নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিমূড়

ই ম ন

কিংকর্তব্যবিমূড় I don't want to be a product of my environment.... I want my environment to be a product of me.

ই ম ন › বিস্তারিত পোস্টঃ

"আমি শুধু চেয়েছি তোমায়", আমাদের ছিঃনেমা এবং কিছু অপ্রিয় কথা

১৪ ই মে, ২০১৪ রাত ১১:০৯





বিঃ দ্রঃ আপনি যদি নিজেকে অতিমাত্রায় দেশ প্রেমিক মনে করেন (তথা ফ্যাসিস্ট) তাহলে এই পোস্ট আপনার পড়ার কোন প্রয়োজন নেই



কোন এক ভদ্রলোক একবার বলেছিলেন আমরা জাতিগতভাবেই নাকি এক্ট করার চেয়ে রিএক্ট করতে বেশি ভালবাসি...কথাটা আসলে ষোলানাই সত্য...কেন তা পরে বলছি!



শুভশ্রী গাঙ্গুলী আর অঙ্কুশ অভিনীত যৌথ প্রযোজনার ছবি "আমি শুধু চেয়েছি তোমায়" নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক হইচই! আচ্ছা! কেন হইচই? এই ছবি নাকি যৌথ প্রযোজনার ব্যানারে আসলে টালিগঞ্জের ছবি, এপারের নাম নাকি এমনেই আছে! আচ্ছা! আসলেই চিন্তার বিষয়! এ ব্যাপারে পরে কথা বলি! এখন একটু অন্য কথায় যাই...



আমাদের সিনেমাপাড়ার লোকদের মুখে একটা অভিযোগ প্রায়ই শুনতে হয়, আমরা সাধারণ দর্শকরা নাকি হল বিমুখ হয়ে গেছি! এটা কি আসলেই সত্য??? সিনেপ্লেক্সে যখন ম্যান অফ স্টিল আসে তখন তার টিকেট আমি প্রথম ৩ সপ্তাহেও পাই নি! ২০০৫ সালে চলচ্চিত্রের মহা দুর্যোগের ভেতরেও THE GLADIATOR মুভিটা যখন দেখতে যাই সিনেপ্লেক্সে, তখনো ছিল উপচে পড়া ভিড়...ফলাফল কি??? আসলে আমরা সাধারণ দর্শকরা কখোনই হল বিমুখ হই নি! সবসময়ই আমরা চাতক পাখির মত চেয়ে থাকি কখন আবার ভাল ছবি আসবে...এর প্রমাণ মিলে নামেমাত্র যেগুলোকে আমরা ভাল ছবি বলি কিংবা পোস্টার, গান আর মার্কেটিং ভাল হলেই আমরা ওই ছবিগুলো দেখতে সিনামা হলে ভিড় করি!!! আসলেই কি সেগুলো মানসম্মত ছবি???



গত কয়েক বছরের ছবিগুলোর রিভিউ করলে দেখা যাবে যে 'মনপুরা' আর 'চোরাবালি' ছবি দুটো ছিল দর্শকে আগ্রহের কেন্দ্রবুিন্দুতে। কিন্তু ছবি দুটোতে ছিল কি? আমরা আসলে সত্যকে খুব ভয় পাই! স্বীকার করতে চাই না! 'মনপুরা' ছবিটির সিনেমাটোগ্রাফি বেশ ভাল ছিল, গানগুলোও দারুণ ছিল, নিঃসন্দেহে তা বাদে পুরা ছবিতে আর কিছু ছিল না...ছবির প্রাণ বলতে বোঝায় যে স্ক্রিপ্টকে তাই ছিল নড়বড়ে...তারপরেও আমরা সেটাকে গলধোঃকরণ করি! কেন? কারণ আমাদের খাওয়ার জিনিসের খুব অভাব!!! যাই হোক এবার তাকাই 'চোরাবালির' দিকে, এ ছবির চিত্রনাট্য ছিল আরও ভয়ংকর রকমের বাজে, কলকাতা থেকে একটা অভিনেতা ধরে এনেই পরিচালক কাজ শেষ করে দিতে চেয়েছেন!!! এই হল আমাদের ফিল্মের অবস্থা! আর ইদানিংকালে আরেফিন শুভের যেসব ছবি মুক্তি পাচ্ছে সেগুলো আসলে কি বলব, কিসের কাতারে ফেলা যায় জানি না!!!!



