নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিমূড়

ই ম ন

কিংকর্তব্যবিমূড় I don't want to be a product of my environment.... I want my environment to be a product of me.

ই ম ন › বিস্তারিত পোস্টঃ

“THE BLACK-WEB”: মায়াজালেঘেরা ইন্টারনেটের রহস্যময় অন্ধকারজগত

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

বিঃ দ্রঃ এই পোস্টে বিবৃত তথ্য ব্যবহার করে আপনি যদি কোন প্রকার ক্ষতির সম্মুখীন হন, তাহলে তার জন্য শুধু আপনিই দায়ী থাকবেন। আমি নিজেকে একজন Techno-Libertarian মনে করি এং মনে প্রাণে বিশ্বাস করি যে অনলাইনের প্রতিটি তথ্য জানার নিরুঙ্কুশ স্বাধীনতা প্রতিটি ইউজারের রয়েছে। তাই এই পোস্ট শেয়ার করছি। যেটা করবেন নিজ দায়িত্বে করবেন।



হলিউডি ছবির ওই দৃশ্যের কথা মনে আছে যেখানে গডফাদার তার পোষা খুনীর সাথে কখনো মখোমুখি সাক্ষাত না করে এক অতি গোপন নেটওয়ার্কের মধ্য দিয়ে হুকুম দিয়ে যান, অথবা কি মনে পড়ে আঞ্জেলিনা জুলি অভিনীত ‘Hacker’ ছবিটির কথা যেখানে অপরাধীরা এক নাম না জানা নেটওয়ার্কের ভেতর নানা অপরাধ করত---যেখানে আইন শৃঙ্খলা বাহিনী নাক গলাতে পারত না?



আপাতদৃষ্টিতে রূপালী পর্দার এসব সাইফাই মুভিগুলোকে শুধুই কেচ্ছা মনে হলেও এইসব মুভির অজানা নেটওয়ার্কের মতই আমাদের অতিচেনা ইন্টারনেটের আছে এক অন্ধকারজগত...



তথ্যপ্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে প্রসার পেয়েছে ইন্টারনেট, আর তা আজ মহাসমুদ্রের ন্যায় বিশাল এক ক্ষেত্রে পরিণত হয়েছে। এর সাথে তাল মিলিয়ে সক্ষমতা বেড়েছে সার্চ ইঞ্জিনগুলোর। বিশেষ করে Google এর নাম বলতেই হবে, যা এখন বিশ্বব্যাপী অন্যতম এক বিশ্বস্ত ব্র্যান্ডে পরিণিত হয়েছে। একটি নেট সেশনের কথা কি আমরা চিন্তা করতে পারি গুগলকে ছাড়া? অসম্ভব!



কিন্তু এই Google এর সক্ষমতা কতটুকু?



জেনে অবাক হয়ে যাবেন যে আপনি যখন কোন বিষয়ে সার্চ দেন আর গুগল তার লক্ষ লক্ষ ফলাফল আপনার সামনে হাজির করে তা ইন্টারনেটে থাকা মোট তথ্যের মাত্র ১০ শতাংশ থেকে প্রাপ্ত! অর্থাৎ গুগল অনলাইনের মোট তথ্যের ৯০ শতাংশ জানে না! এলেমে থাকা মাত্র ১০ শতাংশের মধ্যেই সার্চ দিয়েই সে তার ফলাফলকে গ্রাহকের সামনে হাজির করে। বাকি ৯০ শতাংশ চিরকালই আপনার অজানা থেকে যাবে।



এক জরিপে জানা গেছে দৃশ্যমান ওয়েবে যে পরিমাণ ডেটা সংরক্ষিত আছে তার চেয়ে ৫০০ গুণ বেশী ডেটা সংরক্ষিত আছে অদৃশ্য ওয়েবে। প্রকৃতপক্ষে এই দৃশ্যমান নেট হল মহাসাগরে ভেসে থাকা এক খন্ড হিমবাহ আর ডীপ ওয়েব হল মহাসাগর খোদ নিজে!



এই অজানা ব্ল্যাক ওয়েবেই আমাদের আজকের আলোচনার বিষয়।

ব্ল্যাক ওয়েবেকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, আর তা হলঃ

1. The Deep Web

2. The Dark Web



ডীপ ওয়েব হল ইন্টারনেটের ওই সমস্ত অংশ যেগুলো সার্চ ইঞ্জিন খুঁজে পায় না কিন্তু আপনি যদি এগুলোর ঠিকানা জানেন তাহলে আপনি এই অংশে যেতে পারবেন।



আর ডার্ক ওয়েব হল ইন্টারনেটের ওই অংশ যেখানে কনভেনশনাল উপায়ে আপনি ঢুকতে পারবেন না, প্রচলিত ব্রাউজারগুলো সেখানে প্রবেশ করতে পারে না। সেখানে প্রবেশ করতে গেলে আপনাকে বিশেষ সফটওয়্যার এর সহায়তা নিতে হবে।



ইন্টারনেটের এই অংশের উৎপত্তি কিভাবে হল? একদম সঠিক করে বলা অসম্ভব।

প্রকৃতপক্ষে আপনি বা আমি কেউই ইন্টারনেটে একা নই! আপনার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ডাউনলোড নজরে রাখছে আপনার ইন্টারনেট সার্ভিস প্রভাইডার। তাদের কাছে আপনার পুরো লগ থাকে আর যেকোন প্রয়োজনে তারা তা সরবরাহ করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। তার মানে হল আপনার চলাচলের কোন স্বাধীনতা নেই!!!



নানা সময়ে বিশ্ব ইন্টারনেটের নানা গ্রুপ এমন একটি ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করেছে যেখানে তারা খুব গোপনে তাদের কর্মকান্ড পরিচালনা করতে পারবে। সামরিকবাহিনী, বিপ্লবী, হ্যাকার, এমনকিই খোদ প্রশাসনই এমন এক ব্যবস্থা চেয়েছে যেখানে গোয়েন্দারা খুব গোপনে নিজেদের ভেতর তথ্য আদান প্রদান করতে পারবে অথবা চুরি যাওয়া তথ্য ফিরে পেতে দর কষাকষি করতে পারবেন অপরাধীদের সাথে। তাছাড়া বিশ্বের অনেকদেশ আছে যেখানকার অনলাইন সেন্সরশিপ খুবই কড়া, ফলাফলস্বরুপ ভিন্নমতালম্বিদের এমন এক ব্যবস্থার কথা চিন্তা করতে হয়েছে যেখানে সরকার তদারকি করতে পারবে না। আর এভাবেই উৎপত্তি হয়েছে এই অজানা অংশের। সাথে সাথে এটা প্রলুব্ধ করেছে ওই সমস্ত অপরাধীদের যারা ধরা পড়ে যাওয়ার ভয়ে মূল নেটে আলোচনা করতে সাহস পায় না।



এখন প্রশ্ন হল ডীপ ওয়েবে কেন সার্চ ইঞ্জিন সার্চ করতে পারে না?



