নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ময়মনসিংহের ত্রিশালে এক মধ্যবিত্ত কৃষকপরিবারে জন্ম। ইতিহাসে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর করেছি আনন্দমোহন কলেজ থেকে।

ইবিএস খাইরুল

ময়মনসিংহের ত্রিশালে এক মধ্যবিত্ত কৃষকপরিবারে জন্ম। ইতিহাসে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর করেছি আনন্দমোহন কলেজ থেকে। রাজনৈতিক দলের সাথে কাজ করার সুযোগ না হলেও সামাজিক সংগঠন করার সুযোগ হয়েছে। ২০১৪ সালে ফেসবুক মাধ্যমে প্রতিষ্ঠিত ঈদগাহ বন্ধু সমাজ(ইবিএস) নামে সমাজ উন্নয়নকামী সংগঠনের চীফ কোঅরডিনেটর হিসেবে আমাদের গ্রামকে আদর্শগ্রামে উন্নীত করতে কাজ করছি। চাকুরী করছি একটি পোশাক কারখানায় মানবসম্পদ বিভাগে সহকারী ব্যবস্থাপক হিসেবে। ইতিবাচক মনোভাব নিয়ে আমি কথা বলি। চার ভাই চার বোনের মধ্যে ৩য় এবং বড় ছেলে।

ইবিএস খাইরুল › বিস্তারিত পোস্টঃ

প্রতিভার এফোর ও ফোর

২০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৮

মানুষ আশরাফুল মাখলুকাত। মানুষ নানান গুণের কারণে পৃথিবীতে নিজের আধিপত্য বা প্রতিপত্তি প্রদর্শন করে থাকেন। মানুষ নানান সময় নিজের সৃজনশীলতার পরিচয় দিয়ে থাকেন। ছাত্রজীবনে অনেককেই আমরা তুখুড় মেধাবী প্রতিভাবান বলে থাকি। ছেলেটার বা মেয়েটার প্রতিভা আছে। এক নিমিষেই গণিতের সমাধানটা করে ফেললো। ওর দ্বারাই সম্ভব! ও কি খায়?
এবার আসুন দেখি আসলে কি সব মানুষের প্রতিভা সমান? না সমান নয় যদিও সবাই মানুষ। তাহলে?
প্রতিভা কাকে বলে? কত প্রকার ও কি কি?
প্রতিভা: কোন ব্যক্তির অসাধারণ সৃজনীশক্তি, ব্যতিক্রমধর্মী বুদ্ধিমত্তাবিশিষ্ট গুণাবলী বিশেষ। তিনি অন্ত:র্নিহিত ব্যতিক্রমধর্মী বুদ্ধিবৃত্তি চর্চার সক্ষমতা, সৃজনশীলতা অথবা জন্মগত বা প্রকৃতিগতভাবে একে বাস্তবে রূপান্তরিত করতে সক্ষম হন। যিনি এসব গুণাবলীর অধিকারী তিনি প্রতিভাবান হিসেবে চিহ্নিত। মানুষ পৃথক চিন্তা-চেতনায় কোন ব্যক্তির চাতুর্য্যতা, উপস্থিত ও তীক্ষ্ণবুদ্ধিকে প্রতিভারূপে আখ্যায়িত করে।-উইকিপিডিয়া
প্রতিভার প্রকারভেদ বা অবস্থা:
প্রতিভা দু’টি অবস্থায় থাকে- ১. বিকশিত প্রতিভা ও ২.সুপ্ত প্রতিভা।
বিকশিত প্রতিভা দুই ধরণের হতে পারে:
১. সফল বা কার্যকর প্রতিভা। অর্থাৎ কোন ব্যক্তির প্রতিভা আছে এবং তা বিকশিত বা প্রকাশিত হয়েছে ও বিকশিত প্রতিভার মাধ্যমে সফলতা অর্জন করেছে। যেমন: স্টিফেন হকিং। তিনি তার বিকশিত প্রতিভায় বিজ্ঞানের অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি তার সৃজনশীল কাজের জন্য সর্বজন স্বীকৃত হয়েছেন।
২. ব্যর্থ বা অকার্যকর প্রতিভা। অর্থাৎ কোন ব্যক্তির প্রতিভা আছে যা বিকশিত হয়েছে এবং সব জায়গায় তা প্রমাণিত, কিন্তু সে তা কোন প্রকার লক্ষ অর্জনে কাজে লাগাতে পারেনি। যেমন: ঠাকুরগাঁওয়ের ফাড়াবাড়ীর ছেলে বিশ্বজিৎ এর নাম বলা যায়। আমার জানামতে সে টিউশনি করে অনেক ছাত্রকে জ্ঞানলাভে সহায়তা করেছেন, নিজের কোচিং সেন্টারও আছে কিন্তু নিজে এইচএসসি পাশ করতে পারেননি।
সুপ্ত প্রতিভা দুই ধরণের হতে পারে: ১. সুপ্ত কিন্তু কোন না কোনভাবে বহি:প্রকাশ ঘটেছে এমন সুপ্ত প্রতিভা। অর্থাৎ কোন ব্যক্তির প্রতিভা সুপ্ত রয়েছে কিন্তু এমন কিছু কাজ করছে তার মধ্যে প্রতিভা আছে তা বুঝা যায়। যেমন: ক্লাসের কোন ছাত্র নিয়মিত গণিত করছে কিন্তু কখনো একবারে করতে পারেনা। তাকে দেখিয়ে দিলে সে ভালভাবেই করতে পারে। সেজন্য তার প্রতি যত্ন নিলে হয়ত সে ভাল করবে। ২. অব্যক্ত সুপ্ত প্রতিভা বা যে প্রতিভার কোন লক্ষণই প্রকাশ পায়না। যেমন: হঠাৎ একদিন কেউ খেলতে নামলো এবং ভাল করলো কিন্তু সে কখনো খেলেনা। তখন বুঝাগেল তার মধ্যে প্রতিভা আছে, বুঝাগেল সে ভাল খেলতে পারবে, চেষ্টা করলে তা বিকশিত হতে পারে।
মোদ্দাকথা: প্রতিভা প্রত্যেক মানুষের আছে, কারোটা বিকশিত কারোটা সুপ্ত বা লুকিয়ে আছে। সুতরাং প্রতিভা বিকাশের জন্য যত্ন নিতে হবে। আর বিকশিত প্রতিভাকেও যত্ন নিতে হবে যাতে অব্যাহত থাকে এবং সফল হতে পারে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.