![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্ম নেয় যে সেই মরে
আটাই রীতি ভবে ।
মানুষ শুধু মরার পরে
জীবন ফিরে পায়রে ।
যে জীবনে ভাগ হয় সে
ভাল ও মন্দ দুটি ভিন্ন দলে ।
ভালর দলে সে জন যায়রে
যে জন চলে
কোরআনী আইন মেনে ।
সে জন যায়রে মন্দ দলে
যে জন চলে
কোরআন হাদিস ভূলে ।
মন্দ জনে কষ্ট করে
ভাল জনে স্বর্গে থাকে
কোরআনী আইন মতে ।
কাজেই ভবে বেচে থাকতে
অপকর্ম ছেরে দিয়ে
পর দূঃখে দূখী হয়ে
ভাল হতে হবে ।
তা না হলে মরার পরে
অপকর্মের শাস্তি পেতে,
অনন্ত কাল জ্বলতে হবে
নরকের আগুনে ।
================
©somewhere in net ltd.