এর কারণ হল সার্চ ইঞ্জিনগুলো তাদের সার্চ তদারকি করে এক ধরনের ভার্চুয়াল রোবট তথা Crawler দিয়ে। এই Crawler গুলো ওয়েবসাইটের HTML tag দেখে ওয়েবসাইটগুলোকে লিপিবদ্ধ করে।তাছাড়া কিছু কিছু সাইট থেকে সার্চ ইঞ্জিনে লিপিবদ্ধ হওয়ার জন্য রিকোয়েস্ট যায়। এখন যে সমস্ত সাইট এডমিন চান না যে তাদের সাইটটি সার্চ ইঞ্জিন খুঁজে না পাক, তারা Robot Exclusion Protocol ব্যবহার করেন যা Crawler গুলোকে সাইটগুলো খুঁজে পাওয়া বা লিপিবদ্ধ করা থেকে বিরত রাখে। কিছু সাইট আছে ডাইনামিক অর্থাৎ নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে এই ধরণের সাইটের অস্তিত্ব খুঁজে পাওয়া সম্ভব, আর Crawler এর পক্ষে এই সব করা সম্ভব হয় না। কিছু সাইট আছে যেগুলোতে অন্য সাইট থেকে লিংক নেই। এগুলো বিচ্ছিন্ন সাইট, এগুলোও সার্চে আসে না। তাছাড়া বলতে গেলে সার্চ ইঞ্জিন টেকনোলজি এখনো তার আঁতুড় ঘর ছাড়তে পারে নি। সার্চ ইঞ্জিনগুলো Text বাদে অন্য ফরম্যাটে থাকা(যেমন ফ্ল্যাশ ফরম্যাট) ওয়েবপ্যাজ খুঁজে পায় না!



এই ডীপ ওয়েবে থাকা তথ্যগুলো সারফেস ওয়েবের তথ্য থেকে মানে গুনে এগিয়ে। এগুলো খুবই সুসজ্জিত এবং প্রাসঙ্গিক। তাহলে বুঝুন সার্চ ইঞ্জিনগুলো কি করছে!!!



এবার আসি সবচেয়ে মজার অংশে তথা ডার্ক ওয়েবে... আপনার প্রচলিত ওয়েব ব্রাউজার দিয়ে এই সমস্ত সাইটে ঢুকতে পারবেন না। এরা ইন্টারনেটের সমস্ত প্রথার বাইরে অবস্থান করে, গ্রাহ্য করে না কোন নিয়ম-কানুন। আর এদের ঠিকানাও থাকে এতটাই উদ্ভট (যেমন sdjsdhsjhsuyumnsdxkxcoioiydsu67686hsjdhjd.onion) যে সাধারণ মানুষের পক্ষে এগুলো মনে রাখা ভীষণ কঠিন। এই অংশটিই ইন্টারনেটের প্রকৃত অদৃশ্য অংশ। বিশেষ কিছু জ্ঞান( যেমন প্রোগ্রামিং, নেটওয়ার্কিং, প্রক্সি) না থাকলে আপনি এই নেটওর্য়াকে প্রবেশ করতে পারবেন না। এই অংশের আরেকটি বিশেষত্ব হল এরা ওর্য়াল্ড ওয়াইড ওয়েবের সাইটগুলোর মত টপ লেভেল ডোমেইন (যেমন .com) ব্যবহার না করে “Pseudo Top Level Domain” ব্যবহার করে যা কিনা মূল ওর্য়াল্ড ওয়াইড ওয়েবে না থেকে দ্বিতীয় আরেকটি নেটওর্য়াকের অধীনে থাকে। এ ধরণের ডোমেইনের ভেতর আছে Bitnet, Onion, Freenet প্রভৃতি।



এই দুনিয়াটি সবচেয়ে আলাদা! আপনই জীবনে যা কখনো কল্পনা করেন নি তাই পাবেন এখানে। হয়তো কখনো কল্পনা করেন নি যে সাইটে পাসওর্য়াড বাদে ঢুকা সম্ভব, দেখবেন তাই এখানে অহরহ হচ্ছে। এমন বিষয় পাবেন যা আপনার মাথাও গুলিয়ে দিতে পারে। উইকিলিকস ঘোষণা করেছে যে এ বছর তারা আরো নতুন ডেটা প্রকাশ করবে, কিন্তু আপনিই হয়তো বিস্ময়ভরে দেখতে পারবেন উইকিলিকস এর এই সমস্ত ডেটা এই ডার্ক ওয়েবে আছে বেশ কিছু বছর আগে থেকেই। যেকোন বইয়ের একদম লেটেস্ট এডিশন যা কিনা সারফেস ওয়েবে কপিরাইট ল’এর কারণে নেই তা দেখবেন এখানে দেদারসে আদান প্রদান হচ্ছে।



আরো আছে বিকৃতরুচির বিনোদোন! শিশু পর্ণোগ্রাফি থেকে শুরু করে নানা ধরনের Genital Mutilation এর ভিডিও যা কিনা সারফেস ওয়েবে নেই, তা এখানকার হট টপিকস।



এমন কিছু সাইট আছে যেখানে মার্জুয়ানা, হিরোইন থেকে শুরু করে সব ধরণের মাদক হোম ডেলিভারী দেয়া হয়। ডার্কনেটের মূল ব্যবহারকারী মূলত মাদকাসক্তরাই।



আবার কিছু সাইট আছে যেখানে কট্টরপন্থী গ্রুপগুলো শিক্ষা দিচ্ছে কিভাবে গোলা বারুদ বানাতে হয়, কিছু সাইটেতো রেডিমেড অস্ত্রই বিক্রি হয়। একে ৪৭ থেকে শুরু করে রকেট লাঞ্চার, মর্টারের মত অস্ত্রও কিনতে পাওয়া যায়।



আরব-বসন্তের সময় বিপ্লবকারীরা এই ডার্কওয়েবে যোগাযওগ করত। ডার্কওয়েবে নানা ধরণের মেইল সার্ভিস, চ্যাট সার্ভিস আছে যেখানে পরিচয় গোপন রেখে আপনি অনেক কিছুই করতে পারবেন।