এর মানে কি??? আমাদের কি ভাল ছবি কখনোই তৈরি হয় নি? অবশ্যই তৈরি হয়েছে!!! আমার জীবনের দেখা একটা সেরা ছবি হল "দীপু নাম্বার টু", সম্ভবত মৌলিক স্ক্রিপ্টের দেখা শেষ ভাল এ দেশীয় ছবি এটা! স্ক্রিপ্ট ভাল হলে ছবি যে কতটা ভাল হতে পারে তার প্রমাণ এই ছবিটি। একটা সময় ছিল যখন এ দেশের ছবির রিমেক হত কলকাতায়! 'বেদের মেয়ে জোসনা' ছবিটির রিমেক কলকাতায় তৈরি হয়েছে, এরকম হাজারো ছবির রিমেক তৈরি হয়েছে ওপারে। কিন্তু এখন? ওদের দেব বাবুর জাঙ্গিয়ার স্টাইল দেখে আমাদের খান সাহেব জাঙ্গিয়া পরিধান করেন মুভিতে! জলিল সাহেবের নিজের স্বকীয়তা আছে তবে ঐটা অন্য লেভেলের!!!



এদেশের সিনেমাশিল্পকে আমরা সাধারণ দর্শকরা যথেষ্ট সাপোর্ট দিয়েছি! একটা ভাল ছবি এলেই আমরা সবাই মিলে হলে দেখতে যাবার চেষ্টা করি! মনে পড়ে, 'মোল্লা বাড়ীর বউ' দেখতে সবাই মিলে সবচেয়ে বড় সিনেমা হল যশোরের মনিহারে গিয়েছিলাম!!! কিন্তু প্রতিদানে কি পাচ্ছি???? বছরের পর বছর ধরে বস্তা পচা ছবি যা কিনা পাতেই দেয়া যায় না! অদ্ভুদ! কিছু পরিচালক আছেন শুধু নামকাওয়াস্তে পুরস্কার পাবার জন্য ছবি বানাচ্ছেন আর ডায়ালগ ছাড়ছেন এ ছবি এদেশের মানুষ বোঝে না..আর পরে বউ নিয়ে গোয়াতে যান হাতুড়ে পুরস্কার আনতে!



আচ্ছা, এবার আসি ইন্ডিয়ান বাংলা ছবি ইস্যুতে! একটা কথা বলে রাখি, আমি একজন কট্টর ভারত বিদ্বেষী লোক আর বিশ্বাস করি ইন্ডিয়া বা পাকিস্তান কেউই আমাদের বন্ধু না! আচ্ছা, এখন একটা কথা, ইন্ডিয়ান বাংলা ছবি এদেশে চালাতে আমার কোন দ্বিমত নাই-চালানোই যাতে পারে। অনেকে বলেন ওদের এত বড় ইন্ডাস্ট্রির সাথে আমরা টিকে থাকতে পারব না...ব্লাহ ব্লাহ! ভাই থামেন! চাইনার ইন্ডাস্ট্রির সাথে সমানে লড়াই করে দক্ষিণ কোরিয়ার ছবিগুলো টিকে আছে! আকারে, সম্পদে হাজারগুণে বড় হলেও দক্ষিন কোরিয়ার ছবির ধারে কাছেও যেতে পারে না চীনের ছবিগুলো! মোরাল অফ দ্যা স্টোরিঃ সাইজ ডাজন্ট ম্যাটার!!!



