নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডাচম্যানের খেরোখাতা

দি ফ্লাইং ডাচম্যান

© দি ফ্লাইং ডাচম্যান এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।ফেবুঃ দি ফ্লাইং ডাচম্যান

দি ফ্লাইং ডাচম্যান › বিস্তারিত পোস্টঃ

Internet Download Manager 5.17 ফুল ভার্সন B-) !:#P :-0

২১ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:২৯





IDM কী?

IDM বা ইন্টারনেট ডাউনলোড ম্যনেজার একটি ডাউনলোড এক্সিলারেটর সফটওয়্যার।



IDM কেন ব্যবহার করবেন?

IDM এর রয়েছে দারুন ফিচার। ডাউনলোড শিডিউল করা, ডাউনলোড রিজিউম করা, নির্ঝঞ্ঝাটে ইউটিউব এবং ই-স্নিপ্স এর মত সাইট থেকে ডাউনলোড করা, ব্রাউজারের বিল্ট ইন ডাউনলোডার থেকে কয়েকগুন বেশী স্পীডে ডাউনলোড করা ইত্যাদি সহ এক পরিপূর্ণ ডাউনলোডার IDM. IDM ফাইল গুলোকে কয়েক ভাগে ভাগ করে ডাউনলোড করে, তাই অনেক দ্রুতগতিতে নামাতে পারে। ইন্সটলেশনের সময়েই IDM সয়ংক্রিয়ভাবে আপনার ডিফল্ট ব্রাউজারে ইন্টিগ্রেট হয়ে যাবে (ফায়ারফক্স ও ইন্টারনেট এক্সপ্লোরারের ক্ষেত্রে)।



সাধারণ ভাবে IDM নামালে এতে ৩০ দিনের ট্রায়াল পাবেন।

ফুল ভার্সনে এসব কোন ঝামেলা নেই।



এখন দেখি কিভাবে আমরা IDM 5.17 এর full version পেতে পারি। নিচের লিঙ্ক থেকে ফাইলটি ডাউনলোড করুন প্রথমে।



ডাউনলোড করুন এখান থেকে।

আই.ডি.এম ভার্সন ৫.১৭

(পাসওয়ার্ডঃ dmanfly)



আপনার ডাউনলোড করা ফাইলটি একটি .rar ফাইল। এই ফাইলটি যেকোন Archiving software (যেমন সেভেনজিপ, উইনরার বা পী জিপ) দিয়ে Extract করুন। Extract করার পর ভেতরে একটা প্যাচ ফাইল আর ইন্সটলেশন ফাইল পাবেন। প্রথমে ইন্সটল করে নিন। এরপর দেখুন টাস্কবার এ IDM এর আইকন দেখাচ্ছে কিনা। যদি দেখায়, তাহলে প্রোগ্রামটি রান করছে। আইকনে রাইট ক্লিক করে Exit চেপে প্রোগ্রামটি বন্ধ করুন। এরপর প্যাচ ফাইলটি কাট বা কপি করে যে ফোল্ডারে IDM ইন্সটল করেছেন, সেখানে পেস্ট করুন (যদি পরিবর্তন না করে থাকেন, তাহলে C:Program FilesInternet Download Manager হওয়ার কথা)। প্যাচটিতে ডাবল ক্লিক করুন, যে উইন্ডো আসবে সেখানে Patch বাটনে ক্লিক করুন। এরপর...



এরপর আর কিছু করার দরকার নাই! সিরিয়াল কপি করার ঝামেলাও নাই! পিসি রিস্টার্ট দিন এবং নির্ঝঞ্ঝাটে ব্যবহার করুন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার।









IDM নিয়ে এ পর্যন্ত অনেক ব্লগার পোষ্ট দিয়েছেন, তার পরও এই পোষ্টের অবতারণা। ব্লগার নিশ্চুপ নিরবতার একটি পোষ্টে কমেন্ট করতে গিয়ে দেখলাম কমেন্ট বেশ বড় হয়ে যায়, এটাকে পোষ্ট করে ফেললেই তো হয়! যে কথা সেই কাজ... তবে আশা করি উপকারে আসবে।



শেষ কথাঃ

বর্তমানে আমাদের দেশে IDM ফুল ভার্সন কিনতে পাওয়া যাচ্ছে। দাম খুব সম্ভবত ৯০০ টাকা। যদি কিনে ব্যবহার করার সামর্থ্য থাকে, তবে পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করতে যাবেন না। আর যদি নিতান্তই সামর্থ্য না থাকে, অথবা পাইরেটেড সফটওয়্যারের ভক্ত হন, তাহলে আলাদা কথা!



