নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বল বীর চির উন্নত মম শির !

শাহারিয়ার ইমন

শাহারিয়ার ইমন › বিস্তারিত পোস্টঃ

রাজনীতিতে মিথ্যা বলা নাকি শিল্প !!!

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:১১



কোন একজন বিখ্যাত ব্যক্তি (নাম মনে পড়ছে না) বলেছিলেন " Lying in politics is an art " (রাজনীতিতে মিথ্যা বলা একটা শিল্প ) ।

রাজনীতির ভিতর অনেক মারপ্যাঁচ আছে ,আছে অনেক না লেখা নীতি । রাজনীতি বিদরা দিনে দুপুরে মিথ্যে কথা বলেন ,এটা সবাই মেনে নিয়েছে একভাবে । মিথ্যা বলাকে রাজনীতিবিদগন শিল্প বানিয়ে ফেলেছেন । যে বেশি সত্যের মত করে মিথ্যা বলতে পারে ,তার জনপ্রিয়তাই বেশি ।

আমাদের দেশের এক জনপ্রিয় নেতার কথা বলতে চাচ্ছি । নাম বলব না । বেশ কয়েকটা জনসভায় তিনি বলে যাচ্ছেন " এদেশে মানুষদেরকে নাকি তিনি(তার সরকার) ১৪ কোটি মোবাইল ফোন দিয়েছে ,কখনো আবার বলেছেন ১৩ কোটি ।কয়দিন পর বলে বসবেন ১৫ কোটি । কিন্তু ভুলে আবার ২০ কোটি বলে না ফেলেন .২০ কোটি তো জনসংখ্যাই নাই এদেশে । তবে ,তারা যদি মিথ্যাও বলে সেটাই সত্যি ।এ নিয়ে কোন সন্দেহ নাই । তাদের মিথ্যা বলার লাইসেন্স আছে তো । :D

কিছুদিন আগে নাকি একজন বলেই ফেলেছিলেন ,ফেসবুক সে আবিষ্কার করেছন । :#) আচ্ছা এই সামু ব্লগ কি কোন রাজনৈতিক নেতার আবিষ্কার নাকি ? কেউ জানেন কিছু ?

পদ্মা সেতুরও নাকি ৬০ ভাগ কাজ শেষ হয়েছে? :P আর বেশিদিন লাগবেনা ১০০ ভাগ শেষ হতে । দক্ষিনবঙ্গ এর সুদিন আসছে বলে ।

রাজনৈতিক জনসভায় গেলে কিছু পান আর না পান , নেতাদের কথা শুনে খুব বিনোদন পাবেন । নির্ভেজাল বিনোদন ।আমিও কিন্তু যাইনি ,লাইভ দেখছিলাম আরকি !

জনসভায় নেতারা এতই উন্নয়নের আশ্বাস দেন যে ,মনে হয় উন্নয়নের জোয়ারে দেশ একেবারে বন্যা বয়ে যাবে ।কিন্তু কাজের বেলায় সব ঠনঠনাঠন ।আরো আছে , উচ্চ পদের নেতাদের গুনগান । খাঁটি বাংলায় চামচামি । যত রকম প্রশংসা করা যায় বাদ রাখে না আরকি রাজনৈতিক নেতাদের এসব কথা বলা শুরু করলে আর শেষ করা যাবেনা । তাদের কাছে একটা আবেদন ,মিথ্যা বলেন ঠিক আছে ।কিন্তু সেই মিথ্যার তো একটা লেভেল আছে ।দি্ন দুপুরে হাজার হাজার জনতার সামনে এমন এমন সব মিথ্যা বলে আর কত জোকারি করবেন ?

শেষে একটা কথা জানতে চাচ্ছি B:-/ (সিক্রেট) সরকার যে ,১৪ কোটি মোবাইল দিল জনগনকে ,আমার মোবাইলটা না পাইনি ।আপনারটা পেয়েছেন কি ?

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৬

ঢাবিয়ান বলেছেন: ভিক্ষুকও নাকি মোবাইলে মেনু জানতে চায় শুনলাম!!!!

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৫

শাহারিয়ার ইমন বলেছেন: চাইতেই পারে,ডিজিটাল দেশ তো

২| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৪

চাঁদগাজী বলেছেন:


কোন বিখ্যাত লোক বলেননি উহা, উহা হয়তো বলেছেন জেনারেল এরশাদ, না হয়, বেগম জিয়া

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৯

শাহারিয়ার ইমন বলেছেন: না বিখ্যাত এক লোক বলেছে ।

৩| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৭

রাজীব নুর বলেছেন: মিথ্যা।
চারিদিকে শুধু মিথ্যা।

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৯

শাহারিয়ার ইমন বলেছেন: হুম শুধু মিথ্যা

৪| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৩

কাওসার চৌধুরী বলেছেন:



মিথ্যা বলাটা একটা আর্ট। এই আর্ট এর কারবার করে রাজনীতিবিদরা কোটিপতি।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১:৩৭

শাহারিয়ার ইমন বলেছেন: এটাই রাজনীতিবিদদের হাতিয়ার

৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১২:০৯

মাহমুদুর রহমান বলেছেন: ভাই রাজনীতি এখন আর ভালো লাগে না।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১:৩৮

শাহারিয়ার ইমন বলেছেন: ভাল লাগার কিছুই নাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.