![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]
বাঁচতে চায়
বেঁচে থাকে
ফিরে আসে মেয়েটা
ছবিটা দেখছি আর চোখ মুছে গেছি
২
সুসভ্য হৃদয়বানের ভিড় হয়েছে। চোখ মুছে যাচ্ছে সব
কংক্রিটের জরায়ূ থেকে বের হয়ে আসার পর,
বাক্স বাক্স সতেজ দেশলাই নিভে যাবার পর,
ওর দেহের প্রাণ থাকার কোন কৃতিত্ব আপনাদের নেই
ওর বেঁচে থাকার কোন কারণ আপনাদের নেই
অলৌকিক বলে কাঁদার অধিকার আপনার নেই
কি করে বেঁচে থাকলো সে বিস্ময় জানার অধিকারও আপনার নেই
৩
কোন রেকর্ড গড়েনি রেশমা, আগে আগে বের হয়ে দিল সব নষ্ট করে
এখনো তিন নম্বরে, ইশ যদি আরো কয় দিন রেখে দেয়া যেত, অলিম্পিকের মত খাদ্যহীন বেঁচে থাকার
রেকর্ড হয়ে যেতে পারতো,
গিনেজের লোকজন ফিরেই গেল ঘরে, সাংবাদিকের মন ভার
আশা থাকে এরকম দূর্ঘটনা আরো হবে,
তখন ফের বিশ্বকে দেখাবো
দম খাদ্য কিছুই লাগে না, উপরে লোহার ইট-রড-পাথর ফেলে দিলেও মেঝেতে পড়ে থাকা পঁচা খাবার খেয়ে থ্যাতলানো ইঁদুরের চেয়ে দীর্ঘজীবি হয়ে থাকতে জানে সেলাই শ্রমজীবি।
("প্রভূ! আপনাকেও জ্যান্ত কবরে পুঁতে স্টপওয়াচ ধরে থাকতে পারতাম যদি দমের একখানা রেকর্ড গড়তে")
-
ৃড্রাফট ১.০/ না কবিতা, হয়তো স্ট্যাটাস
২| ১০ ই মে, ২০১৩ রাত ১১:৫৮
একজন আরমান বলেছেন:
৩| ১১ ই মে, ২০১৩ রাত ১২:২৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
১৭দিন মৃত্যুর দোয়ারে থেকে থেকে আলোর মুখ দেখা, বিস্ময় ও আনন্দের।
কিন্তু উনিই জানেন, প্রতিটা সেকেন্ড কত যুগব্যাপী ছিলো।
কতটা বৃহদ ছিলো অন্ধকারের প্রতিটি কণা।
এতোটা সয়ে যে আলোর ধারায়, তার বাকিটা জীবন খুব সুখ দিও ঈশ্বর।
৪| ১১ ই মে, ২০১৩ রাত ১:৩৬
হাসান মাহবুব বলেছেন: খুব করে আশা করছি রেশমার এই ফিরে আসাটা বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর প্রতীকি ইঙ্গিত হোক।
৫| ১১ ই মে, ২০১৩ রাত ১:৫১
আমিনুর রহমান বলেছেন:
দম খাদ্য কিছুই লাগে না, উপরে লোহার ইট-রড-পাথর ফেলে দিলেও মেঝেতে পড়ে থাকা পঁচা খাবার খেয়ে থ্যাতলানো ইঁদুরের চেয়ে দীর্ঘজীবি হয়ে থাকতে জানে সেলাই শ্রমজীবি।
অসাধারণ +++
৬| ১১ ই মে, ২০১৩ ভোর ৪:১৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
+++++++++++++++
৭| ১১ ই মে, ২০১৩ ভোর ৫:৩৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
রেকড চাই না। আমাদের শেলাই দিদিমনিরা ভালো থাক।
রেশমার বেঁচে থাকাটা যেমন মিরাক্যাল, তেমনি একটা মিরাক্যাল চাই এদেশে। আমাদের দেশটা ঘুরে দাঁড়াক।
৮| ১১ ই মে, ২০১৩ সকাল ৯:৪৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: ছবিটা দেখছি আর চোখ মুছে গেছি
৯| ১১ ই মে, ২০১৩ সকাল ১০:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: সুসভ্য হৃদয়বানের ভিড় হয়েছে। চোখ মুছে যাচ্ছে সব
কংক্রিটের জরায়ূ থেকে বের হয়ে আসার পর,
বাক্স বাক্স সতেজ দেশলাই নিভে যাবার পর,
ওর দেহের প্রাণ থাকার কোন কৃতিত্ব আপনাদের নেই ।
ভাল লাগলো ।
১০| ১১ ই মে, ২০১৩ বিকাল ৩:৫৫
সায়েম মুন বলেছেন: রেশমার ফিরে আসাটা মিডিয়া বাজারে নতুন রসদ জুগিয়েছে। এর থেকে আমাদের মনে কোন দাগ কাটবে না। কাটলেও সে দাগ মুছে যাবে নতুন কোন মোটাদাগে।
১১| ১১ ই মে, ২০১৩ রাত ১১:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
মন খারাপ হয়ে গেল কেন
১২| ১৩ ই মে, ২০১৩ রাত ১০:১২
সানজিদা হোসেন বলেছেন: কষ্ট
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০১৩ রাত ১১:১৪
সোহাগ সকাল বলেছেন: বাট ইট কুড বি #১ ওয়ার্ল্ড রেকর্ড!!!