নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ই মানব

চশমা দিয়ে পৃথিবী দেখি !!

ই মানব

চশমা দিয়ে পৃথিবী দেখি !!

ই মানব › বিস্তারিত পোস্টঃ

প্রয়োজনীয় কিছু Android Applications .

২৪ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:২৮

android কি জিনিস...তা নিশ্চই কাউকে বোঝানোর দরকার নেই, আর এই পোস্ট টিও "android কাকে বলে? ইহা কত প্রকার ও কি কি ? " btv মার্কা কোনো আলোচনা সভা ও নয়. কিন্তু যারা আসলেই জানেন না, তাদের জন্য একদম ছোটো করে বলি- "android হলো smartphones, netbooks, tablets এর একটি operating সিস্টেম, acquired by Google ." আরো বেশি যদি জানতে চান তাইলে কষ্ট করে এইখানে ক্লিক করুন.



যাই হোক এবার কাজের কথায় কাশি থুক্কু আসি. android এর অনেক আকর্ষণের একটা হলো " Android Market যেখান থেকে আপনি ২ লক্ষেরও বেশি games, applications এবং widgets ফ্রী use করতে পারবেন [ কিছু কিছু apps আবার buy করতে হয় ].



এত সব application এর সাগরে আপনি হয়ত সাতার কাটতে কাটতে হাবুডুবু খাবেন. তাই আমি প্রয়োজনীয় কিছু Android App এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি.



1 :). SWYPE : অসাধারণ একটা মেসেজিং apps .যেই word টি লিখতে চান, যেমন : flower লিখতে চাইলে F , L ,O ,W ,E , R এই লেটার গুলার উপর আপনার আঙ্গুল একটিবারের জন্য না উঠিয়ে drag করে নিয়ে যান এবং drag করার সময় লেটার গুলার উপর কিছুক্ষণ stay করুন. তারপর দেখুন চমত্কার !!!



2:) . "1 -click clear ": এই apps টি আপনার mobile এর cache files , browsing history etc clear করে .





3:) . "Fingerprint Screensaver " : Mobile lock করে রাখার জন্য অনেকে password use করেন, কিন্তু এই password টা যদি হয় আপনার fingerprint তাইলে কেমন হয়? এই apps টি দিয়ে password এর ঝামেলা দূর করে, password হিসেবে use করুন নিজের fingerprint !!



4:) . "Lookator ": এই apps টি একটি WiFi scaner হিসেবে কাজ করে. তবে এটি একটি সাধারণ WiFi scaner না. এটি আপনার Mobile camera টা কে scanner হিসেবে use করবে এবং কোন জায়গায় WiFi এর strength অনেক বেশি তা আপনাকে ক্যামেরার screen -এ point out করে দেখাবে !!



5:) . "Easy Filter ": অনেকেই হয়ত call block service টি use করেন আর মাসে মাসে service charge দিয়ে যাচ্ছেন. এই apps টি আপনার যে কয়টি Mobile number block করার দরকার ত়া করতে সাহায্য করবে একদম ফ্রী !!!!



6 :). "3D Compass " : নাম শুনেই বুঝতে পারছেন এই apps টি কম্পাস এর মত কাজ করবে. কিন্তু মজার ব্যাপার হলো কম্পাসের পাশাপাশি এটি map show করবে এবং ডিগ্রী পরিমাপ ও করবে !! এছাড়া এটিতে আরো কিছু মজার মজার option আছে.



7:) . "Guitar Tuner ": যারা গিটার play করেন এটি তাদের জন্য. এই apps আপনার গিটার কে tune করতে help করবে , guitar processor দিয়ে যেভাবে tune করা হয় ঠিক সেভাবে !!



