নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো উন্নয়নের পথে

মোঃ এমদাদুল হক দেওয়ান (লিয়াকত )

আমি একজন গারমেটস কর্মী।

মোঃ এমদাদুল হক দেওয়ান (লিয়াকত ) › বিস্তারিত পোস্টঃ

বিপ্লব

৩১ শে মে, ২০১৫ বিকাল ৩:৫৯

বিপ্লব
০১
বিপ্লব বিপ্লব
জন্মভূমি স্বাধীণ করতে
অস্র হাতে সবাই মিলে
করেছি যে বিপ্লব।
এখন কেন অলস সবে
স্বাধীনতা পাবার পরে,
মাথায় কার নেই ক্যানরে
অর্থনৈতিক উন্নয়নের মতলব?
দেখেও মানুষ বেকার ঘুরে
জীবন কাটায় অর্থ কষ্টে
কাজ না পেয়ে স্বাধীণ দেশে।
ঘটছে না ক্যান তবুও দেশে
কর্মসংস্থানের বিপ্লব?
বিপ্লব বিপ্লব
অর্থনৈতিক উন্নয়নের বিপ্লব।
অর্ধনগ্ন গরীব থাকে
পায়না খেতে দিনের শেষে,
মধ্যবৃত্ত যারা আছে
পছন্দ সই রসদ কিনতে
তারাও নয় সক্ষম।
ঘটছে না ক্যান তবুও দেশে
অর্থনৈতিক উন্নয়নের বিপ্লব?
রেল লাইনের আশে পাশে
ড্রেনের উপড় ও খাশ জমিতে,
দড়জ়া ছারা ঝুপড়ি ঘড়ে
অসংখ্য লোক বাস করে যে
অস্বাস্থকর পরিবেশে।
ঘুমায় মানূষ স্বাধীণ দেশে
ছাদবীহিন সব টার্মিনালে।
প্রশ্ন করলে জবাব মিলে
নাই যে তাদের অর্থ-কড়ি ও সম্পদ।
তবুও কেন উঠছে নারে
গর্জে আবার নতুন করে,
অস্র নহে মেশিন ঘরে
উৎপাদনের বিপ্লব?
ভাষন ছেরে লাঙ্গল ধরে
মেশিন ঘড়ে খাটূনী দিয়ে
সবাই কেন করছে না রে
অর্থনৈতিক উন্নয়নের বিপ্লব?
স্বাধীনতা এলেও দেশে
শ্বচ্ছলতা পায়নি সবে।
তবুও কেন ঘতছে না যে
শিল্প বিপ্লব সক্ত ভাবে
অর্থনৈতিক মুক্তি লাভে?
করছে না ক্যান নতুন করে
শক্ত হাতে সবাই মিলে
উপার্জনের বিপ্লব?
বিপ্লব বিপ্লব
অর্থনৈতিক উন্নয়নের বিপ্লব।
==================

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.