![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফাল্গুন প্রাতের উতলা গো, চৈত্র রাতের উদাসী
গোধূলিবেলার আকাশ ভাল।
সন্ধ্যাবেলার বাতাস ভাল।
রাতেরবেলার আঁধার ভাল।
সকালবেলার রৌদ্র ভাল।
বৃষ্টি ঝরা দুপুর ভাল।
নিকষ কালো আঁধার ভাল।
ভর দুপুরে রোদের ঘোরে
ভীষণভাবে ঘামতে ভাল।
গুলিস্তানের জ্যামের মাঝে
ধর্য ধরে মানতে ভাল।
মুড়ির টিনের বাসের ভিতর
ঠায় দাঁড়িয়ে ঘামতে ভাল।
ন্নানু মিয়ার বিরানী ভাল।
শমসের আলীর খিচুড়ি ভাল।
মামা হালিম চাটতে ভাল।
ফুটপাত ধরে হাঁটতে ভাল।
রফিক চাচার চাটনি ভাল।
শফিক চাচার ঘুঁটনি ভাল।
পুরি ভাল মুড়ি ভাল।
ঝালমুড়ি চাখতে ভাল।
শাহবাগের পুচকা ভাল।
চারু কলার গাঁজা ভাল।
পোলাও ভাল কোর্মা ভাল।
নিরব হোটেলের দোর্মা ভাল।
©somewhere in net ltd.