নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একমনে চুরি করে;আরেক মনে বিচার মানে,আমি কে? আমার মন জানে।

ইমন শাই

আত্মতত্ত্ব অর্জনের চেষ্টা করি

ইমন শাই › বিস্তারিত পোস্টঃ

আলো-আঁধার

১৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১১




যখন আলো আসে বলি তুই ভালো।
যখন আঁধার আসে বলি তুই ভালো।
তোরা দুজনাই ভালো,শুধু এক জন আরেক জন কে সহ্য করতে পারিস না,
তাই আমিও আলোর কাছে আঁধারের সুনাম করিনা এবং আঁধারের কাছেও আলোর সুনাম করিনা।
তোদের একের কাছে অন্যের দুর্নামও করিনা।শুধু তোরা যখন আমার কাছে একে অন্যের বদনাম করিস তখন 'হ' 'হ' করি।
কারন তোদের দুজন কে আমি ভালোবাসি সম্মান করি, আমার জীবনে তোরা খুব গুরুত্বপূর্ণ ও জরুরী।
তোদের একের অন্যের প্রতি যে হিংসাত্বক মনোভাব,ক্রুদ্ধ আচরণ, তা আমি অপছন্দের সাথে ঘৃনা করি।
তোরা নিজেরাই ঠিক না অথচ আলো দোষারোপ করিস আঁধার কে আর আঁধার দোষারোপ করিস আলোকে।
আমি থামাতে গেলে বা কিছু বলে শান্ত করতে গেলে সব দোষ চলে আসে আমার ঘাড়ে,
অনেক দেখে কালে কালে শিখেছি তোদের,এখন না জানার ভান।
আমি তোদের বাহিরে যেতে পারিনা অস্বীকারও করতে পারিনা।তোদের ভুল গুলো ধরলে তোরা ক্ষেপে যাস।
তোদের নিজের পক্ষ্য না নিলে আলো ভাবিস আমি আঁধারের পক্ষ্য নিচ্ছি,আর আঁধার বলিস আমি আলোর পক্ষ্য নিয়ে কথা বলছি।
আমাকেই ভুল বুজিস শত্রু ভাবিস বিপদে ফেলিস।
নিজেরা নিজের ভুল বুঝিস না,ভালোথাকা বুঝিস না, সুনাম বুঝিস না, আমি বুঝবো কি!
তোরা তো আমার কথা শুনবি না মানবি না আগেও দেখেছি।
তাই আমি তোদের সাথে তোদের মতো।আমার ও তো পরিবেশ নিয়ে ভালো থাকতে হবে।
তুই ভালো আমি ভালো জগৎ ভালো,
ওরে আঁধার ওরে আলো।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১০

নূর ইমাম শেখ বাবু বলেছেন: আহারে! আলো আর আধারের উদাহরণে পৃথিবীর সব ভাল মন্দের নির্ভুল হিসেব কষে দিলেন। মুগ্ধ হয়ে গেলাম। ভাল থাকুন। ধন্যবাদ অফুরান।

১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৮

ইমন শাই বলেছেন: অতি সুন্দর প্রসংশনীয় মন্তব্যে। আনন্দে ভরিয়ে দিলেন।সবসময় ভালো থাকুন। ধন্যবাদ।

২| ১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর নিজের মনটাকে তুলে ধরেছেন কাব্যিক ভাষায়, কথামালা মুগ্ধ করলো

শুভকামনা সবসময়

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০৩

ইমন শাই বলেছেন: আপনার চমৎকার মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। মঙ্গল কামনা সবসময়।

৩| ১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১৪

রাজীব নুর বলেছেন: আলো আর আধারের খেলা।
জীবনটাও এই রকমই।

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০৮

ইমন শাই বলেছেন: ঠিক বলেছেন রাজীব ভাই, জীবন টা আলো আঁধারের খেলা।আবার আলো আঁধার আমাদেরই রুপক অর্থে আপন জন,তাদের নিয়েই আমাদের বসবাস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.