নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বল বীর চির উন্নত মম শির !

শাহারিয়ার ইমন

শাহারিয়ার ইমন › বিস্তারিত পোস্টঃ

When Breath Becomes Air By Paul Kalanithi

১৩ ই মে, ২০১৮ রাত ১২:৫১



বইটি ১২ই জানুয়ারী ,২০১৬ তে রেনমড হাউস দ্বারা মরণোত্তর প্রকাশিত হয়।
এই বইটি ২০১৭ সালের নিউ ইয়র্ক টাইমস বেষ্টসেলার । ফেব্রুয়ারী ২017 সালের হিসাবে, এটি 51 সপ্তাহের জন্য বিক্রেতাদের সর্বোচ্চ বিক্রির তালিকায় ছিল ।


মে ২013 সালে, তার ম্যাটাস্টিক স্টেজ IV Non-small-cell EGFR- পজিটিভ ফুসফুসের ক্যান্সার ধরা পড়ে । কালানিথী তখন নিউরোসার্জারিতে তার প্রশিক্ষণ এবং স্টেনফোর্ড ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রিধারীর ফেলোশিপ সম্পন্ন করছিলেন ।
কলাানিথী তার নিজের ক্যান্সারের চিকিৎসার পাশাপাশি নিজের অসুস্থতার ও কান্সার ডায়াগনষ্টের তথ্য তুলে ধরেন, "দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য প্যারিস রিভিউ এবং স্ট্যানফোর্ড মেডিসিনে " প্রবন্ধ রচনা করেন এবং বিভিন্ন মিডিয়া এবং পাবলিক ফোরামের সাক্ষাত্কারে অংশগ্রহণ করেন।
তিনি একজন ডাক্তার এবং একজন রোগী হিসাবে তার অভিজ্ঞতা দিয়ে একটি আত্মজীবনীমূলক বই কাজ শুরু করেন । যেই বইটাই আমরা পেয়েছি " When Breath Becomes Air" হিসাবে ।


পুরস্কার ও সম্মাননা
2017 - WELLCOME BOOK PRIZE .
2017 -পুলিৎজার পুরস্কার, (জীবনী বা আত্মজীবনী) ।
২017 -জানুয়ারি মিশালস্কি পুরস্কার দ্বিতীয় নির্বাচন ।
2016 -গুড রিডস চয়েস বিজয়ী ।

লেখক পরিচিতি ;

পল কালানিথী ছিলেন একজন নিউরোসার্জন , বাস করতেন ওয়স্টচেষ্টার ,নিউইর্য়ক । তিনি তামিলনাড়ু এবং অন্ধ্র প্রদেশ, ভারত থেকে নিউইর্য়কে আসা একটি খ্রিস্টীয় পরিবারে জন্মগ্রহণ করেন ।

তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে "ব্যাচেলর অফ আর্টস" এবং ইংরেজি সাহিত্যে মাস্টার ডিগ্রী এবং ২০০০ সালে হিউমান বায়োলজি তে "ব্যাচেলর অব সাইন্স" স্নাতক ডিগ্রি অর্জন করেন।

এরপর , তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন, যেখানে তিনি ডারউইন কলেজে পড়াশোনা করেন এবং ইতিহাস,দর্শন ও বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রী লাভ করেন। যদিও তিনি প্রাথমিকভাবে ইংরেজীতে পিএইচডি করেছিলেন।

তারপর Yale স্কুল অফ মেডিসিনে যোগদান করেন, যেখানে তিনি ২007 সালে লন্ডন এগ্রি লয়েডে স্নাতক হন, টুররেটস সিন্ড্রোমের গবেষণার জন্য ডঃ লুই এইচ নাহুম পুরস্কার লাভ করেন। সেখানে তিনি আলফা ওমেগা আলফা ন্যাশনাল মেডিকেল সানডে সমাজে অন্তর্ভুক্ত হন।


মেডিকেল স্কুলে স্নাতক হওয়ার পর, কালানথী নিউরোসার্জারিতে তার প্রশিক্ষণ এবং স্টেনফোর্ড ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রিধারীর ফেলোশিপ সম্পন্ন করার জন্য স্ট্যানফোর্ডে ফিরে আসেন।

মে ২013 সালে, তার ম্যাটাস্টিক স্টেজ IV Non-small-cell EGFR- পজিটিভ ফুসফুসের ক্যান্সার ধরা পড়েছিল ।
মার্চ ২0১৫ সালে তিনি 37 বছর বয়সে মারা যান ।

নিউরোসার্জন হিসেবে কর্মরত কাল শেষ দিনের ছবি ;-


তথ্যসূত্র ; উইকিপিডিয়া ,গুগুল


মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৮ রাত ১২:৫৮

রুবায়েত রায়হান বলেছেন: ami blog e new, amr lekha gulo homepage e ashche na.. edit kore, prothom pata tee tik diyechi, tar por asche na, would you please help me?

