![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন জীবনের আশায় পুরোন দিন কাটাই
আমি একা, অসম্ভব একা
আমার অভিমানের ডালি তুলে নিয়েছি
সব বন্ধুদের কাছ থেকে
মুক্তি দিয়েছি তাদের
পারিনি শুধু একজনের জন্য
সব অভিমান কেন জড় হয় তাকেই ঘিরে?
কিন্ত সেও বোঝেনা
নাকি বুঝেও না বোঝার ভান করে?
কি দরকার আমাকে খুশি রেখে?
তাকে কখন বলতেও ইচ্ছা করে না ;
কোথায় জানি একটা বাধা তাকে ঘিরে
কি এক দেয়াল তুলে আলাদা রেখেছে আমায়
যেখানে আমি পাইনা প্রবেশাধিকার
আমিই বা কেন তাহলে তার দেয়ালের বাইরে পরে থাকব?
কেন কষ্ট পাব আশায় থেকে থেকে
তাই আমি একাই ভাল ..
অনেক অনেক ভাল ।।
১৫ই অগাস্ট, ২০০৯
রাত ১১: ২৬
©somewhere in net ltd.