নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু বিষাদ হোক পাখি।

একলা ফড়িং

যে মেয়ে দুচোখে আকাশ ভরে রাখে, যার গায়ে এতো মেঘজামা তাকে তুমি কি রঙ শেখাবে? তাকে তুমি কি নদী বোঝাবে?

একলা ফড়িং › বিস্তারিত পোস্টঃ

বহুদূরে ফেলে আসা ক্ষণিক সে বালিকাবেলা...

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৫





ছোটবেলায় আব্বুর চাকরির কারনে বিভিন্ন সময়ে খুলনা থেকে দূরে থাকতে হয়েছে। দেড় দুই বছরে একবার খুলনায় বেড়াতে আসতাম তখন। দুই চাচা থাকতেন খুলনায়। দু’চার বছর বয়সের গোটা তিনেক চাচাতো ভাই এর একটা বোন ছিল। এই ভাই বোনগুলো সবাই মিলে আমাকে অনেক পঁচাতো। ফাজিলের হাড্ডি ছিল একেকটা। আর আমিও বরাবরই একটু গাধা টাইপের ছিলাম বলে ওরা সুযোগটা আরও বেশি পেত। খুব সহজেই বিভিন্নভাবে আমাকে বোকা বানিয়ে ওরা অনেক মজা নিত। ওদের সাথে ঠিক খাপ খাওয়াতে পারতাম না নিজেকে। নিজেকে মানিয়ে নিতে যতো সময় লেগে যেত ততোদিনে আমাদের ফিরে যাওয়ারও সময় হয়ে যেত।



বিকেলে বাড়ির সামনের মাঠে সবাই মিলে বউছি, ডাংগুলি, সাত চারা, দাড়িয়াবাঁধা আরও অনেক কিছু খেলত। আমি খেলাধুলা তেমন ভালো পারতাম না। দুই দলে ভাগ হয়ে যেসব খেলা খেলতে হতো তাতে আমাকে কেউই দলে নিতে চাইতো না! আর যে খেলায় কোন দল নেই, সবাই সমান, সেসব খেলায় ওরা যুক্তি করে আমাকে চোর বানিয়ে মজা নিত! পারতাম না দেখে পরে আর নিজেও খেলতে চাইতাম না। চুপচাপ এক পাশে দাঁড়িয়ে থেকে ওদের খেলা দেখতাম। তাতেও শান্তি ছিল না, আমার চেয়ে বয়সে বছর খানেকের ছোট যে ভাইটা ছিল, ও ইচ্ছে করেই দৌড়ের সময়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিত, কিংবা খেলার গুঁটি বা বল ছুঁড়ে মারত আমার দিকে প্রায়ই। আমি আবার কখনো কারো নামে কোথাও নালিশও করতাম না! আর ওরাও এই সুযোগটা নিয়ে আরও বেশি ফাযলামি করত।



তো এমনই একবার অনেকদিন পর খুলনায় এসেছি। কাজিনরাও কিছু মজা লোটার সুযোগ পেয়ে যারপরনাই খুশি। সুযোগ পাওয়া মাত্রই আমাকে ধরল সবাই মিলে।



- চল একটা প্রশ্নের উত্তর দে, দেখি তোর কতো বুদ্ধি!



সবাই আমাকে ঘিরে ধরে আছে! আমি তো ভাবছি কি না কি প্রশ্ন জিজ্ঞাসা করে আবার! ঠিক মতো উত্তর দিতে না পারলে তো বুদ্ধির পরীক্ষায় হেরে যাব!



- দুই ভাই এক বাড়িতে থাকে, একজনের নাম একিল আরেকজনের নাম দেকিল। একদিন একিল গেলো বাজারে, বাড়িতে কে থাকল বলতো?

আরে এতো সোজা প্রশ্ন!

- দেকিল! বিরাট কনফিডেন্স সহকারে উত্তর দিলাম

সাথে সাথেই ধুমধাম করে পিঠের উপর কয়েকটা কিল বসিয়ে দিল ওরা! আমি তো হতভম্ব! কি হইলো! ব্যথায় চোখে পানি চলে এলেও অনেক কষ্টে কান্না আটকে রাখলাম।



- আমাদের কিন্তু কোন দোষ নাই! তুইই কিল দিতে বলছিস তাই মারছি!

- আমি কখন কিল দিতে বললাম?

- মাত্রই তো বললি দে কিল!

এতক্ষণে ওদের এতো সহজ প্রশ্নের মাহাত্ম্য বুঝতে পারি!



তারপর ওরাই আবার ভাল ভাল কিছু কথা বলে, এটা ওটা কিনে দেয়ার লোভ দেখিয়ে ধানাই পানাই করে কিলের ব্যথা ভুলিয়ে দিল।



খানিকক্ষণ পর বলে - চল, এবার আরেকটা প্রশ্ন!

- আমি আর খেলবনা!

শুনে সবাই মিলে হাসা শুরু করলো। বলে আমি নাকি ভয় পেয়ে গেছি তাই আর খেলতে চাচ্ছিনা! আমার আবার একটু আঁতে ঘা লাগলো।

- আচ্ছা বলো কি প্রশ্ন!

- বলতো, এঘুষি আর দেঘুষি, দুই ভাই। এঘুষি গেলো বাজারে, ঘরে কে থাকলো?

আমি তো এইবার আর এমন বোকামি করব না!

বললাম - কেউ থাকেনা!



ওরা আবারো হাসা শুরু করলো। একজন তো তালি দিয়ে সুর করে বলা শুরু করলো ‘পারে না, পারে না! এতো সোজা প্রশ্ন তাও পারে না ...!’



- আমি পারি। তোমরা আবার ঘুষি দিবা তাই বলিনি।

- আরে না ঘুষি দিব না! আগেরবার তো একটু দুষ্টামি করছিলাম! এবার অন্য একটা মজা দেখাব। তুই উত্তর দে!

- দেঘুষি থাকে!



আর যায় কই! আবারো ধুমধাম কয়েকটা খাইলাম! তারপর আর কোনদিনও এ খেলায় রাজী হই নাই!



