![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
© দি ফ্লাইং ডাচম্যান এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।ফেবুঃ দি ফ্লাইং ডাচম্যান
বৃষ্টি মানে তোর পায়ের ছাপ, আমার এক চিলতে বারান্দায়। শব্দ মানে তোর বাঁধভাঙ্গা হাসি। একদিন ভীড় ঠেলে হাটতে গিয়ে হঠাত পদদলিত দোলনচাঁপা দেখে বলেছিলি, তোর চাই। জানিস, আমার ছাদে দোলনচাঁপা ছাড়া আর কিচ্ছু নেই!
তুই আসবি বলে অনন্তকাল আমি দাঁড়িয়ে থাকতে পারি শেষ শেষ ট্রেনের অপেক্ষায়। তুই আসবি বলে পথ আগলে রাখতে পারি আবির রাঙ্গা সন্ধ্যায়। তোর গালের টোলে এঁকেছি আমি সংশপ্তক। কোন এক নীলফড়িং এর ডানায় পাঠিয়ে দিয়েছিলি তোর চুলের সুবাস- পাখা নিংড়ে ফড়িংটাকে রক্তাক্ত করেছি! ক্যানো অন্য কেউ পাবে তোর স্পর্শ?
তোর উত্তরীয়ের ভাজে ভাজে লুকিয়ে থাকে কার্তিকের সুঘ্রাণ। রাত ভোর হলে সলাজ অবগুন্ঠন খুলে মুক্ত করে দিস জোনাকপরীর দল। ঐ মেঘের নীলে তোর নিজস্ব আকাশ, পাখির ডানায় রোদের প্রতিসরণে তোর আজন্ম কৌতুহলী চোখ উন্মনা হয়ে যায়! রোদজ্বলা দীঘির জলে সে যেন কার ছবি আঁকে আনমনে!
বিশ্বাস কর এখনো চোখেমুখে লেগে আছে তোর গন্ধ, তোর স্পর্শ! তোর কথা কানে বাজছে এখনো পাললিক বাঁশির সুর হয়ে। কাজল চোখের পাতায় রাত্রি নামুক, অবশ প্রহরে ঘুম ভাঙ্গাবো ইন্দ্রজালে! তোর নিঃশ্বাস টেনে ভরে নিতে চাই ফুসফুস, আমি তোর রক্তে মিশে যেতে চাই আজন্ম পরজীবি হয়ে। জাগতিক সব কষ্টেরা ফুল হয়ে যাক প্রতিটা চন্দ্রাহত রাতে!
এখনো আলো জ্বালি নিঃসীম আঁধারে, তোর মুখছবি চোখে ধরে নিতে- শিরায় শিরায় তোর হাসির ঝংকার! জলনিক্বণের সলিলকেলি দেখি সারাটা দুপুর। তুই আছিস বলেই পাখিঘুম- তুই আছিস বলেই নিহিলিশ আয়োজন মিথ্যে লাগে। আটপৌরে বিকেলে জানালা খুলি জলপরী দেখবো বলে! আলতা আঁকা সে পায়ের ছাপ মিলিয়ে দেখার ইচ্ছে ছিলো যেন জন্মান্তরের।
তোকে একলা পেয়ে জ্বালাতন করেছে বলে শাসিয়ে দিয়েছি আমি উত্তুরে হাওয়াকে! তোর দিকে চোখ তুলে চেয়েছে বলে উপড়ে ফেলেছি সূর্য্যের চোখ! দুচোখে রাজ্যের আঁধার নিয়ে বসে আছি, তুই আসবি নীল আলোর সারথি হয়ে।
তোর চুলে কালচে নীরদ নাচে, ঠোটের কোণে হাসে গাংচিল। তোর হাতের রেখায় আমি গড়েছি দেবলোক। প্রায় সন্ধ্যায় পকেট হাতড়ে খুজে বের করি তোর আমার একান্ত অর্ণব। না আসিস যদি, একদিন আমি ঠিক ডুব দেবো ঐ অতল জলে- আর খুঁজে পাবি না।
কোন কোন সকালে যদি খুব একা লাগে, খুজে নিস আমাকে তোর মায়াবী চোখের সুগভীর কার্নিশে...
© দি ফ্লাইং ডাচম্যান
সেপ্টেম্বর ২০১৩
সলিলকেলি কথাটা হাসান মাহবুব ভাইয়ের কাছ থেকে ধার করেছি!
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২২
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: লেখালিখি কি বন্ধ নাকি মিয়া! :/
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৬
শান্তির দেবদূত বলেছেন: ওয়াও! কঠিন রোমান্স দেখছি এখানে!! সূর্যের চোখও উপড়ে ফেলতে চাচ্ছ! গ্রেট এক্সপ্রেশন! কেমনে লেখ এগুলা!!
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০০
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
আপনি যেভাবে লেখেন অতিমানবীয় সব সাই-ফাই
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১১
অপর্ণা মম্ময় বলেছেন: বাহ্ ! বেড়ালতমা তোকে ! ভালোবাসার তুই ডাকটা অনেক মধুর !
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৭
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ঠিক বলেছেন
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৯
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ভালো লেগেছে.........
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৮
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অনেক ধন্যবাদ
৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৩
স্বপ্নবাজ অভি বলেছেন: বিশ্বাস কর এখনো চোখেমুখে লেগে আছে তোর গন্ধ, তোর স্পর্শ!
মুগ্ধপাঠ !
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৮
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অনেক ধন্যবাদ অভি
৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৪৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
চমৎকার!!!
ভাললাগা রেখে গেলাম ।
+++
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৯
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অনেক ধন্যবাদ
ভালো লাগা বুঝে পেলাম!
৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:০৮
বটবৃক্ষ~ বলেছেন: মুগ্ধপাঠ!!
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৯
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ধন্যবাদ বটবৃক্ষ! শুভকামনা
৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩০
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ধন্যবাদ আপনাকে
৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৯
নেক্সাস বলেছেন: বাহ ! দারুন। ভালবাসার সার রঙ্গে রাংগানো
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩১
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ধন্যবাদ নেক্সাস শুভকামনা রইলো।
১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৪
টুম্পা মনি বলেছেন: তোকে একলা পেয়ে জ্বালাতন করেছে বলে শাসিয়ে দিয়েছি আমি উত্তুরে হাওয়াকে! তোর দিকে চোখ তুলে চেয়েছে বলে উপড়ে ফেলেছি সূর্য্যের চোখ! দুচোখে রাজ্যের আঁধার নিয়ে বসে আছি, তুই আসবি নীল আলোর সারথি হয়ে।
চমৎকার। ছুঁয়ে গেল সাহিত্য কথন।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৩
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
এখনো আলো জ্বালি নিঃসীম আঁধারে, তোর মুখছবি চোখে ধরে নিতে- শিরায় শিরায় তোর হাসির ঝংকার! জলনিক্বণের সলিলকেলি দেখি সারাটা দুপুর।
প্রকাশ ভঙ্গিমা অসাধারণ।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৬
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অনেক ধন্যবাদ। স্বতস্ফুর্ত কিনা!
১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: মুগ্ধপাঠ!
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৭
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অনেক ধন্যবাদ। শুভকামনা
১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ!! খুব চমৎকার লাগল!
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১৪
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অনেক ধন্যবাদ
১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
হাসান মাহবুব বলেছেন: চমৎকার লেখা ইমরান। নিটোল শব্দের নিপুন বুনন।
সলিলকেলি শব্দটা যে হিট হয়া যাইবো ভাবি নাই!
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১৬
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: এরকম লেখা লিখলে আমি দুজনের মন্তব্যের জন্যে উশখুশ করতাম সবসময়। একজন আপনি। আরেকজন তো নেই...
পরীক্ষায় উৎরে গেছি জেনে দারুণ খুশি! অনেকদিন পর এরকম কিছু লেখা হলো।
হিট হৈছে বৈকি! জলনিক্বণ এর পর জলকেলি ক্যামন ক্যামন লাগছিলো! তখনি সলিলকেলি চলে আসলো মাথায় থ্যানক্স!
১৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৩
সমুদ্র কন্যা বলেছেন: চমৎকার লেখা ইমরান। খুব ভাল লাগল।
তবে ইটালিক অক্ষরে না দিলে বোধহয় ভাল হতো। চোখ ঝিলমিল করে এমন লেখা দেখলে।
০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১:৪৬
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: চোখে জ্বালাচ্ছে নাকি আমি এই জাতীয় লেখা লিখলে ইটালিক করে দেই তো। অভ্যাস বদলাতে হয়!
১৬| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৩:০৫
তওসীফ সাদাত বলেছেন: চমৎকার লেগেছে।
০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩১
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ধন্যবাদ আপনাকে
১৭| ০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪২
শাহরিয়ার রিয়াদ বলেছেন:
চমৎকার। প্রতিটি শব্দের ভাব পরিপূর্ণ।
ডাচম্যান, সরাসরি চলে আসুন আমার অনুসারিত ব্লগে।
০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৬
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অনেক ধন্যবাদ রিয়াদ ভাই
চলে আসতে পেরে আনন্দিত। আপনি আগে থেকেই আছেন আমারটায়
১৮| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৫
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: দি ফ্লাইং ডাচম্যান আমার খুভ ফেভারিট একটা নিক ব্লগের প্রথম দিন থেকে আমার খুব প্রিয় দুটি নিক হলো ইমরাজ কবির মুন এন্ড দি ফ্লাইং ডাচম্যান। এখন পর্যন্ত এইই দুইটা পুরানো নিক আছে যাদের আমার ব্লগে দেখলে খুব ভালো লাগে । বাকিরা যে কোথায় হারিইয়ে গেল কে জানে
পোস্ট অসাধারন +++
০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৭
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আমিও প্রায়ই হারিয়ে যাই আপু! এখনো টিকে আছি এটাই অবাক কান্ড
আপনার ওই পোস্ট এ কমেন্ট করবো কিনা ভাবছিলাম! পরে আর করিনি!
১৯| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৮
উদাসী স্বপ্ন বলেছেন: ব্লাকের জন্য একটা গান বানায় ফেলান এই প্লটে
০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৮
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
ব্ল্যাক তো বিলুপ্ত! জন নাই। ইমন ভাইয়ের লিরিক নাই। না কম্পোজিশন, না কথা!
২০| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩৪
উদাসী স্বপ্ন বলেছেন: জানতাম না। এতসুন্দর ব্যান্ডটা মইরা গেলো!
০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪৩
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ব্ল্যাক আছে, ওটাকে আমি আর ব্ল্যাক বলিনা! ইমন ভাই মারা যাওয়ার পরই সব ক্যামন উলটাপালটা হয়ে গেলো। জন নাই। সেই লিরিক নাই।
ওরা নাকি অ্যালবাম করতেসে। আর শোনার ইচ্ছা নাই।
২১| ০১ লা মার্চ, ২০১৫ রাত ১০:৪৬
মহান অতন্দ্র বলেছেন: মুগ্ধপাঠ
০৫ ই মার্চ, ২০১৫ রাত ২:৩৭
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৯
আকাশ_পাগলা বলেছেন: গল্পবিতা
ভালো, পাঠমধুর।