![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মরন চিঠি
===========
পাহার পর্বত চন্দ্র তারা
সব যায়গাতে ঘুরে যারা
তাদের মূখে একটি কথা
গ্যান খাটালে সবই সুজা ।
ফার্মাসিস্ট আর ডাক্তারেরা
বলছে তারা একটি কথা,
অসুস্থতায় ভুগছে যারা
চিকিৎসা বিনেই মরছে তারা।
আল্লাহই যে মরন দাতা
এ সত্যটি মানেনা তারা।
পদার্থ বিজ্ঞানে জ্ঞানী যারা
অ্যাটমবোমা বানায় তারা।
বোমার জোরেই হচ্ছে তারা
এ ভূখণ্ডের রাজার রাজা।
মানছে নাযে হুকুম তারা
আল্লাহ্ কর্তৃক জারী যাহা।
কিন্তু
মরন চিঠি পেলে তারা
আয়ূ তাদের হলে সারা
পারেনা যে ঠেকাতে তা
মিলে সকল জ্ঞান দাতারা।
তাই যদি না পার বাবা
মানতে তোমার কোথায় বাধা
সর্বশক্তিমান আল্লাহতাহয়ালা।
মোঃ এমদাদুল হক দেওয়ান(লিয়াকত)
©somewhere in net ltd.