বিস্ময় আরো আছে! বেশ কিছু দিন আগে আমি এমন এক আন্ডারগ্রাউন্ড সাইটে ঢুকি যেখানে টাকার বিনিমিয়ে কিলার ভাড়া পাওয়া যায়!!! কি ভয়ংকর, বিশ্বাস হচ্ছে না? আমারও তখন হয় নি। এমনই এক সাইটে ঢুকে দেখি কিলার তার নিজের সর্ম্পকে এভাবে বর্ণনা দিচ্ছেঃ

“ আমাকে তুমি স্ল্যাট নামে ডাকতে পার। আমি তোমার শত্রুকে প্রফেশনাল ওয়েতে শেষ করে দিতে পারব। আমি তার সাথে তোমার সমস্যা জানতে আগ্রহী নই। তুমি শুধু আমাকে টাকা দিবে আর আমি তাকে শেষ করে দিব। টার্গেটের বয়স কমপক্ষে ১৮ হতে হবে,

টার্গেট পুরুষ না মেয়ে তাতে আমার কিছু আসে যায় না

আমি গর্ভবতী মহিলাকে টার্গেট হিসেবে নেই না

আমি টার্গেটকে অত্যাচার করি না

টার্গেট যদি রাজনৈতিক ব্যক্তিত্ব অথবা আইন প্রয়োগকারী সংস্থার সদস্য হন তাহলে বাড়তি চার্জ লাগবে

আর বাড়তি চার্জের বিনিময়ে আমি পুরো ঘটনাকে আত্মহত্যা বা দুর্ঘটনার মত করে সাজাতে পারব

ডাউনপেমেন্টের চার সপ্তাহের মধ্যে কাজ হয়ে যাবে

মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের টার্গেটের জন্য বাড়তি ৫০০০ ডলার ট্রাভেল চার্জ লাগবে

কাজ হয়ে গেল আমি তোমাকে টার্গেটের ছবি তুলে পাঠাব”




মোটকথা আপনি এমনই এক ব্ল্যাক ফরেস্টে প্রবেশ করবেন যেখানে আপনাকে প্রতিটি পদক্ষেপ ফেলার আগে দুবার ভেবে নিতে হবে। সারফেস ওয়েবে যেসব হ্যাকিং টেকনিক দেখতে পান তা হল এই ডার্ক ওয়েব থেকে লীক হওয়া ১% তথ্যের অংশ বিশেষ। এখানকার হ্যাকাররা খুবই ভয়ংকর এবং প্রোগামিং এ তাদের কোন জুড়ি নেই, সাবধান আপনার মেইলই হ্যাক হয়ে যেতে পারে। তাছাড়া সরকারের এজেন্টগুলোতো আছেই।



কিন্তু প্রশ্ন হল এই সব নেটওর্য়াক আইন প্রয়োগকারী সংস্থাগুলো নাকে ডকা দিয়ে কিভাবে কাজ চালিয়ে যাচ্ছে???

এটা বুঝতে হলে আমাদের এইরকম একটি নেটওর্য়াক নিয়ে একটু চিন্তা করতে হবে...



ডার্কওয়েবে ব্যবহৃত নেটওর্য়াকের মধ্যে সারফেস ওয়েবে বেশ জনপ্রিয় হয়ে পড়েছে এমন এক নেটওর্য়াক হল অনিয়ন নেটওর্য়াক। অনিয়নের Pseudo-top-level-domain হল .onion। আর এর সাইটগুলোর ঠিকানা ভূতুড়ে! মূলত মার্কিন নেভির জন্য তৈরী করা হলেও এই নেটওর্য়াক আজ বিশ্বব্যাপী ছদ্মবেশী নেট ব্যবহারকারীদের প্রথম পছন্দ। অনিয়নে আপনার ব্রাউজার দিয়ে ঢুকতে পারবেন না, এজন্য আপনাকে ডাউনলোড করতে হবে Tor ব্রাউজার।



টর আপনার পরিচয়কে লুকিয়ে ফেলবে আর এর ফলে কারো পক্ষে আপনার অবস্থান শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। আপনি যখন টর দিয়ে কোন সাইটে ঢুকতে যাবেন তখন টর আপনার এই রিকোয়েস্ট কঠিন এনক্রিপশনের মধ্য দিয়ে অনিয়ন প্রক্সিতে পাঠাবে। অনিয়ন প্রক্সিতে আপনার পাঠানো ডেটা আর ডেটা থাকে না, সেটা দুর্বোধ্য এক স্ক্রিপ্টে পরিণত হয়।



এবার অনিয়ন প্রক্সি এই ডেটা নিয়ে মূল ইন্টারনেটমূখো হবে যেখানে স্বেচ্ছাশ্রম দেয়া সদস্যদের অনিয়ন রাঊটারগুলো অপেক্ষা করছে। অনিয়ন রাউটারে প্রবেশের আগে অনিয়ন নেটর্য়াকের প্রবেশপথে এই ডেটা আবার এনক্রিপশনের ভেতর দিয়ে যায়। নেটওর্য়াক থেকে বের হওয়ার সময় আরো একবার এনক্রিপশনের ভেতর দিয়ে যায়। পথিমধ্যে অনিয়নের বেশ কিছু রাউটারের ভেতর দিয়ে এনক্রিপশন হয় যেখানে এক এক রাউটারে এনক্রিপশন আউটপুট এক এক রকম এবং কোন রাউটারই জানে না যে ডেটা কোন রাউটার থেকে আসছে। সবশেষে ডেটা যখন প্রাপকের হাতে গিয়ে পৌছায় তা তখন ডিএনক্রিপশন প্রসেসের মাধ্যমে আদি অবস্থানে ফিরে আসে। এই রকম অনেকগুলো লেয়ার বা খোসা থাকার কারণেই এই নেটওর্য়াকের নাম অনিয়ন নেটওর্য়াক।



এখন এই ডেটা চালাচালির সময় কেউ যদি এই ডেটা চুরি করতে সক্ষমও হয় তার পক্ষে এটা বের করা সম্ভব হবে না যে এটার প্রেরক কে বা প্রাপকই বা কে! কেননা অনিয়ন রাউটারগুলো নিজেরাই এটা জানে না। তবে হ্যা, কেউ যদি দুই প্রান্তেই নজরদারী করতে পারে তাহলে সে বুঝতে পারবে Sender-Receiver এর লোকেশন কোথায়।



