নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

‘আমি পথভোলা এক পথিক এসেছি। সন্ধ্যাবেলার চামেলি গো, সকালবেলার মল্লিকা আমায় চেন কি।’

এনামুলহক ভূঁইয়া

ফাল্গুন প্রাতের উতলা গো, চৈত্র রাতের উদাসী

এনামুলহক ভূঁইয়া › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার স্ক্যানিং রিপোর্ট

০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫০

Chang Po তার ভালবাসার Meilan-কে বলেছিল “Since the heaven and earth were created, you are made for me and I was made for you and I will not let you go.” (Yutang, 1954). এখন তবে Passenger - Let Her Go

যুগে যুগে ভালবাসার উপাখ্যানের শেষ নেই। রোমিও-জুলিয়েট, পেরিস-হেলেন, অরপিয়াস-ইউরিডায়িস, অ্যাবেলার্ড-এলোয়িস, ট্রয়িলাস-ক্রেসিডা, ত্রিস্তান-ইজাল্ট, শিভা-সতি, লাইলী-মজনু, ইউসূফ-জুলেখা, শিরি-ফরহাদ অথবা পার্বতী-দেবদাস, নতুবা অমিত-লাবণ্য ইত্যাদি-ইত্যাদি। সখি ভালবাসা কারে কয়? সেকি কেবলি যাতনাময়, কেবলি চোখের জল, নাকি ছল।

সে এক বড় রহস্য। যার কুলকিনারা নাই। শেক্সপিয়ার, As You Like It-এ “What ‘tis love?” এই প্রশ্নের উত্তর খুঁজেছেন।



ভালবাসার কেমেস্ট্রি আছে। ছবি ব্যবসা সফল হয়নি, নায়ক-নায়িকার কেমিস্ট্রি ভাল না। স্বামী-স্ত্রীতে ডিভোর্স, তাদের কেমিস্ট্রি ভাল না। ভালবাসার বায়োলজি আছে, পরিসংখ্যান আছে, আছে নিউমারোলজি। ভালবাসার জিওগ্রাফি ও ইতিহাসের খোঁজ-খবর অনেকে রাখেন। কিন্তু ভালবাসার ফিজিক্স কই। দিন বদলে যাচ্ছে। ভালবাসার সকল রিপোর্ট দিবে ফিজিক্স।



সৃষ্টির বড় রহস্য মানুষ। মানব মস্তিষ্ক যার একমাত্র কারণ। মস্তিষ্কের রহস্য উদঘাটন করবে নিউরোসায়েন্স। আর এই নিউরোসায়েন্সের বড় একটা অংশ জুড়ে আছে ফিজিক্স। যার অবিচ্ছেদ্য অংশ হল ফাংশনাল এম আর আই (fMRI)। মানব মস্তিষ্কের ফাংশনাল কানেকটিভিটি বের করবে fMRI. ইতিমধ্যে কিছুটা সফল হয়েছে। তাছাড়া, মস্তিষ্ক প্রসূত ভালবাসার ব্যবস্থা-তথাঃ লালসা, আকর্ষণ, বন্ধন ও ভোগ ব্যাখ্যা করবে ফাংশনাল এম আর আই । এমনকি, প্রেম, প্রেমময় ভালবাসা, ভালবাসায় পাগলপারা, কাম-ভালবাসার আবেদন ও নিবেদন, সঙ্গী নির্বাচন ও প্রত্যাখ্যান, ভালবাসার আসক্তি ও স্থায়িত্ব এসবের ব্যাখ্যা করবে ফাংশনাল এম আর আই।



Everywhere people sing for love, pray for love, work for love, live for love, kill for love, and die for love (Sue Carter).

সুতারাং ভালবাসুন। ভালবাসায় হাবুডুবু খাবার আগে ভালবাসার কেমিস্ট্রি জানুন। ভালবাসার কেমিস্ট্রি জানতে ফিজিক্সের রিপোর্ট নিন। স্ক্যানিং রিপোর্ট।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.