নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু ছোয়া

একটু ছোঁয়া

Facebook ID : [email protected]

একটু ছোঁয়া › বিস্তারিত পোস্টঃ

কৌতুহল

২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১৪

জাপানিদের সম্পর্কে কিছু তথ্যঃ



• জাপানের স্কুলের শিক্ষার্থীরা প্রতিদিন শিক্ষকের তত্ত্বাবধানে ৪৫মিনিট স্কুল পরিস্কারের কাজ করে ।



• জাপানের রাস্তাঘাট পরিস্কার করার কাজে থাকা শ্রমিকদের ডাকা হয় "health engineer" নামে এবং তাদের মাসিক বেতন থাকে ৫০০০$-৮০০০$ ।



• জাপানের কোন প্রাকৃতিক সম্পদ (natural resources) নেই, প্রতিবছর প্রায় ১০০টি ভুমিকম্প হয়। তারপরেও অর্থনৈতিক অবস্থার বিচারে তারা ২য় সেরা অবস্থানে আছে ।



• জাপানের 'হিরোশিমায়' যে পারমানবিক বোমা ফেটেছিল এবং ধ্বংসযজ্ঞ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। তবে এটা জানি না বোমার ফলে তাদের অর্থনৈতিক যে ক্ষতি হয়েছিল তা মাত্র ১০বছরে কাটিয়ে উঠেছিল ।



• জাপানে রেস্টুরেন্ট, বাস , ট্রেনে মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ ।



• জাপানের শিক্ষার্থীদের তাদের শিক্ষা জীবনের প্রথম ৬বছরে 'মানুষের সাথে আচরন' বিষয়ে অধ্যয়ন করতে হয় ।



• যদিও জাপানীরা মোটামুটি অনেক দেশের মানুষ থেকে সচ্ছল, তারপরেও তারা তাদের বাসায় কোন 'কাজের লোক কিংবা গৃহপরিচারিকা' রাখে না, নিজেদের বাসার কাজ নিজেরা করে ।



• জাপানে ট্রেনের বিলম্ব হওয়ার হার প্রতি বছরে মাত্র ৭সেকেন্ড। পুরো বিশ্বে তারা তাদের সময়ানুবর্তিতার জন্য খুব প্রশংসিত ।



......সংগৃহীত

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১৮

সুজন দেহলভী বলেছেন: জানার আছে অনেক কিছু। ধন্যবাদ।

২| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২৪

দয়াল সাহেব বলেছেন: এমন দেশটি কোথাও খুজে পাবেনাতো তুমি, সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি.......
কোথাকার গান কোথায় রচিত হয়েছে ।

৩| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২৫

জহির উদদীন বলেছেন: গুড পোষ্ট......ভাল লাগলো..ধন্যবাদ

৪| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২৫

bangal manus বলেছেন: ধন্যবাদ।

৫| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪২

বাগসবানি বলেছেন: দুটো কথা না বলে থাকতে পারছি না :

১। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানীরা অকারণে চায়না এটাক করে । B-) :D
২। জাপানীরা সহজে সন্তান নিতে চায় না । কারণ তাদের ভরণপোষণ এবং লেখাপড়ার খরচ অনেক বেশী ব্যয়সাপেক্ষ ।
৩। জাপানীরা অনেক বেশি কুটনামী করে :D
এইগুলা সংগ্রিহীত না । অভিজ্ঞতার আলোকে বললাম

৬| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫০

কান্টি টুটুল বলেছেন:

জাপানে রেস্টুরেন্ট, বাস , ট্রেনে মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ

আমাদের মসজিদে মোবাইল ব্যবহার নিষিদ্ধ - হুহ আমরাও কম না :)

৭| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫২

বাঁশ বৃক্ষ বলেছেন: অনেক ভাল লাগল

৮| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৮

ফুরব বলেছেন: দয়াল সাহেব বলেছেন: এমন দেশটি কোথাও খুজে পাবেনাতো তুমি, সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি.......
কোথাকার গান কোথায় রচিত হয়েছে ।

৯| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৫

িসরাজ উদদীন বলেছেন: ানলাম অনেক কিছু.।.।.।.।.।.।.।.।.।.।.।।

১০| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৩

ঢাকাবাসী বলেছেন: ভাল পোষ্ট, আমাদের মন্ত্রীদের দেখানো দরকার। অবশ্য কোন লাভ নেই এরা শিখে আকাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.