চারটা পোস্ট এসেছে সামুতে। দেখা যাক আর কয়টা পোস্ট আসে।

ভালো থাকুন ।

১১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৭

এক্সপেরিয়া বলেছেন: পোস্ট পড়তে পড়তে আধাঘন্টা গেলগা!!!!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৫

দুঃস্বপ্০০৭ বলেছেন: পোস্ট পড়ে আপনার অনুভূতি কী ?

১১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩

টুম্পা মনি বলেছেন: রেজোওয়ানা বলেছেন: ওরে বাপ, এই পোস্টে এত মারামারি কেন? :(

যাই হোক, এই ধরনের পোস্ট দেখলে আমার নিজেরই অস্থির লাগে, অনেক কষ্ট, অনেক ধৈর্য্য আর অনেক সহনশীলতার দরকার হয় এই সব পোস্ট মেইনটেইন করতে।

বাই দ্যা ওয়ে, নিজের নাম দেখতে অবশ্য ভালই লাগে। তবে আমি নিজেকে কখনো আলাদা করে মেয়ে ব্লগার হিসেবে ভাবিনি আর আমার সহযাত্রীরাও তাই মনে করে এসেছে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০১

দুঃস্বপ্০০৭ বলেছেন: ধন্যবাদ টুম্পামনি আপনাকে মন্তব্যের জন্য । রেজোওয়ানা আপুকে আমিও মন্তব্যের জবাব দিয়েছি ।

আচ্ছা টুম্পামনি কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো যখন আপনার টুম্পামনি নামটাই আপনাকে লক্ষাধিক ব্লগারের মধ্য থেকে নারী হিসেবে পৃথক করে দেয় তখন কি আপনি আপত্তি করেন ?

যদি না করেন তাহলে আপনাকে নারী ব্লগার হিসেবে সম্বোধন করলে সমস্যা কোথায় ?

ভালো থাকুন ।

১১২| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৫২

সদয় খান বলেছেন: কিছু কমু না /:) । কয়ডা দিন যাক । মাত্র আইছি এহানে

০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৭

দুঃস্বপ্০০৭ বলেছেন: কী কইতে চান তাড়াতাড়ি কন ভাই । শুভ কামনা আপনার জন্য :)

১১৩| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৯

সারেমল বলেছেন: নারীরা বেশি কথা কয় তাই কমেন্টও বেশি পায়।

০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪১

দুঃস্বপ্০০৭ বলেছেন: নারী ব্লগার ও পুরুষ ব্লগার উভয়ের আলাদা আলাদা বৈশিষ্ট আছে । ধন্যবাদ আপনাকে ।

১১৪| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৯

রোকেয়া ইসলাম বলেছেন: ধন্যবাদ এমন একটা পোস্ট দেয়ার জন্য।
অনেক সময় অনেকের প্রোফাইল নাম দেখে বোঝতে পারিনা উনারা নারী বা পুরুষ। যদিও তা জানারও কোন প্রয়োজন নেই। এখানে আমরা সবাই নিজেদের একজন ব্লগার বলেই দাবি করি। তবু মাঝে মাঝে জানতে খুব ইচ্ছা হতো আসলে উনি কি একজন নারী নাকি পুরুষ। আজ এই পোস্ট টা পড়ে সেই আসংকাটা দূর হয়ে গেল। এখন অনেক কেই চিনতে পেরেছি জানতে পেরেছি।
এখানে আমার নামটা দেখে সত্যি খুব ভাল লাগছে। আমার লেখা পড়ে কারো ভাল লেগে থাকলেই আমার লেখা সার্থক হবে।
আপনাকে আবারও ধন্যবাদ এমন অনুপ্রেরনা মুলক একটা পোস্ট দেয়ার জন্য। ভাল থাকবেন।

১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

দুঃস্বপ্০০৭ বলেছেন: ধন্যবাদ আপু । আপনার ভালো লেগেছে এবং উৎসাহিত হয়েছেন জেনে ভালো লাগলো ।এই পোস্টের মূল উদ্দেশ্য ছিল আপনাকে অনুপ্রানিত করা । উপরে অনেকেই অনুপ্রানিত হয়েছেন । তাই মনে হচ্ছে পোস্টটি লেখা সার্থক হয়েছে ।

ভালো থাকুন ।

১১৫| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৬

শুঁটকি মাছ বলেছেন: ওরে আল্লাহ,আমার মত অসামাজিক অধমের নামও দেখি আছে।আবেগে কাইন্দালাইছি :(( :(( :(( :(( :(( :(( :D :D :D :D :P :P :P

১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০১

দুঃস্বপ্০০৭ বলেছেন: আপনিও তো আচৈন দেহি । এইডা কেম্পে হইল !

