নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ছোট্ট দুনিয়া। মনের কথা ব্লগে শেয়ার করি বাংলাদেশকে ভালবাসি

শিফান আল ইমন

আমার ছোট্ট দুনিয়া কথা গুলো ব্লগের মাধ্যমে শেয়ার করি বাংলাদেশকে ভালবাসি

শিফান আল ইমন › বিস্তারিত পোস্টঃ

ডিপ্রেশন ও নিজ ধর্ম।

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১২:৪৮




প্রত্যেক মানুষের মধ্যেই রয়েছে ডিপ্রেশন,হতাশা। তবে

এমন কিছু মানুষ দুনিয়াতে আছে যাদের হতাশা অন্যান্য

মানুষের থেকে অনেক বেশি। তারা অনেকটাই আমার মত

অভাগা। ডিপ্রেশন যে কতটা টা ভয়ঙ্কর হতে পারে সেটা

ভুক্তভোগী ছাড়া কেউ জানে না। আর এই ডিপ্রেশন যে

কত মানুষকে নিরবে খুন করেছে তা অজানা। এটা একটা

নিরব ঘাতক। অনকেই এই ডিপ্রেশন সইতে না পেরে

আত্নহত্যার সিদ্ধান্ত নেয়। এটি বর্তমানে তরুণদের মাঝে

বেশি দেখা যায়। এখনকার তরুণদের মধ্যে ডিপ্রেশনের

প্রধান কারণ হল প্রেমঘটিত তবে এটা ছাড়াও অন্যান্য

কারণ আছে। এখন আসি এ থেকে মুক্তি লাভের উপায়ে।গত বছরের কথা আমি এইচ.এস.সি পাস করে ভার্সিটির জন্য

প্রিপারেশন নিচ্ছিলাম এর মধ্যে আমার প্রায় দুই বছরের

রিলেশন টা ফুললি ব্রেকআপ হয়ে গেল এটাকে ব্রেক আপ কি বলব আমাকে ছেড়ে সে চলে গেছে যাই হোক খুব ভালবাসি তাকে এখন ও ভালবাসি হয়ত , যাইহোক আমার অনেক বন্ধু