ব্যক্তিগত ভাবে আমি পাইরেটেড সফটওয়্যারে চেয়ে ঐ সফটওয়্যারের বিকল্প কোন ফ্রী ওয়্যার সফটওয়্যার ব্যবহার করতে পছন্দ করি। IDM এর ও বিকল্প ফ্রী ওয়্যার সফটওয়্যার আছে, যেমন অরবিট ডাউনলোডার, ফ্রী ডাউনলোড ম্যানেজার ইত্যাদি। IDM এর প্রায় সব সুবিধাই আছে এই সফটওয়্যার গুলোতে। তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয় IDM ই সবচেয়ে ভালো।

মন্তব্য ৯১ টি রেটিং +৩৬/-০

মন্তব্য (৯১) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩২

রেটিং বলেছেন: ওক

২১ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪৬

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ওকে!

২| ২১ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৬

ভেবে ভেবে বলি বলেছেন: এই পোস্ট প্রিয়তে না রেখে কোনও উপায়ই নেই ! B-)

২১ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪৮

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: তাই নাকি! B-) থ্যাঙ্কু!

৩| ২১ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪২

সৌরভ১৩ বলেছেন: আমি এফডিএম ব্যবহার করি। পোস্টের জন্য ধন্যবাদ...

২১ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫০

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আমি করতাম, বেশি ভালো লাগেনি। আপনাকেও ধন্যবাদ।

৪| ২১ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪৩

সািদক বলেছেন: ঠিক...তবে ফ্রি-ডাউনলোড ম্যানেজারটাও খ্রাপ না।
http://freedownloadmanager.org/download.htm

২১ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫৪

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: হুমম... ইউজ করতাম, তবে IDM এর উপর কথা নাই!

৫| ২১ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪৫

সািদক বলেছেন: মানে এফ.ডি.এম ই আর কি??

২১ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫৫

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: হুমম

৬| ২১ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪৯

নিশ্চুপ নিরবতা বলেছেন: ধন্যবাদ সুন্দর পোষ্টের জন্য।

@সৌরভ১৩, এফডিএম ভাল।

২১ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫৮

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আপনাকেও ধন্যবাদ!

৭| ২১ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪৯

ইমন জুবায়ের বলেছেন: ভেবে ভেবে বলি বলেছেন: এই পোস্ট প্রিয়তে না রেখে কোনও উপায়ই নেই !

২১ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:০৪

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ধন্যবাদ ইমন ভাই!

৮| ২১ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫৭

নক্ষত্রের কান্না বলেছেন: আমি গত ২ বছর যাবত Free Download MaFrফ্রি ডাউনলোড ম্যানেজার ব্যবহার করছি। এটা ওপেন সোর্স । আই থিঙ্ক বেস্টওয়ান। ক্র্যক বা রেজিস্ট্রেশন কিছুরই দরকার নেই। ডাউনলোড লিঙ্ক, http://sourceforge.net/projects/freedownload/

২১ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:১০

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: হুমম... ইউজ করতাম, তবে IDM এর উপর কথা নাই!

৯| ২১ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫৭

এস এম এ যাহিদ ফুয়াদ বলেছেন:

২১ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:২৪

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ধইন্যা

১০| ২১ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:০৩

জূয়ারি বলেছেন: ধন্যবাদ ভাই।

২১ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:২৬

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আপনাকেও ধন্যবাদ!

১১| ২১ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:১৯

শাওন৩৫০৪ বলেছেন: যদি ঠিকমত কাম করে...তাইলে আপনেরে ধন্যবাদ এত দিমু যে, আপনে ট্রাকে কইরাও বাসায় নিয়া যাইতে পারবেন্না..:)

গতকালকা, ১৫ দিনের ট্রায়াল ভার্ষন শেষ হইয়া জাবার পর মন্ডাই খারাপ হইয়া গেছিলো..রাইতে ৩টা মুভি লোড দিতেই কষ্ট হইয়া গ্যাছে..ধন্যবাদ..

২১ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৩৯

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: কাম করবনা মানে! আবার জিগায়!!

