![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন হিন্দু ধর্মের অবমাননা কর মন্তব্য করা হয় ওয়াজে মাহফিলে তার প্রতিবাদ কেন করেনা যারা ইসলাম ধর্মের অবমাননা করে লেখার প্রতিবাদ করে?
আমি বলি তখন হিন্দু ধর্মের পুরোহিতরা, অনুসারীরা কি করে? আমি তো তাদেরকেই প্রতিবাদ করতে দেখলাম না। তারা প্রতিবাদ করেনা দেখে এখন আমরাও করতে পারবো না? আর মায়ের চেয়ে মাসীর দরদ বেশি এই কথা কখন ব্যাবহার করা হয় যায় জানেন? যখন মায়ের চেয়ে মাসীরা বেশি দরদ দেখাতে আসে। তারপরও অনেককে দেখি মাসী হয়ে ব্লগে ফেবুতে প্রতিবাদ করতে।কিন্তু এই পর্যন্ত একটা সংবাদ সম্মেলন দেখলাম না মাকে করতে। এখন তারা যদি তাদের ধর্মের অবমাননা হলে তার প্রতিবাদ করতে আগ্রহী না হয়ে তাহলে আমি কি করবো? মাসী হয়ে মায়ের চেয়ে বেশি দরদ দেখাব? তারা কি সংবাদ সম্মেলন করে বলতে পারেনা যে তাদের ধর্মের অবমাননা করা হচ্ছে? তাদের তো কেও গলা চেপে ধরে রাখেনি। বাংলাদেশের মিডিয়াতে তারা ভালোই কভারেজ পাবে এতে। আসিফ মহিউদ্দিনের হিন্দু ধর্ম নিয়ে কিছু কুৎসিত কমেন্ট আমি পড়েছি কিন্তু কোনও হিন্দু ভাইকে তার প্রতিবাদ করতে দেখেনি কেন? তারা যদি তাদের ধর্মের অবমাননা হলে তার প্রতিবাদ করতে আগ্রহী না হয়ে তাহলে আমি কি করবো? আমি কি এখন তাদের কে তাদের নিজের ধর্ম শিক্ষা দিবো নাকি? আজব চিন্তা। ।আপনাদের কথা মত তাহলে এখন তাদের পক্ষে থেকে তাদের হয়ে তাদের পূজাটাও করে দেই কি বলেন ।
নিজের খেয়ে অন্যের ঘরের মোষ তাড়াতে আমি তখনি যাবো যখন আমি দেখব সেই ঘরের বাসিন্দাদের তার নিজের ঘরে থাকা মোষ তাড়াতে আগ্রহ আছে। আচ্ছা আপনি কি কখন দেখছেন ইসলাম ধর্মের অবমাননাকর মন্তব্যর করার কারনে হিন্দুরা রাস্তায় নেমে প্রতিবাদ করতেছে? দেখছেন কখনও? করবে না। কারন মায়ের চেয়ে মাসীর দরদ বেশি কখনই হয়না।
আল্লাহ বলেনঃ …“তারা আল্লাহকে ছেড়ে যাদের উপাসনা করে তোমরা তাদের গালি দিওনা, কেননা তাহলে অজ্ঞতাবশত সীমালঙ্ঘন করে তারাও আল্লাহকে গালি দেবে”। - আল-আনয়ামঃ ১০৮
২| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৫
২০১৩ বলেছেন: আসলে মান থাকলেই ওবমাননা হয়।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
বাকাট্টা বলেছেন: ++++++