নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একমনে চুরি করে;আরেক মনে বিচার মানে,আমি কে? আমার মন জানে।

ইমন শাই

আত্মতত্ত্ব অর্জনের চেষ্টা করি

ইমন শাই › বিস্তারিত পোস্টঃ

আমার বাংলাদেশ

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৫৪

সাদা মেঘ, নীল আকাশ
দক্ষিনা বাতাশ, খোলা প্রান্তর
ফসলিয়া মাঠ, খেয়াবাধা ঘাট ।
দু চোখ ভরে যেদিকে তাকাই,
সবই আমার বাংলদেশ।

ভরা গাঙ্গ ভরা নদী, গড়ে ভাঙ্গে অভিলাষী
স্রোতস্বতী ধারা, ভাসমান পারা
জলমলে জল, টলমলে ডেউ।
দৃষ্টি জুড়ে যেটুকু দেখি,
সবই আমার বাংলদেশ।

কাঠফাটা রোদ্দুর, অবিরাম বৃষ্টি
নীল বসনে গগন, দৌল দুলে কাশবন
উল্লাসিত কৃশান কৃষানী, নবান্নে মাতে অস্বাদনি
কুয়াশায় আচ্স্ন্ন, ভয়াল শীতের হিমানী।
নবীন সবুজ সাজে সুপরিচিত বসন্তে কোকিলের ডাক,
যত কলকাকলি যত কলতান শ্রবণে শুনি
সবই আমার বাংলদেশ।

সোনালী আশ, মৃৎশিল্পী
মায়ের হাতে, নকশী কাথা
বোনের কন্ঠে, গীত গাথা
তক্ষক সুরে, বাবার শাসন।
আচল বাধা ভালবাসার বাধন
সবই আমার বাংলদেশ।

লালনের আধ্যাত্নিকতা , বিদ্যাসাগরের সমাজ্জাগরণ,
রবিঠাকুররের বিশ্বজয়ীপদ্য, নজরুলের বিদ্রোহী হুঙ্কার,
মধুসুদনের অমিয় সনেট, জীবনান্দের নাটোরের বনলতা
হুমায়ন আহমেদের গল্পে জীবনের আহবান,
সবই আমার বাংলদেশ।

বান্নোর ভাষা আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান
একাত্তরের স্বাধীনতা, ত্রিশলক্ষ শহীদ,
দুইলক্ষ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে!
অর্জনে জয়েছি , সবুজের মাজে রক্তাত্ত পতাকা।
আমরা বিজয়ী আমরা বাংলাদেশী,
সবই আমার বাংলদেশ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.