নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ময়মনসিংহের ত্রিশালে এক মধ্যবিত্ত কৃষকপরিবারে জন্ম। ইতিহাসে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর করেছি আনন্দমোহন কলেজ থেকে।

ইবিএস খাইরুল

ময়মনসিংহের ত্রিশালে এক মধ্যবিত্ত কৃষকপরিবারে জন্ম। ইতিহাসে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর করেছি আনন্দমোহন কলেজ থেকে। রাজনৈতিক দলের সাথে কাজ করার সুযোগ না হলেও সামাজিক সংগঠন করার সুযোগ হয়েছে। ২০১৪ সালে ফেসবুক মাধ্যমে প্রতিষ্ঠিত ঈদগাহ বন্ধু সমাজ(ইবিএস) নামে সমাজ উন্নয়নকামী সংগঠনের চীফ কোঅরডিনেটর হিসেবে আমাদের গ্রামকে আদর্শগ্রামে উন্নীত করতে কাজ করছি। চাকুরী করছি একটি পোশাক কারখানায় মানবসম্পদ বিভাগে সহকারী ব্যবস্থাপক হিসেবে। ইতিবাচক মনোভাব নিয়ে আমি কথা বলি। চার ভাই চার বোনের মধ্যে ৩য় এবং বড় ছেলে।

ইবিএস খাইরুল › বিস্তারিত পোস্টঃ

মোবাইল ফোন পবিত্র না অপবিত্র বস্তু?

০৯ ই মে, ২০১৮ সকাল ৯:৩৫

Android ভারসনের কারনে এ প্রশ্ন এখন আমার মনে জেগেছে। মোবাইল কি পবিত্র বস্তু না অপবিত্র? একটু আগে একটা দুঃস্বপ্ন(আল্লাহ হেফাজত করুন) দেখে হঠাৎ ঘুম থেকে জেগে উঠলাম। অজু করে এসে আট রাকা'ত সালাত আদায় করলাম। আবার বাথরুমে গেলাম, এখন সময় ০৪:০৬ বাজে। মোবাইলটা হাতেই ছিল। জানেনতো খুব ফেসবুকার। প্রাকৃতিক কাজ করতে বসেছি। মোবাইলটা হাতেই। নাড়া চাড়া করছি। আলো জ্বালায়নি। মনের মধ্যে প্রশ্ন চলে আসলো মোবাইল কি পবিত্র না অপবিত্র। প্রস্রাব পায়খানা করা অবস্থায় মোবাইল ব্যবহার করা যাবে কি যাবেনা? আমি আর মোবাইলটা খুললামনা মানে টিপাটিপি করলামনা।
পর্যালোচনা: মোবাইলে ফেসবুক ব্যবহার করি। আবার ইউটিউব ব্যবহার করি। ফেসবুকে কোরান-হাদীসের বাণী সম্বলিত বহু আয়াত সামনে আসে বা পোস্ট দেখতে পাই। তেমনি ইউটিউবে পবিত্র কোরান তেলাওয়াত, আলেমদের দ্বীনি আলোচনার ভিডিও রয়েছে। অনেক দ্বীনের খেদমত হিসেবে এসব ধর্মীয় আলোচনা আপডেট দিয়ে থাকেন। তাই মনে হলো নিশ্চয় মোবাইলও একটা পবিত্র বস্তু হতে পারে। এখন কোন কারণে প্রস্রাব পায়খানা করার সময় ফেসবুক ব্যবহার করলাম, তখন এরকম কোরান-হাদীসের আয়াত সামনে দেখতে পেলাম, তাহলেতো বেয়াদবী হবে?
২. এই মোবাইলে বা ফেসবুক আপডেটে পর্ণ ছবি তথা নারীদের দিয়ে নোংড়া পোস্ট থাকে, নারীরা নিজেরাই আপডেট করে অথবা নারীর প্রতি আসক্ত পর্ণ ব্যবসায়ীরাও নারীদের নিয়ে নোংড়া কাজে লিপ্ত থাকে। তথা খারাপ বিনোদন পোস্ট থাকে। ইউটিউবেতো পর্ণগান ভিডিও অহরহ। আবার পর্ণ ভিডিও বাজারে আছে সেগুলোতে মোবাইল ভিডিও গ্যালারী ভর্তি। তাহলেতো মোবাইল অপবিত্র তাইনা? মোবাইলটা খুললেই যদি এসব নোংড়া কিছুতে ভরে থাকে তাহলেতো অপবিত্রই বলতে হবে।

সমাধান: দুটোই। মোবাইল পবিত্রও হতে পারে আবার অপবিত্রও হতে পারে। এটি ব্যবহারকারীর রুচীর উপর নির্ভর করবে। খারাপ কাজে ব্যবহার করলে অপবিত্র, ভাল কাজে ব্যবহার করলে পবিত্র।
অতএব, খারাপ কাজে ব্যবহার করলে প্রস্রাব পায়খানা করা অবস্থায় এন্ড্রয়েড বা স্মার্ট ফোন/মোবাইল ব্যবহার করা যাবে বা বাঁধা নেই, আর টয়লেট নিরাপদ জায়গা, কেউ দেখবেনা।
আর ভাল কাজে ব্যবহার করলে টয়লেটে মোবাইল ব্যবহার করা যাবেনা।
(এটি কোন ফতোয়া নয়, মনের আবেগ শেয়ার করলাম)
এখন ৪:২৯ বাজলো, শেষ রাত। চোখে ঘুম আসছেনা। আল্লাহ হেফাজত করুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.