![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
© দি ফ্লাইং ডাচম্যান এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।ফেবুঃ দি ফ্লাইং ডাচম্যান
জ্যোষ্ঠের মাঝদুপুর। তেষ্টা পেয়েছিলো। তোর অধরে রেখেছিলাম আমার রুক্ষ শুস্ক অধর।
পাবো কী জলের হদিস? না ওই চোখের আগুনে ভস্ম করে দিবি? তবুও আমি কিন্তু রবিবাবুর শ্রাবণের সেই গান, প্রচন্ড সুখ কল্পনায় যাকে অনূভবে ধারন করতি!
এখনো কী আছে তোর নগরবাতির আলোতে বিনোদিনীদের জীবনবৃত্তান্ত জানার শখ? সন্ধ্যা হলে যেখানে হয় দিনের শুরু! আলোকিত একেকটা রাত মানে উন্মাতাল ভালোবাসার বেচাকিনি... দেখে দেখে ক্লান্ত হয়ে অথবা আবেগী তোর চোখে জল জোগাতে গিয়ে আষাঢ়ের সব জল ফুরিয়ে গেলে চলে আসিস আশ্বিনের কাঁচামিঠে রোদে। এখানে তোর জন্যে আছে অনন্ত বিকেল, উন্মাতাল আকাশ আর ফানুসের উৎকোচ।
শাদা আকাশে ডানা মেলে ওড়বার শখ তো তোর বহুদিনের। একবার উড়ে দেখবি সাকরাইনের সাথে? রং খেলেছিস কখনো? আবিরে ঢাকবি একটু সিঁথি? তোকে মানাবে কিন্তু বেশ! আয়নায় দেখেছিস শাড়ি তে তোকে ক্যামন দেখায়?
গ্রামে গেছিস কখনো আটপৌরে কার্তিকে? সেদ্ধ ধানের গন্ধ নিয়েছিস বুক ভরে? চুরি করে আখ তো খেয়েছিস। ক্ষেতের আল ধরে হেটেছিস আলগোছে? পুতুলনাচ এর আসর বসেছে ঠিক, দেখবি না? মিঠেকড়া পিঠেপুলির গন্ধ মেখে নবান্নের মেলায় নাগরদোলায় চড়ি চল!
পৌষ আমার কাছে ধাঁধা। ধুসর শুণ্যতা মাখা সকাল গুলোতে সূর্য্যের অকারণ লুকোচুরি দেখে ভয় পাসনি তো? তোর উত্তরীয়ের নরম আবেশ, ধুপকাঠি আর কম্বলের ওমে জড়ানো ঠোটের রুপকথা পড়ার দিনগুলো কোথায় যে হারিয়ে গেলো!
......
জ্যোষ্ঠের মাঝদুপুর। তেষ্টা পেয়েছিলো! তোর অধরে রেখেছিলাম আমার রুক্ষ শুস্ক অধর। এর মাঝে পাল্টে গেছে নগর। গাছে এসেছে নতুন পাতা। তুইও কী একটু বদলেছিস? তোর চোখ কী এখনো আগের মতই অবাক হয়? আর কত তৃষ্ণার্ত রাখবি? বছর যে ঘুরে গেলো বুবুন। এবারে না হয় ছুটি দে! কতদিন সমুদ্র পারে তোর নাম লিখিনা!
(ড্রাফট)
২৯ শে আগস্ট, ২০১৫ রাত ২:৩৬
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ধন্যবাদ ভাইয়া! বহুদিন পর দেখলাম! ক্যামন আছেন?
২| ২৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:২১
ডি মুন বলেছেন: গ্রামে গেছিস কখনো আটপৌরে কার্তিকে? সেদ্ধ ধানের গন্ধ নিয়েছিস বুক ভরে? চুরি করে আখ তো খেয়েছিস। ক্ষেতের আল ধরে হেটেছিস আলগোছে? পুতুলনাচ এর আসর বসেছে ঠিক, দেখবি না? মিঠেকড়া পিঠেপুলির গন্ধ মেখে নবান্নের মেলায় নাগরদোলায় চড়ি চল!
------------------ এ যায়গাটা পড়ে খুব নস্টালজিক হয়ে পড়লাম। গ্রামের কথা মনে পড়ল। ছোটবেলার কথা।
+++
ভালো থাকুন।
২৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১০
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আমাদের শেকড় তো সেখানেই! হয়ত খুব একটা দেখা হয়ে ওঠেনা, এই কনক্রিটের জঞ্জাল ছেড়ে দুদন্ড বেড়িয়ে আসাও হয়না!
ধন্যবাদ শুভকামনা!
৩| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৭
হাসান মাহবুব বলেছেন: Janie, don't you take your love to town
লেখাটা পড়ে কেন যেন এই গানটার কথা মনে হলো।
খুব সুন্দর হৈছে। শুভেচ্ছা।
২৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৪
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: রিলেট করতে পারি একটু একটু!
একটা জিনিস মিসিং। বলেন তো কী?
ধন্যবাদ ভালো থাকুন সবসময়!
৪| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:০৭
টুইংকল বলেছেন: জ্যোষ্ঠের মাঝদুপুর। তেষ্টা পেয়েছিলো! তোর অধরে রেখেছিলাম আমার রুক্ষ শুস্ক অধর। এর মাঝে পাল্টে গেছে নগর। গাছে এসেছে নতুন পাতা। তুইও কী একটু বদলেছিস? তোর চোখ কী এখনো আগের মতই অবাক হয়? আর কত তৃষ্ণার্ত রাখবি? বছর যে ঘুরে গেলো বুবুন। এবারে না হয় ছুটি দে! কতদিন সমুদ্র পারে তোর নাম লিখিনা!
আমার মনে পড়লো বালুকাবেলায় আমি লিখেছিনু
একটি সে নাম আমি লিখেছিনু এই গানটার কথা।
৩০ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৪৮
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন সবসময়!
৫| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:১৫
স্বপ্নবাজ অভি বলেছেন: মুগ্ধপাঠ!
৩০ শে আগস্ট, ২০১৫ রাত ১:০৮
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অনেক ধন্যবাদ অভি! শুভকামনা!
৬| ৩০ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:৪৬
নস্টালজিক বলেছেন: আটপৌরে কার্তিক দৃশ্যকল্পে সুন্দর এসেছে। সহজ করে লিখেছ। শুভেচ্ছা, ডাচম্যান।
৩১ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:১১
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অনেক ধন্যবাদ রনা'দা
৭| ৩০ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৩৫
শায়মা বলেছেন: প্রিয়তে রাখলাম ভাইয়া!
৩১ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:১২
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অনেক ধন্যবাদ আপু এখানে একটা জিনিস মিসিং। বলুন তো কী?
শুভ কামনা
৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৬
জেন রসি বলেছেন: চমৎকার!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৭
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রসি
©somewhere in net ltd.
১|
২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫৬
রেজওয়ান তানিম বলেছেন: কিছু ভালো উপমা আছে তাই ভালো লাগল।
নামুক না রাত, সন্ধ্যাতারা খোঁপায় গুঁজে