সময়ের বয়স বেড়েছে! আমার সাথে সাথে এই কাজিনরাও অনেক বড় হয়ে গেছে। দুজন বিয়ে করেছে, আপুটার একটা ছেলেও হয়েছে। অনেকদিন পর পর ওদের সাথে দেখা হয়, ফরমাল কথাবার্তাই বেশি হয়। অল্প স্বল্প স্মৃতিচারণও হয়। অনেক কিছুই বদলে গেছে, তবে আমি এখনো সেই আগের মতো বোকাসোকাই রয়ে গেছি!





মন্তব্য ১৪০ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪০) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১০

বেলা শেষে বলেছেন: বহুদূরে ফেলে আসা ক্ষণিক বালিকাবেলা...
....really beautifu....

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৯

একলা ফড়িং বলেছেন: ধন্যবাদ বেলা শেষে :) ভালো আছেন তো?

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৭

পাঠক১৯৭১ বলেছেন: আমরা ব্লগে আপনার সাথে একিল-দেকিল খেলতে চাই।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪০

একলা ফড়িং বলেছেন: আমি তো খেলবই না! :| :| অন্য কারো সাথে খেলতে পারেন! ;)

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৩

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: গরমের ছুটিতে ছোটবেলা নানা বাড়ি বেশী যাওয়া হতো। এক খালাতো ভাই ছিলো অনর্থক মাইর দিতো অনেকটা ইচ্ছা হইলো দিয়া দিলাম। বাবার চাকরীর সুবাদের আমারাও কিছুদিন খুলনা ছিলাম। সবচেয়ে ভালো লাগতো খুলনা থেকে বরিশালে স্টিমার এ করে আসা।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৬

একলা ফড়িং বলেছেন: আমার এই কাজিনদের মধ্যে ছোটটা এমন ছিল! খালি মারার সুযোগ পাইলে হইছে একবার! খুলনায় কোথায় থাকতেন? স্টিমারে কখনো চড়ার সুযোগ হয়নি, অনেক ইচ্ছা চড়ার।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৪

মনিরা সুলতানা বলেছেন: আহা শৈশব ।।
আমাদের স্বপ্নময় শৈশব ...

যদিও কিছুটা নির্মম , আশা করছি আপনার আনন্দময় শৈশবের গল্প ও পাবো ।
লেখায় ভাললাগা :)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫৬

একলা ফড়িং বলেছেন: হুম! আহা শৈশব! ঘটনা তখন কিছুটা নির্মম ছিল, কিন্তু এখন ভাবলে মজাই লাগে উল্টো!


ধন্যবাদ আপু, অনেক ভালো থাকবেন :) :)

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩০

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: টাইম মেশথছে।বানিয়ে আবারো শৈশব এ ফিরে যেতে হবে। যান্ত্রিক নগর জীবন একঘেয়েমি হয়ে উঠছে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০১

একলা ফড়িং বলেছেন: যান্ত্রিক নগর জীবন থেকে দূরে যেতে চাই ঠিকই, তবে শৈশবে আর ফিরতে চাই না! শুধু এই নাগরিক কোলাহল ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারলে ভালো হতো!

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩২

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: টাইম মেশিন হবে উপরের লেখাটা , দয়া করে আমার উপরের কমেন্ট টি ডিলেট করে দিয়েন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৩

একলা ফড়িং বলেছেন: সেটা বুঝে নিয়েছি। ডিলিট করতে হলে তো এই কমেন্টটাও করতে হবে! থাক না একটু ভুল, সমস্যা কোথায়? নাকি ডিলিট করতেই হবে?

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৫

মামুন রশিদ বলেছেন: বালিকাবেলায় আপনার কিল ঘুসি খাওয়ার ঘটনা পড়ে মজা পেলাম ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১৯

একলা ফড়িং বলেছেন: এখন তো আমারও মজা লাগে কিন্তু তখন মোটেই মজা লাগত না!


সবসময় অনেক ভালো থাকুন, ভাইয়া।

৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০০

সুমন কর বলেছেন: একিল আর দেকিল নিয়েই লেখাটা। তাই ওটাই ভাল লাগল।

স্মৃতিচারণ জমলো না !! :(

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩৪

একলা ফড়িং বলেছেন: হুম, লেখাটা আসলে একিল আর দেকিল নিয়েই। ওদের গল্পে আসার জন্য একটু ভূমিকা দিতে হলো, ভূমিকাটা কি বেশি বড় হয়ে গেছে?


অনেক ধন্যবাদ সুমন দা! লেখার ভুলগুলো ধরিয়ে দিলে আমার জন্য আরও ভালো হতো।

ভালো থাকবেন :)

৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো লাগলো সাবলীল বর্ননা।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩৬

একলা ফড়িং বলেছেন: ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগল :) অনেক ধন্যবাদ তনিমা, ভালো থাকেবন :)

১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৬

বৃতি বলেছেন: ছোটবেলার স্মৃতিচারণ- ভালো লাগলো :)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩৮

একলা ফড়িং বলেছেন: হুম! স্মৃতিচারণ নিয়ে পোস্ট দেব কি দেব না ভাবতে ভাবতে দিয়েই দিলাম!


ধন্যবাদ বৃতি, শুভকামনা থাকলো :)

১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৫

হাতীর ডিম বলেছেন: আহা !! ছোটবেলার সেই দিনগুলো :( :D

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪১

একলা ফড়িং বলেছেন: আহা! সেই যে আমার নানা রঙের দিনগুলো!


