![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
© দি ফ্লাইং ডাচম্যান এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।ফেবুঃ দি ফ্লাইং ডাচম্যান
(১)
মায়াফুলের হলুদপরী
সাজে লাজে আহামরী
হাত বাড়ালেই বৃষ্টি পাবি
ছেড়ে আমায় কোথায় যাবি?
নীল সবুজের বাগানঘেরা
স্বপ্নগুলো লাগামছেঁড়া
চোখের নিচে কাজলবাড়ি
গালের কোণে টোল বাহারী
চাঁদের বুড়ি একশো কুড়ি
সাকরাইন, ভোকাট্টা ঘুড়ি
রাখিস ধরে আঙ্গুল আমার
নামুক বৃষ্টি নামুক আঁধার
হলুদপরীর নীলচে চুড়ি
একটু রোদের লুকোচুরি
মাঠ পেরোলেই চা-বন
সিক্ত অধর, শ্রাবণ
একটা নতুন সুর
কোনসে অচিনপুর
হাতের মুঠোয় আগুন
শীষ দিয়ে যায় ফাগুন
কাদামাটির মূর্তি
লাগছে মনে ফুর্তি
আকাশ সাজে আলো
এই পরীটা ভালো।।
(২)
জলফড়িং দেবো এনে, যদি তোর-
য়াকাশটা দিস একরত্তি!
হারিয়ে যাবো এই বিকেলে, অথবা
সাঁঝবাতির রুপকথায়
নতুন সুরের গানে
আজ সকালে সূর্য্য এলে
মিল খুজে পাই- দস্যি ছেলে
তোর কপালে-
মাঝদুপুরে ঘুমপুকুরে
কে যেনো ঠিক শিশির বোনে!
ভাবনাগুলো দিচ্ছে ধোঁকা
লোকারণ্যে অলস সময়
বাড়ছে ক্লান্তি গল্প শেষে
সিঁদুর রঙের মেঘে।।
(৩)
মাঝে মাঝে খুব ইচ্ছে করে, বৃষ্টিভেজা কোন রাতে তোমার হাতে হাতটা রেখে হারিয়ে যাবো বহুদুর। ভিজবো দুজন বৃষ্টি জলে, পথ হারিয়ে ক্লান্ত হলে- চোখের পাতায় আঁকবো স্বপ্ন যখন হবে ভোর...
© দি ফ্লাইং ডাচম্যান
অক্টোবর ২০১৩
ডাচম্যানের শাষক সত্ত্বা প্রেমে পড়িয়াছে। ডাচম্যান কে উহার ফল ভোগ করিতে হইতেছে!
আকাশ বানান ভুল ইচ্ছাকৃত।
০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২২
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ধন্যবাদ অভি! স্বপ্নবাজি ক্যামন চলছে?
২| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১২
অপর্ণা মম্ময় বলেছেন: শিরোনাম টা খুব সুন্দর।
ইচ্ছাকৃত বানান ভুল ছাড়াও আরও কয়েকটা ভুল আছে।
শুভরাত্রি। ভালো থাকুন
০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২২
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: বলেন কী! আরো ভুল আছে? চোখে পড়েনি। আবার পড়া লাগবে।
ধন্যবাদ
৩| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৭
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: দুই নাম্বারটা চমৎকার।
০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৩
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: থ্যানক্স! আমারো ওইটা বেশি ভাল্লাগসে
৪| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২৬
সদয় খান বলেছেন: মাঝে মাঝে খুব ইচ্ছে করে, বৃষ্টিভেজা কোন রাতে তোমার হাতে হাতটা রেখে হারিয়ে যাবো বহুদুর । চমৎকার !
০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৩
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ধন্যবাদ সদয় শুভকামনা।
৫| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। শিরোনামটা সুন্দর হয়েছে!
০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৪
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন সবসময়।
৬| ০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৪
সেলিম আনোয়ার বলেছেন: জলফড়িং দেবো এনে, যদি তোর-
য়াকাশটা দিস একরত্তি!
হারিয়ে যাবো এই বিকেলে, অথবা
সাঁঝবাতির রুপকথায়
নতুন সুরের গানে
সুন্দর খুব ভাল লেগেছে।
০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৯
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার প্রোফাইল ফটোটা আমার খুব পছন্দের। মানুষটাকে অনেক ভালো লাগতো!
৭| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৬
হাসান মাহবুব বলেছেন: তুমি এভাবেও লিখতে পারো! তোমার লাস্ট কয়েকটা লেখায় ব্যাপক ভেরিয়েশন পেলাম। আনন্দদায়ক ব্যাপার।
০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:০৪
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: প্রেমে পড়লে এমনই হয়!
০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:০৫
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: তবে আনন্দদায়ক ঠিকই প্যাটার্ন ভাঙ্গা দরকার। একই রকম আর কত!
