![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Click This Link
এসব বিদ্যালয়ে কর্মরত এক লাখ তিন হাজার ৮৪৫ জন শিক্ষক সরকারি শিক্ষক হলেন। অর্থাত্ তাঁরা সবাই সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের মতো সমান সুযোগ-সুবিধা পাবেন।
মানে বুঝলাম না? এরা কি পুরোপুরি সরকারী হলেন না??
স্কুল গুলোর নাম কি এখন বে-সরকারী থেকে বদলে সরকারী হবে?
যদি তা নাই হয় তাহলে তফাত কি হল??
মানে সরকারির মত সুবিধা বলতে কি বুঝাইছে??
পেনশন পাবে??
কেউ জানলে ডিটেইল জানান
২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৪
শয়ন কুমার বলেছেন: তিন ধাপে এ ঘোষণা বাস্তবায়ন হবে। এর মধ্যে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ হাজার ৯৮১টি নিবন্ধিত (এমপিওভুক্ত) বিদ্যালয়ের ৯১ হাজার ২৪ জন শিক্ষক এ সুবিধা পাবেন। স্থায়ী-অস্থায়ী পাঠদানের অনুমতি পাওয়া, কমিউনিটি এবং সরকারি অর্থায়নে এনজিও পরিচালিত দুই হাজার ২৫২টি বিদ্যালয়ের নয় হাজার ২৫ জন শিক্ষক ১ জুলাই থেকে এ সুবিধা পাবেন।
সর্বশেষ তৃতীয় স্তরে ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে পাঠদানের অনুমতির সুপারিশপ্রাপ্ত ও পাঠদানের অনুমতির অপেক্ষমাণ ৮৬০টি বিদ্যালয়ের তিন হাজার ৭৯৬ জন শিক্ষক এ সুবিধা পাবেন।
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৯
শয়ন কুমার বলেছেন: এনারা চলতি বছরের জানুয়ারী থেকে একজন সরকারী চাকরীজীবী হিসেবে সরকারের খাতায় অভিভূক্ত হবেন এবং একজন সরকারী চাকরীজীবী হিসেবেই বেতন ভাতা তুলবেন ।সরকারী চাকরীজীবী হিসেবে পেনসন পাবেন এবং স্কুল গুলোর নাম এখন বে-সরকারী থেকে বদলে সরকারী হবে
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৩
শয়ন কুমার বলেছেন: দেশের প্রায় ২৬ হাজার ২০০টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে এসব বিদ্যালয়ে কর্মরত এক লাখ তিন হাজার ৮৪৫ জন শিক্ষক সরকারি শিক্ষক হলেন।মানুষের চোখেমুখে এত আনন্দ আমি আগে কখনো দেখি নি। রাতের বেলা না ঘুমানো, দীর্ঘ সময় না খেয়ে থাকা, তীব্র শৈত্য প্রবাহে বাইরে রাত কাটানো মানুষগুলোর চোখেমুখে এত আনন্দ দেখেছি আমি যা আর কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না।
আজ লক্ষাধিক পরিবার একটা সুন্দর জীবনের নিশ্চয়তা পেল।
১৯৭৩ সালের পর এই প্রথম একসাথে এত স্কুল জাতীয়করণ করা হল। দেশে আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রইল না