8:) . "Relax and Sleep ": আমার খুব প্রিয় একটি apps . এই apps আপনাকে অনেক রকম sound শোনাবে. যেমন মনে করুন আপনার বৃষ্টি পরার শব্দ শুনতে ইচ্ছা করছে, তাইলে এই apps এ গিয়ে শুনতে পারবেন, বৃষ্টির সাথে যদি "ঝি ঝি পোকার ডাক" শুনতে ইচ্ছা হয় সেই শব্দ টাও add করতে পারবেন . এরকম অনেক sound এখানে আছে যেমন: সমুদ্রের ঢেউ, ঝরনার শব্দ, বাতাসের শব্দ, গাছের পাতার শব্দ, পাখির ডাক. মজার বেপার হলো একটা শব্দের সাথে আপনি অন্য শব্দ add করতে পারবেন. আর এই শব্দ গুলো শুনতে শুনতে যদি ঘুমিয়ে পরেন তাইলে ও কোনো প্রবলেম নাই, আপনি timer use করে একটা time set করে নিন. ওই নির্দিষ্ট সময় পর apps টি automatically off হয়ে যাবে.





9:) . "iQuran ": এই apps টি পবিত্র কোরান শরীফের আরবি ও ইংলিশ একসাথে. প্রত্যেকটি আরবি আয়াতের পাশে ইংলিশ অর্থ. এছাড়া এই apps দিয়ে আপনি বিভিন্ন তিলাওয়াতকারীর তিলায়াত download করতে পারবেন.



10 . "Cam Translator " : এই apps দিয়ে আপনি যেকোনো unknown language র দিকে আপনার Mobile কামেরাটি তাক করুন, language টি auto detect হয়ে যাবে এবং সাথে সাথে এর ইংলিশ meaning show করবে !!!! খুবে useful একটি apps . তবে এটি use করতে net connection লাগবে.



11 :). "CamScanner ": এই apps দিয়ে বইয়ের লেখা গুলোর ছবি তুলুন এবং pdf file এ convert করে নিতে পারবেন !! শুধু তাই নয়,,, আপনি page number , headline etc দিতে পারবেন !!!



12:) . "Countries of the world ": এই apps টি দিয়ে আপনি যে কোনো country র সম্পর্কে general information গুলো জানতে পারবেন, যেমন : country map , flag , capital , country code , native name , geographical info , economical info etc . অনেক তথ্য জানতে পারবেন দেশটি সম্পর্কে. এছাড়া আপনি কুইজে অংশ নিয়ে নিজেকে যাচাই করে নিতে পারবেন , এর জন্য net connection এর দরকার নেই !!!!!



13 . "Ringdroid ": এই apps দিয়ে আপনার পছন্দের কোনো গানের কোনো নির্দিষ্ট অংশ ringtone হিসেবে use করতে পারবেন .



14:) . "Barcode Scanner ": নাম শুনেই বুঝতেই পারছেন এই apps টি আপনাকে কোনো একটি পণ্যের barcode scan করে আপনাকে জানাবে.



15:) ."JEFIT " : যারা gym করেন এই apps টি তাদের জন্য. এই apps টি তে gym র instruction দেয়া আছে এবং কিভাবে করতে হবে, body part এর কোথায় এর effect হবে তাও বলে দেয়া আছে.



এছাড়া আরো অনেক অনেক apps আছে যা আমি চেষ্টা করব আপনাদেরকে পরবর্তী update এ জানাতে. এই পোস্ট টি যদি আপনাদের উপকারে আসে তাহলে অনেক খুশি হব.



[update হবে ]

মন্তব্য ২৬ টি রেটিং +২৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৪০

মোহাইমিনুল ইসলাম বাঁধন বলেছেন: সোকেজে রাখলাম। ++++++++++

২৪ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৪৬

ই মানব বলেছেন: মনের শোকেজ থেকে আপনাকে থ্যাঙ্কু :-B :-B

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৫৮

ফয়সল মাহমুদ বলেছেন: ধন্যবাদ

২৪ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:০১

ই মানব বলেছেন: খুশি খুশি :-B :-B

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:২০

এখনই সময় বলেছেন:
আপনার অভিজ্ঞতা আমাদেরও সমৃদ্ধ করেছে।
ধন্যবাদ।

আশা করি আগামীতে আরো চমকপ্রদ ও মজার মজার ইউটিলিটি এপস এর নিউজ দিয়ে উপকৃত করবেন।

এই ধরনের পোষ্ট এন্ডোয়েড ব্যবহারকারীদের উপকার বয়ে আনবে।
পোষ্ট সিরিয়ালি লিখা চালিয়ে যান।

২৫ শে সেপ্টেম্বর, ২০১১ ভোর ৪:০৯

ই মানব বলেছেন: আপনার মন্তব্য পরে অনেক অনুপ্রাণিত হলাম......
অসংখ্য ধন্য [বাদ দিব না . . .]

