নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

‘আমি পথভোলা এক পথিক এসেছি। সন্ধ্যাবেলার চামেলি গো, সকালবেলার মল্লিকা আমায় চেন কি।’

এনামুলহক ভূঁইয়া

ফাল্গুন প্রাতের উতলা গো, চৈত্র রাতের উদাসী

এনামুলহক ভূঁইয়া › বিস্তারিত পোস্টঃ

শিক্ষাসচিব সমীপে

০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:১১

উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো আমাদের মজ্জাগত। মানুষের পরিবর্তে যদি কোন যন্ত্র বা সফটওয়্যার বা সিস্টমের উপর দোষ দেয়া যায় তবে কেল্লাফতে। কথায় আছেনা নাচতে না জানলে উঠান বাঁকা। আমাদের করিৎকর্মা তথা বিশ্বকর্মা শিক্ষাসচিব ছক্কা মারতে গিয়ে নাকি উইকেট হারিয়েছেন। যত দোষ ঔ নন্দঘোষ সফটওয়্যারের। ভাগ্যিস, কম্পিউটার ও সফটওয়্যার কথা বলতে পারে না, না হয় প্রতিবাদ করতো। আর যাই হোক যন্ত্র ও সিস্টেম প্রতারণা করতে জানেনা। যেমন ইনপুট দিবেন তদানুসারে আউটপুট পাবেন।

ধরে নিলাম মেয়েদের কলেজে ছেলেরা ঈভ টিজিং করতে গেছে সফটওয়্যারের ভুলে অথবা ছেলেদের কলেজে মেয়েরা গেছে এডাম টিজিং করতে, নতুবা প্রেম করতে গেছে সিস্টেমের ভুলে। কিন্তু বিজ্ঞান কলেজে বাণিজ্যের ছাত্র-ছাত্রীরা কি ব্যবসা করতে গেছে? আচ্ছা বিজ্ঞান কলেজে না হয় বাণিজ্য চালু করে দিবেন। তয় যেখানে কলেজ নাই সেখানে ছাত্র-ছাত্রীরা ভর্তি হতে গেল কেন? তবে কি সেখানে নতুন কলেজ করে দিবেন?

মাননীয় শিক্ষাসচিব, অবলা সিস্টেম বা কথা না বলা কম্পিঊটারের দোষ না দিয়ে শিক্ষামন্ত্রীর মত সহজভাবে স্বীকার করুন আপনার কাছে হালনাগাদ তথ্য নেই। আপনি জানেন না বাংলাদেশে কয়টি কলেজ আছে, কোন কলেজে বিজ্ঞান আছে ব্যবসা নেই বা কোন কলেজে মেয়ে যায় না ছেলে যায়।কোন কলেজ বন্ধ হয়ে গেছে বা কোন কলেজ বিশ্ববিদ্যালয় হয়ে গেছে।

হোয়াইট হাউজের কালো বিড়ালের কয়টি ছানা সে খবর না নিয়ে বাংলাদেশে কয়টি থানা সে খবর নেন। কারণ এটাই আপনার কাজ। আর না পারলে শিক্ষামন্ত্রীর মত অকপটে ক্ষমা চেয়ে নিন। জানিনা আপনার ছেলেমেয়েরা কোথায় পড়ে। যদি বাংলাদেশের কোন প্রতিষ্ঠানে পড়ে তবে বাসায় গিয়ে তাদের কাছে নিজের কৃত কর্মের জন্য অনুতপ্ত হোন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৪

বিজন রয় বলেছেন: নতুন লেখা দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.