নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূর্বলতা একটাই “শেষ না দেখে কোনকিছু ছাড়তে পারিনা”

eajulhas

“স্বাগতম, আপনার আগমনে ধন্য এ অধম। অনুসরন করার মত কিছুই নেই, যদি করেই থাকেন তবে কৃতজ্ঞ”

eajulhas › বিস্তারিত পোস্টঃ

পণপ্রথা একটি সামাজিক অভিশাপ

০৩ রা ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২২

পণপ্রথা একটি সামাজিক অভিশাপ। বর্তমান যুগে পণপ্রথা এক ভয়াভহ আকার ধারণ করেছে এর জন্য দায়ী আমাদের সংকীর্ন মানসিকতা।
আমাদের সমাজ পুরুষ শাষিত। পুরুষ শাষিত এই সমাজে পণপ্রথাকে কেন্দ্র করে নারী নির্যাতনসহ অসংখ্য ঘটনা ঘটছে। খবরের কাগজ বা টেলিভিশন খুললেই নারী নির্যাতনসহ এমন অনেক অনাকাঙিখত ঘটনা শোনা যাচ্ছে। পণপ্রথার কবলে পড়ে জীবন বিসর্জন দিচ্ছে হাজারো মা বোন। রবীন্দ্রনাথ তার দেনা-পাওনা গল্পে হতভাগিনী নিরুপমার লাঞ্ছনা, অপমান ও অকাল মৃত্যুর যেই ছবি এঁকেছেন সেই বিয়োগান্তক পরিনতির জন্য দায়ী একমাত্র পনপ্রথা। এ শুধু গল্পের কাহিনীই নয়, আজ ঘরে ঘরেই সহশ্র নিরুপমা পনপথার আগুনে পুড়ে মরছে। তাদের সবার খবর কে রাখে? ভদ্রতার মূখোশের আড়ালে মানবিকতাহীন মানুষ তাদের লোভের চাহিদা মেটাতে পাত্রীপক্ষের সামনে রাখছে সুবিশাল তালিকা। পাত্রীপক্ষের অক্ষমতা তাদের নির্মম হৃদয়ের বিন্দুমাত্র মানবতা সৃষ্টি করেনা। যে সম্পর্কের শুরু হয় অবমানের মধ্য দিয়ে, স্বভাবতই সেই অবমাননার কালো ছাঁয়া নববধুর সুখের সংসারকে অতিষ্ঠ করে তোলে। এই অমানবিক ঘটনার পতিবিধান কোথায়? শুধু বাংলাদেশে নয়। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থানসহ ভারতবর্ষের সবত্রই চলছে ভয়াভহ এই নারী নিধন যজ্ঞ। রামমোহন, বিদ্যাসাগর, বিবেকানন্দ প্রমুখ সমাজ সংস্কারক সমাজে নারীর অবস্থান উন্নয়নের জন্য যে প্রয়াস চালিয়েছিল তা কি নিরর্থক হয়ে যাবে? একদা যে বিপুল ভাবাবেসে উদ্দ্বীপ্ত হয়ে ভারতবাসী রক্ষনশীলতাকে ছুড়েঁ ফেলে নবযুগে উত্তীর্ণ হয়েছিল তারা কি আজ পিছিয়ে পড়বে? আমাদের সমস্ত নারীকুলের প্রাণের দাবী এই বাংলায় যেন আবার মানবতার জয়গান গেয়ে নির্লজ্জ এই পণপ্রথাকে সবাই মনে প্রাণে ঘৃনা করে এবং স্বমূলে নির্মূল করে।

সম্পাদনায়ঃ ইফতেখার আহমেদ।
লেখিকাঃ পশ্চিম বঙ্গে’র কোন এক নারী (নাম প্রকাশ্যে অনিচ্ছুক)।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৭ রাত ২:৫৩

eajulhas বলেছেন: লেখিকা একজন গৃহিনী। তার একান্ত অনুরোধে পরিচয় গোপন রাখতে বাধ্য হয়েছি।

২| ০৬ ই জুন, ২০১৭ ভোর ৫:২৩

ডঃ এম এ আলী বলেছেন: অনুসরণ করার জন্য ধন্যবাদ ।
খুবই মুল্যবান সমাজ সচেতনতামুলক পোষ্ট ।
শুভেচ্ছা রইল ।

০৬ ই জুন, ২০১৭ ভোর ৬:১১

eajulhas বলেছেন: ধন্যবাদন আপনার মূল্যবান মতামতের জন্য।

৩| ০৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

সাংবাদিক জুলহাস বলেছেন: পণপ্রথা এখন সামাজিক ব্যাধি। মনমানসিকতা পরিবর্তন না হলে এর থেকে পরিত্রানের কোন উপায় নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.