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৪০

নীরবতা নীল বলেছেন:


আমার একটা ধারণা ছিল, Windows Mobile কিংবা Android Operating System-এর মোবাইল ফোন গুলোতে PC-র মতোই যে কোন ফন্ট সহজে ইনস্টল করে সেই ফন্ট-সমন্বিত ভাষার যে কোন ধরণের লেখা 'পড়া যাবে' কিংবা 'লেখা যাবে'।

কিন্তু বাস্তবে দেখা গেল সে ধারণা ভুল। সিমবিয়ান অপারেটিং সিস্টেম-এর ফোনগুলোর মতোই Android Operating System-এর মোবাইল ফোন গুলোতেও ফন্ট (বিশেষ করে বাংলা ফন্ট) ইনস্টল করার জন্য নানা জটিল কারিগরী কাজ সম্পন্ন করা লাগে। তারপর যদিও বা ফন্ট ইনস্টল করা যায়, তারপরেও সঠিক রেন্ডারিং-এর অভাবে বাংলা যুক্তাক্ষরগুলো ভালভাবে পড়া যায়না।


সব দেখে আমার বারবার একটা কথাই মনে হয়, যতোক্ষণ পর্যন্ত পৃথিবীব্যাপী স্মার্টফোনের লাখ লাখ ইউজারদের তাদের নিজস্ব মাতৃভাষার ফন্টটি তাদের সেটে ঝামেলাবিহীনভাবে ইনস্টল করা, সে ফন্টের লেখা পড়তে পারা কিংবা সেই ফন্ট দিয়ে লিখতে পারার মতো কোন কার্যকর এপ্লিকেশন প্রোগ্রাম তৈরী করা না যাবে, ততেক্ষণ পর্যন্ত সিমবিয়ান, এন্ড্রয়েড বা এপল-মার্কেটের লাখ লাখ এপ্লিকেশন প্রোগ্রাম- সেইসব ইউজারদের সম্পূর্ণ সন্তুষ্টি অর্জন করতে পারবে না।....

২৫ শে সেপ্টেম্বর, ২০১১ ভোর ৪:৩১

ই মানব বলেছেন: আমি কখনো বাংলা ফন্ট ইনস্টল করি নাই, তবে আপনি এইভাবে চেষ্টা করে দেখতে পারেন. . . .


1. Get Solaimanlipi or Lohit fonts. (other unicode ones should do too)

2. Rename the font (one that’s chosen) to DroidSansFallback.ttf

3. Put the font into the SDCARD root.

4. Open terminal (oh! forgot to tell, you neet to be root)

5. Type the following and hit ENTER

'su'

6. Wait till $ sign turns into #

7. type the following and hit ENTER (mounting the system partition)

'mount -o rw,remount -t yaffs2 /dev/block/mtdblock3 /system'

8. Then the following and hit ENTER

'chmod 4755 /system/fonts/DroidSansFallback.ttf'

9. in following line we will overwrite the existing font with the one from SDCARD

'dd if=/sdcard/DroidSansFallback.ttf of=/system/fonts/DroidSansFallback.ttf'

10. Once typed the above, hit ENTER

11. REBOOT immediately using the following:

' reboot'

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৫১

নরকের দেবদূত বলেছেন: দেখি, এবার একটা অ্যান্ড্রয়েড কিনেই ফেলব।

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:১০

শশী হিমু বলেছেন: শেয়ার করার জন্য তোরে প্লাস!


