![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিশে আছে জলের ঢেউয়ে
শুকনো পাতায়
তোমার আমার ভালোবাসা।
মিশে আছে চাঁদের রাতে-
আলো ছায়ায় মেঘের ফাকে
তারা গোণা ।
মিশে আছে বৃষ্টির দিনে
চেনা বেলকনিতে উড়ু চুমুর হাওয়া।
মিশে আছে অনভুতির অন্তরে শুধু
হয়না আর একসুরে দুজনে গাওয়া।
মিশে আছে চশমার কাঁচে
আঁচলের ছোঁয়ায়
তোমার আমার ভালোবাসা।
মিশে আছে রোঁদরো স্নানে
পোড়া পীচে-
একছাতা ধরে হেটে চলা।
মিশে আছে শৈত্য প্রবাহে
কুয়াশার আলিঙ্গনে হারিয়ে যাওয়া।
মিশে আছে পরমে পরশে
শুধু হয়না এক আইছক্রিম দুজনে খাওয়া।
২| ১৬ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:২৩
ইমন শাই বলেছেন:
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৭
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর । ++