![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞানী গুণী কয়
প্রকৃতিতে তিন সমুদ্র
রুপে অরুপে বয় ।
জ্ঞান বায়ু জল
তিন সমুদ্র বিনে
জীবন অচল।
পাঠে হয় রপ্ত
অর্জন বিনে শক্ত,
প্রতিজ্ঞা বহে জয় ।
তথা জ্ঞান সমুদ্র
ধরত্রি ময়।
দেখা যায় না
ধরা দেয় না,
অনুভবে রয়।
কে কয়!
বায়ু সমুদ্র নয়।
বর্ণ - ঘ্রাণ বিহীন
নুন কিংবা স্বাদহীন ।
তিন আকার পরিচয় ।
জল কি শুধু
সমুদ্রে রয় !
২| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১:২৪
ইমন শাই বলেছেন: ধন্যবাদ। আপনার উপরশান্তি বর্ষিত হোক ।
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১০
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো ।
শুভেচ্ছা ।।