নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো উন্নয়নের পথে

মোঃ এমদাদুল হক দেওয়ান (লিয়াকত )

আমি একজন গারমেটস কর্মী।

মোঃ এমদাদুল হক দেওয়ান (লিয়াকত ) › বিস্তারিত পোস্টঃ

ওয়াজ নয়রে আমল প্রয়োজন

০১ লা জুন, ২০১৫ দুপুর ২:৫৫


ওয়াজ হল নীতির বচন
আমল হল তার বাস্তবায়ন ।
দূঃখ কষ্ট করতে হরন
ওয়াজ নয় তাই আমল প্রয়োজন ।
যদিও
ওয়াজ বলে এটিই নিয়ম
পর দূঃখ করতে হরন
এগিয়ে আসবে যখন তখন ।
কিন্তু
বাস্তবে তার ভিন্ন ধরন ।
যেমন ধরুন যখন তখন
হচ্ছে জারী অভাব সমন
ওয়াজকারীর কাজের দরুন ।
ভূখাও আছে মানব জীবন
না পাওয়াতে খাবার সেবন
বাস্তবতার সাক্ষ্য এমন ।
আমল বীহিন নীতির বচন
বেকার তাই, পর দূঃখ করতে হরন ।
ওয়াজ করে লাভ কি বলুন
না করলে কেউ আত্নশোধন ।
মন্দ ছেরে ভাল গ্রহন
না করলে কি যখন তখন,
শান্তি কভূ পাবে আদম ?
ওয়াজ ছেরে করলে আমল
আমল কারী হবেই সুন্দর ।
দলে দলে আসবে অধম
সুন্দর করতে নিজের জীবন
গ্রহন করে তারই আমল ।
বুলি নায় তাই কাজের নাচন
যদি দেখে আম জনগন,
করবে সবাই ভালর সাধন ।
ভালয় ভালয় হলে মিলন
থাকবে সুখে সকল আদম,
জগত হবে শান্তি আশ্রম ।
কিন্তু
আনতে দেশে এ শূভক্ষন
ওয়াজ নয়রে আমল প্রয়োজন ।
=================

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.