এই ধরণের দুর্বোধ্য সিস্টেমের কারণেই এই সমস্ত নেটওর্য়াক সব সময়ই আইন শৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। অনিয়ন নেটওর্য়াকে থাকা ব্ল্যাক মার্কেটগুলোর ভেতর সবচেয়ে জনপ্রিয় হল Silkroad, ফোর্বসের হিসেবে এখানে গত বছর ২২ মিলিয়ন ডলারের বেচা-কেনা হয়েছিল। আর এখানে প্রচলিত মুদ্রায় বেচাকেনা হয় না, বেচাকেনা হয় Bitcoin নামক একধরণের ভার্চুয়াল মুদ্রাতে। মাইক্রোসফট, অ্যাপেলের প্রোডাক্ট এখানে ৮০% পর্যন্ত ডিস্কাউন্টে পাওয়া যায়।



এতসব অনিয়মের ভেতরেও এই ধরণের ব্যবস্থাকে সমর্থন করি, কেন? একটি উন্মুক্ত প্লাটফোর্ম থাকা আসলেই প্রয়োজন। যে শিশু পর্ণোগ্রাফি তৈরি করে সে এই নেটওর্য়াক বন্ধ করলে আরেকভাবে তার কাজ করবে। আর তাছাড়া চিরকালই সাইবার সন্ত্রাসীরা আইনপ্রয়োগকারী সংস্থাগুলো থেকে একধাপ এগিয়ে থাকে। উদাহরণস্বরূপ বলতে পারি Internet Protocol ^ 6 বের হলেও সারফেস ওয়েবে এখনো পড়ে আছে সেই মান্ধতার আমলের Internet Protocol ^ 4 এ। অথচ আন্ডারগ্রাউন্ডের মোটামুটি সব সাইটই IP^6 ব্যবহার করছে।



যেহেতু ইন্টারনেটেরও মানুষের বাকি সব সৃষ্টির মত খারাপদিক আছে তাই এটার সাথেই মানিয়ে নিয়ে চলতে হবে। আর অবশ্যি বলব যে জীবনে একবার হলেও ডার্ক ওয়েবে ঘুরে আসুন, তা না হলে বরফখন্ডে আশ্রিত শীলের মত মহাসাগরের স্বাদ মিস করবেন।

তবে হ্যা, বেশী দূর যাবেন না। মনে রাখবনে, সরকারের অঢেল টাকা আছে, তাই তারা চাইলেই ডার্ক ওয়েবের মেধাবী হাজারো হ্যাকারকে ভাড়া করতে পারবে আপনারমত লোকদের ডার্ক ওয়েবে চোখে চোখে রাখতে। কিছু টিপসঃ



#অবশ্যই ডার্ক ওয়েবে ঢোকার আগে জাভাস্ক্রিপ্ট, ফ্ল্যাশ, শকওয়েভ বন্ধ করে নিবেন। এগুলো আপনার Anonymity খুব সহজেই ভেস্তে দিতে পারে।



# পেইড প্রক্সি সার্ভিস ব্যবহার করুন। এগুলো মিলিটারি এজেন্সিগুলো ব্যবহার করে এবং এদের সার্ভিসও দারূণ।



# আপনার ডেস্টিনেশন সার্ভার কোনভাবে যদি হ্যাক হয় তাহলে আপনার পরিচয় বেরিয়ে যাবার একটি সম্ভাবনা রয়েছে। তাই কখনো ডার্ক ওয়েবে কোন কাজে আপনার আসল ডেটা ব্যবহার করবেন না।



মনে রাখবেন, সারফেস ওয়েবের মত ডার্ক ওয়েবেও আপনি একা নন, এখানেও দেয়ালের কান আছে......ডার্ক ওয়েবে আপনাকে স্বাগতম।।



P.S. পরবর্তি পোস্টে ডার্ক ওয়েবে কিভাবে ঢুকবেন তা নিয়ে আলাপ করলেও করতে পারি...

মন্তব্য ১১৯ টি রেটিং +১৩৪/-০

মন্তব্য (১১৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

তামিম ইবনে আমান বলেছেন: অস্থির পোস্ট। নগদ প্রিয়তে

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫

ই ম ন বলেছেন: Stay with me...tx

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

সবুজ ভীমরুল বলেছেন: পইড়াই ডর লাগতাসে!!

আসলেই, কিছুই জানি না। বিশাল এক নেটওয়ার্ক।

+++

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫১

মোহাম্মেদ তারেক হোসাইন বলেছেন: বাপরে :-/ :-/ :-/ পোস্ট সোজা প্রিয়তে আর প্লাস দিয়ে গেলাম।।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪

অণুজীব বলেছেন: ও মাই গড, রূপকথা মনে হচ্ছে B:-)

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

সাইদুল পবন বলেছেন: কত অজানারে--------------ধন্যবাদ ভাই-----------পরবর্তী পোস্টের অপেক্ষায় রইলাম।

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

ছন্ন ছাড়া০০০১ বলেছেন: ডার্ক ওয়েব এর ঠিকানা চাই।

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬

জনাব রায়হান বলেছেন: ভাই আগামী োষ্টটা এবার দিয়েই দিন

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০০

অনন্ত আরেফিন বলেছেন: বাপরে!! এতো কিছুর কথা তো জান্তামও না!

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০২

লুকার বলেছেন:
হায় হায়, এইরকম জার্মান একটা হ্যাকার সাইটে একবার ঢুকে পড়ছিলাম কেমনে যেন, নাস্তানাবুদ হয়ে বের হয়ে আসছি! তাদের কথাবার্তার মানেই বুঝি নাই। আমি কেমনে তাদের সাইটের খোঁজ পাইছি আর আমার বিদ্যা কী, তাই জিগাইতেছিল।

১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৩

সেচ্ছাসেবক বলেছেন: pura mathar upor dia gaylo .... kisui bujhlam na ....