১১৬| ১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩১

বৃতি বলেছেন: টেনেটুনে ৩৭ নম্বর পেয়েছি দেখা যাচ্ছে । কখনো এত কম নম্বর পাই নাই । দুঃখ পাবো না খুশি হবো বুঝতে পারছি না :( :( :P :P

ব্লগিং এ জেন্ডার বিভাজন না হলেই ভালো । তবে আপনার কারণে অনেক নারী ব্লগারকে চেনা হলো । সেজন্য ধন্যবাদ ।

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৫

দুঃস্বপ্০০৭ বলেছেন: ধন্যবাদ বৃতি আপনাকে। এটা আসলে একটা বিনোদনমূলক পোস্ট । মজা করে লিখেছি । আর আমি জেন্ডার বিভাজন করিনি । পর্ব করার সুবিধার্থে নারী ব্লগার পুরুষ ব্লগার পৃথক পৃথক করেছি। কারন এক সাথে নারী পুরুষ উভয়ের করলে অনেকেই বাদ পড়ে যাবেন। যেহেতু এই পোস্টটির মূল উদ্দেশ্য ব্লগারদের অনুপ্রাণিত করা ও প্রতিযোগীতা সৃষ্টি করা ।তাই আমি চেয়েছি উল্লেখ যোগ্য সকল ব্লগারকেই আমার পোষ্টে নিয়ে আসতে :)

ভালো থাকুন।

১১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫১

খায়রুল আহসান বলেছেন: সম্পূর্ণ পোস্টটা পড়লাম বেশ আগ্রহ নিয়ে। ১১৬টা মন্তব্য এবং ১১৭টা প্রতিমন্তব্যের সবগুলোই পড়লাম। ১১৬টা মন্তব্যের মধ্যে আবার বেশ কয়েকটা আপনার নিজেরই, আর প্রতিমন্তব্যগুলো তো অবশ্যই সবগুলো আপনারই। যাদের নাম ৫০ জনের তালিকায় উঠে এসেছে, তাদের প্রত্যেক কে অভিনন্দন, যদিও মন্তব্য প্রাপ্তির সংখ্যাটা তালিকা তৈরির মানদন্ড না হলেই বোধহয় ভাল হতো। তবে একটা মানদন্ড তো অবশ্যই থাকা দরকার, পোস্টের গুণগত মান লেখক নিজে যাচাই করে তালিকা না করে পাঠকের মন্তব্যের সংখ্যার ভিত্তিতে করেছেন, এটাকেও একেবারে ফেলে দেয়া যায় না। এটা মন্দের ভাল, মানদন্ডটা সবার জন্যে সমান হলেই হলো।
অনেকের মন্তব্য ভাল লেগেছে, আপনারও অনেকগুলো প্রতিমন্তব্য। সেগুলোকে আর আলাদা করে উল্লেখ করতে চাই না। যাদের লেখা তালিকায় আসেনি একাধিক পোস্ট নেই বলে, তাদের অনেকের লেখাও খুব ভাল, আমি কয়েকটা পড়ে দেখেছি। তাদের জন্যেও শুভকামনা রইলো।
দুটো কারণে আপনাকে ধন্যবাদ না জানিয়ে যাওয়া যায় নাঃ
১। এটা অনেক শ্রমসাধ্য পোস্ট, এ শ্রমের জন্য একটা ধন্যবাদ আপনাকে দিতেই হয়।
২। মন্তব্যের সমালোচনা মোকাবিলায় আপনার দৃঢ়তা। এটা অবশ্যই অসাধারণ।
শুভকামনা....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.