এখন আসি, কেন আমি ভারতীয় ছবি চালানোর পক্ষে! আমাকে ভুল বুঝবেন না! আমাদের সিনেমা শিল্পের কোন কিছুর অভাব নেই! না আছে দর্শকের অভাব না লগ্নি কারকের অভাব! সিনেমা হলের অভাব আছে কিন্তু সেটার জন্য মানহীন সিনেমাগুলোই দায়ী! বছরের পর বছর ধরে কোন ধরণের প্রতিযোগীতার সম্মুখীন না হওয়াতে সিনেমা পাড়ার ছাগলগুলো যা বানিয়েছি সাধারণ দর্শকদের তাই খাওয়া লেগেছে! আমাদের চেয়ে বিশ্বাস না হলে চেক করে দেখুন, আফগানিস্তান ভাল ছবি বানায়!!!! আসলে আমাদের দেশের ফিল্ম ইন্ডাস্টির লোকজনের একটু ধাক্কার প্রয়োজন...বলতে পারেন প্রলয়ের দরকার!!! নিঃসন্দেহতীতভাবে ওপারে অনেক ভাল ভাল ছবি তৈরি হয় আর ওদেক চিত্রনাট্য ও ভাল হয় (অবশ্যই দেব বাবু আর জিত বাবুদের ছবিগুলো গোনার বাইরে)...!!! ওপারের ছবি চালাতে হবে তার মানে এই না যে আমরা 'গান্ধু' চালাব!!! ভাল ছবি আছে এবং তা যখন চালান হবে তখন লোকে স্রোতের মত দেখতে যাবে ছবিগুলো!!!! আর শুধুমাত্র মাতালদের জন্য ছবি বানায় আমাদের যে ভদ্রলোকেরা তাদের টনক নড়বে যে এবার আমাদের বদলাতে হবে!!! তা বাদে এদের মানুষ হবার কোন লক্ষণ নেই!!!!!



'আমি শুধু চেয়েছি তোমায়' এই ছবিটায় নাকি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে যথাযথ সম্মান প্রদর্শন করা হয় নি! বলি, আমাদের সিনেমা পাড়ার প্রোডাক্টগুলোকি নিজেদের নামের প্রতি কখনো সুবিচার করতে পেরেছে নিজেরা??? এত এত সুবিধা, ফাঁকা বাজার পেয়ে কি করেছে এরা???? ময়ূরী, পলি, আর শাহানাদের উপহার দিয়েছে! সেদিন তো দেখি এক সিনেমার পোস্টারে 'জিদ্দি পুলিশে' সানি লিওনের ছবি সেটে রেখেছে...!!!!! এরাই আবার এই শিল্প রক্ষায় ভারতীয় ছবির আমদানি করার প্রতিবাদ করে!!! আপনাদের তো কখনো অশ্লীল সিনেমার পোস্টার এর বিরুদ্ধের মানববন্ধন করতে দেখি না, খালি বাইরের ছবি ইস্যুতে করেন!!!! টু পাই পান নাকি????



হ্যা, আমিও জানি ভারতীয় ছবি আমদানি করলেই রাতারাতি এদেশের ফিল্ম পাড়ার চেহারা বদলে যাবে না আর এর সাথে লেগে থাকে কিছু মানুষের রুটি রুজি সংস্থান হুমকির মুখে পড়বে...তবুও কিছু বৃহত্তর স্বার্থের আশায় মাঝে মাঝে যেমন ক্ষুদ্রতর স্বার্থকে বির্সজন দিতে হয় তেমনি আমাদেরকে এই ত্যাগটুকু স্বীকার করতে হবে...আর আমাদের সিনেমা পাড়ায় আরেমজির মত এত লোকও কাজ করে না যা কিনা আমাদের অর্থনীতিতে প্রভাব ফেলবে, খুব কর্কশ হলেও এটাই সত্য কথা...!!!!!



আমরা সবসময়ই আমাদের সিনেমাগুলোর পক্ষে ভারতীয় সিনেমাগুলোর বিষেদ্গার করি! কিন্তু একবারও কি নিজেদের অবস্থানটাকে বিচার করে দেখেছি???? একবারো কি চিন্তা করেছি যে আমাদের সিনেমা কোথায় নেমে গেছে যে যৌথ চলচ্চিত্রের সিনেমায়ও আমাদের ক্রেডিট দিতে চায় না মানুষ! ইন্ডিয়ানরা খারাপ তাতে সন্দেহ নাই! কিন্তু আমাদের অবস্থাটাওতো আমাদের বিচার করতে হবে! তাই 'আমি শুধু চেয়েছি তোমায়' এর মুক্তির স্বপক্ষে কথা না বললেও যারা এটার মুক্তির বিপক্ষে কথা বলে তাদের কে বলতে চাই, এ দেশের আপামর সাধারণ সিনেমাপ্রিয় মানুষগুলো কি কিছু ডিজার্ভ করে না???? নাকি এরা সবসময়ই অখাদ্য খেয়ে যাবে???



