নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ময়মনসিংহের ত্রিশালে এক মধ্যবিত্ত কৃষকপরিবারে জন্ম। ইতিহাসে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর করেছি আনন্দমোহন কলেজ থেকে।

ইবিএস খাইরুল

ময়মনসিংহের ত্রিশালে এক মধ্যবিত্ত কৃষকপরিবারে জন্ম। ইতিহাসে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর করেছি আনন্দমোহন কলেজ থেকে। রাজনৈতিক দলের সাথে কাজ করার সুযোগ না হলেও সামাজিক সংগঠন করার সুযোগ হয়েছে। ২০১৪ সালে ফেসবুক মাধ্যমে প্রতিষ্ঠিত ঈদগাহ বন্ধু সমাজ(ইবিএস) নামে সমাজ উন্নয়নকামী সংগঠনের চীফ কোঅরডিনেটর হিসেবে আমাদের গ্রামকে আদর্শগ্রামে উন্নীত করতে কাজ করছি। চাকুরী করছি একটি পোশাক কারখানায় মানবসম্পদ বিভাগে সহকারী ব্যবস্থাপক হিসেবে। ইতিবাচক মনোভাব নিয়ে আমি কথা বলি। চার ভাই চার বোনের মধ্যে ৩য় এবং বড় ছেলে।

ইবিএস খাইরুল › বিস্তারিত পোস্টঃ

নব্যজমিদার ও শিল্প বিনিয়োগকারীদের প্রতি.....

২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩০



নব্যজমিদার ও শিল্প বিনিয়োগকারীদের প্রতি.....আমাদের আকুতি, অধিক সংখ্যক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করুন।
===================©
যতই সময় যাচ্ছে ততই আমাদের এলাকা শিল্পের দিকে ধাবিত হচ্ছে। নব্যজমিদারগণ যেভাবে জমি ক্রয় করছেন, তাতে দেশের সম্পদ গুটি কয়েক ধনাঢ্য ব্যক্তির হাতে খুব শীঘ্রই কুক্ষিগত হবে। সেটার জন্য দুঃখ নয় যদি তারা ব্যাপক বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করেন ও অবকাঠামো উন্নয়ন সাধনে ভূমিকা রাখেন।

ইটের ভাটা কোন কর্মসংস্থান ব্যবস্থা নয়, বরং মিলকারখানায় ব্যাপক কর্মসংস্থান সম্ভব। তাই যেসব নব্যজমিদারগণ আমাদের এলাকার জমি প্রজেক্টের নাম করে জমি করায়ত করছেন, তাদের প্রতি আহ্বান, বিনিয়োগ সঠিক ও উৎপাদনমুখী শিল্পে করুন, যাতে অধিক জনসংখ্যা শ্রমবাজারে প্রবেশ করতে পারেন।

ধরুন আপনি কয়েকশো একর জমি কিনলেন প্রজেক্ট করে। এখন যদি গরুর খামার করেন তাহলে কয়জন শ্রমিক তাতে কাজ করতে পারবেন? মাত্র কয়েকজন। আবার এমন সব শিল্প নিয়ে আসলেন তাতে শ্রমিকের হাতের ছোঁয়া ছাড়াই উৎপাদন চলে। অর্থাৎ বিষয়টি আলোকপাত করতে চাচ্ছি তাহলো অধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থায় বিনিয়োগ করবেন এই মর্মে যত প্রলোভন বা কারিকুরি করে জমি কিনে নেন তাতে তেমন আপত্তি থাকার কথা না। এখন জমি কিনে জমিদারি প্রতিষ্ঠা করবেন এটা আমরা প্রত্যাশা করিনা।
সুতরাং কর্মসংস্থানের জন্য যা যা করণীয় তা করুন, স্থানীয় ভূমি মালিকরা সহযোগীতা করবেন।
ছবিতে আকিজ অর্থনৈতিক জোনের কারখানা অনেকদূর থেকে তথা খিরু নদীর শিমুলতলা মোড় থেকে দেখা যাচ্ছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি মাঝখানে যে জমি দেখতে পাচ্ছেন সব শিল্পের জন্য স্থানীয় ভূমি মালিকরা সুনির্দিষ্ট মূল্যে বিক্রয় করছেন ও একটা শ্রেণী বিক্রয় করাতে সর্বদা চেষ্টা করছেন। আমার পিঁছনেও একই অবস্থা....ক্রয় বিক্রয় চলছে....
ছবিঃ ২৭/০৪/২০১৮ইং, শুক্রবার, খিরু নদীর পাড়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৫

আবু আফিয়া বলেছেন: আসলেই তাই হচ্ছে, ভাল লাগল, ধন্যবাদ

২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

ইবিএস খাইরুল বলেছেন: অনুপ্রাণিত হলাম......স্বাগতম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.