থাকলেও আমি খুব বেচে বন্ধুদের সাথে চলি। তেমনি

অল্প কিছু বন্ধুদের সাথে চলতাম তাদেরকে আমি নিজে

এড়িয়ে চলা শুরু করলাম কারণ কারণ আমি সেল্ফিস পছন্দ

করি না। হয়ে গেলাম সম্পূর্ণ একা খুব খারাপ লাগত

ভাবলাম ভার্সিটিতে ভর্তি হতে পারলে হয়তবা ভাল

বোধ করব। ভার্সিটিতে এডমিশন টেস্ট দিলাম কোন

পাবলিক ভার্সিটিটে টিকলাম না। এমনিতে আমি একা

এর মধ্যে সময় সময় ওর কথা মনে পড়ে ওকে ভুলতে

পারতিছি না কোন ভাবে তার নিজের ফিউচার কি হবে

তা জানি না। এমন একটা পরিস্থিতি তে যে পড়বে সে

বুঝবে কেমন ফিল হয় তখন আমার মত হয়ত এমন কারও না

হলেও। আমার মতই হয়ত অনেকে মানসিক ভাবে বিপর্যস্ত

হয়ে পড়েন। তাদের জন্য আমার মেসেজ হল আমাদের

প্রত্যেকেরই নিজ নিজ ধর্ম রয়েছে কেউ মুসলিম,কেউ

হিন্দু,কেউ খ্রিস্টান,কেউ বৌদ্ধ। আমাদের প্রত্যেকেরই

নিজ নিজ ধর্মের আচার,আচরণ,নীতি রয়েছে এবং

প্রত্যেক ধর্মেরই নিজ উপশনালয় আছে। আমারা যদি

কিছুটা সময় নিজ ধর্মের রীতি অনুযায়ী ধর্মকর্মে

মনোনিবেশ করি। কিছুটা সময় প্রার্থনায় রত থাকি

তাহলে দেখবেন অনেকটাই আপনার ডিপ্রেশন হালকা

হয়ে গেছে মন অটোমেটিক ভাল হয়ে যাবে।

আপনি হিন্দু হলে মন্দরিরে খ্রিষ্টান হলে গীর্জায়

কিছুটা সময় কাটাতে পারেন বা অন্য ধর্মের হলে নিজ

ধর্মীয় উপাসনালয়ে কিছুটা সময় কাটাবেন।

নিজ ধর্মের উপশনালয়ে অনেক ধরনের ধর্মীয় কথা হয় সেগুলো শুনতে

পারি। নিজ ধর্মীয় গ্রন্থ রয়েছে এগুলো পাঠ করতে পারি

দেখবেন মন কত ভাল হয়ে গেছে আগের কথা গুলো মনেই

আসবে না। আপনি এক অন্য জগৎ এ প্রবেশ করবেন। মুসলিম

হলে তাবলিক জামাতে যেতে পারেন। আমি যেহুতু একজন

মুসলিম তাই আমি নামাজ পড়া শুরু করেছিলাম আমি যখন

নামাজ পড়ে মসজিদ এর দরজা দিয়ে বের হতাম এবং

আকাশের দিয়ে তাকতাম মনে মনে এত্ত আনন্দ পেতাম

কেন যেন ভাল লাগল ফুরফুরে মনে হত নিজেকে। আগের

অবস্থা থেকে অনেকটাই রিকভার করতে পেরেছি। তাই

যার যে ধর্মই হোক ডিপ্রেশনে থাকলে নিজ ধর্মকর্মে মন

দিন দেখবেন আগের থেকে ভাল আছেন।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১:২২

চাঁদগাজী বলেছেন:



এইচএসসি পাশের আগেই আপনার ২ বছরের রিলেশানশীপ ছিল? আপনি তো অকাল ফল, আগে পেকে আগে ঝরে যাওয়ার সম্ভাবনা।
আপনার লেখার কোন মুল্য আছে বলে মনে হয় না।

০৯ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:৪০

শিফান আল ইমন বলেছেন: বলেছেন: হ্যা ভাই আমি একটু অকাল পক্ক কিনা। তবে মন্তব্য করার জন্য ধন্যবাদ।

২| ০৩ রা আগস্ট, ২০১৭ ভোর ৬:৪৯

প্রাইমারি স্কুল বলেছেন: সব ধর্মের উৎস একই স্থান থেকে, দুএকটা ছাড়া যেমন মুসলিম,খৃস্টান, ইহুদী, তাই মৌলিক কিছু মিল আছে ।তবে আমার মতে কোন ব্যক্তি কুরআন একবার কারো কাছে বুজে অনুবাদ পড়ে তাহলে সে জীবনের সব উত্তর পেয়ে যাবে।

০৯ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:৪৪

শিফান আল ইমন বলেছেন: আপনার সাথে একমত

৩| ০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ৮:৩৫

প্রোলার্ড বলেছেন: আল্লাহর জিকিরেই মনে প্রশান্তি আসে , মনে রাখবে কেবলমাত্র আল্লাহর জিকিরেই মনে প্রশান্তি আসে - আল-ক্বুরআন (সূরা রা'দ)

০৯ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:৪৫

শিফান আল ইমন বলেছেন: হ্যা আমিও এর ফল পেয়েছি।

৪| ০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:০৯

তারেক ফাহিম বলেছেন: ২ নং মন্তব্যের সাথে সহমত জ্ঞাপন করছি।

০৯ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:৪৭

শিফান আল ইমন বলেছেন: আমিও তার সাথে একমত

৫| ০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:২৪

কানিজ রিনা বলেছেন: ধ্যানই ধর্ম সকল ধর্ম ভাল কিছু শিখায়।
সেই ভাল কিছু আয়ত্ব্য আনাই ধর্ম। সৎ
পথে চলা অন্যায় না করা মানুষের সাথে
মানুষের মানবতাই ধর্ম। সকল অন্যায় থেকে
বিরত থাকা প্রতিটি ধর্মের দর্শন। ধর্ম জ্ঞান
দর্শনই মানুষ বিকশিত হয়। আমি মুসলিম
হিসাবে বলব কোরআন আসমানী মহাকিতাব
যে কিতাবে জ্ঞান বিজ্ঞান দর্শন সমস্ত কিতাবের
উর্ধে মহাজ্ঞানের ভান্ডার প্রতিটি শিক্ষিত
মুসলমানের দায়দায়ীত্ব্য এই জ্ঞান অর্জন করা
ও সেই জ্ঞান মানুষের মাঝে ছড়িয়ে দেয়া।
মোহাঃ সঃ ছিলেন মহানবী মহাজ্ঞানী সর্বজনিন
মানুষের জন্য আল্লাহ তাকে সৃস্টি করেছিলে।
আল্লাহর নিজের জ্ঞানের আলো দিয়ে। তাইত
তিনি আল্লাহর জ্ঞানের নূর ধারন বাহক এক
মহামানব সর্বশ্রেষ্ঠ আইন প্রনেতা। তাইত
কোরআন আসে আল্লাহর তরফ থেকে মোহাঃ
সাঃ উপর। তিনি আল্লাহর প্রেরিত রাসুল সাঃ।
ধন্যবাদ।

৬| ০৯ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:৪৮

শিফান আল ইমন বলেছেন: আপনার সাথে আমি পুরোপুরি একমত কোন ধর্মই খারাপ শিক্ষা দেয়না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.