![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
© দি ফ্লাইং ডাচম্যান এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।ফেবুঃ দি ফ্লাইং ডাচম্যান
১.
কখনো কখনো বুকের ভেতর থেকে সবকিছু কোথায় যেন হারিয়ে যায়!
শুন্য বুকের খাঁচায় অমানুষিক ইচ্ছের ফানুস।
তখন তীব্র ভাবে বেঁচে উঠতে ইচ্ছে করে!
ঘোরের মোহ কাটিয়ে আবার নীল জল ছুঁতে ইচ্ছে করে!
হারিয়ে যেতে ইচ্ছে করে ভুল জোনাকীর বনে!
ঘুমন্ত, নিস্তব্ধ, দুর্দম ভালোলাগা গুলোকে-
প্রচন্ড কর্কশ শব্দে জাগিয়ে তোলার ইচ্ছেটাও অবান্তর নয় নিশ্চয়ই?
কবে কার কোন সুখের তীব্রতায় ভোর জেগেছে?
ঝড়ে পড়া সব পাতাতেই ক্যানো মিশে যায় সব শোক?
সূর্য্যের মান ভাঙ্গাতে হাটতে হবে আরো কত ক্রোশ?
বিষাদী বাশির সুর তো সেই কবেই মিথ্যে হয়ে গেছে!
২.
ক্রমবিপন্ন মানবসত্ত্বার শরীরে শরীরে-
দানা বেধে ওঠা ঘৃণারুপ ক্ষত
মহাযাত্রার সব আয়োজন- উচ্ছাস-
মিলিয়ে যায়- আলোকমিছিলে- মশালের রঙ এ
কায়ারা ক্রমশ নিঃশেষ হয়ে
হারিয়ে যায় একসময়- মহাকালের আড়ালে
তবুও কিছু ছায়া তো নিরবে রয়ে যায়- নিশ্চয়!
নির্ভিক ছায়ার শরীর বেড়ে ওঠে
মশালের দুর্ভেদ্য স্ফুলিঙ্গের ভাঁজে ভাঁজে।
© ডাচম্যান
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:২২
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:২৭
আমিনুর রহমান বলেছেন:
অসাধারণ ও অনন্য +++
কবে কার কোন সুখের তীব্রতায় ভোর জেগেছে?
ঝড়ে পড়া সব পাতাতেই ক্যানো মিশে যায় সব শোক?
সূর্য্যের মান ভাঙ্গাতে হাটতে হবে আরো কত ক্রোশ?
বিষাদী বাশির সুর তো সেই কবেই মিথ্যে হয়ে গেছে!
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:২৪
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ধন্য্যবাদ! ভালো থাকুন সবসময়।
৩| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৩:১২
সায়েদা সোহেলী বলেছেন: ।অমানুষিক ইচ্ছে ফানুস !!!!
খুব ভালো লিখেন তো আপ্নি! !
আগে কখনো দেখা হয়নি লেখার সােথ !!
+++
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:০৯
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ধন্যবাদ এই কলমের কালি ক্ষয় করা হয় একটু সেকটু।
ব্লগে নিয়মিত না তো, এজন্যে দেখেন নি।
৪| ০৩ রা জুলাই, ২০১৩ ভোর ৬:১৯
মাক্স বলেছেন: চমত্কার!
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:১০
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ধন্যবাদ মাক্স। আপনি কি মার্ক্স না মাস্ক? নাকি মাক্স ই?
৫| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:০৬
নাজিম-উদ-দৌলা বলেছেন: দুটোই চমৎকার।++++
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:১১
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অনেক ধন্যবাদ নাজিম ভাই।
৬| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১১:২৩
মামুন রশিদ বলেছেন: অসাধারণ । ++
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:১৭
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ধন্যবাদ! ভালো থাকুন।
৭| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:৩১
সায়েম মুন বলেছেন: দুটোই ভাললেগেছে। প্রথমটাতে আমার বর্তমান অবস্থার কথা বলেছেন।
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:২৬
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: বলেন কী! অবস্থা তো বেশি ভালো না!
ধন্যবাদ
৮| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৩০
হাসান মাহবুব বলেছেন: কবে কার কোন সুখের তীব্রতায় ভোর জেগেছে?
ঝড়ে পড়া সব পাতাতেই ক্যানো মিশে যায় সব শোক?
সূর্য্যের মান ভাঙ্গাতে হাটতে হবে আরো কত ক্রোশ?
বিষাদী বাশির সুর তো সেই কবেই মিথ্যে হয়ে গেছে!
জন উইল বি গ্ল্যাড ফর শিওর! যোগাযোগ আছে
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:০২
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
৯| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৩১
হাসান মাহবুব বলেছেন: একটা প্রশ্নবোধক চিহ্ন মিসিং
যোগাযোগ আছে?
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:০৩
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: যোগাযোগ আছে বৈকি। মুডি মানুষ। মানসিকতা অতল!
১০| ০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার লিখেছেন
++++++++
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:৫২
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অনেক ধন্যবাদ বর্ষণ।
১১| ০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
আকাশ_পাগলা বলেছেন:
প্রথমটার ভাঁজে কেমন যেন ইমন ভাইয়ের খোঁজ।
ব্লাক ব্লাক গন্ধ পেলাম যেন।
শব্দের বুননে সুখপাঠ্যশ্রুতিমধুর।
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:৫৭
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ইমন ভাই আমার অস্থিমজ্জায় ঢুকে গেছেন! ওনাকে বের করা যায়না! কষ্টদায়ক ব্যাপার।
সুখপাঠ্য হয়েছে জেনে বিশাল খুশি হলাম
১২| ০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
শাহরিয়ার রিয়াদ বলেছেন:
নির্ভিক ছায়ার শরীর বেড়ে ওঠে
মশালের দুর্ভেদ্য স্ফুলিঙ্গের ভাঁজে ভাঁজে।
ফ্লাইং বিটুইন দ্যা লাইনস।
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:০০
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ক্যামন আছেন?
ফ্লাই জোন তৈরী করতে পারি এখনো জেনে সত্যিই আপ্লুত হলাম। বিশ্বাস করুন!
১৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:২২
সোহাগ সকাল বলেছেন: চরম!
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ২:৪৭
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: চরম নাকি!
১৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:২২
মাহমুদ০০৭ বলেছেন: ভাল লাগল ।
ভাল থাকবেন ।
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ২:৪৭
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন সবসময়।
১৫| ০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১২
অপর্ণা মম্ময় বলেছেন: ১ নাম্বার কবিতাটা বেশী ভালো লেগেছে।
শুভকামনা আপনার জন্য
০৫ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৮
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন সবসময়।
১৬| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৮:৩১
মামুন রশিদ বলেছেন: শুভ জন্মদিন
০৫ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৯
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
১৭| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:০৩
নীরব 009 বলেছেন: ৯ম ভাললাগা রইলো ভাই
০৫ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৯
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অনেক ধন্যবাদ। ক্যামন আছেন?
১৮| ০৬ ই জুলাই, ২০১৩ ভোর ৫:২৪
ফারিয়া বলেছেন: ভালো লেগেছে কবিতাদুটো!
০৭ ই জুলাই, ২০১৩ রাত ১:০২
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অনেক ধন্যবাদ
১৯| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১১
মাহমুদা সোনিয়া বলেছেন: চমৎকার!!
০৭ ই জুলাই, ২০১৩ রাত ১:০৪
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ধন্যবাদ আপু
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:২৬
স্বপ্নবাজ অভি বলেছেন: দুর্দান্ত দুই দুইটা কবিতা উপহার দিয়েছেন ! মুগ্ধপাঠ !