![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
© দি ফ্লাইং ডাচম্যান এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।ফেবুঃ দি ফ্লাইং ডাচম্যান
মেঘবালক-
কী খোঁজো ওই স্বচ্ছ দুচোখে?
অপার আকাশ, না স্বপ্নের আশ্রয়?
মেঘের নিনাদ, না বৃষ্টির স্পর্শ?
কোথায় তোমার সে চেনা পৃথিবী?
কোথায় হারাল সুক্ষ্ণ সব অনুভূতি?
ক্যানো ঘুড়ি ওরে নাটাইছেঁড়া?
ক্যানো ভাবনা গুলো বাঁধনহারা?
বলতে পারো তুমি, মেঘবালক?
মেঘবালক-
কী খোঁজো ওই স্বচ্ছ দুচোখে?
জীবনের মুখরতা, না প্রেয়সীর স্নিগ্ধতা?
বজ্রের কোলাহল, না মৃত্যুর নিরবতা?
কোথায় স্বপ্ন ভাঙ্গে অশান্ত আক্রোশে?
কোথায় কলরব ভাসে উৎসবের উৎসাহে?
ক্যানো মিথ্যে সবই লাগামছাড়া?
ক্যানো সুখগুলো হয় পাগলপারা?
বলতে পারো তুমি, মেঘবালক?
ক্রমশ হারিয়ে যাচ্ছে সম্পর্কের ছবিটা
নোনাজ্বলে এলোমেলো অশ্রুর কবিতা
বস্তুত, হারিয়ে যাওয়া পথের উল্টোপাশেই
তুমি খুঁজে পেতে পারো সঠিক পথের দিশা
অন্য কোথাও নয়!
অন্য কোনভাবে নয়!
© ডাচম্যান
২৭ শে জুন, ২০১৩ রাত ২:৩৯
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ধন্যবাদ
২| ২৬ শে জুন, ২০১৩ রাত ১২:২৬
স্বপ্নবাজ অভি বলেছেন: নিজেকে মেঘবালক মনে হচ্ছে ! +
২৭ শে জুন, ২০১৩ রাত ৩:০২
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আমাদের সবার ভেতরেই একটা করে মেঘবালক থাকে। মাঝে মাঝে আমরা তাকে খুজে পাই, আবার মাঝে মাঝে হারিয়ে ফেলি!
ধন্যবাদ!
৩| ২৬ শে জুন, ২০১৩ রাত ১২:২৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: গান হিসাবে ভাল চালানো যাবে
২৭ শে জুন, ২০১৩ রাত ৩:০৩
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: গান? বলছেন? চেষ্টা করে দেখতে হবে। লিরিক হিসেবে লিখিনি অবশ্য এটা
৪| ২৬ শে জুন, ২০১৩ রাত ১২:২৯
সায়েম মুন বলেছেন: মেঘবালক! সুন্দর একটা শব্দ। সুন্দর প্রকাশ।
২৭ শে জুন, ২০১৩ রাত ৩:১৮
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৫| ২৬ শে জুন, ২০১৩ রাত ১২:৩৩
শাওণ_পাগলা বলেছেন: ভালো লাগলো।
২৭ শে জুন, ২০১৩ রাত ৩:১৮
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ধন্যবাদ
৬| ২৬ শে জুন, ২০১৩ রাত ১:০৬
আমিনুর রহমান বলেছেন:
দারুন অভিব্যাক্তি। কবিতায় +++
২৭ শে জুন, ২০১৩ রাত ৩:১৮
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ভালো লেগেছে বলে আনন্দিত হলাম। শুভকামনা
৭| ২৬ শে জুন, ২০১৩ রাত ১:০৯
হাসান মাহবুব বলেছেন: এটা তো নতুন, না? সুন্দর।
২৭ শে জুন, ২০১৩ রাত ৩:২৬
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ঠিক নতুন বলা যাবে না! তবে অত পুরনোও না!
থ্যাঙ্কক্স!
৮| ২৬ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৯
মামুন রশিদ বলেছেন: দারুন ! চমৎকার !
+++
২৭ শে জুন, ২০১৩ রাত ৩:৩২
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অনেক ধন্যবাদ
৯| ২৭ শে জুন, ২০১৩ রাত ২:৫৬
সপ্নাতুর আহসান বলেছেন: ভাল লাগা(৬)
২৭ শে জুন, ২০১৩ রাত ৩:৫০
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অনেক ধন্যবাদ
১০| ২৭ শে জুন, ২০১৩ রাত ৩:৩৫
মাহমুদ০০৭ বলেছেন: দারুন! অনেক ভাললাগা রইল ।
২৭ শে জুন, ২০১৩ রাত ৩:৫১
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ধন্যবাদ। শুভকামনা
১১| ২৭ শে জুন, ২০১৩ ভোর ৪:১০
লেডি বার্ড বলেছেন:
পড়তে ভাল লাগল লেখাটা।
২৭ শে জুন, ২০১৩ দুপুর ১:১২
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ধন্যবাদ আপনাকে!
১২| ২৭ শে জুন, ২০১৩ সকাল ৮:০৩
নোমান নমি বলেছেন: খুব বেশী ভালো লাগে নাই। মোটামুটি লাগছে।
২৭ শে জুন, ২০১৩ দুপুর ১:১২
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আমারো! আমার নিজের লেখার মধ্যে এইটা লেটার মার্কস পায়নি।
১৩| ৩০ শে জুন, ২০১৩ রাত ১:১৯
নীরব 009 বলেছেন: পিডাপিডি টাইপ কোন পোস্ট... না মানে...
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:৩২
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: পাবেন
আজকালের মধ্যেই
১৪| ১২ ই জুলাই, ২০১৩ ভোর ৬:১৫
বটবৃক্ষ~ বলেছেন: ক্যানো ঘুড়ি ওরে নাটাইছেঁড়া?
ক্যানো ভাবনা গুলো বাঁধনহারা?
বলতে পারো তুমি, মেঘবালক?
++++
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০১৩ রাত ১২:২১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাল লাগলো