নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই সময়

এই সময়

ই. আলম

জানবে আমি শুধু আমি নই, আমি মানে অন্য কেউ কিংবা প্রতিবিম্ভ তোমাতে মিলিয়ে আমার সব সুখ।

ই. আলম › বিস্তারিত পোস্টঃ

"‍‌‍শমসের আলীর দুই বৌ আর ফরিদ মিয়া"

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৫

শমসের আলী এমন একটি পাড়ায় বাস করে যেখানে দুটি মাত্র ঘর। একটি ফরিদ মিয়ার ঘর আর একটি শমসের আলীর নিজের। শমসের আলীর দুই বৌ। বৌ দুটি সারাক্ষণ ঝগড়া-ঝাটি লেগেই থাকে। ঝগড়া-ঝাটি যাই করুক না কেন তার ফল ভোগ করতে হয় ফরিদ মিয়াকে। ধরুন শমসের আলীর দুই বৌ কোন একটা বিষয় নিয়ে ঝগড়া শুরু করল তার চূড়ান্ত পর্যায়ে দুই জন দুই জনকে মারার জন্য হাতে ঢিল নিল এবং সেই ঢিল ছুরেও মারলো, কিন্তু সেই ঢিল কখনো তাদের নিজের গায়ে পড়বে না, পড়বে গিয়ে ফরিদ মিয়ার টিনের চালে, কখনো ফরিদ মিয়ার বৌ এর মাথায়, কখনো তার বাবার বুকে, আবার কখনো তার ছোট ২ বছরের বাচ্চাটার উপর। মাঝে-মধ্যে শমসের আলীর বৌ-দের এই কান্ড-কারখানায় ফরিদ মিয়ার দুই একজন ঘরের লোক প্রাণও হারায়। তাতেও শমসের আলীর বৌদের কোন বিকার নেই। কারণ তারা মনে করে ফরিদ মিয়ার ঘরে লোকের ত আর অভাব নেই, দুই একজন লোক মরলে আর কি বা হবে। আর হলেই বা কি তাতে শমসের আলীর দুই বৌ-এর কোন কিছু যায় আসে না। তাদের কার্য ত সীদ্ধ হচ্ছে। ফরিদ মিয়ার এতে কে মারা-গেল কার, ক্ষতি হল সেটা দেখার সময় কোথায়। অথচ এই ফরিদ মিয়াই সবসময় শমসের আলী যখন তাদের বৌ-কে তুলা পেটা করতে থাকে তখন বাঁচাতে যায়। তাতেও কখনো শমসের আলীর দুই বৌ-এর নূন্যতম সহানুভূতীটুকু ফরিদ মিয়ার জন্য দেখা যায় না।

আমাদের রাজনীতির অবস্থাটাও ঠিক শমসের আলীর দুই বৌ আর গো-বেচারা ফরিদ মিয়ার গল্পের মতই সত্য। এখানে ফরিদ মিয়ার এক বৌ হল আওয়ামিলীগ এবং অপরটি হল বিএনপি। আর ফরিদ মিয়ার গোটা পরিবার হল ম্যাঙ্গু-পিপল বা আম-জনতা বা সাধারণ মানুষ।
বিএনপি-আ’লীগ যাই করুক না কেন ভোগ করতে হবে এই সাধারণ মানুষ কে। কারণ ত একটাই প্রতি নির্বাচনে জান-মালের ঝুঁকি নিয়ে তাদের বিজয়ী করতে হাসি মুখে ছুঁটে যায় এই সাধারণ মানুষগুলো। অথচ এই সাধারণ মানুষগুলো বারবার ভুলে যায় আপাত দৃষ্টিতে ভোট কেন্দ্রে আ’লীগ-বিএনপি-এর দুটি ভোট বাক্সের প্রকৃত থলে কিন্তু একটিই। সেখানেই ভোট দেন না কেন এক থলেতেই যাবে। শুধু নামটা হয়ত পাঁচ বছর পর-পর পরিবর্তন হয়, কাজটা না।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৩

আলী আহামমদ (সুমন) বলেছেন: নিরুপায় ফরিদ মিয়া।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৮

ই. আলম বলেছেন: নিরুপায় ফরিদ মিয়ার ঠিক পাশেই আমাদের অবস্থান। সুমন ভাই

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৭

মীর সজিব বলেছেন: আমরা হচ্ছি নিরুপায় ফরিদ এর মতো

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৯

ই. আলম বলেছেন: ১০০% সত্য @ সজিব ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.