নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বল বীর চির উন্নত মম শির !

শাহারিয়ার ইমন

শাহারিয়ার ইমন › বিস্তারিত পোস্টঃ

রমিজ সাহেবের একদিন ।

১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৮



রমিজ সাহেব সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা । সকালে ঘুম থেকে উঠেই বিদেশী চুরুট টানেন আর পত্রিকা পড়েন । এই চুরুট না টানলে তার কোষ্ঠ পরিষ্কার হয়না । চুরুট তার নিজের কিনতে হয়না , উপহার হিসেবে এমনিতেই দিয়ে যায় ,লোকজন তাকে অনেক সমাদর করে কিনা ।
পত্রিকা খুলেই আজকের রাশিফল পাতায় প্রথমে চোখ বুলালেন প্রতিদিনের মত । তিনি রাশিফলে খুব বিশ্বাসী । এই পত্রিকার রাশিফল লেখা লোকটির সাথে তিনি দেখাও করেছেন ।তার নির্দেশে হাতে রং চং-এ কয়েকটা আংটিও পড়েন । রমিজ সাহেবের রাশি হল বৃষ ।
আজকে রাশিফল পাতায় প্রথমে বৃষ রাশি নিয়ে লিখেছে ।

"বৃষ মানে ষাঁড় ,বলদ ।ইংরেজীতে বুল । বৃষ রাশি অধিকারীদের আজ ভাগ্য সুপ্রসন্ন । যাত্রা শুভ । আত্মীয়দের কাছ থেকে উপহার পাওয়ার সম্ভাবনা আছে । প্রিয়জন নিয়ে ঘুরতে বের হয়ে পড়ুন সময় থাকলে ।"


রাশিফল পড়ে প্রথমে মন খারাপ হলেও পরে মন ভাল হয়ে গেল রমিজ সাহেবের । বৃষ মানে ষাঁড় এটা তিনি জানতেন ,এটা লেখার কি দরকার ছিল । মনে মনে গালিও দিলেন কুকুরের ছানা বলে ।বেশি কিছু বললেন না , শত হলেও তিনি গুরুমানুষ । পত্রিকা আরো কিছুক্ষন উল্টিয়ে পালটিয়ে দেখার পর চুরুট শেষ করে টাট্টি ঘরে ঢুকলেন । টাট্টি ঘরে ঢুকেই গুনগুন করে গান ধরলেন " চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে ......... " ।


নাস্তার টেবিলে এসে দেখলেন ,শুকনো দুটো রুটি আর করল্লা ভাজা তার জন্য রাখা হয়েছে ,সাথে চিরতার রস । দেখেই মেজাজ খারাপ হল তার । কিন্তু কিছু করার নেই ,সকাল বেলা বাসায় তার সহধর্মিনী এই খাবারেরই ব্যবস্থা করে । সপ্তাহে একদিন মুরগীর মাংস , আরেকদিন ডিমবাদে বাকি ৫ দিন করল্লা শাকসবজি খেতে হয় । নিজের বউয়ের কাছে তিনি ভেজা বেড়াল ।অবশ্য তার ভালোর জন্য এসব করে , ডায়বেটিস ,হাই প্রেশার দুটোই আছে তার । বয়স এখনো পঞ্চাশ হয়নি । তবে সকাল বেলা একটা চুরুট টানার পারমিশন আছে ।

ড্রাইভারকে গাড়ি বের করতে বললেন । তার ড্রাইভার একটা গাধা । সারাদিন পরে পরে ঘুমায় । দেখ যাবে রাস্তায় ৫ মিনিটের জ্যামে পড়েছে ,তার মধ্যেই ঘুমিয়ে পড়ছে ড্রাইভিং হুইলের ওপর ।এজন্য তাকে কঠোর শাস্তিও দিয়েছেন তিনি অনেকবার ,কিন্তু কাজ হয়নি ।
এখন রাস্তায় গাড়ির ভিতর উচ্চস্বরে গান বাজিয়ে রাখেন , তারপরেও গাধাটা মাঝে মাঝে ঘুমিয়ে পড়ে ।

গাড়িতে উঠে তিনি প্রথমেই একটা চুরুট ধরালেন । তারপর ড্রাইভারকে বললেন , অমুক হোটেলে যাও ।হোটেলে গিয়ে পেট পুরে ইচ্ছে মত খেয়ে আবার গাড়িতে উঠলেন ।


কিছুদুর যাওয়ার পর ট্রাফিক পুলিশ তাকে থামাল । ড্রাইভার জানলা খুলতেই ট্রাফিক পুলিশ বলল , লাইসেন্স আছে?
রমিজ সাহেবের এই কথা শুনে মেজাজ বিগড়ে গেল । পুলিশকে ডাকলেন , এই হাদারাম এইদিকে আয় । আমাকে চিনস ,এই দেখ আমার আইডি ।