সবাই ভাল থাকবেন!!!!! কমেন্টে মতামত জানাবেন...

মন্তব্য ২৯ টি রেটিং +২/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৪ রাত ১১:৪৫

মূহুর্ত বলেছেন: ভালো বলেছেন। :D :D

১৪ ই মে, ২০১৪ রাত ১১:৪৮

ই ম ন বলেছেন: দো ই ন্য ব্যা দ

২| ১৫ ই মে, ২০১৪ রাত ১২:০০

নহে মিথ্যা বলেছেন: না নিজেদের অবস্থান কখনই দেখি না... যেমন আপনি দেখছেন না... বাংলাদেশের যে অবস্থান নিয়ে কথা বলছেন সেই দিন গুলি এখন উপসংহারে আছে... যার ইতি হবে হবে... কিন্তু আপনার লেখা পরে মনে হল আমরা এখন সূচনাতেই আছি... আর বলিউডের অবস্থাও এক সময় আমাদের ছিঃনেমার মত ছিল তখন বাংলাদেশে অনেক ভাল ভাল সিনেমা হয়েছে... আপনি হয়ত দেখেন নাই অথবা নিজের দেশের সিনেমার থেকে বাইরের সিনেমা বেশি দেখেছেন...

আর আপনার কি ভাবে মনে হল যে রেন্ডিয়ান্দের সিনেমা ধুকালে ক্ষুদ্র স্বার্থ নষ্টো হবে? আপনার ধারনা অপরিপক্ক...

পেরেছেন কি বাংলাদেশের টিভি চ্যানেল গুলিকে ইন্ডিয়াতে প্রবেশ করাতে... আপনাদের মত কিছু লোকের অপরিপক্ক বুদ্ধি মত্তার জন্য আজ দেশের এই অবস্থা...

নিজের প্রতি আপনার লজ্জা হওয়া উচিত যদি আপনি সত্যিকার অর্থে বাংলাদেশি হয়ে থাকেন।

১৫ ই মে, ২০১৪ রাত ১২:২২

ই ম ন বলেছেন: অস্থির! আমি তো আপনাকেই খুজতেছি! তর্ক করার মানুষ পাই না!

প্রথমত, বাংলাদেশের ভাল ছবির বর্ণনা দিয়েছি এবং উদাহরণ ও দিয়েছি! ছবিতে অশ্লীলতা না থাকলেই যে সেটা ভাল ছবি এটা মানব না!!!! অনন্ত জলিলা আর আরেফিন শুভ কে দিয়ে যা বানাচ্ছেন, ভারতীয় ছবি আসলে দেখবেন এগুলো পাবলিক দেখবে না, এজন্যই এত ভয়, কারণ ওরাও জানে কোয়ালিটি খারাপ এগুলোর...ভারতের ছবি কিন্তু পাকিস্তানেও চলে জানেন বোধহয়??? তাতে কি পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রি মারা গেছে??? না!

আর রেড ইন্ডিয়ান বলে ওদেরকে গালি দিচ্ছেন ওকে! কিন্তু মেধাবীকে তার মূল্য দিতে শিখুন ভাই, ভারতীয় বাংলা মাছ মিষ্টি মোর, অপুর প্যাচালী, মিশর রহস্য ছবিগুলো দেখুন তাহলে দেখবেন ওরা কত চিন্তায় এগিয়ে গেছে! শুধু ওদেরকে বর্জন করে আপনি কিছুই শিখতে পারবেন না!!!
আর আপনার মত মশকরা প্রিয় কিছু লোক 'What is love' কে IMDB তে 10 এ 10 রেটিং দিয়ে সিনেমা শিল্পটাকে কিছু ফাজিলের হাতে তুলে দিয়েছেন??? ভাল সিনেমা বলতে কি আপনি মাহিয়া মাহির কুতকুত খেলা কান্নাকে বোঝাচ্ছেন??? লুল পুরাই লুল, তাইলে আপনি সিনেমার ডেফিনেশনই জানেন না!!! আমাদের চলচ্চিত্র গুনগত পরিবর্তন দরকার আর এটা সম্ভব একমাত্র যদি এরা তীব্র প্রতিযোগীতার ভেতর পড়ে...টালিগঞ্জের ছবিগুলো মুম্বাইয়ের ছবি গুলোর সাথে লড়াইয়ে টিকে থাকতে এখন ভাল ক্যামেরা, ভাল লোকেশনে ছবি করে! কারণ তারা জানে ভাল কিছু না করলে পাবলিক খাবে না...বাজার উন্মুক্ত...