ডিম কি কোনদিন ফুটবে না? :| :P

১২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১৭

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আগের বড় স্টিমার গুলো সব নষ্ট হয়ে গেছে। এখন একটা ছোট টাইপের আছে। গাজি ছিল সবচেয়ে বড় স্টিমার।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪৫

একলা ফড়িং বলেছেন: চড়তেই পারলাম না এখনো! ছোট আর বড় :| বরিশালের বেশ কুয়েকজন ফ্রেন্ড আছে, ওদের মুখে প্রায়ই স্টিমারের গল্প শোনা যায়।

১৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:২৩

সচেতনহ্যাপী বলেছেন: আমাদের মাঝে মানে বড়ভাই এর সাথে শোয়ার সময় একটা চুক্তি হতো।দুজন দুজনকে ১০০বার করে পিঠ চুলকিয়ে দেবো। স্বভাবতই বড় হিসাবে ভাই এর অধিকার আগে। আমি শুরু করে দিতাম।। গুনে গুনে ঠিক ১০০বার শেষ করে,পাশ ফিরে পিঠ পেতে শুলাম। কিন্তু ভাই আর ঘুরে না।ঘুরে দেখি সে গভীর ঘুমে অচেতন। ময়ে ডাকতেও সাহস পেতাম না।। দিনের পর দিন এভাবে ঠকে গেছি।
আপনার ঠকার গল্পটা আমাকে নিয়ে গেলো সেই ঠকার মাঝেও সুখ আর আনন্দের দিনগুলিতে।যা প্রায় ভুলেই গিয়েছিলাম।।অনেক ধন্যবাদ সেই সুখস্মৃতি মনে করিয়ে দেবার জন্য।।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৯

একলা ফড়িং বলেছেন: সুখস্মৃতি মনে করিয়ে দিতে পেরেছি জেনে ভালো লাগলো! আসলে ছোটবেলায় বড়রা নানা ছুতায় ছোটদের ঠকিয়ে নেয়, তখন বুঝতে না পারলেও বড় হয়ে যখন বুঝতে পারে ততোদিনে সেটা সুখস্মৃতি হয়ে যায়!


অনেক ভালো থাকুন, সচেতনহ্যাপী।

১৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৫০

ইমরাজ কবির মুন বলেছেন:
সাবলীল স্মৃৃতিচারণ আমারো ভাল্লাগসে। :)
ছেলেমেয়েরা ছোটবেলায় বোকা-গাধা থাকলে বড় হয়ে কি চীজ হয় সেটা আপনার মাধ্যমে আমি বুঝতে পারলাম ! :-&

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৪

একলা ফড়িং বলেছেন: বড় হয়ে আমি আবার কোন চীজ হয়েছি? :-* :|| B:-) আমিতো এখন আরও বেশি বোকা হয়ে গেছি মনে হয় আমার কাছে :| :|

১৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
চাক্কাওয়ালা স্টিমারগুলো বইয়ের পাতায় দেখে কৌতূহলী হয়ে বড়ভাইকে একদিন জিজ্ঞেস করতাম এগুলো কী। এগুলো হলো রকেট: সদরঘাট থেকে মংলা যায়। বড় হয়েছি কিন্তু সময় করতে পারি নি রকেটে চড়ার। এখনও কি রকেট চলে?

একিল দেকিল-এর বালিকাবেলা ভালো লাগলো। সোনালি দিনগুলো কই!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪০

একলা ফড়িং বলেছেন: হ্যাঁ সেই রকেটগুলো এখনো আছে! বাড়ির পাশের রূপসা ঘাট থেকে রোজ সকালে ছেড়ে যায়, তবুও কখনো চড়া হয়নি!


সোনালী দিনগুলো খাঁচা ছেড়ে উড়ে গেছে একে একে!


ধন্যবাদ মইনুল ভাই, ভালো থাকবেন।

১৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৭

ভারসাম্য বলেছেন: ভাল লাগল।

দেগুঁতা ( প্লাস বাটনে) :D

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৪

একলা ফড়িং বলেছেন: হাহা! এই গুঁতা দিলে ঠিক আছে B-)



থ্যাঙ্কু! :) :)

১৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৯

ইমরাজ কবির মুন বলেছেন:

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৭

একলা ফড়িং বলেছেন: আমার নেটের যেই স্পিড! :-P ডাউনলোডিং X(


গানের জন্য থ্যাঙ্কু :)

১৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :D :D :D :D

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১০

একলা ফড়িং বলেছেন: আমার মাইর গল্প শুনে এতো হাসা ঠিক না কিন্তু ! :| :|

১৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
স্মৃতিচারণ বরাবরই সুন্দর।
পাঠক কে ও তার অতীত দিনে ফিরিয়ে নেয়।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৮

একলা ফড়িং বলেছেন: হুম স্মৃতিচারণ সবসময়ই সুন্দর!


ধন্যবাদ দূর্জয় ভাই, অনেক ভালো থাকবেন :)

২০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৪

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: হাহাহাহাহা । পড়ে হেসে ফেললাম , কতই মজারই না ছিল শৈশব । ভালো লাগলো পড়ে । কিন্তু জমাট বাধার আগেই তো শেষ করে দিলেন । কোনও একটা ঘটনা দিয়ে শুরু করে ভূমিকাটা যদি একটু পড়ে আনতেন তাহলে আরেকটু রসোত্তীর্ণ হতো । যাই হোক, ভালো লেগেছে । শুভেচ্ছা জানবেন । :)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৩

একলা ফড়িং বলেছেন: আসলে শুধু একিল দেকিলের গল্পই শেয়ার করতে চাচ্ছিলাম। কিন্তু ঠিক করে গুছিয়ে লিখতে পারলাম না। পোস্ট দেয়ার সময়ও সেটাই মনে হচ্ছিল, কি করলে ঠিক গুছানো যায় সেটাও ভেবে পাচ্ছিলাম না!


ভুলগুলো ধরিয়ে দেয়ার জন্য অনেক ধন্যবাদ :) ভালো থাকবেন :)

২১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সাবলীল লিখেছেন।

বড় পরিসরে হলে অনেক ভালো হতো এবং আরও মজার স্মৃুতিও জানতাম।

ভাল থাকবেন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৫

একলা ফড়িং বলেছেন: সত্যি বলতে আমার মজার স্মৃতিও তেমন নেই! একটু চুপচাপ, আর ঘরকুনো টাইপের ছিলাম বলে বলে স্মৃতির ভাণ্ডারে খুব বেশি গল্প জমা হয়নি! আর এই ছোট্ট একটা লেখা লিখতেই কিবোর্ড ভাঙ্গি, তো বড় লিখতে গেলে যে কি হতো!!


ধন্যবাদ ভাইয়া, শুভকামনা :)

২২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: মজার শৈশব !