৮| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩০
এহসান সাবির বলেছেন: চমৎকার।
++++++++
০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:০৫
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ধন্যবাদ
৯| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪০
সমুদ্র কন্যা বলেছেন: ডাচম্যানের কবিতা পড়ে মুগ্ধ হলাম! খুব সুন্দর লিখেছো।
০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:০৫
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: এরকম লেখা বহুদিন পর লেখা হলো আপু! ধন্যবাদ।
১০| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫১
শায়মা বলেছেন: অবশ্যি প্রথমটা বেশি সুন্দর!
পরী পরী কবিতাটা!
গান গান!
০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৫
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: গান গান? বলছেন?
দেখি বানিয়ে ফেলা যায় কিনা!
ধন্যবাদ শায়মাপু
১১| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩২
টুম্পা মনি বলেছেন: বাহ দারুণ।
০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৫
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অনেক ধন্যবাদ
১২| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪০
নেক্সাস বলেছেন: মাঝে মাঝে খুব ইচ্ছে করে, বৃষ্টিভেজা কোন রাতে তোমার হাতে হাতটা রেখে হারিয়ে যাবো বহুদুর। ভিজবো দুজন বৃষ্টি জলে, পথ হারিয়ে ক্লান্ত হলে- চোখের পাতায় আঁকবো স্বপ্ন যখন হবে ভোর...
একদিন ইনসমনিয়া মাখা চোখে হয়ত দেখবেন সবটুকু ভোর ধুসর সন্ধ্যা হয়ে গেছে....
দারুন সব লিখা। লিখায় ভাল লাগা।
০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৭
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: সবটুকু ভোর ধুসর সন্ধ্যা হয়ে গেছে....
বেশ বললেন তো! ধন্যবাদ!
১৩| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৪
মুনসী১৬১২ বলেছেন: প্রতিটিই চমৎকার
০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৭
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ট্র্যাকের বাইরের লেখা তো। অস্বস্তি তে ছিলাম! কিছুটা হলেও দূর হচ্ছে! ধন্যবাদ!
১৪| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৫
মামুন রশিদ বলেছেন: দারুণ ছন্দময় কবিতা । ভালো লেগেছে
০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৯
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অনেক ধন্যবাদ শুভকামনা রইল।
১৫| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ২:০৪
নস্টালজিক বলেছেন: আজ সকালে সূর্য্য এলে
মিল খুজে পাই- দস্যি ছেলে
তোর কপালে-
মাঝদুপুরে ঘুমপুকুরে
কে যেনো ঠিক শিশির বোনে!
সুন্দর লিখসো ডাচম্যান!
শুভেচ্ছা নিরন্তর!
০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৯
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অনেক ধন্যবাদ রানা দা! ওদেশ টা ক্যামন?
১৬| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:১১
শান্তির দেবদূত বলেছেন: বাহ! প্রথমটা কিন্তু চমৎকার গান হিসাবে চালানো যাবে। আমি সুরকার হলে নিশ্চিত অদ্ভুত সুন্দর একটা গান বানিয়ে ফেলতাম এটা দিয়ে।
আহ! বৃষ্টি! কতদিন ভিজি না! এখানে বৃষ্টি হয় ভয়ংকর শীতকালে, ভেজা যায় না
০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৬
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: বলছেন! গিটার নিয়ে বসে পড়তে হয় তবে! অত সুন্দর হবে কিনা জানিনা তবে চেষ্টা করতে দোষ কি
আহা! বৃষ্টি না ভিজতে পারলে তো আমার ঘুম বন্ধ হয়ে যাবে!
১৭| ০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৭
বোকামন বলেছেন:
খুব সুন্দর !
০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৭
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ধন্যবাদ বোকামন
১৮| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১০
নস্টালজিক বলেছেন: ভালো, শান্ত সুন্দর!
১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩২
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ছবিটবি দেখতে চাই
১৯| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫১
নক্ষত্রচারী বলেছেন: চমৎকার হইসে সবগুলো !
ভালো লাগা রেখে গেলাম ডেভি জোন্সের জন্য ।
১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৪
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অনেক ধন্যবাদ
অত ক্লাসিক কী? ডেভির মত?
২০| ১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৪
ইনকগনিটো বলেছেন: এরকম লেখা কিন্তু অনেক কঠিন! আমি পারি না একেবারেই!
অভিনন্দন , ক্যাপ্টেন! প্রেমে পড়ার জন্য!
১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৬
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ক্যাপ্টেনের অবস্থা ভালো না ব্লগবন্ধুবর! কলমে (পড়ুন কীবোর্ডে) গিট্টু লেগে গেছে। কিছু বের হয় না!
অনেক ধন্যবাদ
২১| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫১
মাহমুদা সোনিয়া বলেছেন: দারুণ!!!
১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪০
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ধন্যবাদ আপু
২২| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৭
শাহরিয়ার রিয়াদ বলেছেন:
প্রথম কবিতার ছন্দমিল অনেক ভাল লেগেছে।
অভিনন্দন ডাচম্যান, প্রেমে পড়া জন্য। হাত-পা না ভাঙ্গলেই হয়।
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৫
স্বপ্নবাজ অভি বলেছেন: খুব চমৎকার !