![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
© দি ফ্লাইং ডাচম্যান এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।ফেবুঃ দি ফ্লাইং ডাচম্যান
"আচ্ছা, তুমি কখনো রাস্তার পাশের দোকান থেকে চিতই পিঠা খেয়েছো? ধনে পাতার চাটনি আর সর্ষে বাটা দিয়ে? আশ্বিনের কাচামিঠা রোদে সাইকেল চালিয়েছো নদীর পাড় ধরে?"
"তুমি ভায়োলিন সোনাটা শুনেছো? পিংক ফ্লয়েডের গান? পল রবসন? জোয়ান বায়েজ? গ্যাব্রিয়েলা মিস্ত্রাল পড়েছ? কাফকা? হুমায়ূন আহমেদ পড়েছ?"
"আচ্ছা, তুমি কখনো ওই গল্পটা শুনেছো, সেই যে বিলুপ্তপ্রায় গাছের শেষ পাতাটা...? কখনো ভীড়ের মাঝে গলা ছেড়ে গান গেয়েছো? গীটারের তারে নির্ঝরের মত ঝরেছে লাল? স্লোগানে মুখর হয়েছে কখনো তোমার কন্ঠ? সহস্র হাতে হাত মিলিয়ে বলেছো, "জয় বাংলা"?"
"কখনো প্রেমিকার চোখে চোখ রেখে হারিয়ে গেছো সময়ের অতলে? বাতাসের ঝাপটায় উন্মাতাল চুলে মুখ রেখে নেশাগ্রস্থ হয়েছ? প্রেমিকার কপালে টিপ দেখে ভেবেছো তোমার হৃদয় ওই ছোট্ট বৃত্তে বন্দি? কখনো মনে হয়েছে, সেই মানুষটার হাতে হাত রেখে পৃথিবীর সকল পথই নির্বিঘ্নে পেরিয়ে যেতে পারবে? মানুষটা আধারে হারিয়ে গেলেও ঠিকই খুজে নেবে গন্ধ চিনে?"
মেয়েটা একের পর এক প্রশ্ন করে যাচ্ছিলো। হুট করে থেমে গেলো। চোখে চোখ রেখে বললো, "বেঁচে থাকার জন্যে আজ কি চমৎকার একটা দিন, তাইনা?"
আমি ভালো করে তার মুখের দিকে তাকাই, সকালের হালকা রোদ মেয়েটার মুখে এসে পড়েছে। আদ্ধেকটা মুখ চুলে ঢাকা পড়েছে, বাকী অর্ধেক আলোয় ভেসে যাচ্ছে। কী অপার্থিব দৃশ্য!
আমি ঋজু হয়ে জিজ্ঞেস করি, সত্যি করে বলো তো, তুমি কি মানবী? উত্তরে খিল খিল করে হাসতে থাকে অদুরে বসা সেই মেয়েটি। মানবীই তো! তার হাসির ঝংকারে আমার পৃথিবী ওলটপালট হয়ে যাচ্ছে! এরকম ভয়ংকর সুন্দর ব্যাপার সহ্য করা মুস্কিল। কিন্তু আমার এই মেয়েটার চোখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। অনন্তকাল। উত্তুরে বাতাসে মেয়েটার চুল উড়ছে। একটা মিষ্টি গন্ধ বাতাসে। আমার বাঁচতে ইচ্ছে করছে। এই ছোট্ট জীবনে কত্ত কিছু করা বাকী। আমার এই মেয়েটাকে ভালোবাসতে ইচ্ছে করছে!
© দি ফ্লাইং ডাচম্যান / ২০১৬
ইমেজ সোর্স
০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৯
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ভালো প্রশ্ন করেছেন! আসলেই! পারে কি? আমার মনে হয় পারে। কেউ ব্যপারটা উপলব্ধি করতে পারে আর কেউ পারেনা। মহাপ্রাণ পৃথিবীর সকল প্রেমিককেই এই ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন!
ধন্যবাদ! ভালো থাকুন সবসময়!
২| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো
০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৩
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই!
ব্লগ ছেড়ে যাবার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন দেখে খুশি হয়েছি! আমরাই তো ব্লগ। প্রত্যেকই ব্লগারই ব্লগের ক্ষুদ্র একটা অংশ। আমরা হারিয়ে যাওয়া মানে ব্লগের একটি অংশ হারিয়ে যাওয়া।
৩| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৩
আখেনাটেন বলেছেন: চমৎকার বুনেছেন ফ্লাইং ভালোবাসার ডালপালা।
এখন মেয়েটিকে ভালোবাসার সেই ফ্লাইং ইচ্ছেটা ফ্লাই করে বাতাসে মিশে যাওয়ার আগেই মনে হয় বাক্স বন্দী করা দরকার।
০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৮
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: একসময় ভালোই লাগতো বুঝলেন! ডালপালা বুনতে। ইদানীং ক্যামন যেন কর্পোরেট রোবোট হয়ে যাচ্ছি!
সত্যি কথা বলতে, এই মেয়েটি কে তা জানিনা! আমার অন্যান্য লেখায় যারা আছে, এটা সেই মানুষ না! আমি তাকে খুঁজছি! পেয়ে গেলে বাক্সবন্দী নাহোক তবে বাহুবন্দী নিশ্চয়ই করার ইচ্ছে আছে!
আমার ব্লগবাড়ীতে স্বাগত আখেনাটেন! নেফারতিতি ক্যামন আছে?
৪| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৩:১০
বাকপ্রবাস বলেছেন: কবিতা যেন
০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১:২৯
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: কিছুটা সেরকমই। আবার পুরোটা না!
পড়বার জন্যে অসংখ্য ধন্যবাদ বাকপ্রবাস!
৫| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৬
রাজীব নুর বলেছেন: ভালো লাগলো।
০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৩০
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই! ভালো আছেন তো?
৬| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৯
সনেট কবি বলেছেন: ভালো লাগলো।
০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৩০
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ধন্যবাদ কবি! শুভকামনা!
৭| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩০
মলাসইলমুইনা বলেছেন: মার্ভেলাস ...অসাধারণ মুক্ত গদ্যের মতো রিন্ রিন্ করে উঠলো গল্পের ঝংকার |খুব ভালো লাগলো আপনার এই লেখাটা, পুরোনো দিনের মতো প্রিয়তায় |
০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৫
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অসংখ্য ধন্যবাদ! পুরনো লেখা বলেই হয়ত। হাহাহা
বেশ কিছুদিন ছিলেন না ব্লগে!
৮| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৮
জুন বলেছেন: আখেনাটেন চমৎকার বলেছে ফ্লাইং ডাচম্যান । ফ্লাই করার আগেই ধরে ফেলুন ভালোবাসার মানুষটিকে
সুন্দর মুক্তগদ্যে ভালোলাগা রইলো ।
+
০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৮
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু
৯| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৪
অপু দ্যা গ্রেট বলেছেন:
ভালবাসতে ইচ্ছে করে পরে পকেটের দিকে তাকিয়ে দেখি আমি শুন্য । তাই ভাবি স্বপ্ন দেখে কি লাভ । কর্ম করে খাও ।
০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০১
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আপনার হিসেবে ভুল আছে। পকেটের দিকে তাকিয়ে ভালোবাসতে হয়না। যদি হয় তাহলে সেটা ভালোবাসাও না।
শুভ হোক!
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আচ্ছা তুমি কখনো প্রেমিকার চোখে চোখ রেখে হারিয়ে গেছো সময়ের অতলে?
সব প্রেমিক কি তা পারে । ++