ভাই ট্রাক ভাড়াটাও লগে দিয়েন! ;)

১২| ২১ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:২৩

পুরাতন বলেছেন: ধনিয়বাদ.....তয় আমার কাচে আগে থিকাই আচে;)

২১ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৪১

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: তাই নাকি! ভালু ভালু! আপ্নে মিয়া জবর পাইরেট!;)

১৩| ২১ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৩১

মোতাব্বির কাগু বলেছেন: "তুমি আমার মনের মানুষ আমি তোমার মনের আশা আমার বাড়ি যাইও দিব ভালবাসা"


এই গানটা কই পামু??

২১ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৩

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: কার গান এইটা? শিল্পীর নাম কি?

১৪| ২১ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:০০

অমিত০৯৭ বলেছেন: ফ্লাশগেট ব্যবহার করি। আইডিএম ক্রাক গুলো নাকি দুদিন পর ব্লাকলিস্টেড হয়?

২১ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:১৫

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: IDM এর উপর কিছু নাই! নামিয়ে দেখুন, তারপর বলুন। ক্র্যাক থাকলে তো ব্ল্যাকলিস্টেড হবে, এখানে তো ক্র্যাক নেই, আছে প্যাচ!

১৫| ২১ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:১৪

দুরন্ত স্বপ্নচারী বলেছেন: ওকে।

২১ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:১৭

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ওকে!

১৬| ২১ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:১৪

বাঙ্গাল বলেছেন: শুক্রিয়া।

২১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:০২

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ওয়েলখামের বাংলাটা কী যেন?

১৭| ২১ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:১৫

রনি রাজশাহী বলেছেন:


[ এটা পিকচারীয় কমেন্ট স্টাইল। এর অর্থ হচ্ছে পড়ে দেখলাম। তারপর প্লাশ দিলাম। এই স্টাইলে প্রথম কমেন্ট করলাম বলে ব্যাখ্যা দিলাম নেক্সট টাইম আর দেব না। :P]

২১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:০৪

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ধন্যবাদ রনি ভাই।


আপনি দিন দিন অলস হয়ে যাচ্ছেন দেখছি! ;) :P

১৮| ২১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:০৫

মুভি পাগল বলেছেন:

২১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:১২

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: খেক খেক! তব্দা মেরে গেলাম...X(

১৯| ২১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:৫৬

এস এম শাখওয়াত আহমেদ বলেছেন: মুভি পাগল কি বলে

২১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:১৪

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ওনারেই জিগান!

২০| ২১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৫৭

ঘাসফুল বলেছেন: ডিপ ফ্রিজে (প্রিয়তে) রাখলাম... সময় মতন রান্না করবো... থ্যাংক্স :)

২১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:২৫

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ওয়েল্কাম! দেখেন আবার বেশী দিন ফ্রিজে রাখলে কিন্তু ফাঙ্গাস পড়ে নষ্ট হয়ে যেতে পারে, তাড়াতাড়ি রান্না করে ফেলুন! ;)

২১| ২১ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:০৪

অাবু জাফর বলেছেন: ভালো পোস্ট... ধন্যবাদ

২১ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:২৩

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ!

২২| ২১ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৪৮

রূম্মান বলেছেন: আমার আছে। ই-মেইল অ্যাড্রেস দ্যান

২১ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৩০

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আমার প্রোফাইলে দেয়া আছে তো...

২৩| ২১ শে আগস্ট, ২০০৯ রাত ১১:০৫

রনি রাজশাহী বলেছেন:

২২ শে আগস্ট, ২০০৯ রাত ১২:২৮

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: এইটা আবার কী? :)

২৪| ২২ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৫

সুপার গ্লু বলেছেন: থ্যাঙ্কু

২২ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৪৪

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ওয়েল্কাম!

২৫| ২২ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৫৬

নকীবুল বারী বলেছেন: আই ডি এম কিছু সিষ্টেম নিয়া পোষ্ট দেন..........

২২ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৪৭

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ঠিক বুঝলাম না, একটু বুঝিয়ে বলবেন কি?

২৬| ২২ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:৫২

ইমন জুবায়ের বলেছেন: Click This Link

২৭| ২২ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩০

ইমন জুবায়ের বলেছেন: শোকার্ত উপকূল নিয়ে পোস্ট

Click This Link

২৮| ২৩ শে আগস্ট, ২০০৯ সকাল ৮:০৪

ইমন জুবায়ের বলেছেন: http://www.youtube.com/yourblacktube

২৩ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫২

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: জ্বী ইমন ভাই, অলরেডি দেখলাম কালকে, আমাদের গান ডট কমে। আপনাকে ধন্যবাদ।

২৯| ২৩ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:৫৭

নকীবুল বারী বলেছেন: কাজ হইছে.............আই ডি এম দিয়া কিভাবে ডাউনলোড স্পিড বাড়ানো যাইতে পারে, সে ব্যাপারে কিছু সিষ্টেম জানলে পোষ্ট আকারে দিতে বলতেছি।
আর শেয়ারের জন্য অনেক ধন্যবাদ।

২৩ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫৫

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: থ্যাঙ্কু...

