নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক বুক আশা

একুশে২১

কল্পনা বিলাসী এক ভাবুক

একুশে২১ › বিস্তারিত পোস্টঃ

বংগমাতার ঋণ পরিশোধ

১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫০

বংগমাতা আমাদের কম দেননি, অস্বীকার করার কোনও কারণ নেই যে আমরা তার
কাছে ঋনী কিন্তু আমরাও তো তাকে কম দেইনি

-টানা তিনবার চ্যাম্পিয়ন ট্রফি দিয়েছি এবং চতুর্থবার রানার আপ। :P :P
-বিশ্বের একমাত্র দেশ হিসাবে বাঁশ দিয়ে কিভাবে পরিবেশ বান্ধব পদ্ধতিতে দালান নির্মান করা যায় তার ফর্মুলা দিয়েছি।
-রাজা রাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দের চেয়েও বড় মাপের ও প্রজ্ঞাবান মুক্তমনা তৈরি করেছি যেখানে বংগমাতা তাদের শুধু জন্ম দিয়েই দায় সেরেছিলেন।
-জ্ঞান-ই শক্তি এই মতবাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা পরীক্ষার প্রশ্নপত্র যা আপামর জনগণের হাতে তুলে দিয়েছি যাতে সবাই একসাথে মোকাবেলা করতে পারে।
-বিলুপ্ত প্রাণী ভালুক :P কে আবার ফিরিয়ে এনেছি যদিও তার দ্বারা তনু নামের এক মেয়ের প্রাণহানি হয়েছে যা একটি বিচ্ছিন্ন ঘটনা। ভালুকের এলাকা দিয়ে হাটলে এরকম হতেই পারে।

এছাড়া বংগমাতার এই ঋণ পরিশোধের জন্য আমরা নিয়মিত ব্যবধানে বিশেষ ইন্সটলমেন্ট দিয়ে থাকি এবং দিচ্ছি যেমন,
-শেয়ারবাজার, হলমার্ক, জনতা, সোনালি, অগ্রণী ব্যাংক, পদ্মা সেতু, রামপাল ইত্যাদি।
এবং সবশেষ দ্রুত ঋণ পরিশোধ নীতির আওতায় বাংলাদেশ ব্যাংক নামক সুপ্রিম ইন্সটলমেন্ট চালু করেছি। :-B

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৬

অচল জ্ঞানী বলেছেন: হলেপড়ে চেতনা ভক্ত, লোহার চাইতে বাঁশই শক্ত!

১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৮

একুশে২১ বলেছেন: সেটাই ভাই। মুলা ঝুলাইয়া আর কয়দিন। মন্তব্যের জন্যে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.