নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ময়মনসিংহের ত্রিশালে এক মধ্যবিত্ত কৃষকপরিবারে জন্ম। ইতিহাসে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর করেছি আনন্দমোহন কলেজ থেকে।

ইবিএস খাইরুল

ময়মনসিংহের ত্রিশালে এক মধ্যবিত্ত কৃষকপরিবারে জন্ম। ইতিহাসে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর করেছি আনন্দমোহন কলেজ থেকে। রাজনৈতিক দলের সাথে কাজ করার সুযোগ না হলেও সামাজিক সংগঠন করার সুযোগ হয়েছে। ২০১৪ সালে ফেসবুক মাধ্যমে প্রতিষ্ঠিত ঈদগাহ বন্ধু সমাজ(ইবিএস) নামে সমাজ উন্নয়নকামী সংগঠনের চীফ কোঅরডিনেটর হিসেবে আমাদের গ্রামকে আদর্শগ্রামে উন্নীত করতে কাজ করছি। চাকুরী করছি একটি পোশাক কারখানায় মানবসম্পদ বিভাগে সহকারী ব্যবস্থাপক হিসেবে। ইতিবাচক মনোভাব নিয়ে আমি কথা বলি। চার ভাই চার বোনের মধ্যে ৩য় এবং বড় ছেলে।

ইবিএস খাইরুল › বিস্তারিত পোস্টঃ

ইবিএস কৃষি কার্যক্রম: কৃষি উন্নয়ন কার্যক্রমে অংশ নিন

০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৭

ইবিএস কৃষি কার্যক্রম
ঈদগাহ বন্ধু সমাজ-ইবিএস কর্তৃক আয়োজিত কৃষি উন্নয়ন কার্যক্রম এর চিত্রসমূহ
কৃষিপ্রশিক্ষণ ক্যাম্প-২০১৫

বক্তব্য রাখছেন প্রধান অতিথি একেএম ফজলুল হক, উপসহকারী উদ্ভিদ কর্মকর্তা, কৃষিসম্প্রসারণ অধিদপ্তর, ত্রিশাল ও অন্যান্য অতিথিবৃন্দ। উপস্থিত কৃষকগণের সারি
ইবিএস কৃষিদিবস উদযাপন ২০১৬

ড. আলতাবুর রহমান, উপমহা পরিচালক, কৃষিসম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ ও অন্যান্য অতিথিবৃন্দ। উপস্থিত কৃষকগণের সারি
ইবিএস কৃষিদিবস উদযাপন ২০১৭

বক্তব্য রাখছেন প্রধান অতিথি কৃষিবিদ আলতাবুর রহমান, উপমহা পরিচালক, কৃষিসম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ। উপস্থিত কৃষকগণের সারি

