![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বের সবচেয়ে কুৎিসত কেক সম্ভবত তৈরি হয় লন্ডনের পূর্বাঞ্চলের ‘হিউম্যান বুচারি শপে’। নামটা শুনেই বোঝা যাচ্ছে ‘মানব কসাইগিরির দোকান’। মানুষের শরীরের বিভিন্ন ব্যবচ্ছেদকৃত অঙ্গের বিকিকিনি হয় এখানে। তবে এ অঙ্গগুলো বিভিন্ন ধরনের কেকের তৈরি। কেকের ওপর বমি, মানুষের কাটা হাত, পা, পাকস্থলীসহ শরীরের বিভিন্ন অংশের কেক তৈরি করা হয় এখানে। এই ধরনের কেক তৈরির চিন্তা এসেছে এমা থমাস নামের এক নারীর মস্তিষ্ক থেকে। যিনি স্থানীয়ভাবে মিস কেক হেড নামে পরিচিত। তিনি বিভিন্ন ধরনের জিনিসের আদলে খাবার তৈরির ওপর রীতিমতো পড়াশোনা করেছেন। ব্রিটিশ দৈনিক দি ইন্ডিপেনডেন্টকে দেওয়া এক সাক্ষাত্কারে এমা থমাস বলেন, প্রশ্নাতীতভাবে এগুলো বিশ্বের সবচেয়ে কুিসত ও ভয়ঙ্কর কেক। আপনি প্রথম যখন একটা পাকস্থলী বা শরীরের কাটা অংশ খাবেন তখন বমি আসতেই পারে। তবে দ্বিতীয় দফায় আপনিও এ ধরনের কেকের প্রতি আসক্ত হয়ে পড়বেন।
এমনি আরো এক আজব এবং অমিমাংসিত জিনিষ হলো "বারমুডা ট্রাই এঙ্গেল" হয়ত অনেকে শুনেছেন
বিস্তারিত দেখতে চাইলে একটু ঘুরে আসতে পারেন।।
ভিডিও
২| ২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪
ঢাকাবাসী বলেছেন: ভাল।
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৩
বলেছেন: