![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
© দি ফ্লাইং ডাচম্যান এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।ফেবুঃ দি ফ্লাইং ডাচম্যান
একটি বিশেষ ঘোষণা-
শহরে ঘুরে বেড়াচ্ছে একজন ভয়ংকর খুনি
বিষাক্ত মনে বিশালাকৃতি কায়াখানি টেনে টেনে এগুচ্ছে সে
ভালোবাসার বদলে সে ছড়িয়ে দিতে এসেছে শঠতা
ঘৃণারুপ ক্ষত নিয়ে এগিয়ে চলেছে সে
ব্যর্থ প্রেমিকের তীব্র নীল অনুভূতিক চোখে
সে মুছে দিতে চায় সব আবেগের রং
কোন এক বর্ণিল বিকেলে আপনিও কিন্তু
ঠিক হয়ে যেতে পারেন তার শিকার
কোন এক জোছনা রাতে সে কেড়ে নিতে পারে
বুক চিরে আপনার সব আদরউন্মুখ চিহ্নের মানচিত্র
ভালোবাসার মানুষটিকে দেয়া স্থাবর অস্থাবর আস্থার প্রতিরূপ
রংধনুর পাড়ে নিভিয়ে দিতে পারে
প্রেমিক যুগলের জীবনপ্রদীপ।
সাবধান, খুব সাবধান!
শহরময় ঘুরে বেড়াচ্ছে এক আততায়ী
প্রতিমুহূর্তে কেউ হারিয়ে ফেলছে
নিজস্ব সব অনুভূতি
প্রতিমুহূর্তে নি:খোজ হচ্ছে কেউ
সাবধান, খুব সাবধান!
© ডাচম্যান / মার্চ ২০১৪
০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ২:৩১
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: থ্যাঙ্কস লেখায় ফেরার চেষ্টায় আছি!
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৭
শান্তির দেবদূত বলেছেন: মুটামোটি লেগেছে, আবার ফিরে আসছ এটাই আনন্দের সংবাদ; শুভেচ্ছা।
০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৯
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ফিরে আসা উপলক্ষে একটা টেস্ট পোস্ট দিলাম এইটা আমার খুব বেশি প্রিয় লেখা না। হঠাত লেখা
ফিরে এবার আসবো বলেই পণ করেছি! দেখি!
ভালো আছেন তো?
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৯
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লেগেছে খুব !
০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৫
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ধন্যবাদ ভালো আছেন তো?
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর!!!!
+++
০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৫
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ধন্যবাদ!
৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২৭
ভাসা মেঘ বলেছেন: ভাল্লাগছে
০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৬
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অনেক ধন্যবাদ
৬| ০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৫
হাসান মাহবুব বলেছেন: সাইকো কবিতা ভালোই হৈছে। ছবিটা চ্রম।
০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৭
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: থ্যাঙ্কস! ছবি তো সেই surreal সার্চ দিয়েই পাওয়া
৭| ০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগছে। একটু সাইকো টাইপ হইছে
১০ ই এপ্রিল, ২০১৪ রাত ২:২৪
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: এই টাইপ টা আমার পছন্দ
অনেক ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ২:২৬
নোমান নমি বলেছেন: ভাল্লাগছে