নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

‘আমি পথভোলা এক পথিক এসেছি। সন্ধ্যাবেলার চামেলি গো, সকালবেলার মল্লিকা আমায় চেন কি।’

এনামুলহক ভূঁইয়া

ফাল্গুন প্রাতের উতলা গো, চৈত্র রাতের উদাসী

এনামুলহক ভূঁইয়া › বিস্তারিত পোস্টঃ

ডগি বল

৩১ শে মার্চ, ২০১৪ ভোর ৫:০৯

ডগি বল হল এক ধরণের খেলনা বল যা দিয়ে পোষা কুকুরের সাথে খেলা হয়। পশ্চিমাদেশে এ খেলা বেশ প্রচলিত। বাজারে কুকুরের পায়ের ছাপ দেয়া বল পাওয়া যায় যাকে ডগি বলে। বলটি ছুড়ে দিলে কুকুর তা নিয়ে খেলা করে, আবার মনিবের কাছে নিয়ে যায়। মনিব আবার ছুড়ে মারে। এভাবে খেলা চলতে থাকে। রাজনীতিতে এমন ডগি খেলা চলে। একদল একটা সত্য অথবা মিথ্যা বাজারে প্রচার করে দেয়, অন্যদল সেটা নিয়ে কিছুদিন কপচাইতে থাকে, পরে ক্ষ্যান্ত দেয়। প্রথমোক্ত দল আবার একটা বাজারে(রাজনীতির বাজার) চাউর করে দেয়। অপরদল আবার কপচাইতে থাকে।



গতকিছু দিন ধরে আমাদের দেশে রাজনীতিতে ডগি খেলা চলছে। আর এই খেলায় মেতে আছে দু’টি জোট। একজোট ধর্মের ঝান্ডাধারী বিড়াল তপস্বী। অপর জোট চেতনার ব্যবসায়ী। এক্ষেত্রে একটি জোট লীডে আছে। কিছুদিন আগে বাজারে নাস্তিকের মূলা ছেড়ে দেয়া হল।অতঃপর নিজেকে আস্তিক প্রমাণের জন্য ইঁদুর দৌড় শুরু হল। ইত্যবসরে বাজারে তেঁতুল আসিল। অতঃপর বাজার কিছুটা পড়িয়া গেল।



বাজারে চন্দ্র বিজয়ের কাহিনী আসলো। ওটা ভুল প্রমাণের জন্য অনেক কসরৎ করতে হল। তথাপি এর রেশ রয়ে গেল। এবার বাজারে আসিল ঐতিহাসিক প্রতিশোধ “প্রেসিডেন্ট নামা”। এটা নিয়ে তোলপাড় চলছে। যাহারা এই ডগি বল ছুড়েছেন তারা জানেন এটা খেলা। কিন্তু চেতনার ব্যবসায়ী বুদ্ধিজীবীরা লুঙ্গী উল্টাইয়া ঘূর্ণাবর্তের কাঁঠাল পাতা ধরার জন্য মাঠে ঘাটে ছুটাছুটি করে মাথা খুঁটে মরছে। ঘূর্ণাবর্তের কাঁঠাল পাতা চোখ বেঁধে লুঙ্গী খুলে বাম হাতে ধরতে হয়। এইটুকু বুদ্ধি যদি না থাকে চেতনার ব্যবসা গুটিয়ে পাকা মরিচের ব্যবসা করেন, হাঁচি আর কাশি লাভ হবে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৪ সকাল ৮:৫৮

এন ইউ এমিল বলেছেন: যথার্থই বলিয়াছেন হে ভ্রাতা B-)) B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.