১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১০

নষ্ট কাক বলেছেন: প্রথমেই প্রিয়তে ফালাইলাম । এখন জাভাস্ক্রিপ্ট, ফ্ল্যাশ,আইপি অফ করতাছি :) আইজ থাইক্কাই শুরু হইব ডার্ক ওয়েবে হাটা হাটি করা B-))

১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১১

বিডি আইডল বলেছেন: আপনার পোষ্টের মেসেজগুলো সত্যি হলেও টেকনিক্যাল বিষয়ে কিছু সমস্যা আছে...আপনি পোষ্ট চালিয়ে যান...পরে এই বিষয়ে আলাপ করবো

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৮

ই ম ন বলেছেন: ধন্যবাদ, টেকনিক্যাল বিষয়ে খুব বেশী বলার চেষ্টা করি নি, তাহলে জনতার বুঝতে কষ্ট হত--- সহজভাবে বলতে গিয়ে টর এর অনেক কিছুই বাদ দিয়েছি-- অন্যান্য জায়গাতেও একই ব্যাপার......লক্ষ ছিল ক্লাস নেয়া নয়--শুধু জানান দেয়া...আবারো ধন্যবাদ

১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৮

মাহমুদুর রাহমান বলেছেন: অণুজীব বলেছেন: ও মাই গড, রূপকথা মনে হচ্ছে

১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৮

শার্লক বলেছেন: মজার তো।

১৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৮

টানিম বলেছেন: চরম । চরম এবং চরম ।

১৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৮

টানিম বলেছেন: চরম । চরম এবং চরম ।

১৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৪

আবদুল্লাহ্‌ আল্‌ মামুন বলেছেন: চালিয়ে যান...

১৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৯

কামরুল ইসলাম রুবেল বলেছেন: সোজা প্রিয়তে। আইজ থেইকা আপ্নেরে নজরে নজরে রাখতাছি মাইনে অনুসরণ কর্তাচি। ডরায়েন না।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৪

ই ম ন বলেছেন: তাইলে আমি টর ইউস করমু, আমার লোকেশনই পাইবেন না তাও আবার অনুসরণ!!! হা হা

১৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২০

মাহমুদুল হাসান অনিক বলেছেন: অনেক কিছু জানলাম।কিভাবে ঢুকব ও কিভাবে কি করব আরো বিস্তারিত চাই ভাইয়া

২০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২০

ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: অনিয়ন অনেক ব্যাবহার করছি একসময়, বিচিত্র সব জিনিস দেখার জন্য। আর সামুতে মাল্টিনিক খুলতে আইপি বদলানোর জন্য টর ব্যাবহার করছি একসময়। সিল্করোড জায়গাটাও চমতকার। সিল্করোডের রাশান ভার্সনও ভাল। নকল পাসপোর্ট, একে-৪৭ বেচে ওরা দেখছি। তবে অনিয়নের সার্চ ইঞ্জিন ভাল না, আর সাইটের লিষ্ট পাওয়াটা কঠিন ব্যাপার। ওদের উইকিতে খুব কমই দেয়া আছে।

তবে এইখানেই শেষ নয়, আরও আছে, আরও তলে যাওয়া যায়। সার্চ ইঞ্জিন আছে কতগুলা যেগুলো অন্য নেটওয়ার্কে কাজ করে, আমাদের সাধারণ সার্চ ইঞ্জিন নয়।

সবই আসলে নেটওয়ার্কের ব্যাপার। অনেকটা রাষ্ট্রের মত। অনেক রাষ্ট্র আছে, একেকটার একেক রকম প্রকৃতি। আমরা সাধারণ একটা রাষ্ট্রে বাস করি।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৬

ই ম ন বলেছেন: আমি বলব অনিয়নের চেয়ে টেকনিক্যালি ফ্রীন্যাট বেশী ভাল...আর সাইট লিস্টের কথা ভাই এইখানে আলাপ না করাই ভাল।।হা হা

২১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৮

ইকথিয়ান্ডর বলেছেন: অনেকদিন পর একটা পোস্ট পড়ে নতুন কিছু জানলাম। ধন্যবাদ। সরাসরি প্রিয় তে। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় থাকলাম।

২২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৪

এস দেওয়ান বলেছেন: আপনার পোস্ট পড়লাম কোনো ক্ষতি হয়নি । নিজ দায়িত্বে পড়েছি ।

২৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৬

এঞ্জেল বয় বলেছেন:
অসাধারন একটা পোস্ট। অনেক কিছুই জানতে পারলাম। ধন্যবাদ পোস্টের জন্য- আর টর তো ভাই আমি ও ব্যাবহার করেছিলাম। আমার ল্যাপ্পুটা স্লো করে দেয় টর ডাউন লোড দেওয়ার পর।

২৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১২

প্রিন্স হেক্টর বলেছেন: কোন কথা নাই, প্রিয়তে। দশম ভালো লাগা। আরও জানার অপেক্ষা।

২৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৩

চুক্কা বাঙ্গী বলেছেন: প্রিয়তে নিলাম। অনেক ধন্যবাদ চমৎকার পোস্টের জন্য।

২৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪

লিংকন১১৫ বলেছেন: এক কথায় অসাধারণ হয়েছে

চালিয়ে যান ভাই , পুরা এক নিশ্বাসে পরে ফেললাম

২৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬

দিবা স্বপ্ন বলেছেন: অসাধারন পোস্ট। প্রিয়তে না নিয়ে পারলাম না।

২৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০

উণ্মাদ তন্ময় বলেছেন: মাথা নষ্ট পোস্ট।
সোজাসুজি প্রিয়তে।
নেক্সট পোস্টের অপেক্ষায়

২৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২

এম এম ইসলাম বলেছেন: ভয়ঙ্কর।

৩০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১

আমরা বাংলাদেশি বলেছেন: দ্বিতীয় পোস্ট তারাতারি দেন। কিভাবে ৮০% এ কেনাকাটা করা যায়, পেমেন্ট সিস্টেমটাও আলোচনা করবেন কিন্তু। B-)
সাধারন ওয়েবে কোন বিষয় জানা না থাকলে গুগলিং করলেই সমাধান পেয়ে যায়, এখানেই বা তার সমাধান কি? :((
সব শেষ আমি টিউটোরিয়ালের টরেন্ট পাগল। টরেন্টের মত এখানে ফ্রি সার্ভিস আছে কিনা বিশেষ করে লিন্ডা, টুটসপ্লাস, কেলবি, ভিডিওটুব্রেইনের মত বিশ্বখ্যাত কোম্পানির প্রোডাক্ট। :#)

পোস্টে প্লাস। অপেক্ষাই থাকলাম। ;)

৩১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭

মিত্রাক্ষর বলেছেন: ডার্কওয়েব বা ডীপওয়েবের সম্বন্ধে জানা দরকার, কিন্তু এর সাইট গুলো সামু দেয়া কখনই উচিত হবে না। এগুলা তো খেলা করার মত বিষয় অবশ্যই না।
পোষ্টে প্লাস ;)

৩২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০০

মিনহাজুল হক শাওন বলেছেন: চমৎকার তথ্যবহুল পোস্ট। আমি মুগ্ধ। প্রিয়তে...

