![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট আমরা দুই ভাবে দেখে নিতে পারি। এক এসএমএস এর মাধ্যেমে এবং দুই অনলাইন এর মাধ্যেমে। অনেকের ই পদ্ধতি গুলো জানা নেই। তো চলুন, কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট বের করব, নিচের অংশ থেকে দেখে নেই। SMS এর মাধ্যমে নিতে চাইলে নিচে দেখুন দেয়া আছে পদ্ধতি গুলো
অনলাইন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট
আপনার সাথে থাকা স্মার্ট ফোন বা কম্পিউটার, ল্যাপটপ থেকেও আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট বের করে নিতে পারেন। রেজাল্ট বের করার জন্য আপনার ডিভাইসে প্রয়োজন হবে ইন্টারনেট ক্যানেকশন আর ওয়েব এড্রেস।
যেকোন ব্রাউজারে গিয়ে http://www.nu.ac.bd/results/ লিখে enter চাপুন কিংবা Go বাটনে ক্লিক করুন
National University result
এসএমএস এর মাধ্যেমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট
আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট এসএমএস এর মাধ্যেমে দেখে নিতে পারেন। এসএমএস এর মাধ্যেমে রেজাল্ট দেখতে গেলে আপনার কিছু টাকা ব্যয় হবে এবং কিছু সময় বেশি লাগতে পারে।
এসএমএস এর মাধ্যেমে রেজাল্ট দেখার জন্য প্রথমে আপনার ফোন থেকে ম্যাসেজ অপশনে যান। ম্যাসেজ অপশনে যাওয়ার পর সেখানে টাইপ করুন
nu-space-deg-space-Reg.No-send 16222
লিখে 16222 নাম্বারে পাঠিয়ে দিলে। কিছু ক্ষনের মধ্যে ফিরতি এসএমএস এর মাধ্যেমে আপনার রেজাল্ট পাবেন।
অনার্সের রেজাল্ট কিভাবে এসএমএস এর মাধ্যেমে বের করব
এসএমএস এর মাধ্যেমে জাতীয় বিশ্ববিদ্যালয় এর প্রথম বর্ষের ফলাফল
NU H1 Roll/REG
জাতীয় বিশ্ববিদ্যালয় এর ২য় বর্ষের ফলাফল
NU H2 Roll/REG
জাতীয় বিশ্ববিদ্যালয় এর ৩য় বর্ষের ফলাফল
NU H3 Roll/REG
জাতীয় বিশ্ববিদ্যালয় এর ৪থ বর্ষের ফলাফল
NU H4 Roll/REG
লিখে পাঠিয়ে দিন 16222 নাম্বারে। আপনি যে বর্ষের রেজাল্ট দেখবেন সেই বর্ষের ক্ষেত্রে H1,H2,H3,H4 লিখে পাঠিয়ে দিবেন।
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
আরোগ্য বলেছেন: শুভ ব্লগিং।