ঈদগাহ বন্ধু সমাজ-ইবিএস এর পক্ষ থেকে গত ২২ ফেব্রুয়ারী ২০১৫ খ্রি: একটি কৃষি প্রশিক্ষণ ক্যাম্প প্রথমবার আয়োজন করা হয়েছিল। এতে বিভিন্ন গ্রামের প্রায় ৭০ জন কৃষক অংশ গ্রহণ করে। অতঃপর এ অঞ্চলের ১২৫ জন কৃষক দুই দফায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ত্রিশাল, ময়মনসিংহ এর অধীন ‘‘কৃষক মাঠ স্কুল ও সবজি মাঠ স্কুলের’’ মাধ্যমে এবং আরো ৫০ জন কৃষক ‘‘এএপিআই/আইএফডিসি’’ প্রকল্পের মাধ্যমে হাতে-কলমে কৃষি বিষয়ক প্রশিক্ষণ লাভ করে। গত ১১ জুন ২০১৫ খ্রি: কৃষক মাঠ দিবস উদযাপন হয়। উক্ত প্রশিক্ষণগুলো থেকে অনুপ্রেরণা পেয়ে ইতিমধ্যে আইপিএম এর আওতায় ‘‘ইবিএস-আইপিএম কৃষি ক্লাব” নামে একটি সঞ্চয়মূখী সংগঠনের যাত্রা লাভ করেছে যাতে ৪৯ জন তালিকাভূক্ত সদস্য ও ৯ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি রয়েছে। এই ক্লাবটি ত্রিশাল উপজেলার ১০নং মঠবাড়ী ইউনিয়নের খাগাটী পাড়া ব্লকে অবস্থিত।
তার ধারাবাহিকতায় গত ২২ ফেব্রুয়ারী ২০১৬ খ্রি: প্রায় ১২০ জন কৃষকের উপস্থিতিতে দ্বিতীয়বারের মত ইবিএস কৃষি দিবস উদযাপিত হয় এবং গত ২২ ফেব্রুয়ারী ২০১৭ খ্রি:, রোজ-বুধবার ঈদগাহ উচ্চ বিদ্যালয় সভাকক্ষ, ঈদগাহ, খাগাটী, ত্রিশাল, ময়মনসিংহ এ অনুষ্ঠিত হয়। ২০১৭ সালের কৃষি দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল “কৃষক ফলায় সোনার ফসল/কৃষি ছাড়া জীবন অচল।” যাতে আমাদের অঞ্চলের তথা খাগাটী, জামতলী, মোক্ষপুর(পূর্ব), বামনাখালী, কাঠালীবন্দ ও নারায়ণপুরসহ অন্যান্য গ্রামের প্রায় ১৫০ জন কৃষক অংশগ্রহণ করেন। তৃতীয় ইবিএস কৃষি দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ মো: আলতাবুর রহমান, উপপরিচালক(ডিডি), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, ময়মনসিংহ (উল্লেখ্য ২য় ইবিএস কৃষিদিবস উদযাপনে আকস্মিকভাবে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন) এবং ত্রিশাল উপজেলার বিভিন্ন পর্যায়ের কৃষি কর্মকর্তাবৃন্দ ও সমবায় কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়াও মাল্টা চাষে সফলতা অর্জনকারী কৃষক মনমথ সরকার উপস্থিত ছিলেন।
ইবিএস-আইপিএম কৃষি ক্লাব এর সহ-সভাপতি মো: রফিকুল ইসলাম ইতিমধ্যে নাটোর থেকে ১৪ দিনের কৃষক প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সে অংশ গ্রহণ করে সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্ন করেন।
এবছরই ৬ আগস্ট “সবজি মাঠ স্কুল” সমাপ্ত করে কৃষিসম্প্রসারণ অধিদপ্তর ত্রিশাল শাখার সার্বিক তত্বাবধানে ‘‘সবজি মাঠদিবস’’ অনুষ্ঠিত হয়। যাতে খাগাটী গ্রামের প্রায় ৮০জন কৃষক-কৃষাণী অংশ গ্রহণ করেন।
ইবিএস-আইপিএম কৃষি ক্লাবের সদস্যগণ অনেক উদ্যমী। প্রতি মাসে একটি করে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সদস্যরা কৃষি ফলনের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। কৃষি ক্লাবের কৃষকরা নতুন নতুন ফলনের জন্য উদ্যোগ গ্রহণের চিন্তা করছেন এবং তারা সঞ্চয় করে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখছেন। ‘‘ইবিএস-আইপিএম কৃষি ক্লাব” এর সভাপতি মো: খাইরুল ইসলাম। তিনি ঈদগাহ বন্ধু সমাজ-ইবিএস এর চীফ কোঅর্ডিনেটর। ঈদগাহ বন্ধু সমাজ-ইবিএস এর কোঅর্ডিনেটর প্যানেলের সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর ২২ ফেব্রুয়ারী দক্ষিণ ত্রিশালের তিনটি ইউনিয়নের কৃষকদের নিয়ে কৃষিদিবস উদযাপিত হবে। ইউনিয়ন তিনটি হলো- ১০নং মঠবাড়ী, ১১নং মোক্ষপুর ও ১২নং আমিরাবাড়ী। ইবিএসের লক্ষ্য এসব অঞ্চলের কৃষকদের জীবনমানের উন্নয়ন ও আধুনিক চাষাবাদে উদ্বোধ্য করার লক্ষ্যে সংগঠিত করা।
কৃষকদের নিয়ে ঈদগাহ বন্ধু সমাজ-ইবিএস, ঈদগাহ, খাগাটী, ত্রিশাল ভবিষ্যতে আরো ব্যাপক কার্যক্রম পরিচালনা করার কথা বলেছেন ইবিএস চীফ কোঅর্ডিনেটর ও ইবিএস-আইপিএম কৃষি ক্লাবের সভাপতি মো: খাইরুল ইসলাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ত্রিশাল, ময়মনসিংহ শাখার কর্মকর্তাগণও ব্যাপক উৎসাহ উদ্দীপনা দিয়ে যাচ্ছেন সামগ্রিক উন্নতির জন্য। যখনই কৃষকরা কোন পরামর্শ চান সাথে সাথে তার সমাধান দেন কর্মকর্তাগণ।
========================================

চতুর্থ ইবিএস কৃষিদিবস উদযাপন ২০১৮
স্থান: খাগাটী, ত্রিশাল, ময়মনসিংহ।
তারিখ: ২২ ফেব্রুয়ারী ২০১৮ খ্রি., বৃহস্পতিবার, ৯ ঘটিকা।
আয়োজক: ঈদগাহ বন্ধু সমাজ-ইবিএস
ইবিএস-আইপিএম কৃষি ক্লাব।
অনুষ্ঠান পরিকল্পনা
১. ২০০ জন কৃষক অংশগ্রহণ নিশ্চিত করা(অংশগ্রহণকারীদের তালিকা পূর্বেই প্রণয়ন করে নিশ্চিত করা)।
২. অংশগ্রহণকারী কৃষক ও অতিথিদের মাঝে স্মারক টি-শার্ট বিতরণ ও পরিধান।
৩. ময়মনসিংহ অঞ্চল থেকে বঙ্গবন্ধু জাতীয় কৃষিপদক-২০১৭(১৪২১-১৪২২) প্রাপ্তদের সংবর্ধনা প্রদান।
৪. অতিথিদের স্মারক সম্মাননা ক্রেষ্ট প্রদান(যোগাযোগ সাপেক্ষে অতিথিদের তালিকা চূড়ান্ত করে জানানো হবে)।
৫. আলোচনা অনুষ্ঠান।
৬. লটারী ও পুরস্কার বিতরণী।
৭. খাবার বিতরণ।

বঙ্গবন্ধু জাতীয় কৃষিপদক-২০১৭(১৪২১-১৪২২), ময়মনসিংহ অঞ্চল থেকে যারা পেয়েছেন তাদের তালিকা।
রৌপ্যপদক-১৪২১ বিজয়ী, মো: আজিম উদ্দিন, ধলা, ত্রিশাল, ময়মনসিংহ।
ব্রোঞ্জ পদক-১৪২১ বিজয়ী, মো: রফিকুল ইসলাম, লংগাইর, গফরগাঁও, ময়মনসিংহ।
রৌপ্যপদক-১৪২২ বিজয়ী, প্রফেসর ড. মো: আব্দুস সালাম, বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
ব্রোঞ্জ পদক-১৪২২ বিজয়ী, কৃষিবিদ ড. হুমায়ুন কবির, ডেপুটি রেজিস্ট্রার,
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ।

যা যা লাগবে:
১. প্যান্ডেল ও মঞ্চ স্থাপন
২. দাওয়াত প্রদান
৩. সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট
৪. অংশগ্রহণকারীদের জন্য ২৩০ পিছ টি-শার্ট
৫. ব্যানার
৬. সাউন্ড সিস্টেম
৭. অংশগ্রহণকারীদের জন্য খাবার আয়োজন
৮. বিবিধ

স্পন্সর কেন লাগবে?
ইবিএস একটি সমাজ উন্নয়নধর্মী প্রতিষ্ঠান। ইবিএস বছরে বেশ ক‘টি অনুষ্ঠান করে থাকে, যেমন: ১. কৃষিদিবস পালন, ২. বার্ষিক সমে¥লন ও ইফতার পার্টী ৩. শিক্ষা সম্মেলন ও বৃত্তি প্রদান অনুষ্ঠান, ৪. ইপিএল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন এবং ৫. বার্ষিক সাধারণ সভা(এজিএম)। এসমস্ত কাজ করতে অনেক অর্থের প্রয়োজন। কিন্তু ইবিএসের কোন নিজস্ব তহবিল নেই। সদস্যদের দেয়া অর্থ, দাতা ও স্পন্সরদের নিকট থেকে প্রাপ্ত অর্থ অনুষ্ঠানের পূর্বে সংগ্রহ করা হয় এবং অনুষ্ঠান সম্পন্ন করা হয়। এছাড়া ইবিএস-আইপিএম কৃষি ক্লাব কৃষকদের একটি সংগঠন। এত ব্যাপক ব্যয় নির্বাহ করে গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান সম্পন্ন করা তাদের পক্ষে সম্ভব নয়। অতএব কৃষিদিবস পালনের জন্য সহযোগীতামূলক স্পন্সরশীপ দরকার। যাতে দিবসটি অত্যন্ত সুন্দর ও সকলের নিকট আকর্ষণীয় এবং সর্বোপরি কৃষকরা উৎসাহিত হতে পারে। যাতে তারা মনে করেন যে, তারা সম্মানিত হয়েছেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু জাতীয় কৃষিপদক প্রাপ্তদেরকে সংবর্ধনা প্রদান করে ইবিএস তাদের কর্মের মূল্যায়ন করে সম্মানিত করতে চায়, যাতে অন্যরাও উৎসাহিত হয়।