৩৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

কৈশর বলেছেন: চরম থ্রিল রে ভাই । আছি আওয়াজ দিয়েন ।

৩৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৭

পদ্মারমাঝি০০৭ বলেছেন: খুব-ই ভাল লাগল। প্রিয়তে রাখলাম।খুব-ই মজা পেলাম। আপনার পরবতী পোস্টের অপেক্ষায় থাকলাম।

৩৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩

সাদনান সারওয়াত বলেছেন: ওহি কথা লিখস তো ভ্যায়া :P

৩৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩

ক্যাপ্টেন জুক বলেছেন: তামিম ইবনে আমান বলেছেন: অস্থির পোস্ট। নগদ প্রিয়তে

৩৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২২

ল্যাটিচুড বলেছেন: মাথার উপ্রে দিয়া গেল - তয় যা শুনাইলেন, ডরাইছি B:-)

৩৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: অনেক কিছু জানলাম , পরবর্তী পর্বের অপেক্ষায় থাকলাম

৩৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫

ছন্ন ছাড়া০০০১ বলেছেন: ভাই ডার্ক ওয়েব থেকে ঘুরে আসলাম । চরম জায়গা।পুরাই আলাদা জগত।

৪০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৮

শব্দহীন জোছনা বলেছেন:

অসাধারন আর সাধারনের বোঝার জন্য খুবই উপযোগী পোস্ট...

পরবর্তী পোস্টের অপেক্ষায়...







৪১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৩

রাজন আল মাসুদ বলেছেন: +++++

প্রিয়তে.............পরবর্তী পর্বের অপেক্ষায়...............

৪২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৭

অপরিচিত অতিথি বলেছেন: pura xosh laglo. . .vai akta question ato bidda nia guman kemne?

৪৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

ইখতামিন বলেছেন: ২৭তম ভালো লাগা.
সোজা প্রিয়তে- যদিও মাথাও ধরছে না.

৪৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৫

ইখতামিন বলেছেন: আপনার মনটাও কি ইলেক্ট্রিক?
আই মিন. ই মন? ;) :P

৪৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭

রিফাত হোসেন বলেছেন: সহজে ঢোকার কোন পদ্ধতি বাতলে দেওয়া যাবে ?

দেখতে চাই..... তাদের অবস্থা কি রকম ?
আসলেই কি ভিন্ন কোন জগত নাকি শুধু সাধারন প্রবেশ করার পদ্ধতিই আলাদা ।

যদিও ডার্ক ওয়েবের থেকে ডিপ ওয়েবে ঘোরার ইচ্ছা আছে, কতুটুকু গুছানো তারা । :) জানতে চাই ।

৪৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯

রিফাত হোসেন বলেছেন: মাইক্রোসফট, অ্যাপেলের প্রোডাক্ট এখানে ৮০% পর্যন্ত ডিস্কাউন্টে পাওয়া যায়।

এটা দরকার ছিল । :) একটা ল্যাপী কিনব চিন্তা করছি :) =p~

৪৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮

রিফাত হোসেন বলেছেন: ফ্ল্যাশ , জাভা , এগুলি ডিএক্টিভেট কিভাবে করব ? আপনি কি আনইনস্টল বুঝিয়েছেন ?

ঢোকার পরে কি ফ্ল্যাশ জাভা , গুলি এক্টিভেট করব ? নাকি সর্বদা ডিসএবলই করে রাখতে হবে ?
যদি করতে হয় তাহলে ফ্ল্যাশ বা জাভার প্রয়োজনীয়তা কি পরে অনুভব করব না ,ডার্ক বা ডিপ ওয়েবে ?

আপনি উপরের একাংশে বলেছেন তারা প্রটোকল মানে না আবার পরেই বরলৈন তারা লেটেস্ট প্রটোকল ৬ সাপোর্ট করে ! কন্ট্রা হয়ে গেল না ?

এস এস এল দিয়ে কি বুঝালেন ?


ডিপ ও ডার্ক সাইটের সব কর্ম কান্ডই কি পেইড ! ?

ফ্রি ভ্রমন করা যাবে না ?

মনে করুন লেটেস্ট মুভি ডালো করব , এক্কেবারে ডিভিডি বা এইচডি বা ব্লূরে কপি তখন কি পে করতেই হবে ? ননপে জোন কি নাই ?


নিজেকে খুব স্ট্রংভাবে হাইড করা যাবে কি পদ্ধতি অনুসরন করে পুরো ১০০% সিকিউরিটি কিভাবে সম্ভব `?

ভ্রমন কালে ভাইরাস জনিত সমস্যায় পড়তে পারি কি ?
আমার এন্টিভাইরাস এর ভূমিকা কি হবে ?


৪৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৩

রিফাত হোসেন বলেছেন: সাহেব কি আছেন না গেছেন ?

উত্তর কই ?

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৩:৫৭

ই ম ন বলেছেন: আছি :D

৪৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫

কুন্তল_এ বলেছেন: আপনার পোষ্টের ১ম প্যারার সাথে একমত, আমিও মনে করি নেটের সমস্ত তথ্য সবার জানার অধিকার আছে। বেশ বছর কয়েক আগে একটি মুভি দেখে প্রথম আমি ইন্টারনেটের এই অন্ধকার দিক (অথবা আলোকিত দিক - হু নোজ?) সম্পর্কে আগ্রহ বোধ করি। উপরে অনেকেই তাঁদের মন্তব্যে নানান রকম ইমো ব্যবহার করে বিষয়টি একটু হালকা ভাবে দেখতে চাচ্ছেন মনে হয়। এটি কিন্তু মোটেই হালকা বিষয় নয়।

আপনাকে অনুসরণ শুরু করলাম। ভালো থাকুন।

৫০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১

আজিজ বাংলাদেশী বলেছেন: where is part -2

৫১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭

শুভ্র বাঙ্গালী বলেছেন: খূব ভালা লাগছে ভাইজান , আরও জানার আগ্রহ দমাইয়া রাখতে পারতেছিনা... B-) B-)

৫২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২

মাহফিজুর রহমান বলেছেন: চরম ...............