০১ লা মার্চ, ২০১৪ রাত ১২:০৩

একলা ফড়িং বলেছেন: হুম! শৈশব আসলেই অনেক মজার! কিংবা ফেলে আসা যে কোন সময়ই হয়তো বা পরে মজার মনে হয়!


২৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

সকাল রয় বলেছেন:
অতীতে গেলাম চলে।

০১ লা মার্চ, ২০১৪ রাত ১২:০৯

একলা ফড়িং বলেছেন: অতীতেই থেকে যান! যান্ত্রিক এই বর্তমানে আর ফিরে আসার দরকার নেই!!

২৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৬

মোঃ নুরুল আমিন বলেছেন: খুব সুন্দর লিখেছেন.।
ছোটবেলার গ্রামে চলে গেছি.।।

০১ লা মার্চ, ২০১৪ রাত ১২:১৮

একলা ফড়িং বলেছেন: গ্রামের ছোটবেলা তো আরও অনেক বেশি আনন্দের হয়!


ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন :)

২৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০১

অদ্বিতীয়া আমি বলেছেন: আমার শৈশব ,কৈশোর এর সময়টা খুলনায় কেটেছে , নস্টালজিক হয়ে গেলাম খুব ।আউট ডোর গেমস ভালই পারতাম আগে , এখনও মনেহয় ভালই পারি !!

ভাল লাগল পোস্ট ।

০১ লা মার্চ, ২০১৪ রাত ১২:২৭

একলা ফড়িং বলেছেন: তাই নাকি, আপু? :) খুলনার কোথায়? আমার শৈশব কৈশোর বিভিন্ন জায়গায় কেটেছে, তবে পরের বাকি সময়টা খুলনাতে কেটেছে, আর এখনো খুলনায়ই আছি :)


আমি আউটডোর গেমস কখনোই ভালো পারতাম না, আর এখন তো খেলাই হয় না!


অনেক অনেক শুভকামনা থাকলো, অদ্বিতীয়া :)

২৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২০

ইমরাজ কবির মুন বলেছেন:
ডাওনলোড কমপ্লিট হৈসে ? শুনসেন ? কেমন ?

০১ লা মার্চ, ২০১৪ রাত ১২:৩৫

একলা ফড়িং বলেছেন: হুম হইছে! কালকে পরীক্ষা শেষ হৌক, পরশুদিন সকালবেলা শুনবো! ;) B-) =p~

২৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৪

দি সুফি বলেছেন: ভালো লাগলো শৈশবের স্মৃতি। :)

ছোটবেলায় পোলাপাইনরে পিটাইতাম এলাথি, বেলাথি আর দেলাথির গল্প বইলা! B-)) B-)) :D

০১ লা মার্চ, ২০১৪ রাত ১২:৩৭

একলা ফড়িং বলেছেন: থ্যাঙ্কু! :)


আপনেও এই কাজ করতেন :-P আপনার ফাঁসি চাই!! X( X(

২৮| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১২:১১

আফ্রি আয়েশা বলেছেন:
আহা বালিকাবেলা !!!
অনেক পুরনো স্মৃতি মনে করিয়ে দিলেন
সাবলীল লেখা , ভালো লাগলো খুব :)

০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:০৮

একলা ফড়িং বলেছেন: সেই পুরনো দিনে ফিরিয়ে নিয়ে যেতে পেরে খুশি হলাম!

আহা বালিকাবেলা!!

ধন্যবাদ আয়েশাপু, এত্তগুলা ভালো থেক সবসময় :)

২৯| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১:৩৩

দি সুফি বলেছেন: অক্কে! দাবি জানিয়ে আন্দোলন শুরু করে দেন B:-/ B:-/

০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:৫৪

একলা ফড়িং বলেছেন: অত্যাচারী বড় ভাইয়ের ফাঁসি চাই
আজকে তাদের রেহাই নাই!



আজকেই ফেবুতে ইভেন্ট ডাইকা সবাইরে নিয়া শাহবাগ যামু!

৩০| ০১ লা মার্চ, ২০১৪ রাত ২:২৩

সানড্যান্স বলেছেন: আমার ছোটবেলার পড়াশুনা ছাড়া তেমন স্মৃতি নাই, আম্মুর পিটুনির ভয়ে খালি পড়তাম!!!

০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১২:০৫

একলা ফড়িং বলেছেন: আমারও ছোটবেলার মজার স্মৃতি খুব কম। পড়াশুনা করতাম না তেমন, তবে ঘরকুনো আর একটু অমিশুক টাইপের ছিলাম অনেক, তাই! কতো মানুষের কতো মজার সব ঘটনা থাকে! আমার কিছু নাই :| :|


ভালো থাকুন, সানড্যান্স :)


৩১| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:০৩

চিরতার রস বলেছেন: দেথাপ্পর আর কপ্পর দুই ভাই। কপ্পর মইরা গেলে বাঁহচা থাকে কেডা? B-)

০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১২:০৮

একলা ফড়িং বলেছেন: খাথাপ্পর! :D B-))


ফেবু কি দোষ করছে? বেচারার গলা টিপে ধরে রাখছেন কেন? :-* :|

৩২| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:২৮

ইমরাজ কবির মুন বলেছেন:
আজকে পরশুদিন সকালবেলা, শুনেন ! :D B-))

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৫:০৭

একলা ফড়িং বলেছেন: নাহ! এখন তো আজকে বিকাল বেলা! B-) B-)

৩৩| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৫:০৫

নীল ভোমরা বলেছেন: দেকিল!......ছোটবেলায় এমন খেলা আমরাও খেলেছি!

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৫:১০

একলা ফড়িং বলেছেন: কিল দিয়েছেন নাকি খেয়েছেন? :P


ধন্যবাদ নীল ভোমরা, ভালো থাকবেন :)

৩৪| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৫:১৫

নীল ভোমরা বলেছেন: অমি ছোটবেলা থেকেই জাত-দুষ্টু!!..... :D :-B

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৫:২৬

একলা ফড়িং বলেছেন: তারমানে দিয়েছেন! B-) X( আর আমি পুরা উল্টা :| চুপচাপ, শান্ত আর গাধা টাইপের :| এই জন্য শুধু খেয়েই গেছি, কখনো দিতে পারিনি :((

৩৫| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:১১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি বড়দের সাথে খেলতাম, ওরা শুধু ঠকাতো

০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:৪৯

একলা ফড়িং বলেছেন: আমি খেলাধুলা খুব বেশি করিনি, তবে ঠকেছি প্রচুর! এখনো ঠকেই যাচ্ছি! বুঝতে পারি, কিন্তু কিছু বলতে পারিনা :( :(

৩৬| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:৩৬

এহসান সাবির বলেছেন: আমারও কিছু স্মৃতি মনে পড়ে গেল........!!

