নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একমনে চুরি করে;আরেক মনে বিচার মানে,আমি কে? আমার মন জানে।

ইমন শাই

আত্মতত্ত্ব অর্জনের চেষ্টা করি

ইমন শাই › বিস্তারিত পোস্টঃ

আমরা ৫২’র জাত!!

১৭ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৪

আন্দোলনকারী ছাত্রছাত্রী’রা চেয়েছিল কোটা সংস্কার।
তাদের থামাতে আপনি সংসদে কোটা বাতিল করে দিলেন।
ছাত্রছাত্রীরা চাইলো কি?আর আপনি করলেন কি!
কিন্তু যা করলেন,তা বাস্তবায়নে কোন প্রজ্ঞাপন কোন আইন করলেন না।
এক দুদিন করে কয়েক মাস চলে গেলো অথচ আপনি সংসদে দাঁড়িয়ে নিজের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কোন উদ্যোগ-ই নিলেন না।
ছাত্রছাত্রী রা আপনাকে বিশ্বাস করে আন্দোলন স্থগিত করে ছিল,কিন্ত আপনি তা রক্ষা করলেন না।
এই দেখে ফের আন্দোলন শুরু করলো ছাত্রছাত্রী’রা।আপনি তা সহ্য করতে পারলেন না।
আন্দোলনকারী দের অত্যাচার করতে কামড়িয়ে মেরে-ফেলতে লেলিয়ে দিলেন অলৌকিক ক্ষমতা দিয়ে সরকারি যন্ত্র ও বিশ্বজিতের খুনিদের।
যখন দেখলেন আন্দোলনকাকারী রা দমে যায়নি!
তিন মাস পর,আপনি আবার সংসদে বললেন "মুক্তিযোদ্ধা কোটা বাতিল সম্ভব না"।
মাননীয় প্রধানমন্ত্রী আন্দোলনকারীরা কেউ কোটা বাতিল চায় নি,আর মুক্তিযোদ্ধা কোটা বাতিল কখনো চায় নি।স্পষ্ট সংস্কার চাইছি।
সেখানে আপনি “আট কুঠরী নয় দরজা” উপন্যাস এর ম্যাডাম চরিত্র হয়ে আমাদের ভূগোল শেখাচ্ছেন।
আমরা ও দেখবো,আপনার অযৌক্তিক অগণতান্ত্রিক দাম্ভিক ইচ্ছে অক্ষুন্ন রাখতে আপনি জাতীর সামনে আরো কি সব বলতে পারেন এবং আন্দোলনকারী দের পিষে মারতে কি কি করতে পারেন।
হত্যা নির্যাতন করেও খালি হাতে বাঙলার ছাত্রছাত্রী দের ঘরে ফেরাতে পারেনি কুখ্যাত আইয়ুব, ইয়াহিয়া ,ভুট্টো।
শেখ হাসিনা,কি ওদের থেকেও বড় কুখ্যাত নিষ্ঠুর শাসক ?
হলেও , দাবী পূর্ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই।সফল না হয়ে ছাত্রছাত্রী,রা এবার ও ঘরে ফিরবেনা।

আমরা ৫২’র জাত!!

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৮ রাত ১০:২৪

স্রাঞ্জি সে বলেছেন: sb]প্রথমে আমার প্রীশু নিয়েন।
চাহিবা মাত্রই মুখের কথা পাইবেন কিন্তু তাহা বাস্তবায়নে পাইবেন না।

১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৩১

ইমন শাই বলেছেন: ধন্যবাদ আপনাকে।
না পাইতে পাইতে সৃষ্টি হইছে আন্দোলন।

২| ১৭ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩২

রাকু হাসান বলেছেন: শিরোনাম টা দারুণ হয়েছে ,বাঙালি জাতির ইতিহাসে ভয়াবহ সময় পার করছে ।

১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৩৮

ইমন শাই বলেছেন: অভিবাদন আপনায়।
যারা ভয়াবহ ইতিহাস তৈরি করে ইতিহাস তাদের কুখ্যাতির ক্ষমা করে না।

৩| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫৬

রাজীব নুর বলেছেন: " যে গ্রামে চাঁদ চুরি হয়ে যায় চান্নি পসর রাতে
সে গাঁয়ের সবাই ডাকাত হবে আসছে প্রভাতে "

১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৩

ইমন শাই বলেছেন: বড়ই সুমিষ্ট বলেছেন,
অতপর কাটবে করাতে।

৪| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৩৯

কাইকর বলেছেন: ভাল লাগলো

১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৬

ইমন শাই বলেছেন: ভালোবাসা রইল।

৫| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২৮

ক্স বলেছেন: আপনাদের মুরোদ কত, তা আমাদের জানা হয়ে গেছে। ফেসবুকে আর ব্লগে এসে একেকজন আলেকজান্ডার দি গ্রেট হবার ভাব ধরেন। আর রাস্তায় নেমে ছাত্রলীগ আসতে দেখলে ব্যানার ফেস্টুন ফেলে দিয়ে জান মান নিয়ে পালান।

আপনাদের দিয়ে কিছু হবেনা। রাশেদের মত মায়ের কোলে গিয়ে ফিডার খান।

১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২৩

ইমন শাই বলেছেন: পরের মুরোদ সবাই জানে।

নিজের মুরোদ কোনে?

আমি ভাব ধরলে

কেন আপনার জ্বলে?
আমি খাই ফিডার

আপনি মারেন হাতুরী
,
শিক্ষকদের করেন গালাগাল

আহ কি মাধুরী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.