৫৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৩

রুপালী সিংহ বলেছেন: সেকেন্ড পার্ট দেন ভাই, আর কিভাবে ঢুকতে হয় তা আরও ব্যাখ্যা করেন প্লিজ। পেইড প্রক্সি কি একটু ব্যাখ্যা করেন। টর ব্রাউজার কোথায় পাব? সবশেষে, অসাধারন পোস্ট।

৫৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬

শাহরিয়ার নীল বলেছেন: অসাধারন পোস্ট

৫৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮

শাহরিয়ার নীল বলেছেন: আপনি কোথায় ভাই ??????????????????????????//

৫৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭

অক্ষরসৈনিক বলেছেন: পোস্ট অসাধারন করেছেন...
তবে বলি কি ভাই, ব্যাপারটা একটু স্পর্শকাতর...
সাধারন পাঠক নিজেকে কোনভাবেই লুকোতে পারবে না, কোনভাবেই না... আইপি হাইড করা কোন ব্যাপারই না... কিন্তু ম্যাক এড্রেস হাইড করা বিরাট ঝামেলা!

আপনি হয়তো শুধু জানানোর জন্যই বলবেন। কিন্তু পাঠক সেটা টেস্ট করতে যেয়ে ঝামেলায় পরতেও পারে! ডার্ক সাইবার বলে কথা। হা হা হা!

পরিশেষে, আগামী পর্বের জন্য অপেক্ষা।

৫৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৪

গ্রীনলাভার বলেছেন: ভাই পরের পোষ্ট কবে পাব?

৫৮| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৪:৩১

শাহরিয়ার নীল বলেছেন: অপেখা

৫৯| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

তুরাগ হাসান বলেছেন: পুরাই উরাধুরা পোস্ট

৬০| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৯

ই ম ন বলেছেন: টেকটিউন্সে লেখাটির লিংক

techtunes.com.bd/hacking/tune-id/184129

৬১| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪১

জাহাজি৮৪ বলেছেন:
মোট তথ্যের মাত্র ১০ শতাংশ!!!!!!
অর্থাৎ গুগল অনলাইনের মোট তথ্যের ৯০ শতাংশ জানে না!
বিস্বাস করতে পারছিনা.. . .। .
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৬২| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৮

বাতিল প্রতিভা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৬৩| ১১ ই মার্চ, ২০১৩ রাত ২:৫৭

সাইবার ওয়র্াল্‌ড বলেছেন: :-* opsssss

৬৪| ১১ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২২

বোরহান উদদীন বলেছেন: আপনার এই লিখা টেক টিউন্সে স্টিকি হয়েছে। দেখেন Click This Link আমার প্রশ্ন হল ঐখানে কি আপনি নিজেই পোস্ট করেছেন?

১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩০

ই ম ন বলেছেন: জ্বী, না জেনে ওখানে কমেন্ট দিলেন যে ওটা কপি পেস্ট করা???!!! ওখানে আমি EK নামে লিখি।

৬৫| ১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: :-& :-& :-&

৬৬| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৪

রবিন মিলফোর্ড বলেছেন:
মাথা পুরাই আউলা হয়ে গেল ।


এই পোস্টটাকে অসাধারন বললেও কম বলা হবে ।



৬৭| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৯

হাসান রাজু বলেছেন: কি পড়লাম।

৬৮| ১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৭

শব্দহীন জোছনা বলেছেন:
খেলতাম না । রেগুলার আপনার ব্লগ ফলো করতেছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আপনি ব্লগারদের মন্তব্যের জবা দিচ্ছেন না :(
এট লিস্ট ব্লগার রিফাত হোসেন এর স্পেসিফিক কোয়েস্ট এর উত্তর দিলে খুব ভালো লাগত। যাই হোক আপনার ব্লগ আপনার ইচ্ছা।তবে আপনার প্রতি কৃতজ্ঞতা, আপনার কল্যাণে ডিপ অয়েব সম্পর্কে বিস্তারিত জানলাম । আর যে টরকে আগে হুদা কামে ব্যবহার করতাম, সেটা দিয়ে এখন ডার্ক ওয়েবে ঘুরাঘুরি করি । যদিও ঐ দুনিয়ারে আমার ভালো লাগে নাই (এটা অবশ্যই আমার অজ্ঞতার কারণ) সবকিছুরই ভালো দিক থাকে, হয়ত ডীপ ওয়েবের ভালো দিক গুলো এখনও আমার অজানা।



ডিপ ওয়েবের কি গুগলের মত ভালো সার্চ ইঞ্জিন নাই ?




যেগুলা আছে ঐ গুলা কি আসলেই কাজ করে, নাকি সার্চ দেওয়ার কৌশল সারফেস ওয়েব থেকে ভিন্ন?


কেউ যদি অপরাধ মূলক কাজ না করে, তবুও কি ডীপ ওয়েব বিপদজনক ?



ধন্যবাদ।


১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩২

ই ম ন বলেছেন: ভাই জবাবা দেই না কে বলল, এইত জবাব দিলাম>>>

নিরাপত্তা বিষয়ক একটি পোস্ট দিব, সেইপর্যন্ত অপেক্ষা করুন। ধন্যবাদ।

৬৯| ১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৮

সায়েম উর রহমান বলেছেন: Thanks for something new & adventurous ... Looking forward to learn more in this regard .....

৭০| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫২

ধুম্রজ্বাল বলেছেন: মাথা'র উপর দিয়ে গেলেও প্লিয়তে নিলাম।
চিন্তার খোরাক পেয়েছি।

৭১| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৫

শের শায়রী বলেছেন: আপনি কঠিন ভাবে অনুসারিত।

এই ব্যাপারটা চর্চা করতে চাই। একজন ওস্তাদ খুজছি। হবেন কি আমার ওস্তাদ? অপেক্ষায় থাকলাম আপনার উত্তরের।

৭২| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৬

রওনক বলেছেন: দারুন! টরের কাহিনি যে এইরকম তা জানতাম না!

৭৩| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন!

কবে যা ডিপে ;)

৭৪| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১১

নিভৃত সরল ভাবনা বলেছেন: দারুন পোস্ট, ডিপে যাবার অপেক্সায় রইলাম...