আপনার লেখা ভালো লেগেছে...........

আশা করি এখন ঘরকুনো আর একটু অমিশুক নাই আপনি........


অনেক শুভকামনা আপনার জন্য।




০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:৫২

একলা ফড়িং বলেছেন: পুরনো স্মৃতি মনে করিয়ে দিতে পেরেছি তাহলে!


নাহ, এখনো ঘরকুনোই আছি। আর অমিশুক বলতে আসলে কথাবার্তা খুব কম বলি, নির্দিষ্ট একটা সার্কেলের বাইরে অন্য মানুষজনের সাথে সহজে মিশতে পারিনা :| :|


অনেক ধন্যবাদ সাবির, আপনার জন্যও শুভকামনা :) :)

৩৭| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:

বালিকাবেলার কথন পড়ে ভাবছি এখন নিশ্চয় আর এমনটি নন আপনি !

০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:০৩

একলা ফড়িং বলেছেন: এখনো অনেকটাই এমন! আগে বোকা হওয়ার পরে বিষয়টা বুঝতে পারতাম আর এখন আগেই বুঝতে পারি যে ঠকানো হচ্ছে, তারপরও বুঝে শুনে ঠকে যাই! পার্থক্যটা এতটুকু!! আগে বোকা গাধা ছিলাম আর এখন বুদ্ধিমান গাধা হয়েছি এই আর কি!!

৩৮| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১:৫০

বেঈমান আমি. বলেছেন: আহারে দে কিল? ;)

০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:২৭

একলা ফড়িং বলেছেন: আমি কিল দিলে তো টেরও পাইবেন না! এমন কারো হাত ধার নিব যে দিলে সারাজীবন মনে থাকবে ;)

৩৯| ০২ রা মার্চ, ২০১৪ রাত ৩:২৪

শান্তির দেবদূত বলেছেন: আহারে শৈশন! রঙিন শৈশব! যেমনই কাটুক শৈশব, বড় হলে সেগুলো সুখস্মৃতি হিসাবেই দেখা দেয়। আপনার এই মার খাওয়া পরেও যদি জিজ্ঞেস করা হয়, "কি ফিরে যেতে চান ঐ সময়টাতে আবার?" আমি নিশ্চিত আপনি সহ আমরা সবাই সেটাই চাব! ইস! যদি সত্যি সত্যি ফিরে যেতে পারতাম সেই সময়টাতে!

০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৪

একলা ফড়িং বলেছেন: ছোটবেলায় সবাই বড় হতে চায়, আবার বড় হলে তখন শৈশবে ফিরে যেতে চায়! বড়ই অদ্ভুত! মানুষ যে আসলে কি চায় সে নিজেও জানেনা! :| :|


ধন্যবাদ শান্তির দেবদূত, মানুষ আসলে আপনাকেই চায়!


শান্তি চায়!!

৪০| ০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:০৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শৈশব কাহিনী ভালো লাগল। যদি টাইম মেশিন পেতাম, শৈশবেই ফিরে যেতে চাইতাম!!!

০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:৫০

একলা ফড়িং বলেছেন: শৈশব কাহিনী ভালো লেগেছে জেনে খুশি হলাম :)

আমি টাইম মেশিন পেলে ইন্টার ফার্স্ট ইয়ারে ফিরে যেতে চাইতাম, যেখান থেকে একটা কঠিন ভুলের শুরু।

ভালো থাকবেন ভাইয়া।

৪১| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ২:২৬

অদ্বিতীয়া আমি বলেছেন: তাই তুমি খুলনায় থাক :)

আমার স্কুল ছিল করনেশন , কলেজ ছিল মহিলা কলেজ , আমরা ছিলাম খালিশপুর আর বয়রা , সোনাডাঙ্গা :) :)

০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ২:৫৫

একলা ফড়িং বলেছেন: তাহলে তো অনেকদিনই খুলনাতে ছিলে! আমার বাড়ি ঘর ঠিকানা সব খুলনাতেই। স্কুল কলেজিয়েট আর কলেজ পাইওনিয়ার, তোমার স্কুলের পাশেই :) এখন কোথায় আছ? তোমাকে তো অনেক কাছের মানুষ মনে হচ্ছে এখন, আপি :) :)

৪২| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৯:২৯

জুন বলেছেন: আপনার শৈশব স্মৃতিচারন পড়ে খুব ভালোলাগলো একলা ফড়িং। সুন্দর বর্ননা।
+
আমার নিজের একটা পোষ্টের লিঙ্ক দিলাম , দেখতে পারেন কি দুরবস্থা ছিল আমার ছেলেবেলা :#>
Click This Link

০৪ ঠা মার্চ, ২০১৪ বিকাল ৩:০৩

একলা ফড়িং বলেছেন: থ্যাঙ্কু আপু, ভালো লেগেছে জেনে খুশি হলাম :) কিন্তু আপনি কেন? :( নো আপনি :| :|


দেখে আসি তোমার কি দুরবস্থা ছিল!!

৪৩| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৯:০৯

ইখতামিন বলেছেন:
ভালো ভালো... ;)

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১১:২১

একলা ফড়িং বলেছেন: উঁহু! ভালো না ভালো না... :| :|

৪৪| ০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:০৬

ইখতামিন বলেছেন: কেন?

০৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৩

একলা ফড়িং বলেছেন: চালাক হতে হবে...এইরকম মার খাইলে তো হবে না!

৪৫| ০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

রাসেলহাসান বলেছেন: ছোট বেলায় ভালো ছিলো!

০৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৫

একলা ফড়িং বলেছেন: কি জানি ভাই কোনবেলা ভালো ছিল! আবার ছোট হওয়ার সুযোগ দিলে হয়তো দেখা যাবে সবাই আবার বড় হতে চাইবে!

