![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানবে আমি শুধু আমি নই, আমি মানে অন্য কেউ কিংবা প্রতিবিম্ভ তোমাতে মিলিয়ে আমার সব সুখ।
(লেখাটা কুমিল্লার আঞ্চলিক ভাষায় লেখলাম)
ঐ আমার মোবাইলটা পানিতে পইড়া গেছে। আর্তনাদটা আহসানের।কি হইছে রে দোস্ত?পাশে থেকে এগিয়ে এসে সহানুভূতি নিয়ে প্রশ্নটা করলো বন্ধু অভি।
-আমার মাইক্রোম্যাক্স মোবাইলটা এই মাত্র পানিতে পইড়া গেছে।
-হায় ! হায় ! কস কি? কোন জায়গায় পড়ছে?
-এই ঘাটটার কাছেই পড়ছে।
-আইচ্ছা ! আইচ্ছা ! তুই টেনশন নিছ না। আমি দেখতাছি। এই বলেই অভি পানিতে লাফিয়ে পড়লো। একেই বলে বন্ধুত্বের অটুট বন্ধন বা বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা।কিছুক্ষণ খুঁজাখুঁজির পরে অভির বিজয় চিৎকার শুনা গেল- "পাইছি ! পাইছি ! অভি মোবাইল হাতে হাসি মুখে পানি থেকে উঠে এলো।সে মোবাইলটা আহসানের কাছে হস্তান্তর করলো। আহসানতো মোবাইল পেয়ে ভারী খুশি। যদিও মোবাইলে পর্যাপ্ত পরিমাণ পানি ঢুকে গেছে।তবুও তাতেই সে খুশি। কারণ সেত মোবাইলের আশা ছেড়েই দিয়েছিলো। আহসান হঠাৎ লক্ষ্য করলো অভি কেমন হতাশা নিয়ে দাঁড়িয়ে আছে এবং সে মিট মিট করে তাকিয়ে আছে। আহসান অভিকে বলল-কিরে কি হইছে। এমন কইরা আছস কেন? অভি কোন কথা বলে না। আহসান আবার জিজ্ঞেস করে-আরে ! কি হইছে তোর? অভি অস্পষ্ট স্বরে বলে-দোস্ত আমি ভুল কইরা ফেলছি।
- আরে ! কি হইছে তোর? ব্যাথা পাইছস নাকি? দেখি কই।
-না ! ব্যাথা পাই নাই।
-তাইলে কি হইছে?
-আমি ভুলে আমার "স্যামসাং গ্যালাক্সী এস-৪" নিয়া পানিতে নাইমা গেছি।আমরা উপস্থিত সবাই তখন বুঝতে পারলাম না।এখন কি আমাদের হাসা উচিৎ নাকি কাঁদা। যদিও আমি আমার হাসি চেপে রাখতে পারিনি।
বিষয়টা দুখের হলেও সবাই ঐ মুহূর্তে হেসে গড়াগড়ি খাওয়ার যোগাড়।
(আসলেই বন্ধুত্বের সম্পর্কে প্রতিনিয়তই কিছু মজার মজার ঘটনা ঘটে। যা মৃর্ত্যুর আগ পর্যন্ত মনে থাকে।যা কখনো ভুলার নয়। কোন একদিন আমরা সবাই ব্যস্ত হয়ে পড়বো নিজ নিজ কাছে। সবাই সবার কাজ নিয়েই ব্যস্ত থাকবো।তখন যদি ব্যস্ততার ভিড়ে হটাৎ কোন রাস্তার চা দোকানে, শপিং মলে বা কোন রেস্টুরেন্টে সেই পুরনো বন্ধুটির সাথে দেখা হয়ে যায়, তখন মনে পড়ে যাবে সেই সোনালী দিনের কথাগুলো।রঙ্গিন মুহূর্তগুলো সাদা-কালো ফ্রেমে চোখের সামনে ভাসবে জিবন্ত হয়ে)
বি:দ্র: বন্ধুর মত বন্ধু একটা থাকাই যথেষ্ট।হাজার হাজার বন্ধু থাকার কোন প্রয়োজন নেই। নিজেকে নিজে প্রশ্ন করে দেখ আশে পাশে যারা তোমার বন্ধুত্বের দোহাই দেয়, তারা কি প্রকৃত পক্ষে আসলেই তোমার বন্ধু?
"Nothing is better than Something"
©somewhere in net ltd.