![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
০১
শিক্ষা নিলাম বিদ্যালয়ে
বস হব সে ভাবনা নিয়ে,
এখন আমি যাই কি করে
কলম ছেরে লাংগল ধরতে?
ভুল ধারনায় পাইছে তোরে
শিক্ষা নিছ গ্যান অর্জনে,
গ্যান খাটালে কৃ্ষি কাজে
বৃ্দ্ধি পাবে ফলন তাতে।
অর্থণৈতিক মুক্তি আনতে...
জাগো হে দরিদ্র, জাগো
জন্মের কারনে যদিও তুমি হীন।
সম্মানী হতে হলে যেন
করতে হবে সঠিক কর্ম ।
মোছ আঁখি, বাহু কর শক্ত
ঘুম থেকে জেগে উঠ।
ঘুমকে কর দূর হও গ্যানী, পড়
আপন কাজে মনযোগী...
তোরা ক্যান যিকির পাগল বল ?
নামাজ রোযা ফরয আমল
না করে কেউ সেসব পালন
করিস কেন শুধুই তোরা যিকির যিকির বল ?
তোরা ক্যান যিকির পাগল বল ?
যিকির হল নফল আমল...
জন্ম নেয় যে সেই মরে
আটাই রীতি ভবে ।
মানুষ শুধু মরার পরে
জীবন ফিরে পায়রে ।
যে জীবনে ভাগ হয় সে
ভাল ও মন্দ দুটি ভিন্ন দলে ।
ভালর দলে সে জন...
ওয়াজ হল নীতির বচন
আমল হল তার বাস্তবায়ন ।
দূঃখ কষ্ট করতে হরন
ওয়াজ নয় তাই আমল প্রয়োজন ।
যদিও
ওয়াজ বলে এটিই নিয়ম
পর দূঃখ করতে হরন
এগিয়ে আসবে যখন তখন...
বিপ্লব
০১
বিপ্লব বিপ্লব
জন্মভূমি স্বাধীণ করতে
অস্র হাতে সবাই মিলে
করেছি যে বিপ্লব।
এখন কেন অলস সবে
স্বাধীনতা পাবার পরে,
মাথায় কার নেই ক্যানরে
অর্থনৈতিক উন্নয়নের মতলব?
দেখেও মানুষ বেকার ঘুরে
জীবন কাটায় অর্থ কষ্টে
কাজ না পেয়ে স্বাধীণ...
মনের মাঝে ক্ষত হলে
মানুষ খুবই কষ্ট পায়রে।
মনে ক্ষত তৈরী হলে
শান্তি সবার চলে যায়রে।
ক্ষত আবার তৈরী হয় যে
মানুষেরই আঘাত হতে।
মানুষকে তাই ছাড়তে হবে
শান্তি ধরে রাখতে হলে
মিথ্যা বলা, লোক...
২২
শুধু শ্রমিক নইরে
বাবাও আমি ।
কাজেই আমায় ভাবতে হবে
কর্মক্ষেত্রে কাজে বসি ।
নতুন ক্ষেত্র গড়তে হবে
যেখানেতে আসবে বসি,
সন্তান আমার পড়ার শেষে
উপার্জনে অর্থকড়ি ।
শুধু শ্রমিক...
২১
কে যাবি আয় উন্নয়নের পথে
দামী পোষাক, সার্টিফিকেট
ষ্ট্যাটাস আর আরাম আয়েশ
সকল কিছু ভুলে ।
ধরতে লাঙ্গল শক্ত করে
ধান ফলাতে মাঠে ।
কে যাবি আয় উন্নয়নের পথে
যায়গা জমি যাদের নাইরে
নাইরে মামা প্রশাসনে
আয়...
নেতা নাইরে
===============
০১
মাঝে মাঝে ভবন ধ্বশে
শ্রমিক শ্রেনী মরছে দেশে।
হরহামেশা মরছে পুড়ে
আগুন লাগায় কর্মখেত্রে।
বিচার চাওয়ার তাদের জন্যে
দেশে কোন নেতা নাইরে।
যদিও শ্রমিক ব্যস্ত থাকে
সর্বদাই দেশের কাজে।
ক্যান যে শ্রমিক, কিসের লোভে
ভয়...
মরন চিঠি
===========
পাহার পর্বত চন্দ্র তারা
সব যায়গাতে ঘুরে যারা
তাদের মূখে একটি কথা
গ্যান খাটালে সবই সুজা ।
ফার্মাসিস্ট আর ডাক্তারেরা
বলছে তারা একটি কথা,
অসুস্থতায় ভুগছে...
বিপ্লবীর আর্তনাদ
------------------------
পুরো দেশটাই যে ভেজালেতে ভরে গেছে
যে কারণে ভূগছে মানুষ দেশে, পশূ নয়রে।
তাইতরে বাপ
দেশের মানুষ বাচাতে
কভূ বিপ্লবের ডাক দিলে
বাধা না দিয়ে তুলে দিস...
©somewhere in net ltd.