নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একমনে চুরি করে;আরেক মনে বিচার মানে,আমি কে? আমার মন জানে।

ইমন শাই

আত্মতত্ত্ব অর্জনের চেষ্টা করি

ইমন শাই › বিস্তারিত পোস্টঃ

উটপাখির আইন

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৬




এখনো উটপাখি শাসক রয়েছে বলেই
ঘুরেফিরে দৌড়ে-দৌড়ে আজ পক্ষীকূলের
অধিকার খায়।
তারা আইন করেছে তাদের অধীনেই
রাষ্ট্রীয় নির্বাচন,যা আবার বিরোধিতা
করলেই সংবিধান পরিপন্থি!

বিষয়টা এমন দাড়ালো উটপাখিই পরিক্ষার্থী, উটপাখিই প্রশ্ন প্রস্তুতকারি,
উটপাখিই নিরিক্ষক, উটপাখিই ফল প্রকাশক।
খুব মজার তাই না, খুব উল্লাস এবং খুব
আনন্দের সংবাদ উটপাখিদের জন্যে।

কিন্তু অন্য পাখিদের কি হবে?
এদিকে কাক পেঁচা কবুতর ফিঙে টিয়েরা
অবাক!তারা প্রলাপ করতে থাকে; যাকে আমারা বিশ্বাস করতে পারিনা,
যার উপরে আস্থা রাখতে পারিনা,যারা আমাদের
আকাশে উড়বার মতো স্বাধীনতায় শিকল
দিয়েছে,গাছে বসতে নিষেধাজ্ঞা করেছে,
তার অধীনে রাষ্ট্রীয় নির্বাচনের মতো সর্ব পবিত্র দায়িত্ব !
অসম্ভব।।।
উটপাখির মাঝে কোন পাখবিকতা নাই, সাম্য নাই, বিবেক নাই,
সামান্য ন্যায়পরায়ণতাটুকু নাই!
তাদের সার্বিক তত্ত্বাবধায়নে নির্বাচন !
এও আমাদের মানতে হবে?
তারা ক্ষমতার জান্নাতুল ফেরদৌসে বসে
ভুলেই গেছে 'নিরপেক্ষতা' যে আমানত,
এবং নিরপেক্ষতা ছাড়া সুষ্ঠু গ্রহনযোগ্য
নির্বাচন কোন পাখি গোষ্ঠীর পক্ষেই সম্ভব নয়।

তবুও, উটপাখি বালির নিচে মাথা ঢুকিয়ে
আইন করে। আর সংবাদ মাধ্যমে
বিজ্ঞাপনে বলে বেড়ায় তাদের আইন শ্রেষ্ঠ
যুক্তি-যুক্ত সকল পাখির জন্য কল্যানকর
তারা আরো ভাবে তাদের অসৎ উদ্দেশ্য
করা মহৎ আইন গুলো কোন পাখিই
বুঝতে পারেনি।তারা চায় তারাই আকাশে
উড়বে তারাই জমিনে বসবে তারাই
ক্ষমতায় থাকবে, পাল বংশের চারশত
বছর ক্ষমতায় থাকার নীনরণী ভাঙবে।

সে লক্ষ্যেই উটপাখির আয়োজনে
এবারের নির্বাচন।এবার অংশগ্রহন করলে
করো না করলে পাখিরা সব মর।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৬

ইমন শাই বলেছেন: অনেক ধন্যবাদ✌

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৭

ইমন শাই বলেছেন: অনেকঅনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.