৪৬| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৯

অদ্বিতীয়া আমি বলেছেন: আমারও তো অনেক আপন মনে হচ্ছে তোমাকে ! দশ বছরের বেশি ছিলাম , তাই অতি আপন খুলনা । আমি ছোটবেলায় কলেজিয়েট স্কুলে যেতে চাইতাম , সুন্দর বলে ।আর পাইওনিয়ার কলেজের পাশে ছিল আমার কোচিং ! সাউথ সেন্ট্রাল রোড দিয়েই যেতে হত আমার বেশির ভাগ কোচিং এ ।

এখন আর খুলনায় থাকি না , ঢাকায় থাকি ।

০৬ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪৬

একলা ফড়িং বলেছেন: আমারও স্কুল কলেজের সময়টাতে যতো ব্যাচ বা কোচিং করতাম তার বেশিরভাগই সাউথ সেন্ট্রাল রোড আর এর আশেপাশেই ছিল!! আর ইচ্ছা ছিল সরকারী মহিলা কলেজে পড়ার কিন্তু দূরত্বের কারণে আর শেষমেশ পড়া হয়নি।

খুলনায় কি আসা হয় আর? আসলে জানিও কিন্তু !

৪৭| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ২:৪৭

রাসেলহাসান বলেছেন: তবে খুলনার মত মজা কিন্ত ঢাকাতে পাবেন না।। :)
"অদ্বিতীয়া আমি"

০৬ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫২

একলা ফড়িং বলেছেন: খুলনার মজা কি আর ঢাকাতে পাওয়া যায়! ঢাকার আবার আলাদা মজা যেটা খুলনাতে নেই। তবে ঢাকার জীবন অনেক বেশি যান্ত্রিক মনে হয় আমার কাছে! আর খুলনাও পরিবর্তিত হয়ে যান্ত্রিকতার পথে এগুচ্ছে ক্রমশ! :| :|

৪৮| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ৮:১৮

ইমিনা বলেছেন: - একিল দেকিল এর খেলাটা বহু খেলেছি। আমাকে কেউ এই খেলায় বোকা বানাতে পারে নি। আমি বোকা বানিয়েছি অনেক পিচ্ছিকে।
- একবার প্রাইমারি ক্লাসের এক ছেলে এসে বললো একটা বাংলা বাক্যকে ইংরেজিতে রুপান্তর করতে। বাক্যটা হলো - আমি হই কিন্তু দুই। অ্যাই এ্যাম ... (বলার পরই বুঝে গেলাম আমাকে ফাসানো হচ্ছে) বলার পরই মুখে আর কথা নাই ।।
দারুন হয়েছে আপু, অনেক অনেক।

০৯ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪৩

একলা ফড়িং বলেছেন: ইমিনাআআআআ! অভিনন্দন!!! ধুমায়ে ব্লগিং শুরু করো, আপু :) :)


আমি তো বোকা ছিলাম অনেক :| বলতে গেলে অনেক ক্ষেত্রে এখনো আছি :(( :((


আমি হই কিন্তু দুই :D :D ভালো জিনিস! আশেপাশের পিচ্চিগুলাকে জিজ্ঞাসা করে মজা নেয়া যাবে ;) B-)

৪৯| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ৯:০১

অদ্বিতীয়া আমি বলেছেন: খুলনায় যাওয়া হয় না অনেক দিন , প্রায় চার বছর হতে চলল ! মনে হয় অনেক বদলে গিয়েছে খুলনা !
অবশ্যই বলব তোমাকে , যদি যাওয়া হয় ! তুমিও জানিও যদি ঢাকা আসো , ঠিক আছে ?

@ রাসেলহাসান ,তা তো অবশ্যই ঠিক । খুলনা অনেক শান্ত আর চুপচাপ একটা শহর । বিশেষ করে পাট কল গুলো বন্ধ হয়ে যাবার পর তো খুলনার জমজমাট ভাবটা ছিল না । এখন হয়তোবা পরিবর্তত হতে পারে ।

ঢাকার ব্যস্তময় যান্ত্রিক কোলাহল এখন অভ্যস্ত হয়ে গিয়েছে তবে সেই সময় গুলো খুব মিস করি !

০৯ ই মার্চ, ২০১৪ রাত ১:০১

একলা ফড়িং বলেছেন: হুম গত চার পাঁচ বছরে বেশ পরিবর্তন হয়েছে, এলেই বুঝতে পারবে! আগের মতো অতোটা শান্তও নেই আর। পাটকলগুলোও আবার চলছে, যদিও আগের মতো রমরমা নেই আর।

অনেক অনেক ভালো থেক অদ্বিতীয়াপু, শুভ রাত্রি :) :)

৫০| ০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩৪

শুঁটকি মাছ বলেছেন: আপু তুমি তো দেখতেছি বিশাল ঝামেলায় ছিলা!!!!! আমার সাথে আবার কেউ ত্যাদরামী করতে পারত না। ত্যাদরামীর রাজ্যে আমিই ত্যাদর সম্রাজ্ঞী!!!! B-)) B-)) B-)) B-)) B-))

১৪ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:১৮

একলা ফড়িং বলেছেন: আমি পুরাই উল্টা :| :| গাধী সম্রাজ্ঞী!!!


কিন্তু তুমি কই ছিলা এতদিন? X( কোথাও খুঁজে পাইনা না :(( না বলে কয়ে একেবারে উধাও :| :|

৫১| ০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:১০

শীলা শিপা বলেছেন: এখন মনে পড়লে অনেক কিছুই ভাল লাগে... তখন ভাল লাগত না... সুন্দর লিখেছেন :)

১৪ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৩

একলা ফড়িং বলেছেন: হুম এখন সেসব মনে পড়লে মনে হয় আহা! কিসব দিন! কিন্তু তখন কি কষ্টই না লাগত!