স্পীড তো এম্নিতেই বাড়ার কথা, বাড়ছে না?

৩০| ২৪ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৪৪

শাওন৩৫০৪ বলেছেন:


ভাড়া দিতে পার্লাম্না বইলা ট্রাকই দিলাম....



২৫ শে আগস্ট, ২০০৯ রাত ১২:১১

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: কী সোভাগ্য ট্রাকের মালিক হয়ে গেলাম... ওলে ওলে ;)

যাক আপনার কজে লেগেছে এতেই আমি খুশি!

৩১| ২৬ শে আগস্ট, ২০০৯ রাত ৩:০১

নাফিস ইফতেখার বলেছেন: আমার সবচেয়ে প্রিয় সফটওয়্যার! আমার জান, আমার প্রাণ..........;) বহুদিন ধরেই ব্যবহার করছি! এটাই সেরা সন্দেহ নেই! বিশেষতঃ এখনতো সর্বশেষ ভার্শনে সাধারণভাবে রিজিউম সাপোর্ট করে না এমন অনেক সাইটেও রিজিউমের সুবিধা দিচ্ছে! :)

২৭ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৫২

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: একেবারে মনের কথা বলেছেন নাফিস ভাই!! ;)

৩২| ২৬ শে আগস্ট, ২০০৯ রাত ৩:৩২

নাফিস ইফতেখার বলেছেন: ভার্শন ৫.১৮ এখনো বেটা পর্যায়ে আছে। এটার ফুল ভার্শন যদিও পাওয়া যাচ্ছে তবে এখন ইন্সটল না করাই ভালো। আপনার কথা রাখলাম, মিডিয়াফায়ারের লিংক দিলাম: http://www.mediafire.com/?lnglzqyz5no

:)

২৭ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৫৬

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: নামিয়ে রাখলাম আপাতত :)

৩৩| ২৬ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:৫৬

তাহ্‌লীল আহেমদ চৌধুরী বলেছেন: আচ্ছা মাঝে মাঝে কিছু পিসিতে ইনস্টল দিলে ইনস্টল শেষ হবার পর আইডিএম চালু থাকার বদলে সেটাকে কোথও দেখা যায় না। তখন পেচ করলে দেখায় ফাইল ইন ইউজ নাথিং পেচড।আর পেচ করা যায় না।আমি টাস্ক ম্যানেজার দিয়েও আইডিএম বন্ধ করে ট্রাই করছি।কিন্তু লাভ হয় না।তখন কি করা যায়।
এই সমস্যা নিয়ে অনেক ঝামেলায় আছি।কোন সমাধান.......

পোস্টে প্লাস।ধন্যবাদ।

২৭ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:০৬

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আমি যে প্যাচ টি দিয়েছি, সেটা কে মাত্র একবার এক্টিভেট করতে হয়। আর কখনোই এক্টিভেট করার দরকার হয় না। আপনি পিসি রিস্টার্ট দিন, টাস্কবার থেকে এ IDM ক্লোজ করে দিন, প্যাচটিকে কপি করুন, IDM এর রুট ফোল্ডারে নিন এবং ডাবল ক্লিক করে প্যাচ করুন। আর তো সমস্যা হওয়ার কথা না। এরপরও সমস্যা থাকলে IDM বরং নতুন করে ইন্সটল দিয়ে নিন।

৩৪| ২৬ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৪৩

নাফিস ইফতেখার বলেছেন:

@তাহ্‌লীল আহেমদ চৌধুরী: আইডিএম এর প্রোসেস নেইমটি হলো IDMan.exe. আপনি টাস্ক ম্যানেজারে এটিই বন্ধ করছেন তো? তাতেও না হলে পিসি রিস্টার্ট দিয়ে দেখতে পারেন।

৩৫| ২৭ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:৫৪

তাহ্‌লীল আহেমদ চৌধুরী বলেছেন: হ্যা এটা বন্ধ করেছি। IEmonitor.exe এইটাও করছি।

৩৬| ২৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৪০

জনি ইংলিশ বলেছেন: many many thanx.

২৯ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪৩

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: মেনি মেনি ওয়েল্কাম!!