১৩ ই মে, ২০১৮ রাত ১:০২

শাহারিয়ার ইমন বলেছেন: Click This Link

এই পোষ্ট টা আশা করি উপকারে লাগবে

২| ১৩ ই মে, ২০১৮ রাত ১:০২

শাহারিয়ার ইমন বলেছেন: উপরের কমেনটের লিংকে ক্লিক করেন ভাই

৩| ১৩ ই মে, ২০১৮ রাত ১:৪১

কলাবাগান১ বলেছেন: এমন একটা উজ্জল নক্ষত্র অকালেই হারিয়ে গেলেন...কিন্তু উনার দুর্ভাগ্য যে উনি ২০১৮ সাল পর্যন্ত্য বেচে থাকলে (বাই দ্যা ওয়ে উনি ২০১৫ সনে মারা যান, ২০১৩ সনে নয়- পোস্টে ঠিক করে দিন), non-small cell lung cancer এর উপর যে যুগান্তকারী ঔষুধ ডেভেলপ হয়েছে (Tagrisso), তার সাহায্যে আরো অনেক বছর বেচে থাকতে পারতেন। ক্যান্সার এর মধ্যে non-small cell lung cancer এর বর্তমান ঔষুধ খুবই ইফেক্টিভ। উনার ছবি দেখতে চাইলাম ..তাই ছবিটা দিলাম।



আর non-small cell lung cancer এর ঔষুধ সম্পর্কে বিস্তারিত এখানে
Tagrisso

১৩ ই মে, ২০১৮ রাত ৩:১৭

শাহারিয়ার ইমন বলেছেন: ধন্যবাদ আপনাকে

৪| ১৩ ই মে, ২০১৮ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: আর একটি ডিটেলস লিখলে ভালো হতো।
মন ভরলো না।

১৪ ই মে, ২০১৮ রাত ১২:৩১

শাহারিয়ার ইমন বলেছেন: ভাবতেছি বইটার অনুবাদ করব

৫| ১৫ ই মে, ২০১৮ রাত ৯:৫৫

কেএসরথি বলেছেন: বইটার কথা জানতে পারি, বিল গেটসের একটা শেয়ার থেকে। খুবই হৃদয়বিদারক একটা কাহিনী।

২১ শে মে, ২০১৮ দুপুর ১:১৫

শাহারিয়ার ইমন বলেছেন: যি আসলেই হৃদয়বিদারক

৬| ১৫ ই মে, ২০১৮ রাত ১০:০০

এলিয়ানা সিম্পসন বলেছেন: One of the most popular books among medical professionals!

২১ শে মে, ২০১৮ দুপুর ১:১৩

শাহারিয়ার ইমন বলেছেন: সত্যি কথা বলেছেন একদম

৭| ১৯ শে মে, ২০১৮ রাত ১২:০৫

শামচুল হক বলেছেন: অল্প বয়সে মারা যাওয়াটা কষ্ট লাগল।

২১ শে মে, ২০১৮ দুপুর ১:১৩

শাহারিয়ার ইমন বলেছেন: কষ্ট লাগাটা স্বাভাবিক

৮| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪৪

খায়রুল আহসান বলেছেন: অত্যন্ত প্রতিভাধর একজন ব্যক্তির সম্পর্কে কিছুটা জানা হলো, তবে আরো জানার আগ্রহ রয়ে গেলো। সময় সুযোগ করে তা জেনে নেয়ার আশা রাখি। আপনিও পারলে আরো কিছু বিশদ তথ্য এখানে সংযোজন করে দেবেন। (রাজীব নুর বলেছেন: আর একটু ডিটেলস লিখলে ভালো হতো। মন ভরলো না। - আমারও ভরেনি!)

১৭ ই জুলাই, ২০১৮ রাত ৮:০২

শাহারিয়ার ইমন বলেছেন: চেষ্টা করব ।ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.