স্পন্সরশীপ কেন গ্রহণ করবেন?
আধুনিক যুগে কৃষি যদিও তেমন গুরুত্ব পায়না কিন্তু আধুনিক যন্ত্রপাতি বা কৃষি প্রযুক্তি আবিস্কার হওয়ায় কৃষি উৎপাদনের গুরুত্ব বেড়েছে। দেশে আবাদী জমি কমছে। তাই কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহ দিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধি করতে পারলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে। ইবিএস কৃষকদের সংগঠিত করে কৃষকদের উন্নয়নে ভূমিকা রাখতে কাজ করছে। সুতরাং যেকোন প্রতিষ্ঠান যদি কৃষকদের পাশে হাত বাড়িয়ে দেয় তাহলে কৃষকরা উপকৃত হবে। তারা দ্বিগুণ উৎসাহ নিয়ে সুসংগঠিত হয়ে তথা সমবায়ভাবে কাজ করবে।
দেশের জনগোষ্ঠীর বৃহৎ অংশ কৃষি উৎপাদনের সাথে জড়িত। অতএব, সকলেরই উচিৎ কৃষকদের সাথে থাকা। এতে কৃষকরা কৃতজ্ঞ হবে এবং উন্নতজীবনের হাতছানি পাবে।
ইবিএস চায় তার এলাকা আদর্শ গ্রামে পরিণত হবে। সেজন্য বৃহৎ পরিকল্পনা রয়েছে। কৃষকদের উন্নয়ন তার একটি অংশ। তাই সকল প্রতিষ্ঠানকে কৃষিদিবস উদযাপনে অংশ নিতে ইবিএস আহ্বান জানাচ্ছে।

গ্রাম পর্যায়ে কৃষিদিবস ঘোষণা ও নিয়মিত উদযাপন ধারণায় ইবিএস কর্মকর্তারাই অভিভূত। কেননা এরকম রাষ্ট্রীয়ভাবেই হয় বা হয়ে থাকে। সেখান থেকে গ্রামের কৃষকদের জন্য এরকম একটি আয়োজন ব্যতিক্রম এবং প্রশংসার দাবীদার। অতএব পৃষ্ঠপোষকতা পেলে ইবিএস ও এ অঞ্চলের কৃষকরা ব্যপকভাবে উৎসাহিত হবে এবং কৃষকদের জীবনমানের উন্নয়ন ঘটবে আশা করা যায়।

আহ্বান: ব্যাংক, বীমা, কৃষি পণ্যদ্রব্য, কৃষিপ্রযুক্তি, বীজ, চারা ও ফসল উৎপাদনকারী প্রতিষ্ঠান, প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়া, এনজিও প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন, বিদেশী সহায়তাকারী সংস্থা ও সরকারী-বেসরকারী কৃষিউন্নয়ন বা গবেষণাকারী প্রতিষ্ঠানকে উক্ত চতুর্থ ইবিএস কৃষিদিবস উদযাপন ২০১৮(২২ ফেব্রুয়ারী ২০১৮খ্রি.) অনুষ্ঠানে সহযোগীতামূলক স্পন্সরশীপ ও অংশগ্রহণ করার জন্য আহ্বান করা হলো।
কৃতজ্ঞতায়,
মো: খাইরুল ইসলাম
চীফ কোঅর্ডিনেটর
ঈদগাহ বন্ধু সমাজ-ইবিএস
সভাপতি
ইবিএস-আইপিএম কৃষি ক্লাব
ইমেইল: [email protected], [email protected]
মোবইল: ০১৯১৫-৮৪৮৪৫

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.