পুলিশ তারপরেও বলল , স্যার ভদ্রভাবে কথা বলুন ।আপনি যে হোননা কেন , উপর থেকে অর্ডার আসছে সব গাড়ির লাইসেন্স চেক করতে হবে । আপনার আইডি আপনার কাছেই রাখুন । স্কুলের ছেলেপেলেরা কয়েকদিন যে ঝামেলা করছে ,ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো নিষেধ আছে স্যার ।

রমিজ সাহেব আরো খেপে গেলেন । বললেন ," এক থাপ্পড়ে দাঁত ফেলে দেব । তোর যে উপরে স্যার আছে তাকে ডেকে আন ।''
ত্যাঁদরামি করছিস আমার সাথে , চাকরি থাকবেনা কিন্তু হা বলে দিলাম ।

কিছুক্ষন পর আরেকজন পুলিশ অফিসার এসে রমিজ সাহেবকে সালাম দিল । থতমত খেয়ে বলল ,স্যার নতুন এসেছে ,আপনাদের চেনে না ।মাফ করে দেন । ওকে আমি শান্টিং দিয়ে দেব ।

-"বদমাইশ কোথাকার , আস্তা গাধা ।ভাল করে সব বুঝিয়ে শুনিয়ে নাও ,নাহলে তোমার কপালেও দুঃখ আছে ।"

-" তওবা তওবা স্যার ।ও কথা আর বলতে হয় । স্যার আমার ওই ব্যাপারটা যদি একটু দেখতেন ! "

- "সব মনে আছে । পাবে তোমার ভাগেরটা ।"

-"স্যার একটু দাঁড়ান হারামজাদাটাকে বলি আপনার পা ছুঁইয়ে ক্ষমা চাক "।

- " না লাগবেনা , ওকে ভাল করে শেখাও সবকিছু ,নাহলে টিকতে পারবেনা ।''

- " সালাম স্যার " ।


রমিজ সাহেবের মেজাজ খারাপ কমল না , ''সব গুলো গাধার বাচ্চা গাধা " ।এই পুলিশ অফিসারকে নাইক্ষ্যংছড়ি পাঠাতে হবে ,তাহলে বুঝবে কত ধানে কত চাল !

আরেকটা চুরুট ধরালেন তিনি । আচ্ছা কত ধানে কত চাল এই প্রবাদটি তো ভুল । যে কয়টা ধান থাকবে সে কয়টাই তো চাল হবার কথা । অবশ্য কিছু ধান ফুসা থাকে ,চাল তো কম হবার কথা ,তারপরেও কেন আমরা এই প্রবাদ বলি ?

অফিসে এসে নিজের রুমে ঢুকলেন রমিজ সাহেব । সাথে সাথে পি এস এসে ঢুকল ।

-স্যার খুব খারাপ সংবাদ আছে ?

এমনিতেই রমিজ সাহবের মেজার খারাপ ,তার ওপরে পি এস বলে কিনা খারপ সংবাদ আছে। আজকে তো তার রাশি ফল হবার কথা ছিল ,কিন্তু সব উলটা হচ্ছে কেন । কিছুই বুঝতে পারছেন না তিনি ।

যথাসম্ভব রাগ দমিয়ে রেখে কোমল কন্ঠে পিএসকে বললেন ,এদিকে কাছে আয় ।

পিএস ভয় পেয়ে বলল , কেন স্যার ?

"কাছে আসতে বলছি ,কাছে আয় । "-রাগার স্বরে বললেন তিনি ।

পিএস ভয়ে ভয়ে রমিজ সাহেবের কাছ গেল ।
"
রমিজ সাহেব পিএস এর কান ধরে মলে দিল । পরে বলল ," এইযে তোর কান মলে দিলাম রাগ কমেছে এখন , এখন বল কি খারাপ সংবাদ । মেজাজ গরম রেখে তো আর খারাপ সংবাদ শোনা ঠিক না ।"

- স্যার , আপনার লাস্ট ক্লায়েন্ট যার কাছ থেকে বিশাল একটা ধান্দার ব্যবস্থা ছিল

-হা , "কি হয়েছে তার ? মারা গেছে ? "

- "না স্যার , সে আপনার প্রতিপক্ষ মকবুল সাহেবের কাছে চলে গেছে ।"

- "কি বললি এটা , মকবুইল্লা তাহলে এখন আমার ক্লায়েন্টের দিকে হাত বাড়াচ্ছে । " ও এত পাওয়ার পেল কোথায় "? কিছুদিন আগেও তো আমার পায়ের কাছে এসে পড়ে থাকত ।"

- স্যার ,উনি এখন স্বরাষ্ট্র মন্ত্রীর খাস লোক ।

- "আমাকে সরাষ্ট্র মন্ত্রী দেখায় , আমি তাকে আগরতলা দেখাব ।" আমাকে চেনে না মকবুইল্লা ! " এখন ভাগ এইখান থেইকা ,একটা চুরুট ধরাইয়া দিয়া যা ।"

রমিজ সাহেব আবারো চুরুট টানা শুরু করলেন । তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে । এটা তো মেনে নেওয়া যায়না । তখন তার চোখ পড়ল হাতের আংটি গুলার ওপর ,রাগে দুঃখে সব গুলো খুলে ময়লার ঝুড়িতে ফেলে দিলেন ।


মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৮

সোহাগ তানভীর সাকিব বলেছেন: যথেষ্ট ভালো।

১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪১

শাহারিয়ার ইমন বলেছেন: ভাবছি গল্প লেখা শুরু করব ব্লগে < কেমন হবে ব্রাদার ?

২| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৩

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: মানসিকতার পরিবর্তন হবে কবে???

১২ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০৬

শাহারিয়ার ইমন বলেছেন: কাকে বলছেন বুঝলাম না

৩| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর। বাস্তবতার গল্প। ভালো লাগলো।

১২ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০৬

শাহারিয়ার ইমন বলেছেন: ধন্যবাদ ব্রাদার

৪| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২২

জুনায়েদ বি রাহমান বলেছেন: উপস্থাপন ভালো লেগেছে। নিয়মিত লিখতে থাকুন।

শুভকামনা ।

১২ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫২

শাহারিয়ার ইমন বলেছেন: ধন্যবাদ ব্রাদার ,

৫| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৪৬

আরণ্যক রাখাল বলেছেন: গল্পটা আরো পোক্ত হতে পারত। বিশেষ করে ন্যারেটিভটা। বর্ণনা করেছেন খুব সাদামাটা ভাষায়। লেখায় হুমায়ুন আহমেদ স্টাইল প্রকট।
গল্পের বক্তব্য ভাল। তবে গদ্যে উন্নতি করতে হবে। যাতে অন্যের গদ্যের সাথে আপনার গদ্য মিলে না যায়। যাতে গল্পের দুটো লাইন পড়লেই বোঝা যায় লেখাটা কার।
ভাল থাকবেন

৬| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৪৬

আরণ্যক রাখাল বলেছেন: গল্পটা আরো পোক্ত হতে পারত। বিশেষ করে ন্যারেটিভটা। বর্ণনা করেছেন খুব সাদামাটা ভাষায়। লেখায় হুমায়ুন আহমেদ স্টাইল প্রকট।
গল্পের বক্তব্য ভাল। তবে গদ্যে উন্নতি করতে হবে। যাতে অন্যের গদ্যের সাথে আপনার গদ্য মিলে না যায়। যাতে গল্পের দুটো লাইন পড়লেই বোঝা যায় লেখাটা কার।
ভাল থাকবেন

১২ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫৩

শাহারিয়ার ইমন বলেছেন: উপদেশ দেয়ার জন্য ধন্যবাদ ।আমি এটা রম্য গল্প লিখেছি ,আশা করি বুঝতে পেরেছেন

৭| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১:৪৪

চাঁদগাজী বলেছেন:


আসলে, মোটামুটি দুর্বল প্লটের উপর লেখা। আপনি লিখেছেন "রম্য", "রম্য" হয়নি, স্যরি; রম্যগল্পে, প্লটে কিংবা বর্ণনায় হাসি, কিংবা আনন্দ দেয়ার মত উপাদান থাকতে হবে।

১২ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৮

শাহারিয়ার ইমন বলেছেন: আচ্ছা

৮| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ২:০১

কাওসার চৌধুরী বলেছেন:



আপনার রম্য লেখার প্রচেষ্টা ভাল ছিল; লেখতে থাকুন একদিন ঠিকই চমৎকার রম্য লেখতে পারবেন। রম্য লেখায় আরেকটু হাস্যরস থাকলে লেখা আরো দুর্দান্ত হবে। লেখায় দাড়ি, কমায় স্পেস হয়ে গেছে। শুভ কামনা রইলো।

১২ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৯

শাহারিয়ার ইমন বলেছেন: আপনার কথা মাথায় থাকবে

৯| ১২ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:২১

ভাইয়ু বলেছেন: সুন্দর লেখনী, আরেকটু হাস্যরস থাকলে রম্য নামটা সার্থক হত ৷ আরো লিখতে থাকুন ৷ আপনার লেখার হাত ভাল ৷ শুভকামনা রইলো....

১২ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৯

শাহারিয়ার ইমন বলেছেন: ওকে ভাই

১০| ১২ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩১

বিজন রয় বলেছেন: লেখার আগে অত তাড়াহুড়া করা ভাল না।

আরো ভেবে লিখুন, লেখা ভাল হতে বাধ্য।

১২ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৯

শাহারিয়ার ইমন বলেছেন: উপদেশ মনে থাকবে ।ভাল থাকবেন

১১| ১২ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:০৫

রাজীব নুর বলেছেন: একটুও হাসি পেলো না।

১২ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২০

শাহারিয়ার ইমন বলেছেন: আমি তাহলে ব্যর্থ

১২| ১২ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রম্য না হলেও গল্প হয়েছে।
এই প্রজন্মকে হুমায়ূনের স্টাইল থেকে বের হয়ে আসতে সময় লাগবে।

১২ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৩

শাহারিয়ার ইমন বলেছেন: গল্প কি ভাল লাগেনি ?

১৩| ১২ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাল লেগেছে। এও মনে হয়েছে আপনাকে দিয়ে গল্প লিখা হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.