নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মডারেশনের সকল অস্বচ্ছ সিদ্ধান্তের প্রতিবাদ জানাই

জীবন চলে যাচ্ছে, এইতো

একলা একজন

মডারেশনের সকল অস্বচ্ছ সিদ্ধান্তের প্রতিবাদ জানাই

একলা একজন › বিস্তারিত পোস্টঃ

প্রেমের অন্তরঙ্গ মূহুর্ত মানুষ ভিডিও করে কেন?

০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১৬

টেকনোলজির যুগে ভিডিও এবং ছবি তোলার গ্যাজেট মানুষের হাতের নাগালেই। কিন্তু যে প্রেম আবেগের-উত্তেজনার সেখানে এইসব মানুষ ভিডিও করে/ছবি তুলে কেন?



বিশেষত: আমাদের মত কনর্জাভেটিভ সমাজে এই ধরণের ভিডিও/ছবির কুফল সম্পর্কে সবাই জানার পরেও?



ছড়িয়ে পড়া এই ভাইরাস এর ব্যাপারে সবাই সজাগ তো? সেদিন দূরে নয় যেদিন দেখবেন আপনার পরিবারের কারোরই ভিডিও/ছবি আপনার মোবাইল/কম্পিউটারে চলে এসেছে।



সাধু সাবধান।

মন্তব্য ১৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১৯

আশিকুল খান (মাহি) বলেছেন: যারা ভিডিও করে - তারা জেনে শুনেই করে । আর, দেশের বোকা মেয়ে গুলো এই ফাদে পা দেয় !!

আসল কথা হচ্ছে, যে ছেলেরা এমন মূহুর্ত ভিডিও করে (প্রেমিকার সাথে) তাদের ওইটা প্রেম না । ভন্ডামী এবং ব্ল্যাক্মেইল করার ইচ্ছা থেকেই করে ।

লেখককে ধন্যবাদ ।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:২০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সত্যি কইলাম, আমার মাথায়ও এইডা ঢুকে না, আকাম কুকাম করতাছস, সেইটা আবার ভিডিও করছ ক্যা??

আর প্রভার মত একজন সেলিব্রেটির এই ব্যাপারে আরো সতর্ক থাকা উচিত ছিল। ওর মত বলদা মার্কা পাবলিক মিডিয়াতে মনে হয় আর নাই!!! :| :|

০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:২৫

একলা একজন বলেছেন: প্রভার বিষয়টিই কি প্রথম? অনলাইন বাংলা এডাল্ট সাইটগুলোতে যেয়ে বাংলাদেশ সার্চ দিলে এখন কমপক্ষে ২০০ টা সার্চ রেজাল্ট পাবেন। প্রভা মিডিয়ার লোক বলে আলোচনা হয়ত বেশি। কিন্তু, সাধারণ আমজনতা যারা এদের উপরেও কি ধকল কম যায়? আমি অন্তত: দুটো ঘটনা জানি, একটিতে মেয়ে আত্মহত্যা করে, অন্যটিকে মেয়েটিকে বিদেশে পাঠিয়ে দেয়া হয়।

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:২৮

বিনিদ্র ~ রজনী বলেছেন:
আমার কাছে এটা মানসিক বিপর্যয় মনে হয়। নিচে আমি লিখছিলাম এটা নিয়ে

চলমান সেলিব্রিটি ক্যাচাল ও সাম্প্রতিক সম্পর্ক সমূহের ব্যবচ্ছেদ

আর মাহি ভাই -আগে বোকা মেয়েরা পড়ত। আর এখন মেয়েরা জেনে শুনেই পড়ে। আমার উপরের লেখাটা পড়লেই বুঝবেন

০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৫০

একলা একজন বলেছেন: এটা এখন স্কুল, কলেজ, ভার্সিটি, শিক্ষিত, অশিক্ষিত সব জায়ড়ায় ছড়িয়ে গেছে। মানসিক বিপর্যয় না সংস্কৃতির বিপর্যয় এটা নিয়ে ডিবেট হতে পারে। কিন্তু এটা বড় ধরণের বিপর্যয়ই।

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৫৩

আশিকুল খান (মাহি) বলেছেন: @ রজনী ভাই - আমি এখনকার মেয়েদের নিয়ে কোন কমেন্ট করতে চাচ্ছি না। তাহলে, নামের সাথে নারী বিদ্দেশী খেতাব জুটবে :p

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:০৮

রবিনহুড বলেছেন: ভিডিও গুলো উভয়ের সম্মতিতেই করা হয়। যাখন প্রকাশ করা হয় তখন নারীদের নিয়ে সবাই ছি ছি করে... ওই ভিডিও গুলোতে কি ছেলেদের যৌনাঙ্গ প্রকাশ পায় না? তা হলে ছেলেটা সেইফ সাইডে রইল কেমন করে?

