নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একমনে চুরি করে;আরেক মনে বিচার মানে,আমি কে? আমার মন জানে।

ইমন শাই

আত্মতত্ত্ব অর্জনের চেষ্টা করি

ইমন শাই › বিস্তারিত পোস্টঃ

কষ্টের শ্রমিকের দিবস

০১ লা মে, ২০১৬ বিকাল ৫:০৩

সকাল নয়টা থেকে বিকেল পাচটা অফিসে কামলা দেওয়ার সময়।
দশ মিনিট পর অর্থাৎ নয়টা দশে অফিসে প্রবেশ করলেই সেদিনের মাইনে বাদ!
অথচ,বিকেল পাঁচটায় অফিস শেষ হবার কথা থাক্লেও শেষ হচ্ছে এক দুই ঘন্টা পর।
তখন মাইনে কোন যোগ নেই।কিছু বললে বলে চাকরি ছেড়ে দিন।আপনার চেয়ে কম সুযোগ-
সুবিধা নিয়ে এ কাজ করার বহু লোক আছে।
-পেটের কথা,মৌলিক চাহিদার কথা,চাকুরীর বাজারের কথা চিন্তা করে মালিকের
পুঁজি বাড়াতে বিনে পয়সায় অতিরিক্ত শ্রম দিয়ে যাই,দাস হয়ে,এই মুক্তো যুগে।

জেনে রেখো "ধনতন্ত্রবাদী গন আমারা শ্রমিকরা না থাকলে তোমরা কখনো সভ্যতা সৃষ্টি করতে পারতে না"।
সকলকে শ্রমিক দিবসের শুভেচ্ছা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৬ বিকাল ৫:১৩

এরশাদ বাদশা বলেছেন: আমাদের কোম্পানীতে দিবসের কোন বালাই নেই। এক ঈদ ছাড়া আমাদের ছুটি বলতে কিছুই নেই। সুতরাং মে দিবস যা, বছরের বাকী ৩৬৪ দিনও তা। আপনার সুন্দর লেখার কারনে লগইন করতে বাধ্য হলাম।

২| ০১ লা মে, ২০১৬ বিকাল ৫:৩০

ইমন শাই বলেছেন: আপনার সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ।দেশের সর্বত্র শ্রমিক উপর অত্যাচার চলছে কৌশলে,
দেখার কেউ নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.