ছোট্টবেলায় একবার ফ্রেন্ডরা নিজেদের নাম রেখেছিলাম নতুন করে, আমার নাম হয়েছিল শীলা B-) বিটিভিতে তখন কি একটা নাটকে নায়িকার নাম থাকে শিলা, ডিটেইলস মনে নাই তবে এইটুকু মনে আছে যে সেই নায়িকাকে ভালো লাগা থেকে এই নাম! :P :P

৫২| ১২ ই মার্চ, ২০১৪ রাত ১:৩০

নাহিদ রুদ্রনীল বলেছেন: কাজিনগুলাকে মেরে আমিও মজা পেতাম। তবে এগুলার সাথে একটু দুষ্টামি করলে কান্নাকাটি করে আম্মুর কাছে নালিশ করতো। আর আম্মু এসে আমায় মারতো :-P

১৪ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৮

একলা ফড়িং বলেছেন: যারা কাজিনদের মারে তাদের ফাঁসি চাই X( X(

আমি এমন গাধা ছিলাম যে নালিশও করতাম না কখনো :-P :-P

৫৩| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৫

অস্পিসাস প্রেইস বলেছেন: " আমি এমন গাধা ছিলাম যে নালিশও করতাম না কখনো" =p~ =p~ =p~

১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:০৫

একলা ফড়িং বলেছেন: অন্যের বোকামি দেইখা এতো হাসা ঠিক না কইলাম X( X( :(( :((

৫৪| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৫

বটবৃক্ষ~ বলেছেন:

=p~ =p~ =p~ =p~ =p~ B-) B-) B-)

দে ঘুষি!!!!!! হাহাহাহ!!

১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১০

একলা ফড়িং বলেছেন: খাড়াও দিতাছি B-)) B-)) B-) B-)

৫৫| ১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১৫

আমিনুর রহমান বলেছেন:




একিল আর দেকিল এর গল্পটা আমিও ছোটবেলায় জানতাম আর তার প্রয়োগ করতাম বন্ধু-বান্ধবদের উপর :P


স্মৃতিচারণ পোষ্টে +++

১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৯

একলা ফড়িং বলেছেন: এই কাজ যারা যারা করছে তাদের ফাঁসী চাই X( X( :((


প্লাসের জন্য থ্যাঙ্কু, ভাইয়া :D ফেবুতে ফিরে আসেন জলদি জলদি :| :|

৫৬| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ৯:২০

ইমরাজ কবির মুন বলেছেন:
গ্র‌্যাম এখনো কে কে ঠকায় তোমাকে ? নেম 'এম

মিষ্টি খাওয়ায়ে আসি ! ;)

০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৯

একলা ফড়িং বলেছেন: :-/ :-/ X( X( তুই তো দেখি আমার শত্তুর!! :(( :(( লাগবে না আমার এমন নাতি :-P :-P

৫৭| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:২৩

ইমরাজ কবির মুন বলেছেন:
অ্যামনে কেউ বলে ? /:)
গ্র্যাম তুমি খারাপ || X(( X((

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১:৩২

একলা ফড়িং বলেছেন: তুই আরও খারাপ X( X( :(( আমাকে যারা ঠকায় তাদের মিষ্টি খাওয়াবে বলে :(( :((

৫৮| ০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩১

ইখতামিন বলেছেন: :(

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৮:৪১

একলা ফড়িং বলেছেন: কি হৈল!!! :| :|

৫৯| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:১৬

ইমরাজ কবির মুন বলেছেন:
খারাপ কেন​, মানুষকে খাওয়ানো তো সওয়াবের কাজ :|

০৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৯

একলা ফড়িং বলেছেন: তাই বলে আমাকে যারা ঠকায় তাদের?? X( X( X(( X(( :-P :-P

৬০| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ২:০১

একজন সময় জ্ঞানহীন বলেছেন: ঠকে যাওয়া আর হেরে যাওয়া এইদুটো শব্দ এক কিনা তা নিয়ে আপাতত গবেষণায় গেলাম না। তবে, আমার কাজিনগুলা খুবই ভালো ছিলো, মানে এখনো আছে। তবে বড় বোনের সাথে প্রায়ই ঝগড়া লাগতো আমার, যেহেতু মা আমার সাইডে ছিলেন, তাই আমি জিতে যেতাম। এখন তো অনেক বড় হয়ে গেছি, তবুও বড় বোনের সাথে সেই ঝগড়া অনেক মিস করি।

পোস্ট'টা পড়ে আমার কিছু কথা মনে পড়ে গেলো, পেলাছ পেলাছ :)

০৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৫

একলা ফড়িং বলেছেন: থ্যাঙ্কু থ্যাঙ্কু :) :#>

ঠকে যাওয়া আর হেরে যাওয়া আলাদা অবশ্যই!

জেনারেল হয়েছ তাহলে! মিষ্টি কই? !:#P !:#P

৬১| ০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০২

একজন সময় জ্ঞানহীন বলেছেন: মিষ্টি খাইতে চাইলে, ঢাকা আসতে হবে B-)

০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৯

একলা ফড়িং বলেছেন: খুলনায় মিষ্টি পাওয়া যায় X( X( আমার মোবাইলে বিকাশ করো তাইলেই হবে!!

৬২| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৩

ইমরাজ কবির মুন বলেছেন:
তুমি আবার আইডি ডিঅ্যাক্টিভেট করসো X((
আজাইরা বকবক করতে ইচ্ছা করলে এখ্ন আমি কাকে নক দিবো গ্র্যাম ? /:)

০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১৪

একলা ফড়িং বলেছেন: আমার নাতনীরা কি করে? আমার একমাত্র নাতিতারে একটু সময় দিতে পারে না X( দরকার হৈলে তুমি নতুন নাতনী জুটাই নিবা B-)


বড় কষ্টে ডিঅ্যাক্টিভ করতে হয়েছে, তবে ফিরে আসব জলদিই।

৬৩| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১৮

একজন সময় জ্ঞানহীন বলেছেন: আমি তো ভুলেই গেছি, তুমি সেফ মোড পাইছো, আগে তো তোমার মিষ্টি খাওয়ানের কথা। দোয়া করো, কালকে ইন্টারভিউতে টিকলে, মিষ্টি খাওয়ামু .. সিউর B-)

০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৯

একলা ফড়িং বলেছেন: আসো, বাসায় আইসা মিষ্টি খাইয়া যাও ;) আর সামনে কয়দিন পর ঢাকা যাইতেছি! ততোদিন তোমারটা পাওনা থাকলো :D B-)