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:১৭

থাবা_বাবা বলেছেন: ঐগুলাকে প্রেম বলেন আপনি??? আশ্চর্য!!!

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৩৩

বিবেক বিবাগী বলেছেন: এসব দৃশ্য ভিডিও করে রাখে যাতে অনেকদিন পর তারা নিজেরা এসব দৃশ্য দেখে কিছুটা নিষিদ্ধ আনন্দ পায়। আগে স্টিল ছবি রাখতো, এখন হয়তো ভিডিও রাখে। বর্তমান সমাজ ব্যবস্থায় মেয়েরাই এসব ভিডিও প্রকাশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আমার মনে হয়, মানসিকভাবে অনেক অনেক গভীর সম্পর্কে জড়ানোর আগে (যাতে বুঝতে পারে, যাকে সে ভালোবাসছে, তার আসল রূপ কি) কখনও শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়া ঠিক না। সাময়িক আনন্দের দাম শুধু যে নিজেদেরকেই দিতে হয়, তা তো না, পুরো পরিবার কেই ভয়ানক ভাবে দিতে হয়।

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৩৫

স্বাধীনতা আমি বলেছেন: আমার একটা প্রশ্ন আছে এই বিষয়ে, ধরা যাক আজ থেকে ১২-১৪ বছর পর প্রভার ছেলে মেয়ে এই ভিডিওগুলো ইন্টারনেটের কল্যাণে দেখলো, তাদের কি তখন যৌন অনূভূতি হবে?

৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৪০

আকাশ_পাগলা বলেছেন: পিকনিকে গেলে খুশির মুহূর্তটা ধরে রাখতে সবাই যেমন ছবি তোলে। এ ব্যাপারটাও তেমন।

কারও বাচ্চা যখন প্রথম হাঁটতে শেখে, সারাদিন যেমন খুশিতে বাচ্চা তোলে, এ ব্যাপারটাও তেমন।

কোন কিছু নিয়ে মানুষ খুশি থাকলেই সেটাকে ফ্রেম বন্দী করতে চায়। এসব ভিডিওতে কখনও দেখবেন না যে, চরিত্রগুলোর মন খারাপ।

আর কোনটা উচিত অনুচিত, বৈধ অবৈধ উত্তেজনায় মানুষের সে বোধ লোপ পায়। পৃথিবীটা মনে হয় নিজের জন্য। মনে হয়, দুনিয়ায় নিজেরা বাদে আর কেউ নাই। বৈধ অবৈধ নিয়ে ইদানীং মানুষ ভাবে না। উচিত অনুচিত ভেবে কয়টা মানুষ সিগারেট ছাড়ে? যারা টানে, তারাও জানে এটা অনুচিত। তাও মনে করে এমন বেশি কোন খারাপ কাজ না। তাই তারা সিগারেট টেনেই যায়। এই কেসেও সেইম ব্যাপার।

এখনকার যুগে কাউকে বিশ্বাস করার জো নাই। তবুও মানুষ বিশ্বাস করে প্রিয়জনদের। কিছু করার নাই।


১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৪১

গোলন্দাজ বলেছেন: সচেতনতার কোন বিকল্প নাই। ছেলে-মেয়ে দুইজনের ক্ষেত্রে প্রযোজ্য।

১১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:০৩

নীল_১৭ বলেছেন: প্রশ্নটা আমারো .. .

১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:০৯

এক্স বলেছেন: পর্নোগ্রাফি ভিডিও এই পারভার্ট কালচারের জন্য দায়ী.

১৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১০ ভোর ৫:৫১

ভাবুক সাহেব বলেছেন: আজকাল মেয়েদের মনে প্রেম বেশি , শরিরে সেক্স বেশি । Climate change এর প্রভাব!!!!!!!!!!! প্রেম করতেই হবে, প্রেম করলে সেক্স করতেই হবে ।সেক্স করলে ভিডিও করতে হবে ।
লেখকের সাথে আমি একমত ।অনলাইন বাংলা এডাল্ট সাইটগুলোতে যেয়ে বাংলাদেশ সার্চ দিলে এখন কমপক্ষে ২০০ টা সার্চ রেজাল্ট পাবেন।

১৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ৮:১৫

জন ঢাকা বলেছেন: প্রশ্নটা আমারো .

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.