আর আমি বাঙ্গালী না বাংলাদেশী এই তর্কে যাব না!!! হতে পারে আপনার চেয়ে আমার দেশপ্রেম কম!!!!

পুনশ্চঃ আপনার কিন্তু এই পোস্টে টেকনিক্যালি কমেন্ট করার কথা না। আমি N.B. তে ফ্যাসিস্টদের দূরে থাকতে বলেছি...ধন্যবাদ!

৩| ১৫ ই মে, ২০১৪ রাত ১২:১১

একজন ঘূণপোকা বলেছেন:
সহমত

১৫ ই মে, ২০১৪ রাত ১২:২৯

ই ম ন বলেছেন: দ্বিমত পোষণ করলেন না! তর্ক জমল না!

৪| ১৫ ই মে, ২০১৪ রাত ১:১২

নহে মিথ্যা বলেছেন: তর্ক করার ইচ্ছা নাই... আমার দেশের প্রতি যার এরকম ধারনা তার সাথে আর কি তর্ক করব বলুন।

শুধু একটা প্রশ্ন করি, বলুনতো তামিলে Bollywood এর সিনেমা প্রেক্ষাগৃহে চলে কি চলে না?

উত্তর জানা না থাকলে ঘাটুন, আর আপনাকে বেশি বুদ্ধিমান মনে হচ্ছে, তর্কের জোড় দেখে, তাই একটা কথাই বলব, "বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট"।

১৫ ই মে, ২০১৪ রাত ১:৩৪

ই ম ন বলেছেন: আপনি জিতছেন! খুশি?

৫| ১৫ ই মে, ২০১৪ রাত ২:১১

শফিউল শামু বলেছেন: হুমম। লাইক।

১৫ ই মে, ২০১৪ সকাল ১১:০১

ই ম ন বলেছেন: :D

৬| ১৫ ই মে, ২০১৪ সকাল ১১:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:


শুনেছি স্বয়ং কোলকাতা হিন্দি ছবি প্রদর্শন বন্ধকল্পে আন্দোলন করে। আর আমরা বাংলাদেশ ভিন্ন একটি রাষ্ট্র হয়ে কিভাবে মেনে নিতে চাই এই দেশের হলে ভারতীয় চলচিত্র প্রদর্শিত হবে। হতে পারে তবে সেটা সামগ্রিক ভাবে নয়। যেভাবে হলিউডের সিনেমা বিশেষ কোন হলে দেখানো হয় সেভাবে। সামগ্রিক ভাবে নয়। আপনি বলেন দেখি আপনি চাইলে কি আপনার চ্যানেল, নাটক, সিনেমা ভারতে দেখাতে পারবেন ? না পারবেন না। ভারত সেটা দেয় না। আর এই নাদেয়ার পেছনে যুক্তি কি থাকতে পারে ভেবে দেখুন ?

ধন্যবাদ আপনাকে।

১৫ ই মে, ২০১৪ দুপুর ১:০২

ই ম ন বলেছেন: আমার কথা হল, এদেশীয় ছাগলগুলো ফাঁকা মার্কেট পেয়ে যেভাবে তার যথেচ্ছা ব্যবহার করেছে তা কোন ফল বয়ে আনেনি, এদেরকে তীব্র প্রতিযোগীতার ভেতর ফেললে যদি এরা অবস্থার উত্তরণে কোন ব্যবস্থা নেয়!