৬৪| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৮

মশিকুর বলেছেন:
ছোটবেলার কাহিনী সবসময় মজারই হয় :) আমি উত্তর দিতাম এভাবে "বাড়িতে থাকলো একিলের ভাই" :) :)

যাহোক শুভকামনা :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

একলা ফড়িং বলেছেন: অনেক দেরি করে উত্তর দিলাম, সরি :( অনেকদিন ব্লগে আসা হয়নি তাই। কেমন আছেন? :)

৬৫| ০৩ রা মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

অদ্ভুত_আমি বলেছেন: আমারও শৈশব, কৈশোর বেড়ে ওঠা খুলনাতে । অনেক মিস করি খুলনাকে আর ছোটবেলার কাহিনীকে তো অবশ্যই । আমার স্কুল ছিল রোটারী স্কুল, থাকতাম খালিশপুরে । অনেক দিন যাওয়া হয় না খুলনা, সাত/আট বছর তো হবেই :( :(

আর সাবলীল স্মৃৃতিচারণা ভালো লেগেছে আপু :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১২

একলা ফড়িং বলেছেন: কেমন আছেন অদ্ভুত আমি?? ব্লগে আসা হয়নি অনেকদিন, অনেক দেরিতে রিপ্লাই দিলাম, সরি :(


খালিশপুর অনেক সুন্দর জায়গা! হাঁটতে যাই প্রায়ই :) যদিও এখন অনেক পাল্টে গেছে! আসবেন একবার খুলনায় সময় করে :) শৈশবের শহর বলে কথা!

৬৬| ২৩ শে মে, ২০১৪ রাত ১:১৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: স্মৃতিচারণ পোস্টে ঘুরে গেলাম আরেকবার। ভাল লাগা।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

একলা ফড়িং বলেছেন: ধন্যবাদ প্রফেসর! অনেক দেরি করে উত্তর দেয়ার জন্য সরি! ভালো আছেন তো?

৬৭| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫৩

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

একলা ফড়িং বলেছেন: অনেক দেরিতে রিপ্লাই দেয়ার জন্য সরি!

কেমন আছেন? কোরবানি ঈদের শুভেচ্ছা হিসেবে ধরে নিলাম! আপনাকেও শুভেচ্ছা থাকল।

৬৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৮

মহামহোপাধ্যায় বলেছেন: আপনার লেখা পড়ে নিজের কথা ভাবছি। কাজিনদের মধ্যে আমরা দুইতিনজন জেনারেশন গ্যাপে পড়ে গিয়েছিলাম। আমাদের আগে একটা ব্যাচ টিনেজ প্রায় শেষ করে ফেলছে আর বাকি গুলো ন্যাদা :( :( মড়ার উপর খড়ার ঘা নিয়ে যৌথ পরিবারের ভাঙ্গন :(( :(( আমাদের কপালটাই খারাপ। দুই একবার নানু বাড়িতে শীতের ছুটির কথা মনে করতে পারি শুধু।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৩

একলা ফড়িং বলেছেন: আমি অবশ্য নানুবাড়ি দাদুবাড়ি দুই দিকে দিয়েই ভরপুর কাজিন পেয়েছি! তবে এখন দাদা দাদী কেউ নেই, কাজিনরা একেকজন একেকদিকে, সবাই যার যার মত ব্যস্ত তাই দাদুবাড়ির পাট চুকে গেছে। নানুবাড়িতে এখনো বছরে একবার অন্তত যাওয়া হয়।

যাই হোক, ভালো আছেন তো? ঈদের শুভেচ্ছা :)

৬৯| ০১ লা অক্টোবর, ২০১৪ সকাল ১১:২২

মহামহোপাধ্যায় বলেছেন: বেশ ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন।


ইদের শুভেচ্ছা রইল আপনার জন্যেও।


শুভকামনা নিরন্তর।

০১ লা অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৮

একলা ফড়িং বলেছেন: হ্যাঁ আছি ভালো মন্দ মিলে মোটামুটি ভালোই!


আপনার জন্যও শুভকামনা :)

৭০| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৩০

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক সরল সাবলীল লেখা।

ভালো লাগা অনেক।

অনেক কিছুই বদলে গেছে, তবে আমি এখনো সেই আগের মতো বোকাসোকাই রয়ে গেছি!

সেই আগের মতো রয়ে যাওয়াটা বেশ কঠিন পরিবর্তনশীল পৃথিবীতে।

ভালো থাকুন। অনেক।

শুভকামনা। অনিঃশেষ। সবসময়।

১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১৯

একলা ফড়িং বলেছেন: অনেক ধন্যবাদ দীপংকর!

হুম! আগের মতো রয়ে যাওয়া কঠিন, অনেক কঠিন। থাকা যায় না, থাকা ঠিকও না হয়তো বা! সময়ের সাথে এগিয়ে যাওয়াটাই মনে হয় ভালো!

আপনিও অনেক ভালো থাকুন।

৭১| ২১ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৪৩

মহান অতন্দ্র বলেছেন: খুব ভাল লেখেন আপনি । খুলনা দেখেই নড়ে চড়ে বসলাম । খুলনায় পড়েছি , খুলনায় শশুর বাড়ি । খুলনার সাথে অনেক কিছু ।

ভাল থাকবেন , শুভ কামনা ।

০৬ ই মে, ২০১৫ রাত ১:০৭

একলা ফড়িং বলেছেন: আমি খুবই দুঃখিত উত্তর দিতে এতো বেশি দেরি হওয়ার জন্য। ব্লগে এমনিতেও একটু অনিয়মিত, তবু মন্তব্যের উত্তরগুলো ঠিকঠাক দেয়ার চেষ্টা করি। কিন্তু আপনার মন্তব্যটাই কীভাবে মিস হয়ে গেছে! খুবই সরি।


খুলনার সাথে অনেক কিছু মানেই আপনি কাছের মানুষ। এখনো নিয়মিত আসা যাওয়া আছে তো?

আপনিও অনেক ভাল থাকবেন। ধন্যবাদ।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.