৩৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১২

ভেবে ভেবে বলি বলেছেন: ফ্লাইং ভাই, প্রিয়তে নিয়েও আমি আপনার এই পোস্টের সদব্যবহার করতে পারলাম না। আমার পিসিতে আগে একসময় আইডিএম ছিলো (ট্রায়াল ভার্সন), ৩০ দিন পার হওয়ার পরে আর কাজ করবে না বলে ৩০ দিন পার হওয়ার আগেই আনইন্সটল করে দিয়েছিলাম। কিন্তু এখন আর কিছুতেই নতুন করে ইনস্টল করা যাচ্ছে না। যতই চেষ্টা করি, খালি বিভিন্নরকম এরর দেখায়। এখন কি আমাকে নতুন করে উইন্ডোজ/অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হবে? আর কোনও উপায় নেই? :(

০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০০

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আসলে একটু ব্যস্ততার মধ্যে আছি, তাই লিখতে পারছিনা, প্লিজ কিছু মনে করবেন না। আপনি যদি আর একদিন অপেক্ষা করতে পারেন, আমিই সমাধান বলে দেবো।

৩৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:১২

শিবলী বলেছেন: thank you :)

০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১১

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ওয়েলকাম... কাজ হয়েছে?? :)

৩৯| ০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:৩০

লাভলু জাফর সাদিক চৌধুরী বলেছেন: ভার্সন ৫.১৮ ক্র্যাক সহ

১০ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:১৩

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ভাইজান আমার কাছেও আছে! আই.ডি.এম ৫.১৮ বিল্ড ৪।

৪০| ২৪ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:১০

হামিদ পায়োনিয়ার বলেছেন: স্টোর রুমে রাখলাম। পরে এসে + দিয়ে যাবো।
ধন্যবাদ

০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২৭

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ধন্যবাদ।

৪১| ০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫৮

নার্ডী বয় বলেছেন: ধন্যবাদ+++++++++++&প্রিয়তে।

০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২৮

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

৪২| ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৪

আরিফ থেকে আনা বলেছেন: টাইটেলে দিছেন ৫.১৭ কিন্তু স্ক্রিনশট দিছেন ৫.১১ এর B-)

৪৩| ১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:১৫

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আমি দিইনি তো! গুগল মামায় দিসে! আমি খেয়াল ও করিনি!

যাক, খুব একটা সমস্যা নাই, ইন্টারফেস একই রকম!

৪৪| ২৭ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫

হামিদ পায়োনিয়ার বলেছেন: অত্যন্ত কার্যকরি উপাদান বিদ্যমান থাকায় ধন্যবাদ স্বরূপ + গ্রহন করুন।


আপনার জন্য রইল শুভকামনা। ভাল থাকুন।

০২ রা জানুয়ারি, ২০১০ সকাল ১১:১৬

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আপনার জন্যও অত্যন্ত ভিন্ন মাত্রার ধন্যবাদ ও শুভকামনা।

৪৫| ০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ১১:৫৫

আসিফ রেজওয়ান বলেছেন: আপনার জন্য শুভ কামনা রইল আমার এটা দরকার ছিল ।
ধন্যবাদ।।

০৪ ঠা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৮

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন সবসময়।

৪৬| ০৭ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৯

রাজিববাবা বলেছেন: আপনে আর কথা কইয়েন না।আপনার কথা শুনে idm আমাকে block করছে।

০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৫১

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: মানে কি? বুঝায়া কন তো!

৪৭| ২৬ শে মার্চ, ২০১০ রাত ১০:০৩

রাষ্ট্রপ্রধান বলেছেন: বর্তমানে আমাদের দেশে IDM ফুল ভার্সন কিনতে পাওয়া যাচ্ছে। দাম খুব সম্ভবত ৯০০ টাকা


কোথায়

২৬ শে মার্চ, ২০১০ রাত ১০:৫৯

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ভুলে গিয়েছি। বলতে পারলাম না।

৪৮| ২৬ শে মার্চ, ২০১০ রাত ১১:০৩

হায় ঈশ্বর! বলেছেন: ভাই.....আমার idm ar meyad shesh ...natun ta download kara jay na ...ki kari balun to ?

২৭ শে মার্চ, ২০১০ ভোর ৪:৫৯

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: কোনটা ইউজ করেন? ৫.১৮?

৪৯| ২৭ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:২১

মিয়াণো বিস্কুট বলেছেন: thank you very much, i've done it

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.