![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষমতারোহনের পথ গণতান্ত্রিক হলেও ক্ষমতায় গেলে চোখ অন্ধ হয়ে যায়। ‘গণতন্ত্র’ নামক শব্দটিকে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে মূলো হিসেবে ধরা হয়। যখন তখন মূলোটি এর ওর সামনে ধরা হয়। কাজ হয়ে যায়। জনগণ যা বোঝার বুঝে যায়। কিন্তু শান্ত জনগণ অনেকটা ঢেউ বিহীন সমুদ্রের মত। এটা যে পরবর্তী ঝড়ের পূর্বাভাস সেটা শাসকরা ভুলে যান। ক্ষমতাসীনরা তখন ক্ষমতার হাতের পুতুল মাত্র।
গণতন্ত্র যে একটি মূল্যবোধ, গণতন্ত্রে যে ভিন্নমত ও বিরোধি পক্ষ অত্যন্ত মূল্যবান সে কথা মনে থাকে না। বলা ভালো গণতন্ত্র এগুলো ছাড়া নিষ্ফল। গণতন্ত্র নিয়ে কাজ করতে হলে এগুলো আগে শিখতে হয়, অনুশীলন করতে হয়। কিন্তু অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে গণতন্ত্রের প্রথম বিপদটা আসে পরিবারতন্ত্র থেকে। দেশ শাসনে পরিবারতন্ত্র ছিল রাজতন্ত্রের চাবিকাটি। শ’ শ; বছরের রাজতন্ত্রের শাসনামল দাঁড়িয়ে ছিল এই পরিবারতন্ত্রের হাত ধরে। এখনকার গণতন্ত্রের মুখোশধারীরা ডুব দিয়ে জল খাওয়ার মত সেই রাজতন্ত্রের ক্ষুদ্র সংস্করণটিকেই আঁকড়ে ধরতে চান। সেটাকে গণতন্ত্রের পোশাক পরিয়ে পরিবারতন্ত্রটিকে কাজে লাগাতে চান।দিনের পর দিন ভিন্নমত, বিরোধীপক্ষকে উপেক্ষা ও দমন করার ফল যখন বিপজ্জনক হয়ে পড়ে তখন তূণের অন্যতম শক্তিশালী অস্ত্র মাফিয়াতন্ত্রের হাতে কিছুটা ক্ষমতা তুলে দেয়া হয়। এই মাফিয়াতন্ত্র কী এবং কেমন জিনিশ অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলো মানুষ হাড়ে হাড়ে টের পায়। কিন্তু এই মানুষই যে শেষ কথা বলে তার উদাহরণ যেমন প্রচুর এবং বলা বাহুল্য তার ইতিহাসসিদ্ধ সত্য। একদিন যে শাসক জনগণের নয়নের মণি ছিলেন তিনিই রাতারাতি হয়ে পড়ে চোখের বালি। শুরু হয় পতন।
চোখের সামনে কি এমন পতনের উদাহরন আছে?
@রাজা সরকার।
'যা মনে আসে'
©somewhere in net ltd.