অনেকদিন পর ব্লগে আসলি! :-B :-B

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:১১

এইতোআমি০০৭ বলেছেন: সোকেজে রাখলাম।

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৪৮

ভদ্র পোলা বলেছেন: amar android lagbeeeeeeeeeee...... galaxy ace a ki sob cholbe??

২৫ শে সেপ্টেম্বর, ২০১১ ভোর ৪:৩৩

ই মানব বলেছেন: ইনশাল্লাহ ,,,,,,,,,!

৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৩:২৭

বাউন্ডুলে রুবেল বলেছেন: সেইরাম একটা পোস্ট। অনেক কাজের।

ধন্যবাদ আপনাকে। চালায়া যান।

১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:১৯

মেহেদী দা গ্রেট বলেছেন: ভাই,
কাজে লাগার মত পোস্ট...। ধন্যবাদ...।

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:২৪

আজম বলেছেন: হুমমম...ভালো।

১২| ০৫ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:২০

মোকাম্মেল ওয়াহিদ বলেছেন: আমি বড় হলে এন্ড্রয়েড ফোন কিনব, ঠিক করে ফেলেছি।

১৩| ০৬ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৫০

কেএসআমীন বলেছেন: ধন্যবাদ। শোকসে রাখলাম।

আপনি যেভাবে রুট করার কথা বললেন, তাতে যে কেউই ভয় পেয়ে যাবে...

অনেক এন্ড্রয়েডে রুট ছাড়াই দেখি বাংলা সুন্দরভাবে পড়া যায়, লেখা্ও যায়, সেটা কীভাবে? ওপেরা মিনি ছাড়া...

১৪| ১২ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:১০

সামী মিয়াদাদ বলেছেন: ডাউনলোড লিংক দিলে আরো ভালো হতো। এখন সার্চ মারতে হবে আর কি। যাই হউক অনেক ধন্যবাদ।

১৫| ২৩ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৭:০৪

রিফাত হোসেন বলেছেন: আপনি তো জ্ঞানী :)
একটু হেল্পান ।

Click This Link

১৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৩১

amhabib বলেছেন: ধন্যবাদ ভাই

১৭| ১৪ ই মার্চ, ২০১২ বিকাল ৪:৪৯

আজম মাহমুদ বলেছেন: আপনার লেখা থেকে বেশ ধারনা হলো, কিন্তু এই সফটওয়্যার গুলো কোথা থেকে পেতে পারি। আমি https://play.google.com/store ব্যবহার করে দেখছি ওখানে নিচের ম্যাসেজ দেখাচ্ছে। এর বিস্তারিত কারণ জানালে উপকৃত হতাম।

There are no Android phones associated with this account. Please sign in with a different account.

আরেকটি কথা এই Android সফটওয়্যার গুলো কি কোন ভাবে পিসিতে নামানো সম্ভব?

৩১ শে অক্টোবর, ২০১২ রাত ১:৩০

ই মানব বলেছেন: "There are no Android phones associated with this account. Please sign in with a different account."

আপনার Android phone দিয়ে play store (android market) গিয়ে gmail account এ login করতে হবে।




এই সফটওয়্যার গুলো "apk" format এর হয়, PC এড় জন্য
google search দিয়ে পিসিতে নামানো সম্ভব যদি ওই সফটওয়্যারের XP/ WINDOWS 7 version থাকে।

১৮| ১৯ শে মার্চ, ২০১২ রাত ১০:১৮

বুদ্ধিমান একটি ছেলে আমি বলেছেন: @ ভদ্র পোলাঃ ভাই আমি নিজে Samsung Galaxy Ace চালাই। খুব ভাল সেট।

১৯| ২৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:০৪

চোখের বালি বলেছেন: ভাই, Samsung Galaxy পকেট সেটটা কেমন হবে? আমার টাকা কম তো, তাই এর বেশি দামী সেট কিনতে পারবোনা।

২০| ০৭ ই মে, ২০১৭ রাত ১১:০৮

ইছানুর রহমান বলেছেন: খুব ভালো পোষ্ট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.