৭| ১৫ ই মে, ২০১৪ সকাল ১১:১৫

সোহানী বলেছেন: সহমত...নহে মিথ্যা ।

আমরা যেমন আছি তার থেকে ভালোর দিকে যেতে চাই সত্য। তাই বলে ভারতীয় ছবি আমদানীর মোটেও পক্ষে নই। এমনিতে আমাদের সংস্কৃতি উচ্ছেন্নে যাচ্ছে তারপর কবরে দেয়া লাগবে !!!!!

১৫ ই মে, ২০১৪ দুপুর ১:০৬

ই ম ন বলেছেন: সংস্কৃতি আপনার ভারতীয় চলচ্চিত্র আমদানি করলে উচ্ছে যাবে এটা ভুয়া চিন্তা, আপনার সংস্কৃতি তো অলরেডি উচ্ছে গেছে-স্টার জলসা আর জি বাংলা কি আপনার সংস্কৃতিকে বুড়ো আগুল দেখাচ্ছে না রীতিমত??? আমাদের আচরণ টা হচ্ছে মরুভূমিতে উটপাখির বালুঝড় থেকে নিজেকে বাচানোর জন্য বালুর ভেতর মাথা গুজে ঠাই খোজার মত!!! আরে সারা শরীরই তো বাইরে!!! ঝড় সামাল দিবেন কিভাবে শুধু মাথা গুজে???

৮| ১৫ ই মে, ২০১৪ সকাল ১১:৫৩

তীর্থ ৫২ বলেছেন:
কোন এক ভদ্রলোক একবার বলেছিলেন আমরা জাতিগতভাবেই নাকি এক্ট করার চেয়ে রিএক্ট করতে বেশি ভালবাসি


মজা পেলাম!

১৫ ই মে, ২০১৪ দুপুর ১:০৮

ই ম ন বলেছেন: ভদ্রলোকের নাম এখনো মনে করতে পারছি না :P

৯| ১৫ ই মে, ২০১৪ দুপুর ১:৫৫

সোহানী বলেছেন: স্টার জলসা আর জি বাংলা কি আপনার সংস্কৃতিকে বুড়ো আগুল দেখাচ্ছে? হাঁ দেখাচ্ছে বলেই ওদের বাকিটুকুও আমদানী করে নিজেেদের ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যাই আর কি। তারচেয়ে বলুন ওদের টিভি চ্যানেলগুলো বন্ধ করেন। যদি পারেন এটা নিয়ে কাজ করেন। ওদের টিভি চ্যানেলগুলো বন্ধ করলেই আমরা অনেকটা বেচেঁ যাবো। আপনি তা না করে উল্টো আমদানীর যুক্তি দেখাচ্ছেন......... দু:খিত কথাটা রুঢ় হলে ও সত্য। ধন্যবাদ

১৫ ই মে, ২০১৪ রাত ১০:২১

ই ম ন বলেছেন: ছোট পর্দা আর বড় পর্দার পার্থক্যটুকু আপনাকে বুঝতে হবে! আমাদের ছোট পর্দা যথেষ্ট সমৃদ্ধ! আর আমি ভারতে শুধু আমাদের চ্যানেল চালানো না, ভারতীয় সব হিন্দী চ্যানেল বন্ধেরও পক্ষে! তবে আমাদের সিনেমাটা চালায় কারওয়ান বাজারের কিছু কলা ব্যবসায়ী! কিন্তু এটা তো শিল্প! এদের দ্বারা এটার নিয়ন্ত্রণ আর সম্ভব না! যাই হোক! অবস্থার উত্তরণে এদেরকে তীব্র প্রতিযোগীতার ভেতর ফেলতে হবে! ঠিক মনোপলি মার্কেট মেয়ে এরা কাজে লাগাতে পারে নি!