৭৫| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪২

অপরিচিত অতিথি বলেছেন: khub moja pailam. Mone hoilo rupkotha

৭৬| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:০২

ঘুমন্ত আমি বলেছেন: কত অজানারে ! কিন্তু কখনই ডার্ক ওয়েবে ঢোকা সম্ভব হয়তো হবেনা ।কারন জাভা স্ক্রীপ্ট এবং অন্যান্য আনুষঙ্গিক ঙ্গ্যান না থাকার কারনে ।

৭৭| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৬

আমি তুমি আমরা বলেছেন: ব্যাপক পোস্ট,ডার্ক ওয়েব নিয়ে নূন্যতম ধারনা ছিল না। ধন্যবাদ চমৎকার এই পোস্টের জন্য।

লাস্ট পোস্ট দিয়েছেন প্রায় মাসদেড়েক আগে। এবার মনে হয় নতুন পোস্ট দেয়াতা আসে :)

৭৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩১

ইলুসন বলেছেন: চমৎকার পোস্ট। এটার ব্যাপারে জানার অনেক আগ্রহ ছিল আমার।

৭৯| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫১

সৈয়দ রকিবুজ্জামান ডলার বলেছেন: প্রিয়তে নিলাম..... পরবর্তী পোষ্টের অপেক্ষায় রইলাম

৮০| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৪

রাজা হাবিব বলেছেন: ভাই এই আপনার ডার্ক সাইট গুলির লিঙ্ক কই ।। একটু শেয়ার করেন।

৮১| ২২ শে মে, ২০১৩ সকাল ১০:৪০

অশান্ত পৃথিবী বলেছেন: ক্যাপ্টেন জুক বলেছেন: তামিম ইবনে আমান বলেছেন: অস্থির পোস্ট। নগদ প্রিয়তে

৮২| ৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

বাঁধলেই বাঁধন বলেছেন: হুম্মম

৮৩| ৩০ শে মে, ২০১৩ রাত ৯:৩৮

লজিক মানুষ বলেছেন: দম বন্ধ করে পড়ে ফেললাম।

কঠিন জিনিস। দেখতে ইচ্ছা করে কিন্তু সমপরিমান ভয়ও করে। পরে আবার কি নিয়ে ফাইসা যাই।

৮৪| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৫:৩২

সুমন জেবা বলেছেন: কালো তরঙ্গ [Dark Web] বাতাসে এ যেন অদ্ভুত ভয়ংকর কিন্তু মায়াবী টান ..
উরাধুরা পোস্ট ..

৮৫| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:১১

রুদ্রাক্ষী বলেছেন: অবশ্যই প্রিয়তে................।সেই সাথে প্লাস+++++++++++++

৮৬| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:৪৫

ইশতিয়াক মাহমুদ বলেছেন: পোস্টে প্লাস। তবে সব জিনিস সবার জন্য নয়। অনেক পাবলিক সত‌‌‌‌‌‌‌‌‌র্কতা অবলম্বন না করে এমন জায়গায় পা দিয়ে ফেলতে পারে যেটা তার জন্য বেশিই হয়ে যেতে পারে।

দরোজা যখন দেখাইছেন, নিরাপদে আসা যাওয়া করতে শেখাবার একটা দায়ও চলে আসছে আপনার... আশা করি সেই দায় বিষয়ে সচেতন থাকবেন। :)

৮৭| ২২ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৫

অদ্ভুত শূন্যতা বলেছেন: টর এর কথা শুইন্যা ডর লাগতাছে গো ভাই......

৮৮| ০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৪

ভুং ভাং বলেছেন: জটিল কঠিন পোষ্ট ।সরাসরি প্রিয়তে। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় থাকলাম।

৮৯| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪১

নাজনীন১ বলেছেন: ভাই, হারালেন কোথায়? ইন্টারেস্টিং টপিক!

১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ২:১৬

ই ম ন বলেছেন: আছি, মাথা হ্যাং, লেখা আসে না!!!

৯০| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৬

বাংলার ঈগল বলেছেন: ইমন ভাই লেখাটা অসাধারন। কোন এক ওয়েব সাইটে লেখাটি দেখেছিলাম মনে পড়ছে না সম্ভবত বিডি হ্যাকারস বা ব্লাক হ্যাটের কোন সাইটে। ধন্যবাদ

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩০

ই ম ন বলেছেন: হু, ভাই, এক অনলাইন পত্রিকাও ছাপাইছিল-অবশ্যি পারমিশন বাদে! লেখা লেখতে ভাল লাগে না, পাবলিক চুরি করে, বইলাও নেয় না!

৯১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫১

মাঘের নীল আকাশ বলেছেন: দারুন !!!! +++++++++

৯২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:১৪

গোলক ধাঁধা বলেছেন: ধুর মিয়া কই গেলেন

৯৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:১৪

গোলক ধাঁধা বলেছেন: ধুর মিয়া কই গেলেন

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩১

ই ম ন বলেছেন: আছি ভাই!

৯৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫২

অশুভ বলেছেন: onek kisu janlam... dhonnobad.

৯৫| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১:১২

মষ্তিষ্ক প্রক্ষালক দার্শনিক বলেছেন: কৌতুহল জাগছে...

৯৬| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১:২৮

মদন বলেছেন: লেও ঠ্যালা :-/

৯৭| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ২:০৫

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: প্রিয়তে গেল

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৩:৫৬

ই ম ন বলেছেন: ধন্যবাদ :D

৯৮| ১২ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৬

এটিএম নাফিজ বলেছেন: কিভাবে টর ব্রাউজার ডাউনলোড করবো তা বললে ভালো হোতো! :)

২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৫০

ই ম ন বলেছেন: Just Google Tor browser and then go to Tor project's official site. From there download a package for your operating system (Mac/Windows). Install it and Bingo, you have it now!

৯৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৪

রাখালছেলে বলেছেন: রিফাদ প্রশ্নগুলোও আমার জানতে ইচ্ছা করতাছে । উত্তর দেন না ক্যারে..?

১০০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৩

আমি তুমি আমরা বলেছেন: এই পোস্টের আর কোন পর্ব আসবে না?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৪৬

ই ম ন বলেছেন: জনগণ কি এখন আর ব্লগে আসে! পর্ব দিয়ে কি লাভ :(

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৪৭

ই ম ন বলেছেন: পর্ব দিয়ে কি লাভ! জনগণ এখন আর আসে না ব্লগে!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৬

ই ম ন বলেছেন: এখন মানুষ আর ব্লগে আসে না, লিখে কি লাভ বলেন :(

১০১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১২

নীলিিগরী বলেছেন: Nice post.

১০২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩২

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
দারুণ পোস্ট।

১০৩| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ২:৪৬

হুমায়ুন তোরাব বলেছেন: দাদা ,দ্বিতীয় পোষ্ট টা কি দিয়েছেন ?

১০৪| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ২:৪১

জাহিদ হাসান জয় বলেছেন: ভাইয়া পরের ব্লগ টা কোথায় পাবো??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.