১০| ১৫ ই মে, ২০১৪ রাত ৯:১১

নহে মিথ্যা বলেছেন: সোহানী যারা দেশকে ভালবাসে তারা ফ্যাসিস্ট (!!!) ইমন নামে এক রেন্ডিয়ার দালালেল মতে... এই সব দালালদের বুঝিয়ে লাভ নেই... এরা নিজের মাতৃভূমির পক্ষেই কথা বলবে এটাই সাভাবিক... বাদ দেন... এরকম কয়েকটা **জ আছে এই বাংলাদেশের ভূমিতে তাইতো আজ দেশের এই করুন অবস্থা... :|

১৫ ই মে, ২০১৪ রাত ১০:০৩

ই ম ন বলেছেন: আপনার দেশপ্রেমের লেভেলতো পুরাই সাইদী ! :P

১১| ১৬ ই মে, ২০১৪ রাত ২:২৬

দি সুফি বলেছেন: আমি আসলে নিরামিষভোজী, তবে মাংস না খেলে ঠিকভাবে হজমই হতে চায় না! - ব্যাপারটা এরকমই মনে হচ্ছে।

১৬ ই মে, ২০১৪ দুপুর ১:৪৯

ই ম ন বলেছেন: সত্য অপ্রিয় হলেও সত্য!

১২| ১৬ ই মে, ২০১৪ রাত ১০:৪৯

is not available বলেছেন: ভাই ইন্ডিয়ান সিনেমা আমদানী করলে তাদের সিনেমার মান দেখে আমরাও ভালো সিনেমা বানাব আর সেই সিনেমা লোকজন হলে টিকিট কেটে দেখতে যাবে এই আশা আপনি কীভাবে করলেন?যদি হলে ইন্ডিয়ান সিনেমা প্রচার হয় তাহলে এদেশীয় সিনেমার টিকিটাও খুঁজে পাওয়া যাবে না|তারচেয়ে যা আছে থাকতে দিন,ভারতীয় সিনেমা ছোটোপর্দায়ই দেখুন|কালের বিবর্তে একদিন আমরাও মানসম্পন্ন সিনেমা বানাব|শুধু চলচিত্র শিল্প বর্তমান তরুনদের হাতে আশার অপেক্ষা করুন!

১৭ ই মে, ২০১৪ সকাল ১০:৫৩

ই ম ন বলেছেন: 'কালের বিবর্তন'? আপেক্ষিক নাকি টার্মটা :P

১৩| ১৭ ই মে, ২০১৪ রাত ১:০৪

শাও৫০৮ বলেছেন: আপনার অধিকাংশ কথার সাথে সহমত। তবে ভারতীয় সিনেমা আমদানির বেপারে একটু দ্বিমত পোষণ করি। আজ কিছুক্ষণের জন্য বহুল আলোচিত 'অগ্নি' দেখলাম। একটি বিদেশি ছবির নকল বলা যায়। আর নায়ক এবং নায়িকার অভিনয় অথবা ক্যামেরার কাজ খুব ভাল বলা যাবেনা। যেই দেশে 'সূর্য দীঘল বাড়ি', 'ছুটির ঘণ্টা' মতন সিনেমা হয়েছে, সেখানে আজ 'অগ্নি', 'চোরাবালি' সিনেমা নিয়ে আমরা আত্ততৃপ্তি লাভ করছি।

১৭ ই মে, ২০১৪ সকাল ১০:৫২

ই ম ন বলেছেন: দ্বিমত পোষণ করতেই পারেন! তবে আমি ওপেন মার্কেটে এদের ছাড়তে আর রাজি নই!

১৭ ই মে, ২০১৪ সকাল ১০:৫৪

ই ম ন বলেছেন: বর্তমানে যারাই ছবি বানাচ্ছে-স্ক্রিপ্টের ধার ধারছে না!

১৪| ২০ শে মে, ২০১৪ সকাল ১০:৫৫

এক্স রে বলেছেন: আপনি কমেন্টে এক জায়গায় বললেন " .ভারতের
ছবি কিন্তু পাকিস্তানেও চলে জানেন
বোধহয়??? তাতে কি পাকিস্তানের ফিল্ম
ইন্ডাস্ট্রি মারা গেছে??? না!"

ভাইয়া পাকিস্তানের সিনেমা বলতে এখন কিছু আছে? একটু খোজ নিয়ে দেখুন না। তাদের অবস্থা তো আমাদের চেয়ে অনেক গুন খারাপ শুধুমাত্র ভারতীয় সিনেমা প্রবেশের ফলে।

০৫ ই জুন, ২০১৪ বিকাল ৪:৫১

ই ম ন বলেছেন: তবুও তো ইন্ডিয়ানরা পাকিস্তানি শিল্পিদের কদর করে! আমাদের তো তাও করে না :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.